![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লাস এইটে পড়ি, সরকার ঘোষনা দিলো সবাইকে গাছ লাগাতে হবে। বেশি বেশি গাছ লাগাও, পরিবেশ মরে যাইতেছে, তারে বাচাও। বাজারে গিয়ে ৩ টাকা দিয়ে একটা কাঠাল গাছ কিনে আনলাম। কাঠাল আমার অপছন্দের ফল। কিন্তু বাজারে এই গাছের দাম সবচেয়ে কম ছিলো।
গাছ কেনার জন্য আব্বা আমাকে ৫ টাকা দিয়েছিলেন। বাকি দু টাকা দিয়ে একটা সিগারেট কিনে জোয়াদ্দারদের পুকুরপাড়ে বসে আরামসে ধোয়া ছাড়তেছি। হঠাৎ পুকুর থেকে এক মৎসকন্যা উঠে এসে বললো, আমাকে দুই টান সিগারেট দে। মৎসকন্যার শরীরে কোন কাপড় ছিলো না, মৎসকন্যার নগ্ন বুক থেকে টপ টপ টপ করে জল পরছে... আমার বড্ড মায়া লাগলো। আমি বললাম, তোমার ঠোট তো ভেজা, আমার সিগারেট ভিজে যাবে। মৎসকন্যা হেসে বললো, উফ! তাহলে ঠোটে ঠোট রেখে ধোয়া পাচার করে দাও...
আমি আর লর্ড মাউন্টব্যাটেন সাহেব মিলে বাড়ির পুব পাশে কাঠাল গাছ লাগালাম। আমাদের লাগানো গাছ দেখে জোতিষী নস্ট্রাডামুস বললো, "তোমাদের এই গাছ অনেক বড় হবে, নিচে দাড়িয়ে আকাশ দেখা যাবে না। সুউচ্চ ডাল থেকে জিরাফ পাতা ছিড়ে ছিড়ে খাবে।"
জিরাফ বাংলাদেশে নাই, আফ্রিকার এই প্রানী বাংলাদেশে শুধু চিড়িয়াঘরে দেখা যায়।
পাশের মহল্লার নূরা হইলো বিখ্যাত চোর। সালিস-বিচার করে গনধোলাই দেয়া হইছিলো। সেই যে পালাইছে, আর দেখা নাই। চোরের মায়ের বড় গলা থাকে। তাই নূরার মা এই গাছের পাতা ছিড়ে খায়।
©somewhere in net ltd.