নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

বন্ধুত্বের পাগলামি

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৭



কিছু পাগলামি বড়ই মধুর.....
ছোটোছোটো খামখেয়ালি তৈরী করে মায়ার জাল....
যা জীবনকে আষ্টেপৃষ্ঠে ধরে....
এই জাল ছেঁড়ার সাধ্য কার??

রেলগাড়ির মতো ছুটে চলা জীবনে লাইনের মতো বন্ধুই দরকার....
যে আগলে রাখবে... কিন্তু দেনা পাওনার খাতাটা থাকবে সাদা....

দিনশেষে যার শোনা যাবে ধ্বনি....
আমি আছি... থাকবো.. নক্ষত্ররাজির মতো চিরকাল...

মাঝেমাঝে সাধারণই হয়ে ওঠে অসাধারণ....
একটুখানি পানির ফোঁটার মতোই শীতল স্পর্শ... কিন্তু আবেগে টুইটুম্বুর.....

জীবনে সবারই ভূমিকা আছে...
সে বন্ধু কিংবা প্রিয়জন.... এরা সবাই অতীব আপনজন....

তাই পাগলামির শেষ নেই....
জীবনই হয়ে যায় পাগলামো....
চলুক পাগলামির এই ট্রেন.... জীবনের অন্তহীন লাইনে....





এই কবিতাটা শিখা রহমানের তুমি না হয় পাগল হলে (পাগলামির পংক্তিমালা - ৩) পোস্টে কমেন্ট হিসেবে করেছিলাম....

মন্তব্য ৬৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১

নজসু বলেছেন: ১

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~

২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২২

নজসু বলেছেন:



দারুণ বলেছেন।
পূর্ণ সমর্থন। :-B

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ B-))

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৭

হাবিব বলেছেন: ২ ........ :( :(

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: নো প্রবলেমো B-)

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

হাবিব বলেছেন: ভালো হয়েছে......... :| :|

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

সামু পাগলা০০৭ বলেছেন: বেশ সরল, সুন্দর! চালিয়ে যান, লেখনী আরো উন্নত হবে।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪২

করুণাধারা বলেছেন: দিনশেষে যার শোনা যাবে ধ্বনি....
আমি আছি... থাকবো.. নক্ষত্ররাজির মতো চিরকাল

খুব ভালো লাগলো!

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ :)

কৃতজ্ঞতা অশেষ....

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:



কবিতা লেখা প্রোগ্রামিং থেকে সহজ হয়ে গেছে?

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: কি যে বলেন B-))
অনেক কিছুই পারি ;)

আপনি পড়েছেন দেখে আমি অভিভূত.....
অশেষ কৃতজ্ঞতা....

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১০

হাবিব বলেছেন: কবিতা লেখা প্রোগ্রামিং থেকে সহজ হয়ে গেছে? B-) B-) B-)

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~
উনার কমেন্টগুলো সেই ;)

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২০

অপু দ্যা গ্রেট বলেছেন:





আমার জীবনের এই বন্ধুর খুবই অভাব । কে যে আমার সত্যিকারের বন্ধু আজো বুঝতে পারলাম না।

জীবনে খালি ধোকাই খাচ্ছি ।

কবিতার জন্য ++++

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার জন্য দুঃখ হচ্ছে......
বই ই সত্যিকারের বন্ধু......

পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

১১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০০

আরোগ্য বলেছেন: চলুক পাগলামির এই ট্রেন.... জীবনের অন্তহীন
লাইনে....
;)

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ....
ভালো থাকবেন :)

১২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৭

আরোহী আশা বলেছেন: বাহ...। সুন্দর প্রেমের প্রোগ্রামিং করেছেন..


২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: বাহ.....! সুন্দর কমেন্ট করেছেন ;)
পাঠে কৃতজ্ঞতা অশেষ :)

১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

সাত সাগরের মাঝি ২ বলেছেন: :)

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: :) :)

১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

শায়মা বলেছেন: বাহ!

সুন্দর!!! :)

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: অসংখ্য ধন্যবাদ শামা আপি :)

এই এই এত্তগুলা কৃতজ্ঞতা B-)

১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

কুঁড়ের_বাদশা বলেছেন:


মারহাবা !!!!!!!!!!!!!!!!! ;)


চুন্দর কোবতে মেয়াবাই!!!!!!!!! :-B

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: লাজওয়াব মুন্তব্যে কুটি কুটি ত্যাংকু ;)
=p~ =p~ =p~

১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৩

কুঁড়ের_বাদশা বলেছেন: খামোশ !!!!!!!!!!!!!!!!!!!!!!!! ;) :-B :)





ত্যাংকু সাদরে গ্রহন করিয়া লইয়া হইল!!!! ;) :)

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: দূর হ :P :P

উক্কে ;) B-))

১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

বলেছেন: বাহ!! বেশ বেশ


চলুন বন্ধু হয়ে যাই!!!

বেছে সুন্দর কবিতা হয়েছি!!

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্টেড B-)

পাঠে কৃতজ্ঞতা :)

১৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১১

সাইন বোর্ড বলেছেন: কথাগুলো খুব বেশি অকোপট হয়ে গেল, আরেকটু কাব্যিক হলে আরো বেশি ভাল লাগত ।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ওকে.... উইল ট্রাই টু মেক ইট এ কাব্যিক ওয়ান....
অকপট হবে.....

পড়ার জন্য ধন্যবাদ :)

১৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৮

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
আমরা এই পৃথিবীতে একা জন্মগ্রহণ করি, আমরা একা বসবাস করি, আবার একা একাই মারা যায়। শুধু আমাদের ভালবাসা ও বন্ধুত্বের মাধ্যমেই আমরা জীবনের সুন্দর মুহূর্ত গুলিতে পাগলামীর বিভ্রম সৃষ্টি করতে পারি, যেন আমরা একা নই।
*আপনার লেখাটা পড়ার পর মনে হলো একটু অন্য রকম মন্তব্য করি..............।
ধন্যবাদ।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভ মর্নিং ঠু.....

আসলেই দিনশেষে আমি শুধুই আমি... নীল আকাশ নই ;)

অন্য রকম মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ.....

২০| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট টি আরেকবার এসে পরে গেলাম।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: পুনরায় আসার জন্য আরো আরো ধন্যবাদ :)

২১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বন্ধ বান্ধব ছাড়া জীবন যেন রংহীন মরুভূমি
আহা কি দারুন কবিতা লিখেছ তুমি।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আহা ! কি সুন্দর মন্তব্য !!!!!

পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

২২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪১

হাসান মাহবুব বলেছেন: আপনি কবিতা লেখেন?

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আরো কত কি লিখি B-))

২৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: সেদিন শিখা আপুর পোস্টে আপনার কমেন্ট পড়েছিলাম । কিন্তু আজকে অন্য ফরম্যাটে ভালো লাগল । উপরের ছবিটিও ততটাই সুন্দর ।

তবে আমার ছোট ভাই রাজীব নূর আর একবার এসেছে পড়তে না ছবি দেখতে ,সে বিষয়ে আমার সন্দেহ আছে। হা হা হা .... আমি বরং আপনার ছবির সিলেকশনকে তারিফ করব।


শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রশংসার জন অনেক অনেক ধন্যবাদ :)

আপনি ওই কমেন্টটাও পড়েছেন :`>

আমারও তাই মনে হয় রাজীব নূর ভাই সেই কারনেই ;) ;)

আপনার জন্যও শুভকামনা.....

২৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

পদ্মপুকুর বলেছেন: আজকে কি 'বিশ্ব কবিতা ডে' টে আছে না কি? সবাই খালি কবিতা পোস্টাইতাছে...

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: কি যে কন না B-))

পড়ার জন্য ধন্যবাদ :)

২৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪

টুনটুনি০৪ বলেছেন: সুন্দর।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

২৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

কাওসার চৌধুরী বলেছেন:



পাগালামী চলুক; বন্ধুত্ব অটুট থাকুক। যেখানে ভালবাসা, প্রশ্রয় আর আত্মার সম্পর্ক থাকে সেখানে পাগলামী থাকবে।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ কাওসার ভাই....

২৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

কথার ফুলঝুরি! বলেছেন: ভাইয়া, এক কথায় চমৎকার ।

তবে জীবন যত সামনে আগায় একসময়ের অনেক আপন বন্ধুগুলোও দূরে চলে যায় । ব্যস্ততার জন্য ফিল করলেও যোগাযোগ করা হয়না, কথা হয়না । সবাই যার যার জীবন নিয়ে বিজি হয়ে যায় শুধু থেকে যায় কিছু অমলিন স্মৃতি । জীবনের অনেক কঠিন পরিস্থিতিতে একজন বন্ধুর অনেক দরকার ।
তবে মেয়েদের চাইতে ছেলেরা চাইলে টিকিয়ে রাখতে পারে বন্ধুত্বের সম্পর্ক । মেয়েদের জন্য সংসার সামলে একটু কঠিন হলেও অসম্ভব কিছু নয় তবে সেখানে দু পক্ষেরই থাকতে হবে সমান ইচ্ছে ও অনুভূতি ।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: শাণিত মন্তব্যের জন্য ধন্যবাদ :)

আমার মতে ইচ্ছাই সব....

২৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৮

নীলপরি বলেছেন: খুব সুন্দর লিখেছেন কবিতা ।

ভেবেছিলাম , বন্ধু নিয়ে একটা কবিতা পোষ্ট করবো । তবে আজ আর করবো না । :)

আপনার কবিতায় +++++++

শুভকামনা

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)
ভালো থাকবেন .. ..

২৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:
জীবন মানেই পাগলামী। আটপৌড়ে কেতা দূরস্ত জীবনে কে হবে কিছু পেয়েছে!
যা কিছু পা্ওযা সব হা্ওয়ার ঝোকা! দূরন্ত! মরু তৃষায় এক ফোটা জলের স্বাদ
পাগলামী ছাড়া কে কবে পেয়েছে ;)


ভাল লাগল রেল লাইনের মতো সরল কাব্য :)

+++++

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি......

চলুক না পাগলামো....
কি বলেন ;)

৩০| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৯

ব্লগার_প্রান্ত বলেছেন: কি কবর বাই
নানার গুহাকাহিনিডা বুজি নাই, কি হইসেক? :| =p~

আপনি কি ছোটবেলায় স্বভাবকবি ছিলেন ঃ্যাকার ম্যান?

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: নানার গুহাকাহিনিডা হইলো গিয়া ব্লগার রাবেয়া রাহীমের ব্লগে চন্দ্রগাজীর কমেন্ট ব্যান....
উহাতে কাহু খেপেচেন :D

নাহ.... তবে আমি অনেক কিছুই পারি...... B-))

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: Girls love poetry ;)

৩১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৭

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,



হুমমমমমমমমমমম এমন পাগলামীই ভালো যেখানে দেনা-পাওনার খাতাটি সাদা!
তবুও কঠিন সত্যটি এই - বন্ধুত্ব একখানি বইয়ের মতো । পোড়াতে লাগে একটি মূহুর্ত কিন্তু বইখানি লিখতে শতবছর লেগে যায় ........

ভালো লিখেছেন।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার একখানা মন্তব্যে প্রীত হলাম :)
বই কিন্তু পরম বন্ধু....

পড়ার জন্য কৃতজ্ঞতা রইলো :)

৩২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৫

শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স আপনি কমেন্ট আলাদা করে পোস্ট করে খুব ভালো করেছেন। ব্লগের সবাই পড়তে পারলো আপনার কাব্যকথা। :)

আমারই একটু পড়তে দেরী হয়ে গেলো। তবে আমিতো কমেন্টে আগেই পড়েছি।

আবারো একরাশ ভালোলাগা আর মুগ্ধতা!! ভালো থাকুন প্রাচীন পক্ষী।

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: জীবনটাই ব্যস্ততা... অজানার পথে ছুটে চলা....

আপনি আবারো পড়েছেন জেনে খুশি হলাম....

শুভকামনা অশেষ :)

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার বাকি কবিতাগুলো পড়ার আমন্ত্রণ রইলো.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.