নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তিমি মাছ আকাশে উড়ে

সেডরিক

৩ দিনের পর্যবেক্ষনে আছি, এখনও।

সেডরিক › বিস্তারিত পোস্টঃ

পরিযায়ী পাখির প্রেমে পড়তে নেই

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৮



যখন হাফপ্যান্ট পরতাম, আমাদের এলাকায় নন্দিনীর আগমন হলো। ওর বাবা ছিলো সরকারী চাকুরে। ট্রান্সফার হয়ে আমাদের জেলায় এসেছে। নন্দিনীকে আমার ভীষন পছন্দ হলো। আমার বয়স ১১ আর ওর ১০। চুলে বেণী করে দুপাশে ঝুলিয়ে দিতো। হার্লে ক্যুইনের মতো আকর্ষনীয় ছিলো, আর আমি ঝোকারের মতো অদ্ভুত ও বাধনছাড়া। ব্যাটম্যান এর মতো ওর বাবা আমাকে তাড়িয়ে বেড়াতো।

আমার ১৪ তম জন্মদিনে আমি ওকে প্রথম চুমু খাই। ঠোট ফেটে গিয়েছিলো, সন্ধ্যায় ওর ঘরের জানালায় দেখা করে আমার জন্মদিনের উপহার আদায় করে নেই।
আমি প্রসাধনীর ধারের কাছেও যেতাম না, আর ও লোশন, শ্যাম্পু, অয়েল, লিপ গ্লস সহ ইহজগতের সকল প্রাধনী মাখতো। আমার ভালোই লাগতো, ওর ঘ্রাণ আমার মন উতলা করে দিতো। টিন এজ বয়সের প্রেম, শারীরিক চাহিদা ওভাবে বুঝতাম না, মনের ব্যাপার পরিপক্ক ছিলাম না। আজব প্রেম, দুজনেরই দুজনের প্রতি অনুভুতি আছে জানি, কিন্তু অনুভুতির ব্যাপার বুঝতে পারি না।

নন্দিনীকে লেখা একটা প্রেমপত্র ভুলে ওর বাবার হাতে পরে যায়, সে ওটা নিয়ে আমার বাড়িতে নালিশ করতে আছে। দরজা আটকে বাবা সেদিন পেঁদিয়েছিলো খুব। ভালোবেসে সব সহ্য করার সংকল্প ছিলো।

সহ্য করার মতো আর পিটুনী খেতে হয়নি। নন্দিনীর বাবা নোয়াখালীতে ট্রান্সফার হয়ে গেলেন। আর শিখিয়ে গেলেন, পরিযায়ী পাখির প্রেমে পড়তে নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.