নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সচেতন হই অন্যকে সচেতন হওয়ার চেষ্টা করি

মো: হাসিব উদ্দীন চঞ্চল

আমি শেষ ডিগ্রি অজন করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভিক্টিমোলজি এন্ড রেষ্টরেটিভ জাসটিস থেকে। আমি সচেতন হওয়ার চেষ্টা করছি এবং অন্যদেরকেও সচেতন হবার জন্য উদ্বত করার চেষ্টা চালিয়ে যাবো

মো: হাসিব উদ্দীন চঞ্চল › বিস্তারিত পোস্টঃ

নিমন্ত্রণ পত্র

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২১

নিমন্ত্রণ মানেই সুন্দর একটি কার্ডের সুন্দর ডিজাইন এখন তো চিঠি ছাড়া নিমন্ত্রণ করলে লোকে বাঁকা চোখে দেখে। আর যেহেতু সামাজিক অনুষ্ঠান, তাই লোকের দৃষ্টিভঙ্গির অনেক মূল্য তো দিতেই হবে। চিঠির ডিজাইন আর সেটা বানাতে কত খরচ হয়েছে, সেই বুঝে লোকে অনুষ্ঠানের জাঁকজমক সম্পর্কে একটা আন্দাজ করে নেয়। আগে ব্যক্তিগত ভাবে গিয়ে নিমন্ত্রণ করার রেওয়াজ ছিল। দিনবদলের সঙ্গে সঙ্গে নিমন্ত্রণের ধরনও বদলে গেছে। আজকাল বিয়ের কার্ডে অনেকেই নিজের পছন্দমতো করে থাকেন। আর এমনি একটি নিমন্ত্রণ পত্র পেলাম এতে যেমন রয়েছে নতুত্ব তেমনি রয়েছে দেশপ্রেম। শুধু দেশপ্রেমই নই দেশের পন্যকে পরিচয় করিয়ে দেবার একটি মাধ্যম। কি আছে এই কার্ডে, সোনাদিয়ে জড়ানো, না ভয় পাওয়ার কিছু নাই আসলে বাংলাদেশের সোনালী আশঁ আমাদের পাট । সেই পাটের আশ দিয়ে জড়ানো এই কাডটি । অনেক সুন্দর নতুন এ ধারনাটি তাই আপনারা এই তাই ট্রাই করে দেখতে পারে আপনাদে মেহেদি সন্ধ্যা, গায়েহলুদ, বিয়ে, বউভাত—প্রতিটি অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা নিমন্ত্রণপত্র।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.