নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা বিষয়টি অস্পষ্ট অতি!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৪



আজি আনন্দে মুখরিত ধরা
কোকিলের কুহু ধ্বনি; মনুষ্য প্রজাতি হাস্য-কলস্বরা!
কি বৃত্তান্ত? কিবা বিবরণ?
নিদারুণ চিন্তায় পড়িল খোকন!
জিজ্ঞাসিল কত জনে জনে,
প্রশ্ন যত জন্মিল তার অতি ক্ষুদ্র মনে;
নাহি মিলে সদুত্তর, ভাঙে বুঝি আশা!
মহাক্ষণে এক মহামতি কহিলেন, সবই “ভালবাসা”!!!!

শুনিয়া খোকনের চিন্তাবৃদ্ধি ঘটিল,
মসিকৃষ্ণ মুখে দ্রুত গৃহে সে ছুটিল;
দেখিল, পিতাশ্রী নাকে চশমা আঁটিয়া;
জ্ঞানান্বেষণ করিতেছেন পত্রিকা ঘাটিয়া॥

সসংকোচে দাঁড়াইল খোকন পিতার সম্মুখে,
সঞ্চিত করিয়া বল অতি ক্ষুদ্র বুকে;
জিজ্ঞাসিল প্রশ্ন, পিতা, “ভালবাসা” কি?
প্রশ্ন শুনিয়া ভারী বিব্রত পিতাশ্রী॥
আড়ষ্ট জিহবা তাঁর, ত্রস্ত কণ্ঠস্বর;
কহিলেন, এ প্রশ্নের নাহি সদুত্তর!!
এ বিষয়ে নানা ব্যাখ্যা, তর্ক, টীকা আছে;
কী কহিব বল দেখি পুত্র তোমার কাছে!
ভালবাসা বিষয়টি অস্পষ্ট অতি!!
তথাপি ইহাতে নাই মানবের ক্ষতি॥


ছবি: সংগৃহীত

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৬

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ :|

কবিতায় মজা পেলুম !

শুভ কামনা অনিঃশেষ ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১২

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

অনেক অনেক ধন্যবাদ ভাই।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: ভালবাসা বিষয়টি অস্পষ্ট অতি!!
তথাপি ইহাতে নাই মানবের ক্ষতি॥

এখানেই মনে হয় ভালোবাসার মাহাত্ম্য। ভালোবাসাকে সংজ্ঞায়িত করা আসলেই খুব দুরূহ ব্যাপার। কেবল অনুভবে কিছুটা ছোঁয়া হয়তো পাওয়া যায়।
চমৎকার শিশুতোষ কবিতা। তবে আমাদের জন্যও প্রযোজ্য। সাধু রীতিতে লেখাতে আলাদা একটা ভালোবাসাময় আমেজ পাওয়া গেলো। অনেক ভালো লাগলো দীপঙ্কর।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা নিবেন ভালোবাসায়। নিরন্তর শুভ কামনা রইলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২০

দীপংকর চন্দ বলেছেন: //ভালোবাসা দিবসের শুভেচ্ছা নিবেন ভালোবাসায়।//

অসাধারণ শুভেচ্ছা শ্রদ্ধেয়!

আপনার প্রতিটি মন্তব্যই সুচিন্তায় সমৃদ্ধ!

সর্বোপরি আপনার যে আশীর্বাদ এবং ভালোবাসা সবসময় সাথে থাকে আমার, তা আমাকে আপ্লুত করে ভীষণ! এবং করে ঋণী!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন বিমূর্ত ভালোবাসায়।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৪

সুমন কর বলেছেন: পুথি কাব্যের মতো, চমৎকার এবং সুপাঠ্য।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৬

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক সুমন ভাই।

সামান্য নিরীক্ষা আর কি!

হা হা হা হা

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুরুটা ভালো লাগছে ।

শুভেচ্ছা

ভালো থাকবেন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪০

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাজমুল ভাই।

শুরুতে খানিকটা ভাঙচুরে রয়েছে লেখা!

হা হা হা হা

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩১

জাফরুল মবীন বলেছেন: ভালোবাসা কাহারে কয়? /এ উত্তর খুঁজিতে ঘুরিতেছে সবাই বিশ্বময় :)



চমৎকার কাব্যকথার জন্য ধন্যবাদ ভাই।

শুভকামনা জানবেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৪

দীপংকর চন্দ বলেছেন: //ভালোবাসা কাহারে কয়? /এ উত্তর খুঁজিতে ঘুরিতেছে সবাই বিশ্বময়//

সহমত মবীন ভাই।

খোকন এবং তাহার পিতাশ্রীও এই প্রশ্নে ভারী গোলমালে পড়িয়াছে!

হা হা হা হা

অনিঃশেষ শুভকামনা ভাই।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৭

আলোরিকা বলেছেন: মজার.........মধ্যযুগীয় পুথি পাঠের আস্বাদ পাওয়া গেল......তবে প্রথম অষ্টকে গোলমাল হেরিলাম-
পরবর্তী পদসমূহে মজা পাইলাম.... :) :) :) :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯

দীপংকর চন্দ বলেছেন: //তবে প্রথম অষ্টকে গোলমাল হেরিলাম-//

হেরিতেই হইবেক!

হা হা হা হা

প্রথম অষ্টকে বিষমছন্দ উপস্থিত! কারণ, বিষয়বস্তু ভীষণ গোলমেলে যে!

অনিঃশেষ শুভকামনা জানবেন আলোরিকা।

ভালো থাকবেন। সবসময়।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৩

আবু শাকিল বলেছেন: কবিতায় দারুন ছন্দ পেলাম।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০১

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

ধন্যবাদ অনেক অনেক শাকিল ভাই।

এলোমেলো লেখা আর কি!

অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২০

এহসান সাবির বলেছেন: ভালো লাগা.....

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৩

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

অনেক অনেক ধন্যবাদ এহসান ভাই।

সবসময় ভালো লাগা আপনার উপস্থিতিতে সেই প্রথমদিন থেকে।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৬

পার্থ তালুকদার বলেছেন: চমৎকার ....
দারুণ লেগেছে......

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৫

দীপংকর চন্দ বলেছেন: গোলমেলে বিষয় নিয়ে গোলমেলে লেখা আর কি!

হা হা হা হা

অনেক অনেক ধন্যবাদ ভাই।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৭

তুষার কাব্য বলেছেন: ভালবাসা বিষয়টি অস্পষ্ট অতি!!
তথাপি ইহাতে নাই মানবের ক্ষতি॥

মজার কবিতায় ভলোলাগা +++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৯

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক তুষার ভাই।

//ভালবাসা বিষয়টি অস্পষ্ট অতি!!
তথাপি ইহাতে নাই মানবের ক্ষতি॥//

হা হা হা হা

সুতরাং ভালোবাসা জানবেন।

এবং শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.