![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
প্রজাপতি তার বহুবর্ণিল কাব্যময় পাখাদুটো তুলে দিল মেয়েটির হাতে...
মেয়েটি জানতে চাইল, তোমার কী খুব কষ্ট হচ্ছে?
প্রজাপতির নীল ঠোট, নড়লো সামান্য, বলল, এই দেখো আমি কেমন কথা বলছি...
তোমার কী খুব ঘুম পাচ্ছে?
আমার চোখের পাতা অবাধ্য ভীষণ...
তুমি মরে যাচ্ছো না তো!
আমি একলব্য! আমার বৃদ্ধাঙ্গুল অনাশ্রিত চিরকাল... কেবল রক্তক্ষরণ...
আমার খুব ভয় করছে...
আমার কথা ফুরিয়েছে রাজকন্যা...
আকাশে পুষ্পবৃষ্টি হলো...
এলো জল...
জলে জলে সৃষ্টি হলো সমুদ্র...
মেয়েটি সমুদ্রে নেমে গেল...
মৎস্যকন্যা হলো...
মৎস্যকন্যার পুচ্ছে সুখের রূপালি ঝিলিক...
সমুদ্রের দ্বাররক্ষীরা মৎস্যকন্যার পথ আটকালো...
একটা মৃত প্রজাপতির মন চাই তাদের...
না হলে যে প্রবেশ করা যাবে না জলের স্বর্গে...
মৎস্যকন্যা চিৎকার করে কাঁদলো, তুচ্ছ ভেবে প্রজাপতির মন সে ফেলে এসেছে পথে...
অন্যমনস্ক মেঘ বেদনার জন্ম দিলো...
দ্বিধাগ্রস্ত সমুদ্র ঘর বাঁধলো মৎস্যকন্যার চোখে...
ছবি: সংগৃহীত
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৪
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
২| ১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:২৯
মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৬
দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা অনিঃশেষ জানবেন মামুন ভাই।
কৃতজ্ঞতা।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৮
সুমন কর বলেছেন: পড়তে চমৎকার লাগল। কম বুঝেছি।
তবে ১ম লাইক দিয়ে গেলাম।
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪০
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক সুলেখক।
কৃতজ্ঞতা অশেষ।
বোঝাতে না পারার অক্ষমতা আমাকে ঘিরে থাকে সবসময়।
ক্ষমাপ্রার্থণা ভাই।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৬
আমিনুর রহমান বলেছেন:
পাঠে মুগ্ধতা +
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৪
দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।
আপনাদের উদার মনের প্রতি মুগ্ধতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আমার।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪১
এহসান সাবির বলেছেন: চমৎকার!!
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৭
দীপংকর চন্দ বলেছেন: আপনার উজ্জ্বল উপস্থিতি ভীষণভাবে অনুপ্রাণিত করে আমাকে। সবসময়।
শুভকামনা জানবেন এহসান ভাই। অনিঃশেষ।
অনেক অনেক ভালো থাকবেন।
৬| ১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৭
জাফরুল মবীন বলেছেন: আমি একলব্য! আমার বৃদ্ধাঙ্গুল অনাশ্রিত চিরকাল... কেবল রক্তক্ষরণ... -অসাধারণ কাব্যকথা!
কবিতা পাঠে মুগ্ধ হলাম ভাই।
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫০
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা অনিঃশেষ মবীন ভাই।
আপনাদের ভালোবাসার ঋণে আবদ্ধ হচ্ছি দিন দিন। ভীষণভাবে।
আমার শুভকামনা জানবেন। সবসময়।
ভালো থাকবেন। অনেক।
৭| ১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭
মৃদুল শ্রাবন বলেছেন: সুখপাঠ্য তো বটেই থিমটাও ভালো লেগেছে। আমরা আসলেই বাহিরটা দেখি, ভেতরের খবর রাখি না। দেহের চাকচিক্যটা অনেক সময় এমন দামী মনে হয় যেখানে পড়ে থাকা মন নিয়ে আমরা ভাবি না। এবং শেষে পরিনতি এমনই হয়। যেমনটি বলেছেন কবিতায়।
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৯
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মৃদুল ভাই।
গুরুত্বপূর্ণ একটি লেখা পড়লাম আপনার।
ভালো লাগলো ভীষণ।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
৮| ১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
অপূর্ণ রায়হান বলেছেন: আরও একটি চমৎকার কবিতা ভ্রাতা । ৪র্থ ভালোলাগা +
শুভকামনা সবসময়
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৩
দীপংকর চন্দ বলেছেন: বিভিন্ন উদ্যোগ জানাচ্ছে অনেক বড়ো মনের মানুষ আপনারা।
বড়ো মনের মানুষের ভালোবাসায় আপ্লুত তো হতেই হয়।
আমার শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। অনেক।
৯| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১৯
ডি মুন বলেছেন: বাহ, চমৎকার। ++++++++++++
শুভকামনা রইলো কবি
ভালো থাকা হোক।
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৬
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা। অনেক । অনেক।
আমার শুভকামনা জানবেন। সবসময়। অনিঃশেষ।
অবশ্যই ভালো থাকবেন। চিরদিন।
১০| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:২৩
স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধপাঠ্য !
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২০
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি।
কৃতজ্ঞতা। অনেক।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।
১১| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১৫
কলমের কালি শেষ বলেছেন: সেইরাম হয়েছে !!.++++
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২৩
দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা ভাই। অনিঃশেষ।
মানবিক একটা লেখা পড়লাম আপনার।
ভালো লাগলো অনেক।
ভালো থাকবেন। সবসময়।
১২| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩০
হাসান মাহবুব বলেছেন: অনেক ভালো লাগলো। শুভকামনা।
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৫
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই।
শ্রদ্ধা জানবেন।
আপনার শেষ লেখাটার বুননে মুগ্ধতার কথা বলেছি আমি।
অনিঃশেষ শুভকামনা। সবসময়।
১৩| ১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬
সকাল হাসান বলেছেন: ভাল লাগল! +++
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৯
দীপংকর চন্দ বলেছেন: অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।
ধন্যবাদ অনেক অনেক।
ভালো থাকবেন। সবসময়।
১৪| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৮
জাহাঙ্গীর.আলম বলেছেন:
বর্ণনাশৈলীতে বিষাদী মগ্নতা ছুুঁয়ে গেল শব্দকথায় ৷
১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪০
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা। অনেক।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১৫| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মুগ্ধপাঠ্য !অনেক দিন ভালো আরেকজন লেখকের সন্ধান পেলাম। শুভেচ্ছা রইল।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৪
দীপংকর চন্দ বলেছেন: উত্তরের বিলম্বের জন্য অনেক দুঃখিত ভাই।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
লেখার ভালো হোক বা না হোক, প্রার্থণা করবেন ভালো একজন মানুষ যেন হতে পারি শেষঅবধি।
ভালো থাকবেন। অনেক। অনেক।
১৬| ১৭ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:২৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অন্যমনস্ক মেঘ বেদনার জন্ম দিলো...
দ্বিধাগ্রস্ত সমুদ্র ঘর বাঁধলো মৎস্যকন্যার চোখে..
কাব্যময় কবিতা।+
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৮
দীপংকর চন্দ বলেছেন: অনেক দুঃখপ্রকাশ করছি উত্তরের বিলম্বের জন্য।
শুভকামনা থাকছেই অনিঃশেষ বরাবরের মতো।
ভালো থাকবেন। অনেক এবং অনেক।
১৭| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
সকাল রয় বলেছেন:
দুর্দান্ত শব্দশৈলী মুগ্ধ হবার মতো_____
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৩
দীপংকর চন্দ বলেছেন: আপনাদের অকৃত্রিম ভালোবাসায় আপ্লুত আমি। ভীষণ।
কৃতজ্ঞতা। অনেক।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
উত্তরের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
১৮| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৭
অন্ধবিন্দু বলেছেন:
দীপংকর,
রূপকথা নয় চুপ কথার রূপালি ঝিলিকে অন্যমনস্ক হতেই হলো।
মিষ্টি সরল ছন্দটা কোথায় পেলেন ?
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩২
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।
ভালোবাসার দৃষ্টিতেই পৃথিবী ছন্দোময় সম্ভবত!
আপনাদের ভালোবাসা আমাকে ঋণী করছে প্রতিনিয়ত।
কৃতজ্ঞতা।
উত্তরের বিলম্বের জন্য ক্ষমাপ্রার্থণা।
শুভকামনা অনিঃশেষ।
১৯| ২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৮
সুলতানা সাদিয়া বলেছেন: সব্যসাচীর জন্য শুভকামনা রইল।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৮
দীপংকর চন্দ বলেছেন: প্রিয় লেখকের উপস্থিতিতে কৃতজ্ঞতা অনেক।
আপনাদের ভালোবাসা আমার নতমাথাকে নত করুক আরও।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
২০| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪
জাহিদ জুয়েল বলেছেন: আমার চোখের পাতা অবাধ্য ভীষণ..
পাচ বার পড়লাম, তবুও মনে হচ্ছে আর একবার পড়ি।
চমৎকার ।
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০১
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
এবং কৃতজ্ঞতা।
এবং শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২৮
তুষার কাব্য বলেছেন: বাহ...বেশ লাগলো।শুভকামনা ...