নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তিমি মাছ আকাশে উড়ে

সেডরিক

৩ দিনের পর্যবেক্ষনে আছি, এখনও।

সেডরিক › বিস্তারিত পোস্টঃ

মেয়েটির বিড়াল আমার রুটি চুরি করে খেয়ে ফেলেছে

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩০



সুভাকে বললাম, আমার টিফিনে আজ রুটি দিও, ভূড়িটা বড্ড জ্বালিয়ে মারছে, ডায়েট কন্ট্রোল করবো। সুভা, ঠোট টিপে হাসে, যেন বলতে চায়, "রাতে এই ভূড়ির নিচে থাকতে আমার মোটেও অসুবিধা হয় না।"

আমাদের অফিসে নতুন একটি মেয়ে জয়েন করেছে। অফিসে তার পোষা বিড়াল নিয়ে আসে। বিড়ালটি মহা দুষ্টু ও বদমাস। আমার দিকে কিভাবে কিভাবে তাকায় শুধু।
প্রথমদিন অফিসের ব্যালকনিতে দাড়িয়ে সিগারেট টানছি, বিড়ালটি এসে থাবা দিয়ে আমার হাত থেকে সিগারেট নিয়ে দু টান দিয়ে ফেলে দিলো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এরপর থেকে আমার ডেস্ক থেকে কলম, স্ট্যাপলার, প্যাড, চকলেট গায়েব হতে থাকে, এবং আমার সন্দেহ বিড়ালটার উপর।

আমার বস আব্দুল মালেক রাজনীতি করেন, এই অফিস জাষ্ট শো অফ, মানি লন্ডারিং এর জন্য রাখা। নামকাওয়াস্তে এড এজেন্সি, কাম কাজ প্রজেক্ট কিছু নাই, খালি বছর শেষে ভূয়া প্রজেক্ট এর নামে প্রফিট দেখাই। বসের কালো টাকা সাদা হয়ে একাউন্টে জমা হয়।

অফিসে তেমন কোন কাজ নাই, আমি আসি, কম্পিউটারে গান দেখি, মুভি দেখি, বাথরুমে যাই, সিগারেট খাই, নাস্তা খাই, বাড়ি যাই।
মেয়েটি অফিসে আসে, সোয়েটার বুনে, কানে হেডফোন লাগিয়ে গান শুনে, মোবাইলে প্রেমিকের সাথে গল্প করে, বিড়ালকে আদর করে।

আজ টিফিনবক্স ড্রয়ারে লুকিয়ে রেখে সিগারেট খেতে বারান্দায় গেলাম, ২০ মিনিট পর এসে দেখি মেয়েটির বিড়াল মেঝেতে মরে পরে আছে, পাশেই খোলা আমার টিফিন বাটি ও রুটির গুড়ো পরে আছে।

স্যুইপারকে ডেকে সাফ করতে বলে বাথরুমে গেলাম, বমি করে ফ্রেশ হয়ে ডেস্কে ফিরে আসলাম। মেয়েটি মনমরা ও শুকনো চোখে যেন কাঁদছে। এমন সময় ইমেইল আসলো,

সিগারেট ছেড়ে দে, না হলে তো মরে যাবি। আর বাড়ি গিয়ে দেখ, সুভাকে তোর বস বিছানায় নিয়ে আদর করছে।

পুনশ্চঃ সুভা রুটিতে বিষ মিশিয়েছিলো।

ইতি,
ম্যাও (দ্য ক্যাট)

সেন্ডারঃ [email protected]

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৯:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: ছোট হলেও এমন আরও লিখতে থাকুন। গল্প বেশ ভালো হয়েছে। শেষে ট্যুইস্টটাও ভালো লেগেছে। পোস্টে লাইক।

শুভেচ্ছা আপনাকে।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১০:৪০

সেডরিক বলেছেন: ধন্যবাদ চৌধুরী সাহেব। স্যুরিয়ালিষ্টিক লেখা লেখার ইচ্ছা ছিলো, তাই লিখেছি। অনেকেই হয়তো বুঝবে না :)

পাঠে কৃতজ্ঞতা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.