![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণের কারনে আমি নানা ধরনের মজাদার টপিকস পড়েছি। আজকে তেমনই কিছু সুন্দর জিনিস নিয়ে লিখবো। ২ নাম্বারটা পড়ে কাভা ভাই কমেন্ট না করে থাকতে পারবে না
১.একটি ভাল্লুক 46 মিটার উপর থেকে 9.3 সেকেন্ডে মাটিতে পড়লো।
ভাল্লুকের গায়ের রং কি?? ( দিলো কি আর চাইলো কি )
২.সামু বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং 100 মিটার উচ্চতার। বিল্ডিং এর প্রতি তলার উচ্চতা 10 মিটার। জাদিদ ভাই বিল্ডিং এর 7 তলায় একটা ডিম নিয়ে বারান্দায় দাড়িয়ে আছেন । এ সময় বিশ্ববিদ্যালয়ের এগোলজির টিচার জনাব আমজাদ০০৭, 5 মিটার/সেকেন্ড বেগে বিল্ডিং এর দিকে এগিয়ে আসছেন
। জাদিদ ভাই ডিম্বখানা ছেড়ে দিলেন
। ডিমখানা স্যারের মাথায় পড়বে কি
আগেই ফাটায়া দিলাম
৩.অসীমের সসীমতা কি?? ( ডেটা কই করবো না
)
হতচ্ছাড়া ইনফিনিটি
৪.টুথপেস্ট এর পেস্ট বের করার পর ঢুকাবো ক্যামনে???? ( আমি তো এতদিন দাঁত মাজতাম বের কইরাই শ্যাষ
ক্যামনে কি
এই রে কুলি কইরা লই
)
আপনার দাঁত মাজা হয়েছে তো.... নাকি পেস্ট নিয়ে গোবোশনা করচেন
উত্তর পরে দেওয়া হবে। গুগল বা বইয়ের সহায়তা বাদে চেষ্টা করুন
কাভা ভাই তুমি কুতায়
Update: উত্তরঃ মজার মজার কিছু টপিকস, মাথানষ্ট করা উত্তর
২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯
আর্কিওপটেরিক্স বলেছেন:
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩
নীলপরি বলেছেন: বেশ
ওনার মন্তব্য দেখতে পরে আসছি।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৬
আর্কিওপটেরিক্স বলেছেন: ওকে
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩
কুঁড়ের_বাদশা বলেছেন: কোন উপদান সংখ্যা গননা করার সময় নাই ............শীতে কাবু হয়ে আছি !
২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৭
আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: খি খিক খিক---- খিকজ
হাসিটা কেমন দিলাম?
২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৪
আর্কিওপটেরিক্স বলেছেন: চরম
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৪
টিয়া রহমান বলেছেন: ভাগ্যিস ভাইয়ারা কেউ এই মুহুর্তে অফিসে নাই!
.
..
...
....
যে জোড়ে হাসি হাসলাম!
ধন্যবাদ ভাইয়া।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৮
আর্কিওপটেরিক্স বলেছেন: জোড়ে হাসার জন্য অনেক অনেক ধন্যবাদ
আমিও একটু হেসে নেই
৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৮
আতোয়ার রহমান বাংলা বলেছেন: ভাল্লুক! ডিম!
ইনিফিনিটি! পেষ্ট!
হো হো ..................
২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১০
আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্ট + খিচুড়ি = পোস্টিচুড়ি
হে হে হে
৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭
আর্কিওপটেরিক্স বলেছেন: ত্যাংকু
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৪
ব্লগার_প্রান্ত বলেছেন:
২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৬
আর্কিওপটেরিক্স বলেছেন:
Yeah baby, that's what I do
৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৯
নীল আকাশ বলেছেন: ১ নাম্বারে ভালুকের রং নৌকার নীচের আলকাতরার কালো রং এর মতন!
২ নাম্বারে ডিম পড়বে না ডিমের খোসা পড়বে।
৩ নাম্বার উপ্রে ডিয়া গেছে.....।
৪ নাম্বার সিসটেম আছে, টুথপেস্টের বডিরে খাড়া কইরা শক্ত জায়গা রাইখা ঠক ঠক করেন। উপ্রে খালি হইয়া যাবে। এই খানে বাইর হওয়া টুথপেস্টে ঢুকান। আবার খাড়া কইরা শক্ত জায়গা রাইখা ঠক ঠক করেন...........এক সময় দেখবেন কাম শেষ!
২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৩
আর্কিওপটেরিক্স বলেছেন: ওবুচেচে একজুন উত্তল দিলো
শীত কালে এত ঠক ঠক ক্যান
খাট নড়বড়ে নাকি
উত্তরের জন্য অসংখ্য ধন্যবাদ.....
ঠিক সময়ে উত্তর দেওয়া হইবেক
আপনার ঠান্ডা থুক্কু হট গল্পের অপেক্ষায়
১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২২
ডঃ এম এ আলী বলেছেন: আসলেই বেশ কৌতুকপুর্ণ টপিক্স ।
পরে এক সময় এসে উত্তরগুলি দেখে যাব ।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৬
আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার এবং হাসার জন্য অনেক অনেক ধন্যবাদ
আমিও একটু হেসে নিই কি বলেন
হে হে হে
টপিকগুলো কিন্তু মজারু প্লাস সাইন্সময়....
আপনিও চেষ্টা করুন না...
উত্তর ঠিক সময়ে দেওয়া হবে
১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬
নজসু বলেছেন:
২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০২
আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ
১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহাহাহ
২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩
আর্কিওপটেরিক্স বলেছেন: হে হে হে হে
১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১
হাসান রাজু বলেছেন: ভাল্লুক কালো ছিল, আমি টিভিতে দেখছি ।
ডিম মাথায় পড়বে না । এগোলজির টিচার বিশাল ভপুওয়ালা হন। তেনাদের দৌড়ের গতি প্রতি সেকেন্ডে গানিতিক হারে কমতে থাকে।
আমার বন্ধু আসিম কুমার সাহা অবিবাহিত।
টুথপেস্ট রিফিল টেকনিকের ভিডিও ।
আরও কঠিন প্রশ্ন থাকলে দেন। ইডি কোন ব্যাপার না।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪
আর্কিওপটেরিক্স বলেছেন:
উত্তর আভি বাকি হ্যায়
২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭
আর্কিওপটেরিক্স বলেছেন: ওইইই
গুগলুতে পাইছেন
ঠিকই তো এগ খেতে খেতে টিচার হয়ে যান পাহাড়
১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০
ল বলেছেন: হা হা -- একা একা কত হাসা যায়।
দিলাম কি আর চাইলে কি!!! ♥♥♥
২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮
আর্কিওপটেরিক্স বলেছেন: হে হে হে
১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হয় নি। অন্যগুলো দিন। আপনি তো ভুলগুলো দিয়েছেন। সেদিন আপনাকে আমি যা যা শেখালাম, সেখান থেকে দিন প্লীজ।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১
আর্কিওপটেরিক্স বলেছেন: হায় হায় কাভা ভাই কয় কি
২ নং এর উত্তর চাই
অবশেষে আসলেন...
পড়লেন....
আউট অব দ্যা বক্স কমেন্ট করলেন
১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
৩ নং আমার জানা নাই । ১ ও ২ নং নীল ভাইয়ের সাথে এক মত ।
তবে ৪ নং এ আমি একটা আবিস্কার করেছি ।
একটা খালি সিরিঞ্জ নিয়ে টুথপেস্ট এর প্যাকেট ফুলিয়ে তারপর ধীর ধীরে ঢুকানো ।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫
আর্কিওপটেরিক্স বলেছেন: উত্তরের জন্য অনেক অনেক ধন্যবাদ...
সিরিন্জ
যথা সময়ে উত্তর জানিয়ে দেওয়া হবে
১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮
জুন বলেছেন: আপনি উত্তর আগে দেন, তখন এসে নাহয় উত্তর দিয়ে যাবো আর্কিপরেটিক্স
২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫
আর্কিওপটেরিক্স বলেছেন: এ কি বললা আপু
তোমাকেই দিতে হবে
আমার নামের দিকে যত্নবান হইয়ো
১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩
শায়মা বলেছেন: ডিম!!!!!!!!
অনেক আগে মাথায় চেপেছিলো ডিমপুতুল.....
২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭
আর্কিওপটেরিক্স বলেছেন: ওটাতো কালকেই দেখলাম
এত্তগুলা শখ তোমার......
তাও ভালো ডিমপুতুল থুক্কু ডিম মাথায় পড়েনি
পড়লেই আমার মতো মগজ খুলে যেতো
পড়ার জন্য কৃতজ্ঞতা অশেষ
১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯
স্রাঞ্জি সে বলেছেন:
আজকাল কি বের হচ্ছে......
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০
আর্কিওপটেরিক্স বলেছেন:
কিছুই বুঝলাম না
২০| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
স্রাঞ্জি সে বলেছেন:
আমিও তো কিছু বুঝলাম .....
চানপাজির বাশাই কমেন্ট মাইনিং........
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ
কমেন্ট মাইনিং নয়.....
পোস্টটা কতবার পড়া হয়েছে সেটা দেখুন
আমি উত্তরগুলো দিলেই বুঝবেন পোস্টটার গুরুত্ব......
প্রশ্নগুলো গভীরভাবে চিন্তা করার জন্য দেওয়া....
২১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
স্রাঞ্জি সে বলেছেন:
দেখছি। ২৬০ বার পঠিত। এখানে মূলত কয়েকজন ব্লগার আসছে।।।। ক্লিক করলে পঠিত। মন্তব্য করলেই পঠিত।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
আর্কিওপটেরিক্স বলেছেন: এ বিষয়ে আমার থেকে ভালো কে জানে
ব্লগার সংখ্যা কম কারন বেশিরভাগ পাঠক মোবাইলে সামু ব্যবহার করে.....
তাই পড়লেও মন্তব্য কম হয়....
আর আমার এই পোস্টের উদ্দেশ্য আলোচিত পাতায় বা নির্বাচিত পাতায় যাওয়া নয়.....
আমার কোনো পোস্ট নির্বাচিত পাতায় আছে????
আমার মনে হয় না
আমার উদ্দেশ্য????
মানুষকে জানানো....
যদি যায় তবে আমি কি করবো?????
পুনরায় আসার জন্য কৃতজ্ঞতা
২২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৯
হাবিব বলেছেন: আমি কি একটু হাসতে পারি???
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩০
আর্কিওপটেরিক্স বলেছেন: কেন নয়
হে হে হে
২৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০২
সাইন বোর্ড বলেছেন: দারুণ মজার !
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৩
আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকুশ
২৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৩
কথার ফুলঝুরি! বলেছেন: বাকি গুলো জানিনা' তবে টুথপেস্ট কেটে তারপর আবার তা ভেতরে ঢুকিয়ে দেওয়া যাবে
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৪
আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ
২৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: আমি বরাবরই অংকে ভীষণ কাঁচা । আজ এত বছর পরে এসব জটিল সমস্যা মাথায় ঢুকবে না । পড়া জিজ্ঞেস করলে ভ্যা ভ্যা করে কেঁদে হাট করে ছাড়বো, বলে রাখলুম....
কাভা ভাই তো বলেই গেছেন আপনাকে যা শিখিয়েছেন সেখান থেকে জিজ্ঞেস করুন। সিলেবাসের বাইরে কোশ্চেন করলে উত্তর দিমু না আন্দোলন করমু ।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৫
আর্কিওপটেরিক্স বলেছেন:
সিলেবাসের বাইরের কই সিলেবাসের উপরের জিনিস এগুলা
কাভা ভাই একটু এদিকওদিক হলেই আর পারে না
তাই সিলেবাসের প্রসঙ্গ টানে
পেস্ট এর টা ট্রাই মাইরেন
তবে মজা লাগছে তাই না
২৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বেশ। আমার (বিডিপি) নির্বাচনী ইশতেহার
২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার পোস্টটা পড়েছি
মন্তব্য করা হয় নি....
পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা.....
ভালো থাকবেন
২৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১০
কাল্পনিক_জীবন বলেছেন:
২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২২
আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ
২৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৪
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: অনেক ভালো টপিক ।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ
২৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হে হে হে
আপনার পোষ্ট পড়ে এক ছোট ভাই বলল আমি জানিতো উনার বয়স কত?
অবাক হয়ে বল্লাম মানে?
ততোধিক মজার হাসি ঝুলিয়ে বলল- উনার বয়স ৩৪!!!
আমার বিস্ময়ে হা হওয়া দেখে হাসি আকর্ণ বিস্তৃত করে বলল-
আমাদের মহল্লায় একটা হাফ পাগল আছে বয়স ১৭
সো উনার বয়স ৩৪!
প্রমানীত
ছোট ভাইয়ের নাম জানিতে চাহিয়া লজ্জ্বা দিবেন না
২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩০
আর্কিওপটেরিক্স বলেছেন:
খিক খিক খিকজ
ছোটো ভাইয়ের নাম জাতি জানতে চায়
বয়সের কোনো অংক নাই
৩০| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫২
২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১০
আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ
৩১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬
সামু পাগলা০০৭ বলেছেন: পোস্ট মজার, কমেন্টগুলো ততোধিক মজার!
২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫
আর্কিওপটেরিক্স বলেছেন: একমত
৩২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫১
গরল বলেছেন: ১. ভাল্লুকটা কোন দেশী বা কোন জাতের সেটা বললে রংটা বলা যেত যেমন গ্রিজলী ভাল্লুক হলে ব্রাউন কালার।
২. আমজাদ০০৭ যদি সঠিক দুরত্ব থেকে দৌড় শুরু করে আর সঠিক সময়ে ডিমটা ছাড়া হয় তাহলে অবশ্যই মাথায় পড়বে।
৩. অসীমের চিহ্নটাই একটা সসীম চিহ্ন।
৪. টুথ পেষ্টের টিউবটা যদি এলুমিনিয়াম না হয়ে প্লাষ্টিকের হয় তাহলে ঢুকানো খুবি সহজ।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার উত্তরের জন্য অনেক অনেক ধন্যবাদ
ভালুকের দেশটা বের করলেই রং চলে আসবে..... হতে পারে.....
তবে উত্তর এর পোস্টে আমি উত্তর ও ব্যাখ্যা দেব....
বাকিগুলোও উত্তর দেওয়ার পর জানতে পারবেন.....
পড়ার জন্য অশেষ কৃতজ্ঞতা
৩৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৬
সুমন কর বলেছেন: (পোস্ট কিন্তু ভালো লাগেনি)
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৬
আর্কিওপটেরিক্স বলেছেন:
৩৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৫
স্বপ্নীল ফিরোজ বলেছেন: Excellent
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
আর্কিওপটেরিক্স বলেছেন: Thanks
৩৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের মহল্লায় একটা হাফ পাগল আছে বয়স ১৭
সো উনার বয়স ৩৪!
...................................................................................
হা হা হা
এতক্ষনে বুঝতে পারলাম
২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪১
আর্কিওপটেরিক্স বলেছেন: হে হে
এতক্ষণে বুঝলেন যে আপনিই সেই
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: