নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তিমি মাছ আকাশে উড়ে

সেডরিক

৩ দিনের পর্যবেক্ষনে আছি, এখনও।

সেডরিক › বিস্তারিত পোস্টঃ

জাফর গাজীর নির্বাচন

২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৯



আজকে গাজীদের বাড়িতে এলাকাবাসীর নেমন্তন্ন। গাজীদের ভেতর বড় গাজী, জাফর গাজী নির্বাচনে দাড়িয়েছেন। এলাকাবাসীদের ভালোমন্দ খোজ-খবর নেয়ার জন্য দাওয়াত দিয়েছেন। গাজী বাড়ীর কাজের বেটি রিনা সুগন্ধী পান চিবাতে চিবাতে ঝুটা বুয়াদের সাথে গল্প করে, "আমাগো গাজী সাব হইলো মাটির মতো নরম-দিল মানুষ। মাইনষের কষ্ট সহ্য করতে পারেন না, তাই নির্বাচনে দাড়াইছেন। দেইখো, পাশ দিয়া দিবোই। এনশা আল্লাহ"

মাসুম মিয়া, আফসার মোল্যা আর নূরা বেপারী দাওয়াতের আয়োজন দেখভাল করছে। মাসুম মিয়া গঞ্জে থেকে ১০ কার্টন ডার্বি সিগারেট আর ৫ কার্টন শেখ সিগারেট এনে অফিস ঘরে রাখলো, ওদিকে আফসার মোল্যা লাঠিয়াল বাহিনী নিয়ে মঞ্জু মাষ্টারের মিছিল আটকাইতে গেছে। নূরা বেপারী বাবুর্চিদের সাথে খিচুড়ী রান্নায় ব্যাস্ত।

জাফর গাজী যারপরনাই বিরক্ত। মহান নেতা এডলফ হিটলার এর নাৎজি পার্টির ইউনিয়ন সভাপতি তিনি। আর ইউপি নির্বাচনে তার বিরুদ্ধে কিনা তার বিরুদ্ধেই মঞ্জু মাষ্টার দাড়িয়ে গেলো? এতো সাহস?
যদিও লোক দেখাতে নির্বাচন দিতে হয়, তাই দেয়া। নাহলে চার্চিল, স্টালিন, রুজভেল্ট মহান নেতা হিটলারকে ডিক্টেটর বলে গালমন্দ করবে। আসলে নির্বাচন হইলো মানুষরে একটু সান্তনা দেয়া যে তাদের হাতেই ক্ষমতা, যদিও ক্ষমতা তো হিটলারের লোকদেরই হাতে।

আজ দাওয়াত রাখা হয়েছে। বেশিরভাগ জনগন বেশ্যার চেয়েও সস্তা। নিজেদের দাম নিজেরাই বোঝে না। এক প্লেট খিচুড়ি আর এক প্যাকেট সিগারেট দিয়েই এদের ভোট কেনা যায়। যারা বিক্রি হবে না তাদের পেটাতে ঢাকা থেকে চড়া দামে স্পাইডারম্যান আর স্কারলেট উইচকে আনা হয়েছে। পিটিয়ে ছাতু বানিয়ে ছেড়ে দিবে। ভোট কেন্দ্র দখলে আফসার আর তার লাঠিয়াল বাহিনী তো আছেই। সাথে ব্যাকআপ হিসেবে নাৎজি পার্টির ছেলে ছোকড়া আছে।

জাফর গাজী বিরক্ত হইলেই চিন্তিত না। আনমনে হঠাৎ হেসে ফেলেন, মাসুম, আফসার আর নূরা যেভাবে তার গুহ্যদ্বার চেটে যাচ্ছে, মনে হয় আর পাইলস হওয়ার সম্ভাবনা নাই। তবে রিনা মেয়েটা ভালো, দিনের আলোয় সে গাজীর গা-গতর টিপে দেয়, রাতে জাফর গাজী রিনার শরীর হাতড়ে বেড়ায়। জীবনের এসব সুখের মাঝে নির্বাচন নিয়ে চিন্তা করতে ইচ্ছা করে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.