নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

অসংলগ্ন কিছু কথা গল্প যদি হয়

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৭



গতানুগতিকতার গণ্ডি অতিক্রম করে প্রচলিত প্রথা ভেঙে উঠে আসে কথা। কথা! কথাই তো! কিছু কথা! সংঘবদ্ধ নয়! অসংঘবদ্ধ! সংহত নয়! অসংহত! সংবৃত নয়! অসংবৃত! এবং সংলগ্ন নয়! অসংলগ্ন!

অসংলগ্ন কিছু কথা! কথা! গল্প নয়! কিংবা গল্প হয়তো! অথবা গল্প নয় ঠিক যেন! অনিশ্চিতি! সংশয়! গল্প নয় তবু গল্প যদি হয়! অনাকাঙ্ক্ষিত আশা! অথবা প্রত্যাশা! উঁকি দেয় অচিন ভোরের সূর্যরশ্মির মতো! অথবা অন্ধকার! নিরন্ধ্র! নির্বিকার!

বহুমাত্রিক শিল্পশাখার প্রাণরসজারিত উপলব্ধি কিংবা দৃষ্টিকোণ! চিত্রকলা মন্থিত, চলচ্চিত্রিক নির্মাণকৌশল অনুসৃত কিংবা দেশ দশ অনির্ধারিত দার্শনিক বোধ অথবা সুবিস্তৃত সাহিত্যের উঠোন থেকে কুড়িয়ে আনা এক টুকরো রোদ অথবা কবিতা অথবা নাট্যকলার আত্তীকরণ বিমুক্তিকরণ অসচেতনতার সচেতন উপস্থাপন আধুনিক নগরজীবনের গলি উপগলি রাজপথ নদী অথবা জলাশয়ের বদ্ধ জল থেকে সাগর অতল কিংবা মনস্তত্ত্ব অথবা চেনাজানা আকস্মিক তথ্য অথবা গূঢ় তত্ত্বের সূক্ষ্ণ প্রকাশ কিংবা অপ্রকাশের অভিঘাত যেন পুকুরের নির্বিকার তরলে অপ্রস্তুত ঢিল তারপর তরঙ্গ হয়তো, তরঙ্গের পর তরঙ্গ, বৃত্তাকার ধীরে ধীরে মিলিয়ে যাওয়া পুনরায় নিস্তরঙ্গতায় অতিলৌকিক স্থিরতায় অচিন নিমগ্নতায় অথবা নিরবিচ্ছিন্ন জড়তায় অমীমাংসিত অব্যক্ততায়!

কথা কি এমনই হয়! অসংলগ্ন কথা! ভাবনার কড়া সামান্য নেড়ে মুহূর্তেই নিপতিত হয় ভিন্ন ভাবনায়! গল্প হতে হতেও গল্প হবার সমস্ত সম্ভবনার বিপরীতে কথাদের অবস্থান যেন! যেন নিয়মনিষ্ঠ গল্প কাঠামোর চেনা সংলগ্নতায় বাঁধা না পড়ার প্রতিজ্ঞায় অবিচল কথামালা! যেন পাখা মেলে উড়ে যাওয়া পরিযায়ী পাখি মনের মৃত্তিকায় দীর্ঘ যার ছায়া পড়ে থাকে অবলীলায়! কথায় কথায়!

কথা কি বোধিপ্রাপ্ত হয় অসংলগ্নতায়! মিশে যায় এবং নিঃশ্বাসে এবং প্রশ্বাসে এবং উদ্বাস্তু জ্যোৎস্নায় গৃহত্যাগী হয় কালের সনাতন প্রবাহ সাক্ষী রেখে সংলগ্ন হবার অদ্ভুত প্রত্যাশায় অলীক ভাবনায় অসংলগ্ন দ্যোতনায়! কথা যদি গল্প নয়, কেন নয়, এবং যদি গল্প হয়, কেন হয়!


প্রকাশক: বিশ্বসাহিত্য ভবন।
স্টল নং: ১৩৬-১৩৭-১৩৮
প্রচ্ছদ: শিবু কুমার শীল।

সকলের আশীর্বাদ এবং ভালোবাসা প্রার্থণা রইলো।

বিনীত।

মন্তব্য ৪৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: খুবই আনন্দিত হলাম যে আপনার একক বই বের হয়েছে। নিজেকে লুকিয়ে রাখার কোন কারণ নাই। আপনার আরও বেশী বেশী বই প্রকাশ হওয়া দরকার দীপঙ্কর। বাংলা সাহিত্যকে আপনার আরও অনেক কিছু দেয়ার আছে। আশা করবো আপনি ধারাবাহিক ভাবে তা দিয়ে যাবেন। পাঠক আপনার বইটি খুঁজে নিবে আশা করছি। আমিও তাই চেষ্টা করবো, যদিও অন্যের উপর নির্ভর করতে হবে, তবুও চেষ্টা করবো যেকোনো ভাবে পারি একটা কপি সংগ্রহ করে নিতে। শুভেচ্ছা ও অভিনন্দন রইলো দীপঙ্কর।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫১

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।

// নিজেকে লুকিয়ে রাখার কোন কারণ নাই।//

আরে না-না!

কি যে বলেন!

লুকিয়ে রাখার তেমন কোন সচেতন প্রয়াস নেই আমার!

আবার প্রকাশ করার মতো তেমন কিছুও তো চোখে পড়েনা!

আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা প্রার্থণা কেবল।

অনেক অনেক ভালো থাকবেন।

শুভকামনা অনিঃশেষ।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩২

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার অনুমতি ছাড়াই ফেবুতে শেয়ার দিয়েছি। :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০০

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ পুনরায়।

আমার তরফ থেকে কোন অনুমতির প্রয়োজন নেই যে কোন ধরনের ভালো কাজে।

ফেবু শেয়ার ব্যাপারটা বুঝি না।

তবে বিশ্বাস করি, ভালো কাজ আপনাকে ঘিরে থাকে সবসময়।

অন্তর্জালের কারিগরী দিকগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা নেই।

এই যেমন ব্লগের প্রথম পাতায় ''♣ শততম পোস্ট ! !:#P অমর একুশে গ্রন্থমেলা ২০১৫'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই ♣'' লেখাটিতে বই সংক্রান্ত তথ্য উপস্থাপন করতে পারলাম না কিছুক্ষণ চেষ্টা করেও!

যাই হোক, শুভকামনা পুনরায় শ্রদ্ধেয়।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

আরণ্যক রাখাল বলেছেন: লেখাটা বেশ জটিল| আপনার বইয়ের জন্য শুভকামনা| আপনার বই পাঠকপ্রিয় হবে আশা করি|

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০২

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

আপনাদের শুভাশীষ আমার চলার পথের পাথেয় হোক। সবসময়।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: অভিনন্দন রইল।
প্রচ্ছদটা খুব পছন্দ হয়েছে। :)

আশা করি পাঠকপ্রিয়তা অর্জন করুক আপনার বই।

ভালো থাকবেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩০

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

যে কোন অবস্থায় আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা প্রার্থণা কেবল।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৭

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,





অসংলগ্ন কিছু কথা গল্প হলেও হতে পারে নইলে বই হিসেবে বের হলো কি করে ?

অভিনন্দন ।


১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৮

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।

কেবলমাত্র মলাটবদ্ধ অবস্থা পরষ্পর যোজিত কিছু অক্ষরের অর্থপূর্ণ হয়ে ওঠা নিশ্চিত করে কি?

আমার মতো সামান্য মানুষের সংশয় যে জীবনের পদে পদে!

প্রার্থণা করবেন আমার জন্য।

এবং আশীর্বাদ এবং ভালোবাসা অবশ্য কাম্য।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৬

আমিনুর রহমান বলেছেন:



খুব শীঘ্রই পড়ে ফেলার ইচ্ছে রাখছি। বইমেলায় পরের বার গিয়েই সংগ্রহ করে নিবো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আমিনুর ভাই।

আন্তরিক দুঃখপ্রকাশ, আমি আপনার শারীরীক অবস্থার খবর নিতে পারিনি নিয়মমাফিক!

ক্ষমাপ্রার্থণা ভাই।

এবং প্রার্থণা আশীর্বাদ আর ভালোবাসার।

অামার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪০

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই।

অকৃত্রিম আশীর্বাদ আর ভালোবাসা প্রার্থণা শুধু।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪০

বিদ্রোহী বাঙালি বলেছেন: এই যেমন ব্লগের প্রথম পাতায় ''♣ শততম পোস্ট ! !:#P অমর একুশে গ্রন্থমেলা ২০১৫'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই ♣'' লেখাটিতে বই সংক্রান্ত তথ্য উপস্থাপন করতে পারলাম না কিছুক্ষণ চেষ্টা করেও!

আপনার হয়ে আমি ইতিমধ্যেই এটা করে দিয়েছি। :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা অনেক শ্রদ্ধেয়।

আমি অন্তর্জালের কারিগরী বিষয়ে স্বাচ্ছন্দ্য বোধ করিনা মোটেই!

অনিঃশেষ শুভকামনা পুনরায়।

এবং পুনরায় কৃতজ্ঞতা।

ভালো থাকবেন। সবসময়।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৭

তুষার কাব্য বলেছেন: দারুন খবর!অভিনন্দন গ্রহন করুন লেখক।ইচ্ছে থাকল বইটি সংগ্রহ করার।

শুভেচ্ছা সতত ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১২

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

আশীর্বাদ এবং ভালোবাসা কাম্য কেবল আপনাদের সকলের কাছে।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯

পার্থ তালুকদার বলেছেন: আপনার জন্য অনেক অনেক শুভকামনা ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৪

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক পার্থ ভাই।

আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমার চলার পথের পাথেয় হোক।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৪

আরজু পনি বলেছেন:

অনেক অভিনন্দন রইল ।

আপনার মন্তব্যতো ''♣ শততম পোস্ট ! !:#P অমর একুশে গ্রন্থমেলা ২০১৫'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই ♣'' এই পোস্টে ঠিকমতোই প্রকাশিত হয়েছে।

আপডেট করে দিয়েছি সব তথ্য।
শুভকামনা রইল ।।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২১

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আরজুপনি।

বিষয়টা দেখলাম!

ভারী অবাক তো!

আমার চেষ্টায় হয়নি কাজটা সম্ভবত!

শ্রদ্ধেয় বিদ্রোহী বাঙালি করেছেন।

আজকে আরেকটা মন্তব্য দেবার চেষ্টা করলাম নিজ উদ্যোগে আবার!!

জানিনা কী ঘটনা ঘটালাম!!!

দুঃখিত অন্তর্জাল সম্পর্কে অজ্ঞতার জন্য।

সুন্দর প্রয়াস আপনার।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২১

আবু শাকিল বলেছেন: অভিনন্দন দীপংকর চন্দ দা ।

ভাল থাকবেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাকিল ভাই।

আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা সাথে থাক আমার সবসময়।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

বিদ্রোহী বাঙালী ভাইয়ের সাথে সহমত।

অভিনন্দন আপনাকে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩২

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

//বিদ্রোহী বাঙালী ভাইয়ের সাথে সহমত।//

আমি সামান্য মানুষ, তবু তাঁর স্নেহ ভালোবাসায় সিক্ত সবসময়।
আমার স্বজন তিনি। স্বজনের প্রতি প্রীতি থাকা স্বাভাবিক।

যাই হোক, প্রার্থণা করবেন আমার জন্য।

এবং আশীর্বাদ এবং ভালোবাসা কাম্য।

শুভকামনা জানবেন অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩২

আরমিন বলেছেন: বিদ্রোহী ভাইএর ফেবু শেয়ার এ প্রথম চোখে পড়ে পোস্টটি !
অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন আপনাকে !

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আরমিন।

শ্রদ্ধেয় বিদ্রোহী ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা।

আমি ফেসবুক শেয়ার বিষয়টা বুঝিনা।

অন্তর্জাল অজ্ঞতা আছে আমার।

আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা কাম্য শুধু।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৩

বিদগ্ধ বলেছেন: অসংলগ্ন কবিতা যদি গল্প হয়, তবে পড়তে আমার কোন আপত্তি থাকবে না। শুভেচ্ছা থাকলো....

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪০

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক দগ্ধ।

আপনার শুভেচ্ছা গ্রহণ করলাম নতমস্তকে।

প্রার্থণা রইলো আশীর্বাদ আর ভালোবাসার।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৪

দীপান্বিতা বলেছেন: অভিনন্দন রইল...অনেক শুভেচ্ছা :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪২

দীপংকর চন্দ বলেছেন: দীপান্বিতা, অনেক অনেক ধন্যবাদ।

আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা আমাকে ঘিরে থাকুক সবসময়।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৯

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। শুভেচ্ছা এবং শুভকামনা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কথাসাহিত্যিক।

মাঝে মাঝে কিছু কাজে দুঃসাহসের প্রকাশ ঘটে হয়তো!

থাকে হয়তো নানা ত্রুটি বিচ্যুতি!

যে কোন পরিস্থিতিতে আপনার আশীর্বাদ এবং ভালোবাসা প্রার্থণা করি।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৫

বিদগ্ধ বলেছেন: অসংলগ্ন কথা যদি গল্প হয়, তবে পড়তে আমার কোন আপত্তি থাকবে না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯

দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা পুনরায় ভাই।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩১

কলমের কালি শেষ বলেছেন: শুভ কামনা রইলো অনিঃশেষ ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫২

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক অনেক।

আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা কাম্য ভাই। সবসময়।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক। অনেক।

২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৩

প্রবাসী পাঠক বলেছেন: অভিনন্দন দীপংকর দা। বইটির জন্য শুভ কামনা রইল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রবাসী পাঠক।

কৃতজ্ঞতা।

আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমাকে ঘিরে থাকুক সবসময়।

অামার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৮

রিকি বলেছেন: বইটির জন্য শুভকামনা থাকলো দাদা .... :) :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৭

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক রিকি।

প্রার্থণা করবেন আমার জন্য।

আশীর্বাদ এবং ভালোবাসা কাম্য কেবল।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১২

জুন বলেছেন: অভিনন্দন রইল আপনার জন্য আর শুভকামনা রইলো বইটির জন্য দীপংকর চন্দ
+

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫১

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুন।

কৃতজ্ঞতা। অনেক।

আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা স্পর্শ করে থাকুক আমাকে সবসময়।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩২

জাফরুল মবীন বলেছেন: অভিনন্দন ও শুভকামনা জানবেন ভাই দীপংকর চন্দ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৬

দীপংকর চন্দ বলেছেন: মবীন ভাই,

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

প্রার্থণা করবেন আমার জন্য।

আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমার জীবন ভরে থাক।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.