নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

যখন লেখার খাতাটা হারিয়ে যায়..........

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩


কালি আছে, কলম আছে। কিন্তু কাগজ?????

মন্তব্য ৫৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০০

আরোগ্য বলেছেন: কলিজাটা ফাইট্টা যায়।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: :(

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২

আরোগ্য বলেছেন: কি বলবো ভাই। :(( #( #( #( #(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: :((

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বন্ধু,
ব্লগে এসে যে একটু লুলামি করবো, সেই সুযোগও মনে হয় বন্ধ হইয়া যাইবে। :(

দুপুর থেকে বারবার ট্রাই করিয়াও সামুতে আসিতে পারি নাই। এই মাত্র ঢুকতে পারলাম। লগইন না করেই কমেন্ট টাইপ করছি। :(

মনটা বড়ই খ্রাপ। আমারা কী অপরাধ করিয়াছি ??:(



[তোদের টাইপিং এর ছিরি নাই। এত ছোট পোস্ট মানুষ দেয়!!)X(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: জানি না বন্দু :(


[তোর কমেন্টেরও ছিরি নাই। এত বড় কমেন্ট মানুষ করে!!) X(

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

শায়মা বলেছেন: :(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: :((

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

জুন বলেছেন: সেটাই আর্কিওপটেরিক্স :(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: শব্দহীন অনুভূতি :(

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

সাহসী সন্তান বলেছেন: কাগু তার নেক্সট জিহাদ যে ব্লগকে লক্ষ কৈরাই ঘোষণা করবে এইটা কেডা জানতো... :(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: নো কমেন্ট :(

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬

ব্লগার_সামুরা বলেছেন:
এই অযাচিত খরায়, তুমিও দেখি মাইক্রো ব্লগিং শুরু করে দিয়ছ। B-) আফসোস X((

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: হ, কি আর করমু B-))

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৫

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,




মানুষের যখোন একবার লেখার চুলকানী ওঠে তখোন তার উপশম করতে পারে একমাত্র কলমই । কিন্তু লেখার জন্যে আপনার যদি কাগজ না থাকে তবে ধারনা করি- সম্ভাব্য সকল উপায়ে আপনি চুলকোতে চাইবেন । হয় এভাবে, নয় ওভাবে...........

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: একমত :)

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবাই লগ করতে পারছে

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: তাহলে তো ভালোই হলো :)

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৭

সোহানী বলেছেন: জী ভাইয়ের মন্তব্যে সহমত। আসলে এটি হিতে বিপরীতই হবে জাব্বার সাহেবের জন্য।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: দেখা যাক :)

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩১

শায়মা বলেছেন: এখন লগ ইন করা যাচ্ছে!

সবাই ট্রাই করো!!!! :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই নাকি :) :)

জুনাপুর প্রশ্নের উত্তর দাও

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬

জুন বলেছেন: @ শায়মা ভিপিএন ছাড়া নরম্যালি কি লগ হচ্ছে ?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: শায়মা বলেছেন: হ্যাঁ আপুনি!!!!!!!!!! জুন আপু ট্রাই করো আবার!

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪১

শায়মা বলেছেন: হ্যাঁ আপুনি!!!!!!!!!! জুন আপু ট্রাই করো আবার!

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: এত আপসেট হবেন না।
সামুর কিচ্ছু হবে না ইনশাল্লাহ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: দেখা যাক :)

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৮

রোকসানা লেইস বলেছেন: কালিকলম কাগজ সব আছে প্রকশনা বন্ধ হয়ে গেছে :(
আবার সেই পুরানো দিনে সম্পাদক প্রকাশ করবেন কিনা তার অপেক্ষা করতে হবে

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: অপেক্ষার প্রহরের শেষ কোথায়......

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:০৩

বলেছেন: সবুরে মেওয়া ফলে --

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: Let's see

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৭

নীল আকাশ বলেছেন: /:) /:) /:)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: :||

১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৭

মনিরা সুলতানা বলেছেন: যখন লেখার খাতাটি হারিয়ে যায় !!
তখন কলিজার এক টুকরা হারিয়ে যায় ..।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: একযুগ ধরে জ্বলা সমাজের আলোকবর্তিকা.....
নিভবে না নিভবে না.........

১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন:
আজ আমাদের সবার মন খারাপ
আজ সকল ব্লগারের মন খারাপ

:((

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: Let's wait....

২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৫

নীলপরি বলেছেন: :(

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: :((

২১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২১

হাবিব বলেছেন: :| :| আমি ভিপিএন ছাড়া পারতেছি না.......

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: VPN, TOR, I2P, ZeroNet, Proxy, DNS....

২২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



তুমি ঠিক ****ও কেন ।

ভোট দেতে যাওনা আবার ঠিক *****ও ।


ভোট দেছো নাকি ।


যাই হোক শুভ বুদ্ধির উদয় হোক । বেটারা বুইড়া ভাম গুলা অফিসে বইসা আছে । সামু কি তারা কি জানে ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: 8-|

২৩| ০৪ ঠা মার্চ, ২০১৯ দুপুর ১:০৫

আকতার আর হোসাইন বলেছেন: এক কথায় প্রকাশ করে দিলেন। আমাদের লেখাগুলো কোথাও সংরক্ষণ করা নেই। সামুতেই এগুলো আছে। মন খারাপের সময় নিজের পুরনো ভালো প্রশংসিত লেখাগুলো পড়লেই মনটা ভাল হয়ে যায়।

সামু অফ হয়ে গেলে...

০৪ ঠা মার্চ, ২০১৯ দুপুর ১:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: সামু অফ হবে না...........

২৪| ০৩ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




তোমারে মিস করতাছি ।

ব্লগে আসো না কেন?

বাশ দিয়া মাথায় বাড়ি দিলে সব ই ঠিক হইব ।

০৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: সময়মত পোস্ট আসিবে B-))

২৫| ০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:২০

আরোগ্য বলেছেন: কি খবর?

আপনার একটু সাহায্য দরকার। আমি ইউটিউব ভিডিও পোস্ট দিলে এরার কানেকশন দেখায় ।

০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: Good.

Error connection might be caused by network issues.Try network troubleshooter or contact ISP.
Change your device and try posting again.

২৬| ১৩ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৩

সোহানী বলেছেন: অনেকদিন লিখা নেই!!!!!!!!!!!!!!!!!!!

১৪ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: সময় মতো লেখা দিবো B-))

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: Again mistake :((
শুভ নববর্ষ :)

২৭| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৮

জুন বলেছেন: বহুদিন পর আপনাকে দেখে ভালোলাগলো অনেক।

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভ নববর্ষ :)

সময় মতো পোস্ট আসবে B-))

২৮| ২০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৩৭

নীল আকাশ বলেছেন: সেই এক মাইক্রো পোস্ট দিয়ে সেই যে ডুব দিলেন তারপর তো কোন খোজ খবর নেই আপনার।
ঘটনা কি? কাগু কি বিজয় দিয়ে লেখা হুমকি দেয়া চিঠি পাঠিয়েছিল নাকি আপনাকে?
পোস্টও নেই কোন???
দেশে ছিলেন নাকি দেশ থেকে ফুটুস?

২০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগের পাঠক কমে যাওয়াটা আমার নিষ্ক্রিয়তার কারন।

কাগু আমারে চিডি দিবো ক্যান :||

যথা সময়ে পোস্ট আসিবে B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.