নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

ব্লগার চাঁদগাজীকে প্রশ্ন - ২

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪২



১.আপনার বয়স কত?
২.আপনার জন্মদিন কবে?
৩.আপনার চাঁদগাজী নিকের নামকরণ সম্পর্কে কিছু বলুন?
৪.আপনার বাকী নিকগুলোর নামকরণের পেছনের কারণ? যেমনঃপং বাড়ী,খেলাঘর...
৫.আপনি কত সাল থেকে ব্লগিং করছেন?
৬.আপনি মোট কতটি ব্লগে লিখেছেন এবং কি কি?
৭.আপনি বর্তমানে সামু বাদে অন্য কোথায় লিখছেন?
৮.আপনি মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে কার অধীনে লড়াই করেছেন?
৯.আপনার চোখের অবস্থা এখন কেমন?
১০.আপনি কোন বিষয় এ লেখাপড়া করেছেন?
১১.আপনার ছেলেমেয়ের সংখ্যা কত?
১২.আপনার পেশা সম্পর্কে কিছু বলুন?
১৩.ব্লগের কোন অপশনটা আপনার প্রিয় এবং কেন?
১৪.আপনি কি সারাদিনই ব্লগে থাকেন?

আপাতত নতুন আর কোনো প্রশ্ন নেই। আশাকরি গতবারের মতো এবারও উত্তর দিবেন :)

মন্তব্য ৫৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৭

ডার্ক ম্যান বলেছেন: উত্তর জানার অপেক্ষায় রইলাম

০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আমিও

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

অপু দ্যা গ্রেট বলেছেন:


মেনশন এর ব্যবস্থা থাকলে ভাল হতো

তবে আমিও উত্তরের অপেক্ষায় থাকলাম ।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি তাঁকে মেনশন করেছি। তাঁর পোস্টে এ বিষয়ে কমেন্ট করেছি।
দেখি কবে উত্তর আসে :)

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

ব্লগার_প্রান্ত বলেছেন: ৩.
চাদঁগাজী একটা এলাকার নাম, উনি সেখানে যুদ্ধ করেছেন
সেটা বোধকরি, ফেনীতে

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: গুগল করলেই পাওয়া যায়...

তুমি কোন কলেজে পড়?
কোন ক্লাসে?

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:

১) আমার বয়স ৬৮ বছরের কাছাকাছি
২) সেটা উহ্য রাখলাম
৩) চাদঁগাজী একটা গ্রামের নাম, সেটা নোয়াখালীতে: ফেনীর দক্ষিণে; সেখানে ১৯৭১ সালে "যেডফোর্স" সন্মুখ যুদ্ধ করেছে। সেই গ্রামের সন্মানে আমার নিক।
৫) আমার প্রায় নিকগুলো কোন না কোনভাবে মুক্তিযুদ্ধের স্মৃতির সাথে জড়িত
৬) সামুতে ২০১৩ সাল থেকে; তবে, বেশীর ভাগ সময় ব্যানে কেটেছে; গত ৪ বছর একাধারে আছি
৭) না, সামুর বাইরে লিখি না
৮) আমি ১ নং সেক্টরে ততকালীন মেজর জিয়াউর রহমান সাহবের অধীনে ছিলাম
৯) আমার চোখে অবস্হা ভালো নয়; চোখে কারণে আমার দেশে আসা বন্ধ রাখতে হচ্ছে
১০) আমি ইন্জিনিয়ারিং পড়েছি, সেটাতে কাজ করেছি; এক সময়ে কম্প্যুটিং'এ কাজ করেছি
১১) ছেলে ৩ জন, মেয়ে নেই
১২) আমি এখন রিটায়ার্ড, আমি ফাইন্যানসিয়াল কর্পোরেশনের সফটওয়ার সাপোর্টে ছিলাম শেষের দিকে। চোখের কারণে ফুল টাইম কাজ করতে অসুবিধা হওয়ায়, আমি ছোট একটা কাজ করি এখন

১৩) এই প্রশ্নটি বুঝিনি
১৪) না, আমি সারাদিন ব্লগিং করি না; আমি বাসায় বসে কাজ করি বেশীরভাগ সময়, আমি প্যারালালী ব্লগিং করি।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৩ নং প্রশ্নটা হচ্ছে আপনি ব্লগে মন্তব্য নাকি পোস্ট নাকি অন্য কোনো সেকশন পছন্দ করেন...

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:


বুঝলাম; আমি মন্তব্যের সেকশানটা পছন্দ করি।

আপনার পোষ্ট সামনের পাতায় চোখে পড়েনি

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: আবার আসার জন্য ধন্যবাদ।

এই পোস্টটা সামনের পাতায় দেইনি। কারন এতে পোস্ট এ অকারণে কমেন্ট বাড়বে।
আপনার চোখও বটে...ঈগল থুক্কু প্যাঁচার চোখ B-))

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

নজসু বলেছেন:



শ্রদ্ধেয় চাঁদগাজীকে নিয়ে আমারও কৌতূহল কাজ করে।
আপনার মাধ্যমে প্রিয় এই ব্লগার সম্পর্কে কিছু তথ্য জানতে পারলাম।
এজন্য ধন্যবাদ জানবেন।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

ব্লগার_প্রান্ত বলেছেন: নাইছ, B-)
চাঁদগাজী সম্পর্কে অনেক কিছু জানলাম, তবে ওনার সম্পর্কে আমি আরেকটা জিনিস জানি, সেটা আবার আপনারা জানেন না, জানতে চান ও না। এখন জানতে চাইলেও বলবো না :P

আর ভাইয়া, আমার প্রোপিকের ছবিটা কিন্তু ক্লাস সিক্সে থাকতে তোলা,
ব্লগে ব্যক্তিগত তথ্য দিলে সমস্যা আছে, তাই বললাম না, কিছু মনে করবেন না।

সামু ভাবনা ২ আগেই দেখেছিলাম, ভালো লেগেছিলো

ভাই একটা হেল্প করেন তো, কোন ইংরেজি ভাষা ভিত্তিক ইন্টারনেট কমিউনিটির খবর দেনতো, যেখানে মানুষের সাথে মেশারও সুযোগ আছে, কিছু জানারও সুযোগ আছে, এই ধরেন ব্লগের মতো B-)) .....তবে সেটা আনকমন হতে হবে, এবং পিসিতে ব্যবহার করা যাবে

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: তথ্যটা বলে ফেলো... কোহি নাহি জানেগা B-)
আহা সিক্সের ছবি তো কি হয়েছে :D এজিং সফটওয়্যার দিয়ে এখনকারটা.... ;)

সামু ভাবনা ২ এর প্রস্তাবনাগুলোর অনেকটাই ব্লগ কতৃপক্ষের নজরে এসেছে।

Hackforums
Stack Exchange
Antichat
Exploit.in
Bissoy.com
z2i answers
Quora - Hacked Recently :(
Wired
Medium

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

খায়রুল আহসান বলেছেন: কোন ম্যাওপ্যাঁও ছাড়াই প্রশ্নগুলোর উত্তর সহজভাবে বলে যাবার জন্য চাঁদগাজীকে ধন্যবাদ। আমার মনে হয়, তিনি এ ব্লগের জ্যেষ্ঠ্যতম ব্লগার, অবশ্য এটা নিছক অনুমান, ভুলও হতে পারে। তিনি মেধাবী, এটা তার লেখা থেকে বোঝা যায়, কিন্তু তার অন্য যেসব সমস্যার কারণে তিনি অনেক ব্লগারের সাথে অনাকাঙ্খিত বিতর্কে কিংবা কূট তর্কে জড়িয়ে পড়েন, তার কারণ নির্ধারণের জন্য এবং তা সমাধানের জন্য আমরা তার একটা ডুডুল টেস্ট নিয়ে বিশেষজ্ঞ মতামতের জন্য ডুডুলজিস্ট মলাসইলমুইনা কিংবা গ্রাফোলজিস্ট শায়মা এর কাছে পাঠাতে পারি। :)

০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্টে আসার জন্য অসংখ্য ধন্যবাদ :)
আমারও মনে হয় তিনিই সামুর সবচেয়ে বেশী বয়সী ব্লগার।

তর্ক করা তার ব্লগিংয়ের আদিকাল থেকেই চলছে। আগের ৬ টি নিকেও এর প্রমাণ পাওয়া যায়।

ডুডল টেস্টের ব্যাপারটা করলে মন্দ হয় না :)

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৩

অধৃষ্য বলেছেন: ব্লগার চাঁদগাজি ভাইকে চিনি প্রায় চার বছর যাবত, ২০১৪-র শেষের দিক থেকে। বয়সে তিনি আমার বড় চাচারও বড়। তাঁর সম্পর্কে আজ আরো কিছু জানতে পারলাম। সেজন্য লেখক এবং চাঁদগাজি ভাই দুজনকেই ধন্যবাদ দেই। তাকে যথাযথ সম্মান দিতে হলে চাচা ডাকা উচিত, কিন্তু ব্লগের সংস্কৃতির কারণে পাঁচ বছরের ছোট থেকে উনার মতো বয়স্ক সবাইকে ভাই ডাকি।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও জানাই ধন্যবাদ :)

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

শায়মা বলেছেন: হাহাহাহাহা ভাইয়ার হাতের লেখা আর হাতের আঁকা পাঠাও শিঘরী!!!!! খায়রুলভাইয়া ঠিকই বলেছে!!!!!! :)

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি কেমনে পাবো B:-)
তিনি হাতের লেখা দিবেন কিনা সন্দেহ আছে #:-S

বাট ইউ ক্যান ট্রাই শামা B-))

যেভাবে উনার সাথে মেয়েদের দেখা হয় :D

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া আমাকে ভূত পেত্নীর চাইতেও বেশি ভয় পায়!!!!

জীবনেও আমার সাথে দেখা করিবেক না!

জীবনটাই ব্যান খাওয়ার ভয়ে ! :P

বিশ্বাস না হয় জিগাসা করে দেখো ভাইয়াকে!!!!!!

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: করবো নাকি জিগাসা :-B

ব্যানে তাঁর এলার্জি আছে বলে মনে হয় :D

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: চাঁদগাজী স্যারের উত্তর গুলো খুব ভাল লাগলো।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ :)

১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

ফেইরি টেলার বলেছেন: একজন ব্লগার হেটে যাচ্ছে ( নো কমেনটস )

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: B:-) B:-) B:-)

১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

টারজান০০০০৭ বলেছেন: কাহু সম্পর্কে জানিলাম ! ধন্যবাদ।

১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকু তারজান থুক্কু টারজান ;)

১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

বলেছেন: হায় হায় এই সাক্ষাৎকার টা মিছ করলাম!!

চাঁদ মামাকে জানা হলো আপনার মাধ্যমে।



আরেকটা প্রশ্ন ছিলো।


@ আপনি নেগেটিভ কমেন্টস কেন করেন?


@ আপনি কি চোখে নেগেটিভ বিশ্ব দেখেন?

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ :)

পরবর্তী পর্বে জিগাসা করা হবে....

১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩৯

সচেতনহ্যাপী বলেছেন: আমার জানার (ভুলও) হতে পারে, উনার প্রথম পছন্দ ছিল, ডাক্তারী।। পরে তার ব্যাক্তিগত কারনে বুয়েটে পড়া!!

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: উনি তো আমাকে অন্য এক পোস্টে বললেন উল্টো কথা....
উনি নাকি কোনো বিআইটিতেই পড়েননি.... বাইরে পড়াশোনা করেছেন...

ব্লগার কাতিআশার এক পোস্টে তো বললেন বুয়েট বিকলাঙ্গ ইনজিনিয়ার এর জন্ম দিচ্ছে....

আপনার কথার সোর্স জানতে পারি ???

১৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৭

এলিয়ানা সিম্পসন বলেছেন: I know the most about him in this blog :)

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: Then please say what you know about him :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: কেমন আছেন?

১৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:০৬

সচেতনহ্যাপী বলেছেন: স্যরি।।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ঠিক আছে :)

১৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:১৪

সচেতনহ্যাপী বলেছেন: উনার লেখায় এখনো বুঝেন নি যে, এক ধোয়াশা সৃষ্টি করে চলেছেন :(

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: না, বুঝিনি...
আপনি আমাকে বুঝিয়ে বলতে পারবেন??

২০| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮

এলিয়ানা সিম্পসন বলেছেন: You said you have read his posts and comments. You should know a lot more about him based on my conversations with him.

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: Yeah, I have read.
But can you give me some more information???

Like his birthday. I wanna celebrate that on blog....

Also where he did his study???

Again,Tell me something about the attacks you and he faced on blog...

You like Katy Perry, Huh??

২১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩০

এলিয়ানা সিম্পসন বলেছেন: No, I don's like Katy Perry.

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: Then what do you like???

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: No, I don's like Katy Perry.
=p~ =p~ =p~

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: চুপিচুপি দেখে যায় মোর ব্লগ.....
আমিও দেখে আসি ;)

২২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গাজী ভাইয়ের আরো নিক আছে এটা প্রথম জানলাম।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: লিটন ভাই আমার ব্লগে =p~
জানার জন্য ধন্যবাদ ;)

২৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৫৯

সচেতনহ্যাপী বলেছেন: উনার বিভিন্ন লেখা মন দিয়ে পড়লেই বুঝতে পারবেন।। আমি একজনই বন্ধুও তা, শত্রুও তার একজনই :-/

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ট্রাই করতেছি B-))
J A তাই না ;) ;)

উনার কথাবার্তা অনেক সময় প্যারাডক্সিকাল.....

২৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৬

এলিয়ানা সিম্পসন বলেছেন: Nobody cares, man.

৩০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: B-)) B-)) B-))

২৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

এলিয়ানা সিম্পসন বলেছেন: What's that?

ওভারস্মার্ট হওয়ার ট্রাই করা কিছু মানুষের প্রবলেম।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: That's nothing স্বর্ণা B-))

২৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

এলিয়ানা সিম্পসন বলেছেন: হ আমি ভয়ে মইরা যাইতেসি।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আমিও ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.