নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

আর্কিওপটেরিক্সের ইশতেহার

২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮


কাভা ভাইয়ের অনুরোধে আজ আমার এই ইশতেহারনামা।

আমার ইশতেহারঃ

১.শিক্ষাঃ প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনামূল্যে শিক্ষাদান করা হবে। শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে। আরও প্রতিষ্ঠান সরকারী করা হবে। দেশের কোনায় কোনায় লাইব্রেরি স্থাপন করা হবে । সরকার হতে কারিগরি শিক্ষার উন্নয়ন করা হবে । শিক্ষিত বেকারদের ভাতা প্রদান করা হবে। শিক্ষা ক্ষেত্রের সকল নিয়োগে যোগ্যতম প্রার্থী প্রাধান্য পাবে। বাজেটে শিক্ষাখাতে বিনিয়োগ বাড়বে। মেধার পাচার রোধ করা হবে।

২.সরকারঃ একজন প্রধানমন্ত্রী দুই বারের বেশী মন্ত্রী থাকতে পারবেন না। বিষয়টি রাষ্ট্রপতির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। দলে শিক্ষিত তরুণদের প্রাধান্য দেওয়া হবে।
সাংসদ বা মন্ত্রী হওয়ার ক্ষেত্রে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা থাকবে । তবে তা স্বতন্ত্র সাংসদদের ক্ষেত্রে প্রযোজ্য নহে । দলের নেতৃত্বে একজন নেতা ১০ বছরের বেশী থাকতে পারবেন না। দূর্নীতির ছোয়া লাগা ব্যক্তিকে কোনো পদে রাখা হবে না।

৩.যোগাযোগঃ রাস্তা বর্ধিত করা হবে। ট্রাফিক আইনের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হবে। সাইকেল এবং এম্বুলেন্স এর জন্য আলাদা লেন থাকবে। ট্রেনে আরও বগি সংযোজন করা হবে। আরও এলাকায় রেলওয়ে স্থাপন করা হবে। নতুন কিছু বিমানবন্দর তৈরী করা হবে।

৪.শিল্প ও অর্থনীতিঃ নতুন নতুন শিল্প এলাকা স্থাপন করা হবে । শুল্ক কমানো হবে । বাজার মনিটরিং এর ব্যবস্থা করা হবে। ইলেকট্রনিকক্স ও ইলেকট্রিক দ্রব্যে ভ্যাট কমানো হবে। ঋণ দেওয়ার ক্ষেত্রে উপর্যুক্ত শর্ত থাকবে। কৃষি খাতে বাজেট বাড়ানো হবে। দ্রব্যমূল্যের দাম নির্দিষ্ট সীমায় রাখা হবে।

৫.প্রযুক্তিঃ ইন্টারনেটের দাম কমানো হবে। বাকস্বাধীনতা নিশ্চিত করা হবে । যাবতীয় বিতর্কিত ধারা রদ করা হবে। আজেবাজে এবং ভুয়া সাইট বন্ধ করা হবে।

৬.আইনঃ সমগ্র বিচার ব্যবস্থাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। নিয়োগ ক্ষেত্রে সচ্ছতা প্রদর্শন করা হবে।

৭.সংস্কৃতি ও ঐতিহ্যঃ দেশের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলো ধরা হবে। মুক্তিযুদ্ধের কথামালা প্রত্যেক শ্রেণীতে অত্যাবশক হিসেবে খাকবে। পর্যটন খাতে উন্নয়ন করা হবে। পর্যটকদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। সকল ধর্মের মানুষের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা থাকবে।

কি যে হযবরল লিখেছি :`> :`>

দেখি কি হয় B-))

মন্তব্য ৫৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই আপ্নের মার্কাটা কি? ;) :P

না জানলে ভোট দিয়াম কেমতে :P হা হা হা

রাজনীতির গুনগত পরির্বতন এখন সময়ের দাবী! প্রচলিত গতানুগতিক পথ পদ্ধতি উপড়ে ফেলার খুবই জরুরী!
একজন কেজরিওয়াল বা মাহাথির চাই! আপনি হবেন নাকি ভাই?

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: মার্কা নাই :((
মার্কার জন্যও নির্বাচন করা হইবেক B-))

নাহ :D আমি আর ওইসব :-* হবে না ;)

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অহ! ভুলে গেছি - ইশতেহার ভালা হইছে :)

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: নো প্রবলোমো B-)

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মার্কা দেন। :)

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: গুগলু করেন :D
১ নং কমেন্ট দেখুন B-))

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

ঢাবিয়ান বলেছেন: ট্রাফিক জ্যাম নিরশনে কি করবেন সেইটা আরেকটু বিস্তারিত লিখলে ভোটটা আপনারেই দিতাম। ঢাকাবাসিরা এইটা নিয়া বড় পেরেশানির মধ্যে আছে। :(

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~
আমিও জানি না :||

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

নজসু বলেছেন:






ভাবনা সুন্দর।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকু :D

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কাভা ভাইর পোষ্টে আগে দেখিনি তাই মজাচ্ছলে মন্তব্য করেছিলাম। সরি ভায়া

হুম এবার তো ভাল ভাবেই ভাবতে হয়।

আপনার ইশতেহার বেশ ভাবনার বটে। ধণ্যবাদ ভায়া

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: এগেইন নো প্রোবলেমো ;)

চিন্তার জন্যই তো দেওয়া B-))

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

আরোগ্য বলেছেন: বেশ :D

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪২

বলেছেন: ভালো লাগলো।




ভোট রেখে গেলাম।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকুশ :)

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪২

কুঁড়ের_বাদশা বলেছেন:
এগুলো কী গুজব? =p~


২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: মেয়া ভাইয়ের কমেন্টটা আজব ;)

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

কুঁড়ের_বাদশা বলেছেন: বেশি কথা কইলে আবার গজব নেমে আসতে পারে! :P ;)

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: এই তো.... ভায়া বুঝেছে :D

১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৩

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: বিরোধিদলের ইশতেহারের সাথে তো দেখি মিল আছে, আপনাকে তো মিটিং মিছিল করতে দেয়া হবে না তাহলে #:-S
১০ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, এটা না হয়ে বরং এমন হলে খারাপ হতো না- নির্দিষ্ট বয়স পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে। এরপর সর্বসম্মতিক্রমে উপদেষ্টা হিসেবে থাকবে, যেহেতু তিনি অভিজ্ঞ।
আমার নিজের মতামত।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ধুর মিয়া B-)) এটা তো কাল্পনিক ;)

১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৯

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: ভুলেও এই ধরণের কল্পনাও করবেন না। সবাইকে নৌকায় ভোট দিতে হবে বুঝছেন? আজকেও ঢাকা- ৭ এর হাজি মোঃ সেলিম সাহেব ফোনে এসএমএস পাঠিয়ে তার পাশে থাকতে বলেছেন :P

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: :D

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ভাই পরিবেশ ও স্বাস্হ্য সুরক্ষা কি অন্তর্ভূক্ত করা যায়??

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: অবশ্যই যেতো....
তবে এটা কাভা ভাইয়ের জন্য করা...
আমার নিজের ইশতেহার :D

১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩১

রাকু হাসান বলেছেন:

;) বিজয়ী হলে পার্টি দিয়েন

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: এ যে রেজাল্ট ফাঁস B-))

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




দলের নাম কি? পার্টি কুনটা ?

নাকি কাচ্চি পার্টি । কার্যালয় কই ?

খাওয়া দাওয়া হবে । নাকি খালি হাতেই ফিরতে হবে ।


যাই হোক ইশতেহার ভাল হইছে ।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: দলের নামঃ 404 Not Found :D
কার্যালয়ঃ ডার্কওয়েব B-))

খাওয়া দাওয়া পরে ;)

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১০

শায়মা বলেছেন: আর্কিমিডিস মার্কা! :)

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~
তোমার তো ঝাড়ি থুক্কু ঝাড়ু মার্কা :P

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৩

বুড়ো হিমু বলেছেন: আপনারে ভোট দিবার চাই। আপনার মার্কা কি ?? ;)

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: শায়মার মতো আর্কিমিডিস মার্কা :P
আমি তো ভাবছি মার্কার জন্য আরেকটা নির্বাচন ;) ;)

১৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:১৬

চাঁদগাজী বলেছেন:


শিক্ষাবিষয়কটা সঠিক; ভালো ভাবনা; ড: কামাল সাহেব থেকে ভালো লিখেছেন।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

১৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪০

রাজীব নুর বলেছেন: ভালো। বেশ ভালো।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই :)

২০| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এইসব ইশতেহার পাশের পর মানুষ ভুলে যায় :(

২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: :( :( :(
কি আর করা B-))
আমি তো লেইখ্যাই শ্যাষ B-)

২১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

কালীদাস বলেছেন: কয়েকটা পয়েন্ট বেশ বল্ড এবং প্রায় সবগুলো পয়েন্টই অনেক সাবপয়েন্ট আশা করে। এবং দুর্ণীতি রিলেটেড কিছুই নেই???

শিক্ষার ব্যাপারে আমি সম্পূর্ণ একমত না। সেকেন্ডারি পর্যন্ত ফ্রি ঠিক আছে, ইউনিভার্সিটিতে ফ্রি কেন? এই মুহুর্তে অস্ট্রিয়া, জার্মানি এবং নরওয়ে ছাড়া আর দুনিয়ার আর কোন দেশে উচ্চশিক্ষা ফ্রি না। এবং এই দেশগুলোতে বা অন্য কোন দেশ পাবেন না যেখানে শতভাগ গ্রাজুয়েট পয়দা করা হয়। গত ত্রিশ বছরে বাংলাদেশে উচ্চশিক্ষাকে পরিণত করা হয়েছে সামাজিক স্ট্যাটাসের মাধ্যম। শতভাগ গ্রাজুয়েট পয়দা করলে পারবেন এদের অন্তত অর্ধেককে ফ্যাক্টরিতে কাজে পাঠাতে? উপযুক্ত জব দেবেন কোথায়? সবাই ম্যানেজারিয়াল পজিশনে গেলে কাজ করবে কে? প্রতিবছর নতুন ইউনি খুলে এই জটিলতা আরও বাড়ানো হচ্ছে। মান কোথায়? আউটপুট কি? আমার নিজের ইউনিভার্সিটি প্রায় ১০০ বছর হয়ে যাচ্ছে, আমাদের রিসার্চে আউটপুট সে তুলনায় ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খোঁজা লাগে কেন?

সেকেন্ড, কৃষিখাতে আরও মনোযোগ দরকার। ইনডাস্ট্রিয়ালাইজেশন ম্যাস আকারে নেয়ার আগে আপনাকে মার্কেটে ডিমান্ড বুঝতে হবে এবং সবার আগে এনভায়রনমেন্টের কথা ভাবতে হবে এখন। ঢাকার কিছু এলাকায় দিনের বেলায় টেম্পারাচার (ফিলিং) ৪৫/৪৮ পর্যন্ত চলে যায়। তারমানে আপনাকে ডিসেন্ট্রালাইজেশনের কথাও ভাবতে হবে একই সাথে।


মুক্তিযোদ্ধাদের জন্য আজীবন ফ্রি ট্রান্সপোর্ট এবং যুক্তিসংগত পেনশন সিসটেম চালু করা উচিত। আবগেরে ঠেলায় একজন মুক্তিযোদ্ধাকে বেনিফিট দিয়ে ভাসিয়ে দেয়া হবে আরেকজন স্টেশনে ঘুমাবে- এটা কোন ধরণের বিচার??

৫/৬ নাম্বার পয়েন্টে পরিপূর্ণ সহমত।

কিপ ইট আপ :)

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আসলে অতটা রিসার্চ করে লিখিনি তো...
দূর্নীতিকে রাখতে হতো....

শিক্ষার ক্ষেত্রে আসলে স্কলারশিপ আর গবেষণা বাড়াতে হবে.....

কৃষিখাতও যোগ করা হয় নি.......

Environment তো দেওয়া হয়নি...

মুক্তিযোদ্ধার ব্যাপারটাও বাদ পড়ে গেছে....


৫/৬ পয়েন্টে ঐকমত্যের জন্য কৃতজ্ঞতা.....

আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ :)

২২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫১

ব্লগার_প্রান্ত বলেছেন: নাইছ ইশতেহার! সব পয়েন্টই ভালো লাগলো।
তয় দেশের কোনায় কোনায় লাইব্রেরি স্থাপন করা হবে
আপনার দেশের ছেলেমেয়েরা বই পড়ে?
বই কিনতে পায়না বলে, পড়ে না? নাকি অন্য কিছু? ;)
দেশের সব লাইব্রেরির রক্ষনাবেক্ষণ ভালো মতো হচ্ছে?
পড়ুয়াদের দেশে, ব্রিটেনের লাইব্রেরিগুলার কি অবস্থা? মানুষ কি পরিমান ইন্টারনেট আসক্ত? গড়ে মানুষের বই পড়ার হার কেন কমে?
কোনায় কোনায় লাইব্রেরি, আর এমবির দাম কমাইলে, কাজ হবে? ;)


২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়বে না ক্যান #:-S
কি যে কও B-))

রক্ষণাবেক্ষণের অবস্থা লবডঙ্কা.... :(

নেটাস্কতি সবখানেই বেচি :D
এমবি দিয়া কি হবে ;)

২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২১

তারেক ফাহিম বলেছেন: এতো দেখছি খালি বোর্ড।

ইশতিহার লেখার জন্য মার্কার কলম লাগবে?

নাকি মনে রাখলেন বোর্ডে লেখার সাহস পাচ্ছেনা বিরোধী দলের ভয়ে B-)

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ভয় পামু ক্যা :D
মার্কাই নাই আর মার্কার B-))

জয়ী হলে বোর্ডে লেখা হবে ;)

২৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৯

মাহের ইসলাম বলেছেন: আপনার মার্কা কি?
আমার ভোট দিয়ে দিলাম, আপনাকে।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার মার্কা কোনটা তা নিয়েও নির্বাচন হবে B-))
তবে শায়মা আপুর মতে আর্কিমিডিস মার্কা :D

পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

২৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫০

স্রাঞ্জি সে বলেছেন: X((

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: B-))

২৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫২

নজসু বলেছেন:



আপনের মার্কা কি?

♥ ♥ ♥ কালো লাভ পেলাম। কপি বাদে লাল লাভ কোথায় পাবো?

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: কালো বা লাল ব্রাউজারের ওপর নির্ভর করে....
এতো লাভ দিয়া ভাবিরে ;) ;)

২৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

নজসু বলেছেন:



লাভে লাভে মহালাভ। :-B

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ :D

২৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০২

খায়রুল আহসান বলেছেন: মোটা দাগে, ভালই লিখেছেন। তবে, সবগুলো পয়েন্টই অনেক সাবপয়েন্ট আশা করে - কালীদাস এর এ কথাটার সাথেও আমি একমত।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার কথার সাথে একমত....
সাব পয়েন্ট দিলে পোস্টটা পূর্ণতা পেতো....
আসলে আমি রাজনীতি বা এসব বিষয় নিয়ে ততটা ভাবি না....
তাই চারপাশে যা মনে হয়েছে তা নিয়েই এ অবতারণা....

পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ :)
ভালো থাকবেন....

২৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯

কাওসার চৌধুরী বলেছেন:



আপনার চমৎকার ইশতেহারটি আগে পড়েছি। কিন্তু ব্যস্থতার কারণে কমেন্ট করা হয়নি। আপনি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয়কে হাইলাইট করেছেন। এগুলো বাস্তবায়ন করা উচিৎ। বিশেষ করে বললে, ৪, ৬ ও ৭ সবচেয়ে ভাল হয়েছে। +++

২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ওকেই নো প্রবলেমো B-))

এখন তো কমেন্ট করলেন B-)

বাস্তবায়ন যে কবে হবে... কে জানে???

পাঠে কৃতজ্ঞতা অশেষ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.