নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

ব্লগে আমার একবছর পূর্তি !

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২



হাটি হাটি পা পা করে ব্লগে আমার একবছর পূর্ণ হলো। এই এক বছরে কত কি যে শিখলাম তা বলে শেষ করা যাবে না । এক বছর আগে কি এক বিষয় খুঁজতে গিয়ে সামুতে আমার পদচারনা শুরু হয়। সেই পদচারনা আজ অবধি বজায় আছে এবং ভবিষ্যতেও থাকবে। সামুতে এত বিশিষ্ট ব্লগারদের মধ্যে আমার ক্ষুদ্র ব্লগটার পরিসংখ্যানঃ

পোস্ট করেছি: ৮টি
মন্তব্য করেছি: ১১১৫টি
মন্তব্য পেয়েছি: ৫৯২টি
ব্লগ লিখেছি: ১ বছর ১০ ঘন্টা
অনুসরণ করছি: ১০৯৯ জন
অনুসরণ করছে: ৩০ জন

আশা করি আমার এ ব্লগ যাত্রাতে সহ ব্লগারদের সাথে পাবো.....

মন্তব্য ১১৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (১১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

আরোগ্য বলেছেন: অভিনন্দন। এমন করে শত বছর পাড় করুন।

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকুশ :)

তাই যেন হয়....

২| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

কথার ফুলঝুরি! বলেছেন: আগে জন্মদিনের কেক খেতে চাই তারপর বাকী কথা :P

বাট, শুভ সামু ব্লগীয় জন্মদিন । আচ্ছা প্রোগ্রামিং এর ভাষায় শুভ জন্মদিন কিভাবে বলে, ভাইয়া ? :|

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

আর্কিওপটেরিক্স বলেছেন:

থ্যাংকুশ :)

#include

using namespace std;

int main()
{
cout

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: কোড দিলাম আর হারিয়ে গেলো...
আবার দিলাম :)

#include

using namespace std;

int main()
{
cout

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ধুর ছাই....

এটাও এলো না.....

এটা নিন...
ফোন থেকে...

৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
অনুসরণ করছে ৩০ জন নয়। ৩১ জন।

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই নাকি :-B

মন্তব্যর জন্য ধন্যবাদ :)

৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: শুভেচ্ছা রইলো...

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

কিরমানী লিটন বলেছেন: অভিনন্দন ... আপনার যাত্রা সার্থক হোক, এমন করে শত বছর পাড় করুন- হাজার বছর ।

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৬| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬

মাহমুদুর রহমান বলেছেন: অভিনন্দন আপনাকে।
ব্লগারদের কাছে থেকে শুধু শিখলে হবে? ব্লগে বেশী বেশী করে পোস্ট দিন যাতে ব্লগাররাও কিছু শিখতে পারে জানতে পারে।

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ :)

চেষ্টা করবো B-)

৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

সাইন বোর্ড বলেছেন: অভিনন্দন ।

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

নীল আকাশ বলেছেন: শুভ সামু ব্লগীয় জন্মদিন রইল! আশা করি সামনের দিন গুলিতে ভালো ভালো পোষ্ট পাব আপনার কাছ থেকে!
শুভ কামনা রইল!

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভ সামু ব্লগীয় জন্মদিন রইল :D

শুভকামনার জন্য ধন্যবাদ :)

৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

সুমন কর বলেছেন: শুভেচ্ছা....

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকুশ :)

১০| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

হাবিব বলেছেন:





একবছরে মাত্র ৮ টা পোস্ট......? ফাঁকিবাজি তো ভালোই করছেন........ X((
আমার মতো আটকাহন বানাবেন নাকি? B-) B-)
কিন্তু পড়াশুনা ভালোই করছেন দেখছি............ ত্রিপল ওয়ান ফাইভ ........!!
পরীক্ষায় পাশ করবেন..........। ;) ;) ;)

তা আপনার ভার্সিটির কি খবর.......?
সব টিচার কি ঠিক মতো ক্লাস নিচ্ছে? :P :P

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আটকাহন :D

কিন্তু পড়াশুনা ভালোই করছেন দেখছি............ ত্রিপল ওয়ান ফাইভ ........!!
পড়াশোনা আর করমু না B-))

আপনার ভার্সিটির কি খবর.......?

সময় মতো ভার্সিটি থেকে খবর আসিবে B-))

তবে পাঠকের প্রতিক্রিয়া ! তার প্রেমোলজির ক্লাস শুরু করেছেন ;)

১১| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

তারেক_মাহমুদ বলেছেন: অনেক অভিনন্দন। আমারো এক বছর হতে চললো।

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: আহেন কোলাকুলি করি :D

১২| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

পদ্মপুকুর বলেছেন: ক্যাম্নে কি? আপ্নেরে তো দেখছিই ক'দিন হলো... মেঘে মেঘে বেলা তো বেশ হলোরে ভাই.. যাই হোক, অভিনন্দন।

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: ক্যাম্নে কি?

পান্তাভাতে ঘি ;)

মেঘ মেঘ গুড়গুড়.....
বাদলের ধারা ঝরে ঝরঝর...

থ্যাংকু ফর ইয়োর কমেন্ট B-)

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এক বছর পুর্তিতে অভিনন্দন
ফূর্তিতে থাকুন আগামী ১ বছর

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

করুণাধারা বলেছেন: বছর পূর্তিতে অভিনন্দন!
শুভেচ্ছা আগামীর জন্য.............

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও শুভকামনা :)

১৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তা এক বছরে কী শিখলেন ভ্যা???:D


আসেন দেখি, একটু বাজিয়ে দেখি দম কত????:D

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: শিখলাম ভ্যা ভ্যা আর প্রেমোলজি B-))

১৬| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,



প্রাচীন এই পাখিটির বয়েস একবছর থেকে মিলিয়ন বছরে গড়াক যেমনটা শুরু করেছিলো সে!
বছরপূর্তির শুভেচ্ছা।

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

আমিও তাই চাই B-))

১৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এক বছর পুর্তিতে অভিনন্দন
ফূর্তিতে থাকুন আগামী ১ বছর

আমি ও তাই বলতাম।

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

১৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: There is million solution of a problem , Question is how u can solve it.

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: I won't solve

১৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

সনেট কবি বলেছেন:

যাত্রার সময় কাল গণনায় এক
এভাবেই পার হোক বছর শতেক।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি :)

২০| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: শুভ ব্লগীয় জন্মদিন!
নিত্য নতুন লেখা উপহার দিন-্-
ইমোটিকের ব্যবহার হউক আরো প্রানবন্ত রঙ্গীন;
এক-এর পিঠে শূন্যের সংখ্যা ধীরে ধীরে হউক অসীম।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ :)

পাশে থাকবেন।

২১| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: চলো বন্দু, ফাইট করি....:P



১. দেকি আফনে কিমন পোগ্রামার...;)
এটা কি আমার মাল্টি??/:P
http://www.somewhereinblog.net/blog/sadiqshahrior

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: Okay baby... Let's fight B-))

আফনে দিছেন তাইলে তো আপনারই মাল্টু হবে ;)

২২| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬

নতুন নকিব বলেছেন:



বছরপূর্তিতে শুভকামনা। অাগামী দিনগুলো হোক অারও সুন্দর। অারও অালোকিত। অারও গতিময়। ব্লগে এবং বাস্তবিক জীবনে।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ :)

২৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: বছর পূর্তিতে হৈমন্তিক শুভেচ্ছা রইল।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও হেমন্তের শুভেচ্ছা :)

২৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৫

আমি তুমি আমরা বলেছেন: প্রথম বর্ষপূর্তি সবসময়ই স্পেশাল। অভিনন্দন।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: একদম ঠিক B-)

ভালো থাকবেন :)

২৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দ.

ওয়েব এ্যাপ সিকিউরিটি, ফায়ার ওয়াল, সিকিউরিটি টুলস নিয়ে লিখুন।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

বিভিন্ন বিষয়েই লেখার চেষ্টা করবো।

২৬| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩২

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়া! :)

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকু আপু :)

২৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বছরপূর্তিতে অভিনন্দন!

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকু :)

২৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৩

অপু দ্যা গ্রেট বলেছেন:




এখন ট্রিট দেন

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন:

২৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

অপু দ্যা গ্রেট বলেছেন:






এফবি আইডি দেন । এই ট্রিটে চলবে না ।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: এফবি নাই :)

৩০| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪০

অপু দ্যা গ্রেট বলেছেন:




:( :( :( :( :( :( :((

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: Don't cry boy ;)
FB has no security B-))

৩১| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৯

ফেইরি টেলার বলেছেন: কনগ্রেটস ভাই ! ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দা ডে । আজ থেকে হ্যাপি ডাইপার ফ্রি লাইফ এস ওয়েল ;)

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~

থ্যাংকু :)

৩২| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০৭

কাওসার চৌধুরী বলেছেন:
অভিনন্দন আপনাকে।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকুশ

এই লন আপনার কেকু -

৩৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১:১২

রানার ব্লগ বলেছেন: অভিনন্দন !!!!

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ আমার পরতম ছাতরো :D

৩৪| ২৬ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫৪

বলেছেন: অভিনন্দন আপনাকে।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ ল ভাই :)

৩৫| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন :)

এক হোক দশ.. শত

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: অসংখ্য ধন্যবাদ বিদ্রোহী ভৃগু :)

পাশে থাকবেন।

৩৬| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: শুভ কামনা রইল আপনার জন্য।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার জন্য রইলো কেকু.....

৩৭| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫

ব্লগার_সামুরা বলেছেন:

অনলি ওয়ান B:-/
অশুভ কামমা রইল না :P

!:#P
:-*

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ইয়া ওনলি ওয়ান B-))

কেকু লন....

৩৮| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:


আমার তোলা এই ছবিটি দিয়েই শুভেচ্ছা জানাচ্ছি।

আরও ভাল সময় কাটুক সামুতে।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ :)

কেকু লন...

৩৯| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনাকে শুভেচ্ছা জানাতে এলাম। পয়সার অভাবে কিছু আনতে পারিনি বলে দুঃখিত।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: কি যে কন না
আপনি সাধু আমি শিষ্য B-)

কেকু খান...

৪০| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০১

শিখা রহমান বলেছেন: প্রথম বর্ষপূর্তিতে অভিনন্দন আর শুভেচ্ছা। আশা করছি অনেক লেখা দিয়ে ব্লগ সমৃদ্ধ করবেন। আনন্দময় হোক আপনার ব্লগিং।

দেখা হবে গল্পে-কবিতায়। শুভকামনা প্রাচীন পক্ষী। ভালো থাকুন সবসময়।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শিখা রহমান :)

আপনার জন্য কেকঃ

৪১| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩

ব্লগার_সামুরা বলেছেন:
মোম দিয়া কেক্কু কও। X( সামনে পড়লে ফাইট চলব।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: মোম হবি কেনু...

ইতা হুলু গিয়া কেক্কু।

গুগলুতে ইমেজ সার্চ দিন ;)

৪২| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮

আলোরিকা বলেছেন: অভিনন্দন ও শুভকামনা :)

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ আলোরিকা :)

কেক নিনঃ

৪৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১২

তারেক ফাহিম বলেছেন: অভিনন্দন আপনাকে।

আমিও সামুকে কি একটা খুঁজতে গিয়ে পেয়েছি।
সে থেকে অবধি পর্যন্ত তার সাথেই আছি।

সামুতে প্রথম বছরের পর আমার পোষ্ট, সময় করে ঘুরে আসবেন আশা কর।

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

পোস্টটা এখনই পড়বো

৪৪| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

ব্লগার_সামুরা বলেছেন:
দূর ছাই।
ড্রিঙ্ক
না হয়
চায়নিজ

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: চাইনিজ কোথায় পাই....
আনতে গিয়ে হারিয়ে যাই B-))

কোনটা ছেড়ে খাবো কোনটা
আনচান করে মনটা ;)

৪৫| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

ব্লগার_সামুরা বলেছেন:

গুড
গুড।
মহাশয়।
B-)

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকস সামুরা B-))

৪৬| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯

নজসু বলেছেন:


ব্লগীয় জীবন আরও দীর্ঘস্থায়ী হোক।
মিলেমিশে একাকার হন সহব্লগারদের সাথে।
এই প্রার্থণা রইল।

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ নজসু :)

৪৭| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৪

মিথী_মারজান বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন।
হাঁটি হাঁটি পা পা করে আজীবন সামুর সঙ্গেই হোক পথচলা।
শুভেচ্ছা রইল।:)

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ আপু :)

৪৮| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

রানার ব্লগ বলেছেন: প্রথম পাঠের অপেক্ষায় আছি !!!

২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: সময় মতো ক্লাস শুরু হবে ;)

৪৯| ২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, কেক মেক দেন
:-/ খাইয়া যাইগা



অভিনন্দন

২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন:

30 টা কিসের ;)

৫০| ২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

ব্লগার_প্রান্ত বলেছেন: B-) B-) B-) B-) B-)
B-) B-) B-) B-) B-)
https://www.youtube.com/watch?v=cZGzkVyPMy8

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: :-B :-B :-B

৫১| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৫

সোহানী বলেছেন: শুভেচ্ছ বছরপূর্তিতে। আরো শতবছর থাকবেন এ প্রত্যাশায়।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকুশ আপি :)

তোমার জন্য কানাডার কেকু B-)

৫২| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: অভিনন্দন.... :)

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ মাহমুদুল হাসান (সুমন) :)

৫৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: বর্ষপূর্তিতে অভিনন্দন। নিরন্তর শুভকামনা ।

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি :)

৫৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৮

ইয়াসিনুর রহমান ফাহিম বলেছেন: অভিনন্দন।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৫৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

খায়রুল আহসান বলেছেন: এখানে ব্লগিং এর প্রথম বর্ষপূর্তিতে আন্তরিক অভিনন্দন! শুভহোক আপনার ব্লগীয় ভ্রমণ; নিরাপদ, স্বচ্ছন্দ এবং আনন্দময় হোক! শতায়ু হোক আপনার ব্লগীয় জীবন!
FB has no security (৩০ নং প্রতিমন্তব্য) - চিন্তার বিষয়ই বটে!
মোঃ মাইদুল সরকার এর মত (৩৮ নং মন্তব্য) আমিও আমার তোলা এই ছবিটি দিয়েই শুভেচ্ছা জানাচ্ছি

আপনার এ প্রথম বর্ষপূর্তির পোস্টটা পড়ে আমিও আমার প্রথম বর্ষপূর্তির পোস্টটা আরেকবার পড়ে আসলাম। খুশী হবো, আপনিও যদি একবার ঘুরে আসেন সেখানে--
বর্ষপূর্তির হালখাতা - প্রথম বর্ষপূর্তি

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় :)
সুন্দর ছবিটির জন্য কৃতজ্ঞতা রইলো...

আপনার জন্য মিলিটারী কেকঃ


আসলেই ফেসবুকের নিরাপত্তার অবস্থা বাজে রকমের খারাপ।

আপনার পোস্টটি অবশ্যই পড়বো....

৫৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

খায়রুল আহসান বলেছেন: আরেকটা কথা-- যদিও এক বছরে মাত্র ৮ টি পোস্ট লেখার কারণে অনেকে আপনাকে একজন ফাঁকিবাজ ব্লগার হিসেবে দেখার প্রয়াস পেয়েছেন, আমি কিন্তু সংখ্যার চেয়ে গুণগত মানেই বিশ্বাসী:)
আর আপনি মন্তব্য পাওয়ার চেয়ে প্রায় দ্বিগুণ বেশী মন্তব্য করেছেন, এটাও আমি অত্যন্ত ইতিবাচক দৃষ্টিতে দেখছি। :)
আপনি যে বিষয়ে দক্ষ, সে বিষয়ে লিখতে থাকুন। পাঠক হিসেবে আমরা তো আছিই!
ভাল থাকুন, শুভকামনা।

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আসলে আমি কবে সেফ হয়েছি নিজেও জানি না। আমাকে সেফ হওয়ার কোনো মেইল দেওয়া হয়নি। আসলে আমি প্রচুর পড়ি। সে তুলনায় লেখি কম।
অনেক বিষয়েই লেখার ইচ্ছা আছে। পাশে থাকবেন :)

৫৭| ০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

স্রাঞ্জি সে বলেছেন:
দেরীতে বর্ষপূর্তির শুভেচ্ছা নিবেন।

০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: দেরি কিসের....
কেকু লনঃ


আচ্ছা আপনি ভাইয়া নাকি আপুনি :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.