নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Infrared Blood Circulation Massager

I am Aboriginal

সুশীল চাকমা

I am Aboriginal.

সুশীল চাকমা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে প্রথম গওজার ডিজিস নামক রোগের রোগী- সাহায্যের আকুল আবেদন।

১৯ শে জুন, ২০১৫ রাত ৮:০৫

বাংলাদেশে প্রথম গওজার ডিজিস নামক রোগের রোগী-
প্রায় ছ’মাসেক আগে সুদিপ্ত চাকমা (অমল) নামের এক ব্যক্তির মাধ্যমে রাসেল বড়ুয়া নামে এক ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হয়। ওই পরিচয়ের সুবাদে আমার আর রাসেল ভাইয়ের সম্পর্ক নিয়মিত ফোনালাপে একটু গভীর হয়। চার মাস আগেও জানতাম না যে উনার একটি ছেলে আছে। যাক আমি আসলে সেই ছেলেটির কথা বলতে চাচ্ছি। রাসেল ভাইয়ের পুত্রের নাম নিযুম বড়ুয়া তুর্য্য (12)। দীর্ঘ কয়েক বৎসর ধরে দুরারোগ্য ব্যধি গওজার ডিজিস (ব্লাড ক্যান্সারের মত) নামক রোগে আক্রান্ত। রাসেল ভাইয়ের স্ত্রী কয়েক বৎসর আগে তাকে ছেড়ে অন্য এক মুসলিম ছেলের সাথে সমপর্ক করে বিয়ে করেছে। আমি উনার ছেলে নিযুম বড়ুয়া সম্পর্কে লিখতে চাচ্ছি। যদি অনলাইন পাঠকগণ মনোযোগ সহকারে পড়েন-------- নিজের বিবেককে জাগ্রত করতে চান!----- অন্যের কষ্টে সহযোগীতার হাত বাড়াতে চান।

নিযুম বড়ুয়া (তুর্য্য) গত 2006 ইং সাল হতে দুরারোগ্য ব্যধি গওজার ডিজিস (ব্লাড ক্যন্সারের মত) নামক রোগে আক্রান্ত। কিন্ত অদ্যাবধি তাঁর বাবা রাসেল বড়ুয়া টাকার অভাবে নিযুমের কোন প্রকার সু’চিকিৎসা করতে পারেনি। তিনি বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারী কোম্পনীতে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন। এই অল্প বেতনে তিনি তার ছেলের সু’চিকিৎসা করাতে পারছেন না কারণ সম্পূর্ণ চিকিৎসা করাতে নাকি বাংলাদেশী টাকায় মাসে সর্বনিম্ন 6,00,000 টাকা (+-) প্রয়োজন। এই গওজার ডিজিস নামক রোগের চিকিৎসা নাকি একমাত্র লন্ডন ও আমেরিকাতেই হয় এবং বর্তমানে ভারতে কিছুটা হচ্ছে কিন্তু অত্যন্ত ব্যয়বহুল।

ভারতীয় ডাঃ ড. রবিন্দর মক্কর এবং বাংলাদেশের ডাঃ মেজবাহ উদ্দিন আহমেদ ও ডাঃ অপুর্ব (01711-847717, 01985-509413) দীর্ঘদিন ধরে তার ছেলের দেখাশোনা করছেন।
গতকাল (15-06-2015) চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রাসেল ভাই তুর্য্যকে নিয়ে নতুন মেডিকেল রিপোর্ট ও টেষ্ট করার জন্য ঢাকায় যান। আজকে ঠিক বিকাল আনুমানিক 4.17 এর সময় আমি উনাকে ফোন দিয়ে জানতে পারি যে তার ছেলের চিকিৎসা নাকি খুব শ্রীঘ্র্ই আরম্ভ করতে হবে। না হলে পৃথিবী থেকে আমাদের সুন্দর একটা ফুল অকালে ঝড়ে ঝাবে।

আমার প্রিয় ফেসবুক বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রতি দৃষ্টি আকর্ষণ ও অনুরোধ রইল - আমরা চা্ইলে পারি এই সুন্দর ফুলকে বাঁচাতে। আমরা কমিউনিটি তৈরি করতে পারি। সারা বিশ্বে একটি কমিউনিটি -- যে যেভাবে পারি -..............
রাসেল ভাইয়ের মোবাইল - 01823349750. যেকোন সময় ফোন করা যাবে।
কেউ যদি টাকা জমা করে দিতে চায় --
Dutch-Bengali Bank Ltd., Mohakhali Branch
Savings account no 114-101-42083 [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/chakmasushil/chakmasushil-1434722650-b89d283_xlarge.jpg
রাসেল ভাইয়ের ছেলের আংশিক রিপোর্ট জানা যাবে --- http://nizumbarua.blogspot.com

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.