![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"মান্ধাতার আমল" বলে একটা বাগধারা আছে। এর অর্থ অতি প্রাচীন সময়। যদিও অনেকেই জানেন না এই মান্ধাতার আমল বাগধারাটির উৎপত্তি কোথা থেকে।
এই কাহিনীর উৎপত্তি পুরাণিক কাহিনী থেকে। বিষ্ণু পুরানে যুবনাশ্ব নামে সূর্যবংশের একজন রাজা ছিলেন। সনাতন ধর্মে এই সূর্য বংশের গুরুত্ব অনেক। সনাতন ধর্মের রামায়নের রাম-লক্ষন-ভরত-শত্রুঘ্ন এরাও সূর্যবংশের সদস্য ছিলেন।
অযোধ্যার রাজা যুবনাশ্ব নিঃসন্তান ছিলেন। একদিন শিকারে গিয়ে প্রচন্ড তৃষ্ণায় কাতর হয়ে পড়েন। কাছেই একটি আশ্রম দেখে সেখানে যান, কিন্তু আশ্রমে কাউকে না পেয়ে একটা কলস থেকে নিজেই জল ঢেলে খেয়ে পিপাসা নিবারন করেন।
কিছুক্ষন পর আশ্রমের মুনি-ঋষিগণ ফিরে আসেন। এসেই যুবনাশ্বের কাছে জল পান করার কথা শুনতে পারেন। মুনি-ঋষিগন যুবনাশ্বকে বলেন এইটা সাধারন জল নয়, এই দৈব্য জল পান করলে স্ত্রী-লোক গর্ভধারন করে। যেহেতু যুবনাশ্ব এই পানি/জল পান করেছে, তাই যুবনাশ্ব এবার গর্ভধারন করবে।
আতংকিত যুবনাশ্বকে মুনিগন বর প্রদান করেন, গর্ভধারনে তার কোন কষ্ট অনুভব হবে না। ১০০ বছর ধরে ধীরে ধীরে যুবনাশ্বের পেটে এক সন্তান বেড়ে উঠে, ১০০ বছর পরে মুনি-ঋষিগন এসে যুবনাশ্বের তলপেটের বামদিক কেটে তার পুত্র সন্তান বের করেন।
যেহেতু শিশুটি কোন মায়ের গর্ভে জন্ম নেয়নি, তাই মাতৃদুগ্ধ পাওয়া সম্ভব না। শিশুটিকে বাচাতে স্বর্গ থেকে দেবরাজ ইন্দ্র নেমে আসেন এবং শিশুর মুখে নিজের আঙুল ঢুকিয়ে বললেন "মাম ধাস্যতি" বা আমাকে পান করো। ইন্দ্রের আঙুল থেকে অমৃত শিশুর শরীরে প্রবেশ করে এবং ১২ দিনেই সে ১৩ হাত লম্বা ১২ বছরের কিশোরে পরিণত হয়। এই শিশুর নাম হয় মান্ধাতা/মান্ধাত্রি।
এই মান্ধাতা পুরো পৃথিবী জয় করতে চেয়েছিলো, কিন্তু লংকার রাবণের সাথে যুদ্ধে জিততে পারেনি। রাবণ-মান্ধাতা যুদ্ধে রাবণ নিজেও জিততে পারেনি। দুজনেই সমানে সমান ছিলো। পরবর্তীতে দুজনের মাঝে সন্ধি হয় এবং তারা ভালো বন্ধু হয়ে যায়। এছাড়া মধুপুরের (বর্তমান ভারতের মথুরা) লবণাসুরকেও মান্ধাতা হারাতে পারেনি। যুদ্ধে লবণাসুরের হাতেই নিহত হয় রাজা মান্ধাতা।
এই মান্ধাতার সূর্যবংশ থেকেই রাম যুদ্ধ করে হত্যা করে রাবণ কে এবং রামের ছোটভাই শত্রুঘ্নের সাথে যুদ্ধে হেরে নিহত হয় লবণাসুর।
ধারনা করা হয় রাজা মান্ধাতা আজ থেকে ৩৫ লক্ষ বছর আগে রাজত্ব করতেন। এ কারনেই অতি পুরনো সময়কে মান্ধাতার আমল বলা হয়।
তথ্যসূত্রঃ
১) উইকিপিডিয়া
২) কোরা
৩) ইউটিউব
০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১০:৪২
সেডরিক বলেছেন: ধন্যবাদ চৌধুরী সাহেব। আপনাকেও শুভ কামনা
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৯:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সত্যিই তো কোনো দিন ভাবিনি মান্ধাতার আমলের উৎস কোথায়। ভালো লাগলো মান্ধাতার আমলের আদি উৎস জেনে।
পোস্টে লাইক।
শুভকামনা আপনাকে।