নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সচেতন হই অন্যকে সচেতন হওয়ার চেষ্টা করি

মো: হাসিব উদ্দীন চঞ্চল

আমি শেষ ডিগ্রি অজন করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভিক্টিমোলজি এন্ড রেষ্টরেটিভ জাসটিস থেকে। আমি সচেতন হওয়ার চেষ্টা করছি এবং অন্যদেরকেও সচেতন হবার জন্য উদ্বত করার চেষ্টা চালিয়ে যাবো

মো: হাসিব উদ্দীন চঞ্চল › বিস্তারিত পোস্টঃ

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের আরও একটি রেকর্ড

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৪

অ্যান্টিগা টেস্টের প্রথম সকালে টস হেরে বাংলাদেশ অলআউট হয়েছে ৪৩ রানে। টেস্টে নিজেদের আগের সর্বনিম্ন রানকে পেছনে ফেলেছে।
২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর পি সারা ওভালে ৬২ ছিল আগের সর্বনিম্ন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি সব দল মিলিয়েই সর্বনিম্ন।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্ব নিম্ন ৪৩ রান----------
যা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অথচ বাংলাদেশের চেয়ে সর্বনিম্ন রানে অলআউট আছে অন্য দল গুলোর।
২৬ রানে – নিউজিল্যান্ড অলআউট ইংল্যান্ডের বিপক্ষে।
৩০ রানে - দক্ষিণ আফ্রিকা অলআউট ইংল্যান্ডের বিপক্ষে (২বার)।
৩৬ রানে - অস্ট্রেলিয়া অলআউট ইংল্যান্ডের বিপক্ষে।
৪২ রানে - ভারত অলআউট ইংল্যান্ডের বিপক্ষে।
৪৩ রানে - বাংলাদেশ অলআউট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
৪৫ রানে - ইংল্যান্ড অলআউট অস্ট্রেলিয়ার বিপক্ষে।
৪৭ রানে - ওয়েস্ট ইন্ডিজ অলআউট ইংল্যান্ডের বিপক্ষে।
৪৯ রানে - পাকিস্তান অলআউট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
৫১ রানে - জিম্বাবুয়ে অলআউট নিউজিল্যান্ডের বিপক্ষে।
৬২ রানে – বাংলাদেশ অলআউট শ্রীলংকার বিপক্ষে।
৭১ রানে – শ্রীলংকা অলআউট পাকিস্তানের বিপক্ষে
অর্থাৎ একমাত্র শ্রীলংকা বাদে সব দলই ৫০ রানের নিচে সর্বনিম্ন রানে অলআউট হবার রেকর্ড আছে! এবং অলআউট হবার রেকর্ডও আছে একাধিক বার। ৮১ রানের নিচে বাংলাদেশ অলআউট হয়েছে ২ বার ৬২ ও ৪৩ রানে কিন্তু মজার বিষয় হলো বড় দলগুলো ৮০ রানের নিচে অলআউট হয়েছে একাধিকবার দেখুন তাদের স্কোর:
১৯ বার – অস্ট্রেলিয়া, ১৮ বার – ইংল্যান্ড, ১৬ বার – নিউজিল্যান্ড, ১২ বার – দক্ষিণ আফ্রিকা, ৮ বার – পাকিস্তান, ৮ বার – ওয়েস্ট ইন্ডিজ, ৫ বার – জিম্বাবুয়ে, ২ বার –শ্রীলংকা এবং ১ বার – বাংলাদেশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.