নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভোটে হেরে গিয়ে বিদায় নিছি। চেয়ারম্যান০০৭ জিন্দাবাদ

চেয়ারম্যান সাহেব

আসল চেয়ারম্যান সাহেব।

চেয়ারম্যান সাহেব › বিস্তারিত পোস্টঃ

পরিবর্তন চেয়েছিলাম, তাই ঠিক করেছিলাম বি এন পি কে ভোট দেওয়ার

০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪





আমি একজন সোয়িং সমর্থক।



গেলবার আওয়ামীলীগের পক্ষে ছিলাম, কিন্তু পদ্মাসেতু আর হলমার্ক আর শেয়ার বাজারের কেলেংকারী দেখে আওয়ামীলীগ থেকে মুখ তুলে ফেলেছিলাম। শেষপেরেক টুকে দিয়েছিলাম বিশ্বজিৎ হত্যাকান্ড আর ছাত্রললীগের কর্মকান্ডে।



পরিবর্তন চেয়েছিলাম, তাই ঠিক করেছিলাম বি এন পি কে ভোট দেওয়ার, এর মাঝে মীর্জা ফখরুল ইসলামের বক্তব্যকেও খুব সংযত মনে হতো।



কিন্তু গতকাল দেল্লু রাজাকারের ফাঁসীর রায়ের পর বিএনপির স্ট্যান্ডবাজী দেখে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম।



আপাতত কাউকে ভোট দিচ্ছি না, তবে আওয়ামীলীগ যদি দেলোয়ার হোসেন সাঈদীকে ইলেকশনের আগে ঝুলিয়ে দিতে পারে, তবে ভোটখানা হয়ত আওয়ামীলীগকেই দিতে পারি। নইলে কাউরেই ভোট দিবো না।

মন্তব্য ৩৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

আলাপচারী বলেছেন: চেয়ারম্যান সাহেব, আমিও ফ্লোটিং ভোটার। আপনার লগে এই কন্ডিশনে আছি।

০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

চেয়ারম্যান সাহেব বলেছেন: ধন্যবাদ

২| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

কালীদাস বলেছেন: এত বিনুদন দেওয়ার পরও জামায়াতের বিএনপি শাখারে ভুট না দিলে বিয়াফুক বেইনসাফি হইব। পরে দেখবেন বিএনপির বিজয় মিছিলে স্বচ্ছ চেহারার জ্বীন/পরীরা চেহারা লাল কইরা আপনের বাসার সামনে দিয়া হাঁইট্টা যাইতাছে....

০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

চেয়ারম্যান সাহেব বলেছেন: হ্যা, আজকে তো আজিমপুরে জ্বীন মিছিল হয়েছে।

৩| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

হাবিবুল্লাহ শোয়েব বলেছেন: বিএনপির আজকের বক্তব্য জাতীকে হতাশ করেছে।

০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

চেয়ারম্যান সাহেব বলেছেন: বিএনপি আজকে একটা বড় সংখ্যক ভোট হারিয়েছে।

৪| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

তাসজিদ বলেছেন: jamt ki bnp ke control kore???????????????

০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

চেয়ারম্যান সাহেব বলেছেন: হা, কোনো সন্দেহ আছে কি?

৫| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: জামাতকে আরো ভাংচুর আর হত্যা করার সুযোগ দেওয়ার জন্য খালেদা জিয়া মঙ্গলবার হরতাল ডেকেছে, বাহ্ খালেদা জিয়া বাহ্

০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

চেয়ারম্যান সাহেব বলেছেন: বিএনপিকে বিলুপ্ত করে জামায়াতের সাথে একাকার করে দেওয়া উচিত।

৬| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: চেয়ারম্যান সাহেব বিন্ফি থেকে কি আইজ ইস্তফা দিলেন?????? এই দুই মহিলা গং রে কখনই ভোট এর উপযুক্ত মনে হয় নাই ... আর আইজকা আবার খালেদা মাডাম নতুন করিয়া যা ঝারিলেন তাতে তাকে প্রাইম মিনিস্টার এর থেকে কম মনে হইতেচে না .. অবিবেচকের মত শেকানো বুলি ঝারিয়া দিলেন সংবাদ সম্মেলন করিয়া , বোধ করি তিনি আরও কিছু ভোট এবং ভোটার এতে হারালেন

০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

চেয়ারম্যান সাহেব বলেছেন: বিএনপিকে পুরোপুরি সমর্থন আগেও করি নাই,

সোয়িং ভোটারগণ কখনো কোনো দলকে সমর্থন করে না, ভোটের আগে গত পাঁচ বছরের সবদলের খতিয়ার হিসাব করে ভোট দেয়।

এরা কখনো কোনো দলের মিছিল মিটিং এ যায় না, কারো লেজুড়বৃত্তিও করে না।

৭| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

আমি ব্লগার হইছি! বলেছেন: বি এন পির মতো একটা বড় দল যারা কয়েকবার ক্ষমটায় ছিল এই দেশের, তারাই দেশের জনগনের অনুভূতি বুঝতে পারলোনা। দূ:খ লাগলো খুব।

০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

চেয়ারম্যান সাহেব বলেছেন: বিএনপি বড় ভুল করলো আজকে।

৮| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

বাংলাদেশি বাংগালী। বলেছেন: hamba lik ,jamat nipat jak

০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

চেয়ারম্যান সাহেব বলেছেন: সকল রাজাকারের কবর হোক।

৯| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

পীর বাবা বল িছ বলেছেন: এত দিন নৈতিক সমর্থন ছিল এবার মেডাম শারীরিক সমর্থন দিলো----------- গেম ওভার

০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

চেয়ারম্যান সাহেব বলেছেন: ঠিক বলেছেন।

১০| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

বদমায়েশ বলেছেন: সব গুলার মুলনীতি একটাই জনগনকে তক্তা বানাও,
নিজের ও প্রভুদের পকেট বড় কর।

০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

চেয়ারম্যান সাহেব বলেছেন: হুমম।

১১| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: কত টাকা পাইছেন.................

০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

চেয়ারম্যান সাহেব বলেছেন: সোয়িং ভোটারদের টাকায় কেনা যায় না।

সবাইকে নিজের মতো মনে করেন কেন?

১২| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

অপু চৌধুরী বলেছেন: BNP will never understand that they are doing suicidal activity.

০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

চেয়ারম্যান সাহেব বলেছেন: শক্তিশালী বিরোধীদল না থাকলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না, বিএনপি দিন দিন তার নৈতিক শক্তি হারাচ্ছে, সেই সাথে জনসমর্থনও।

১৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:০৪

_উল্লাস_ বলেছেন: আমি কখনও আওয়ামী লিগ আর বিএনপি এর কনটাকেই ভোট দেই নাই। এইবারো ইনশাআল্লাহ দিবো না। না ভোট থাকলে ওইটা আর না হলে স্বতন্ত্র কাউকে। সবাই এইভাবে এইদুটো দলকে অবজ্ঞা করলে আমাদের ভাল কিছু হওয়ার সুযোগ আছে।

০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:১৩

চেয়ারম্যান সাহেব বলেছেন: আমাদের অনেক সময় মন্দের ভালোটাকে বেছে নিতে হয়।

১৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:০৫

আশিকুর রহমান ১ বলেছেন: আমি ১০০% শিওর আপনি কখনোই বিএনপিরে ভোট দিতেন না। আজকের এই পোস্টটা স্রেফ জাতীয়তাবাদী চুলকানী থেকে দেয়া। নিবিচারে ৭০ জনের অধিক মানুষ পুলিশ গুলি করে মেরে ফেলার পরও যারা পৈশাচিক আনন্দে মেতে ওঠে তাদেরকে ২০১৩ সালের শান্তি বাহীনির সদস্য হওয়ার আমন্ত্রন জানাচ্ছি। আপনাদের জন্য বাম আর লীগই ভালো। ধন্যবাদ

০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:১৯

চেয়ারম্যান সাহেব বলেছেন: জনাব আশিকুর রহমান,

আমি প্রথমেই বলেছি, আমি সোয়িং ভোটার, ব্যাপারটার মানে জানেন তো?

আপনি একজন দলকানা মানুষ, আপনি আমার এই পোস্টের মর্ম বুঝবেন না।

গতকাল যে ফেনীর রেললাইন তুলে ফেলা হলো, সেটাতে কি আপনিও জড়িত?

১৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:০৬

মরমি বলেছেন: এত দিন নৈতিক সমর্থন ছিল এবার মেডাম শারীরিক সমর্থন দিলো----------- গেম ওভার

০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:২২

চেয়ারম্যান সাহেব বলেছেন: খালেদা সমস্ত শক্তি দিয়ে মাঠে নামবে দেল্লুকে বাচানোর জন্য।

১৬| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:১৮

_উল্লাস_ বলেছেন: না ভোট অথবা স্বতন্ত্র প্রার্থী... যেকোন একটি অপশন তো আছে।

০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৫৫

চেয়ারম্যান সাহেব বলেছেন: হ্যা, এই সুযোগ আছে, তবে সব এলাকাতে তো স্বতন্ত্র থাকে না, থাকলেও অনেক সময় নির্বাচনের আগের রাতে তারা বিক্রি হয়ে যান।

১৭| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৪৩

এস আর সজল বলেছেন: বিএনপির সামনে বড়ই কঠিন সময়।

০২ রা মার্চ, ২০১৩ রাত ১:০৮

চেয়ারম্যান সাহেব বলেছেন: ঠিক।

১৮| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৪৮

আমি ব্লগার হইছি! বলেছেন: আজ থেকে বি এন পি বেদখল হয়ে গেল অপশক্তির হাতে। ম্যাডাম , এর চেয়ে শাড়ি ব্লাউজ খুলে রাজাকারের সামনে মেলে ধরতেন , এত কষ্ট পেতাম না। নতুন প্রজন্মের বি এন পি সমর্থক দের মনে বড় আঘাত দিলেন আপনি!

১৯| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

কাঠের ঢেকি বলেছেন: জীবন এর প্রথম ভোটটা না ভোট দিব।

২০| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:০০

আখিলিস বলেছেন: একটা দল কিভাবে ধ্বংশ হয়ে যেতে পারে, তার প্রমাণ বিএনপি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.