নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

মায়া

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০




অবিরাম বয়ে চলা নদীর মতোই--
প্রিয়জনের আকর্ষণ......
ছন্দ তাল,আর সুমধুর কলতান
করে মায়ায় বিভোর....

তাই তো খুঁজে পাই তাকে....
জীবনের বাঁকে বাঁকে....
হৃদয়ের আকাশে.....
মূহুর্তে মূহুর্তে......

চলতেই থাকে এ ভালোলাগা...
যেন পাহাড়ী ঝরনার ধারা.....
ঝরে ঝরোঝরো.....
ফিরে ফিরে চাই আরো...

তাই তো,
অনন্ত নক্ষত্রের মায়াভরা পথে
দিন শুরু হয় তাকে দিয়ে...
শেষটাও হয় তারই হাতে....



আমার বাকি কবিতাগুলোর মতোই এটাও একটা পোস্ট এর কমেন্টে করা। ভাইয়ের "তোমাকে খুঁজে ফিরি" পোস্টে উপরের কবিতার একটি খসড়া লিখেছিলাম। ভাই পরের কমেন্ট এ কবিতাটার এ রূপদান করেন। আমিও আরেকটু মোডিফাই করলাম। তাই ল ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি :)


বিঃদ্রঃ আমি কিন্তু ল ভাইয়ের আসল নাম জানি ;)

মন্তব্য ৯৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:



প্রথমে প্রোটো-টাইপ, তারপর আসল কবিতা, সফটওয়ার ডেভেলপমেন্ট হচ্ছে?

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: নাহ হার্ডওয়্যার ;)

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

নজসু বলেছেন:





ল ভাইয়ের আসল নাম রহমান লতিফ ভাই।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: তাহা তাঁর পোস্টেই আছে B-))

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

নজসু বলেছেন:



বন্ধে মায়া লাগাইছে............. :-B

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: পিরিতি শিখাইছে..... ;)

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

নজসু বলেছেন:




ভ্রাতা, কোথায় যেন দেখলাম আপনি কবিতা ভালা পান না। X((
কবিতা তো ভালা না; ভালা লইয়াই থাইকো। :-P

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: কুতায় দেকেচ বুলো দিকি X((

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

নজসু বলেছেন:



তবে ভ্রাতা আপনার এই কবিতা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। (ভালোবাসার ইমো)

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

নজসু বলেছেন:



লাইক।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: অ্যান্টি লাইক ;)

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

নজসু বলেছেন:



কোথায় যেন দেখেছি এখন মনে পড়ছে না। :D

ভালোবাসার ইমো কিভাবে দিলেন?
শিখিয়ে দেন ভ্রাতা।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: ওক্কে নো প্রবলেমো B-)

আমার কমেন্ট থেকে কপি করুন ;)

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

জুন বলেছেন: আপনার নিক নামটি যত কঠিন, কবিতার শিরোনামটি ততই সহজ :)
ভালোলাগা রইলো ।
+

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

আমার নিকটা আসলেই জটিল :D

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই :)

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

মাহমুদুর রহমান বলেছেন: প্রথমে একটু অগোছালো মনে হলো।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ :)
আমার কাছে তো ঠিকই আছে বলে মনে হয়.....

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

খায়রুল আহসান বলেছেন: সুন্দর লিখেছেন। কবিতার শিরোনামটাও সুন্দর।
কবিতা ভাল লেগেছে। + +

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অশেষ কৃতজ্ঞতা :)

ভালো থাকবেন....

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আহা! কি সুন্দর কবিতা। :)

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ মামু :D

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

হাবিব বলেছেন: ............ মানে কি ভাইয়ু?

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: অবশেষে কেউ একজন এই প্রশ্নটা করলেন.....
তাও আবার প্রিয় কবি হাবিব স্যার :)
..... দ্বারা আমি কথামালার অসীমতা প্রকাশ করি....

যেন অতি আপনজনদের সাথে কথা হচ্ছে এমন একটা ভাব....
কেননা আপনজনদের সাথে কথার অন্ত নেই....

তাই কথার সাথে এই গতিশীলতা প্রকাশক ডট ডট.....

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

হাবিব বলেছেন: আমিও তাই ভেবেই কথার শেষে ডট ডট দেই............. :P
আপনার কাছ থেকে সত্যতা যাচাই করলাম..........

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: হে হে হে B-)) B-)) B-))

১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

হাবিব বলেছেন:




একটু দাঁত বের করে হাসেন............
এই ভাবে......... B-) B-) B-)

দাঁত দেখাতে না ইচ্ছা করলে এভাবেও হাসতে পারেন....... ;) ;) ;)

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: :D :D :D
হাসি সাথে দুইটা দাঁত ফ্রি ;)

১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩

হাবিব বলেছেন:




কিন্তু এইটা কি করলেন........
আমি তো হাসতে বলছিলাম.......

হাসতে হাসতে নিজের মুখচ্ছবি পালটিয়ে ফেলবেন জানলে হাসতে বলতাম না....
ফ্যাক্ট: প্রো পিক চেন্জ........ :P

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: এইডাও চুইক্ষে পরিচে :`>
কি চোখ রে বাবা #:-S

১৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৬

হাবিব বলেছেন: মহা প্রোগ্রাম চোখের ভেতর ঢুকিয়ে দিয়েছেন তিঁনি.......

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: ইয়াহ দ্যাটস টোটালি কারেক্ট :)

১৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

ব্লগার_প্রান্ত বলেছেন: জাহিদ অনিক ভাইয়ের লেখাটায় যেটা দিসেন ওটাও ভালো হইসে

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: কোনটা দিছি B:-)
একটু লিংকু দাও....

পড়ার জন্য থ্যাংকুশ B-))

১৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫২

ব্লগার_প্রান্ত বলেছেন: Click This Link

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: মিয়া সব পড়ো ;) ;) ;)
বেশ বেশ B-))

২০| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৫

তারেক ফাহিম বলেছেন: শিরোনামের প্রেমে পড়ে আসলাম।

কবিতায় ভালোলাগা।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

জীবনটাই মায়া.....

২১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

চিত্রাভ বলেছেন: ভাল সুন্দর কবিতা । শুভেচ্ছা নিন ।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

আপনাকেও শুভেচ্ছা....

২২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫২

রবাহূত বলেছেন: সে থাকুক এমন হাতটি ধরে
মায়া নিয়ে পথ চলুক
দিঘল দেবদারুরা ছায়া ফেলুক

শীতার্ত কোন রাতে
বুকের ওমে বেঁচে থাক
ভালোবাসা গুলো

অচেনা সময় কোন
থাকুক চৌকাঠের বাইরে
প্রিয়তম সময়ের আর্গলে
আঁটা থাক ভালোবাসা বাসি খুব!

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার কাব্যিক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা অশেষ.....

মায়াময় জীবন....

২৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথমে সফটওয়্যার ডেভেলপমেন্ট দিয়ে শুরু করলেন , এরপর কবিতার আঙ্গিকে নিজেকে প্রতিষ্ঠিত করা। আগামী দিনে আপনার নতুন পরিচয়ের অপেক্ষায় রইলাম.....
কবিতা সুন্দর হয়েছে। পাহাড়ি ঝর্ণার মতোই অবিশ্রান্ত গতিতে বহমান ।


শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর মন্তব্যে প্রীত হলাম.....
আপনাকেও শুভকামনা.....

কবিতা তো শব্দের ধারা....
বয়ে চলে পাহাড়ী আঁকাবাকা পথে......

আমার পরিচয়ের শেষ নেই ;)
রবীন্দ্রনাথের অপরিচিতা পড়েছেন????

ভালো থাকবেন :)

২৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৪

বলেছেন: প্রিয় পাখি ভাই,

প্রথমেই জানাই কৃতজ্ঞতা আমার কথা রেখে আপনি এত সুন্দর-------
একটি বিখ্যাত কবিতা উপহার দেওয়ার জন্যে।

আপনি আসলেই প্রতিভাবান সেটা বলার অপেক্ষা রাখে না।

কবিতার মায়ার ভাঁজে লুকিয়ে রয়েছে আকর্ষন আর মোহমুগ্ধতা।


ধন্যবাদ

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রিয় ল ভাই কৃতজ্ঞতা তো আপনাকে জানানো উচিত... ..
আপনি অনুরোধকারী না হলে যে এটা লেখাই হতো না....
আপনি পরিমার্জনা করেই তো এরূপ হলো.....

আমি নিতান্তই সাধারণ একজন মানুষ ....
এরূপ কথায় লজ্জা পেলুম :``>>

মুগ্ধতার কথা প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ :)
ভালো থাকবেন ....

২৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৪

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
মায়া মায়া দিয়ে তো সবাইকে মায়াতে জড়িয়ে ফেলছেন ;) শেষটা দারুন হয়েছে। পছন্দের মানুষের কাছেই তো আমরা ফিরে যাই বারবার :`>
কবিতা চমৎকার হয়েছে। আপনি তো দেখছি All in one! full package!
হুম! গল্পটা দিয়েছি, যেটার কথা সেইদিন বললাম।
শুভ কামনা রইল!

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: লেট শুভ সকাল :D
আপনার পোস্ট পড়তে গিয়েই এ দশা B-)

মায়া মায়া জীবনই মায়ার জাল..... B-))
পছন্দের মানুষের কাছে তো আসতেই হবে ;)

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম :)

এখন তো সবাই Full package ই চাই....
সাইজ,কোয়ালিটি এভরিথিং ম্যাটারস ;) ;) ;)

শুভকামনা ঠু ইউ অলচো :D

২৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪

সামু পাগলা০০৭ বলেছেন: খারাপ না, আরো বেশি লিখতে থাকুন। তাহলে এর চেয়ে বেশি মন ছুঁয়ে যাওয়া লেখা উপহার দিতে পারবেন।
ভালো থাকুন।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

আরো লেখার চেষ্টা করবো.....

২৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯

নতুন-আলো বলেছেন: ভালো লেগেছে ভাই

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাই :)

২৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর প্রয়াস। ভাল লাগা জানাই গেলাম।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ সুজন ভাই :)

২৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

বিজন রয় বলেছেন: কবিতার সাথে ছবিটা সুন্দর একটি আবহ তৈরী করেছে!
ছবিটি আমার এত ভাল লাগল কেন জানিনা! দারুন!

আর কবিতা সেই ভালবাসাময় আবেগ, যারা নতুন প্রেমে পড়েছে তাদের খুব ভাল লাগবে।

আর কবিতায় কিছু মন্তব্য আর আপনার দেওয়া সেগুলোর প্রতিউত্তর পোস্টের মান নষ্ট করেছে, আমার মনে হয়েছে এই কবিতার জন্য ওগুলোর দরকার ছিল না।

শুভকামনা রইল।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ছবি ভালো লাগতে বাধ্য...
কেননা আমি অনেক ভেবেচিন্তে পোস্ট করি....
তাই ছবির সাথে কবিতা তৈরী করে এক অবিচ্ছেদী বন্ধন.....

আমার কোনো পোস্টে বানান ভুলও পাবেন না....

ছবি ও কবিতা দুটোই আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম....
আপনাদের জন্যই আমার এ প্রচেষ্টা ......

পাঠকের ভালোলাগাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি.....

মন্তব্য এর কথা না বলাই ভালো.....
ওগুলো নিয়ে আমার করার কিছুই নেই :D

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার পোস্টে অনেক টপিকসই চলে আসে....
তাই কিছু মনে করবেন না :)

৩০| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

বিজন রয় বলেছেন: বিষয়টি তেমন নয়, বা মনে করার ব্যাপার নয়।

সব টপিকসই আসতে পারে, আসবে, কিন্ত কথা হলো যে পোস্ট যেমন সে পোস্টে তেমন কথা-বার্তা আলোচনা হোক, তাহলে পোস্টের মর্যাদা রক্ষা পাবে।

কবিতা ভাল লেগেছিল আমার তাই ওকথা বলেছিলাম।
অবশ্যই আপনার ভাল কিছু হোক তাই চাই।

সব কিছু তো আমার হাতের নাগালে নেই.......

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার কথা ঠিক আছে...
আসলে কেন যেন আমার পোস্টে এমনটা হয় না.....
পোস্ট বহির্ভূত টপিক আসেই.....

ও কথা বলায় আমি কিছু মনে করিনি....
আপনি একজন যোগ্য পাঠকের মতোই কমেন্ট করেছেন :)
প্রত্যেকটা কমেন্টই লেখককে ভাবায়,উদ্দীপ্ত করে....

আপনি আমার ব্লগের একজন একনিষ্ঠ পাঠক....
আপনার কথাগুলো মাথায় রাখবো....

পুনরায় আসার জন্য অসংখ্য ধন্যবাদ....
শুভেচ্ছা সতত..... :)

৩১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩

সুমন কর বলেছেন: এবার কিন্তু পোস্ট ভালো লেগেছে। +।

ভালো লিখেছেন।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

অবশেষে ভালো লাগলো ;)

৩২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

ব্লগার_প্রান্ত বলেছেন: rm -rf / লিখে সার্চ দিলে কোরিয়ান এক সিনগার আসে কেনো ভাই? #:-S

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: এটা লিনাক্সের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কমান্ড....
তুমি আবার রান করো না.....
পিসি আর বাঁচবে না :((

৩৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাইরে ভাই বাঁচছি :D

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ক্যান :-B

৩৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

মাহের ইসলাম বলেছেন: ছবিটা অসম্ভব ভালো লেগেছে।
শুভ কামনা রইল।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: ছবিটাও কবিতারই অংশ....
আমি এভাবেই পোস্ট করি.... ছবি + লেখার মিল থাকে

আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম....

আপনাকেও শুভকামনা :)

৩৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩১

মাহের ইসলাম বলেছেন: আমার মনে হচ্ছে, আপনি বই-পত্রের ভালো এক খনি হিসেবে শ্রদ্ধার পাত্র।
আপনার কাছ থেকে সাহায্য পাওয়া যাবে?
আমার কিছু রেফারেন্স দরকার। চেষ্টা করেও পাই না।
সম্ভব হবে, প্লিজ?

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি একজন সাধারণ বইয়ের পোকা....

কিসের রেফারেন্স চান???
কমেন্ট এ বলুন :)

চেষ্টা করবো...

৩৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৮

মাহের ইসলাম বলেছেন: 1. Problems of National Integration in Bangladesh: The Chittagong Hill Tracts Syed Aziz-al Ahsan, Bhumitra Chakma Asian Survey, Vol. 29 No. 10, Oct., 1989; (pp. 959-970) DOI: 10.2307/2644791.
2. Kazi Montu, ‘Tribal Insurgency in Chittagong Hill Tracts’, Economic and Political Weekly, Vol 15, 1980, pp.1510-12, quoted in Bertocci, p.161.

আমি এই দুইটা রেফারেন্স চেষ্টা করেও পাইনি।
একটু হেল্প করতে পারবেন, প্লিজ?

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ওকে চেষ্টা করবো :)

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: Click here

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: উপরের লিংকে গিয়ে Read Online অপশন সিলেক্ট করে বিনামূল্যে পড়ুন...

৩৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

স্রাঞ্জি সে বলেছেন:
মায়া.....


|-)

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: মায়া ;)

:-<

৩৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

মাহের ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ইউ আর ওয়েলকাম :)

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি গুগলে "filetype:pdf hill tract Chittagong" লিখে সার্চ দিন।
বেশিরভাগ ফাইলই ডাউনলোড করতে পারবেন।
এক্ষেত্রে " filetype:pdf" এর পর একটা স্পেস দিয়ে যে বিষয়ক বইয়ের পিডিএফ চান তার নাম লিখলেই পেয়ে যাবেন। ডাইরেক্ট লিংক....

আমি এরপর কিছু মহাফেজখানার তথ্য দেবো.....

৩৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

টারজান০০০০৭ বলেছেন: কিরে ভাউ , পিরিতের বয়স কত ? ভালুবাসা যে চুয়ায়ে চুয়ায়ে পড়তাছে !! :D

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: পিরিতের বয়স হুলো গিয়া ০ দিন B-)

ভালুবাসা যে চুয়ায়ে চুয়ায়ে পড়তাছে !!
জেন আফার অবস্থা বুঝলাম ;)

৪০| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১১

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ প্রামানিক ভাই :)

৪১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯

বলেছেন: আহ কি মায়া!!
কি মোহময়াা!!!"

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সবই মায়া....

মায়ার টানে আবার আগমন ;)

৪২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




প্রোগ্রামার প্রেমে পরছে

ব্লগবাসী শোনো




প্রোগ্রামার প্রেমে পরছে

ব্লগবাসী শোনো

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ওরে কম্পিউটার তোর দিন শেষ... B-))

৪৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

অপু দ্যা গ্রেট বলেছেন:





এখন সফট ওয়্যার ক্রাশ করবে

হার্ডওয়্যার নড়বড়ে হবে ।

আরও কি কি হবে কে জানে ।

আল্লাহ আমার ভাইটাকে হেদায়েত দাও । ফিরেয়ে আনো এই পথ থেকে । B-) B-) B-)

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: সফটওয়্যার কার উপর ক্রাশ খাবে :-B

আল্লাহ অপু ভাইরে একটা জিজি হাদিদ দাও ;)

৪৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬

মাহের ইসলাম বলেছেন: আপনাকে ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না।
আবার, কিছু না বললে আমার নিজের কাছেই অস্বস্তি লাগছিল।

নিজে থেকেই হেল্প করে যে মহৎ হৃদয়ের পরিচয় দিয়েছেন, তার জন্যে আমি কৃতজ্ঞ।

ভালো থাকবেন, শুভ কামনা রইল।

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: আরো কিছু পেলে অবশ্যই দেবো....

আপনাকেও শুভকামনা :)

৪৫| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৭

শিখা রহমান বলেছেন: কবিতাটা আসলেই মায়ায় জড়ানো। ছবি আর কবিতা মিলেমিশে পাঠককে মায়ায় জড়িয়ে ফেলে। খুবই ভালো লেগেছে।

আপনি কিন্তু আসলেই কবি, যার সব কথাই কবিতা হয়ে যায়।

শুভকামনা প্রাচীন পক্ষী। ভালো থাকুন মায়ায় আর কবিতায়।

১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ছবিটা খুবই চিন্তাভাবনা করে দিয়েছি.....
যেন সম্পূর্ণভাবে চিত্ররূপময় হয়ে ওঠে.....

আপনার ভালো লাগলেই আমার এ প্রচেষ্টা সার্থক....

আপনি কিন্তু আসলেই কবি, যার সব কথাই কবিতা হয়ে যায়।
আপনি বললে কবি না হলে চাকরি থাকবে না :P
চলছে সাধনার গাড়ী কাগজের পথ বেয়ে.....
দেখি কত দূর এ শব্দের পথ.....

সময় করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.