![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগের উপর একটা গবেষণা শুরু করলুম। তখন সুনিশ্চিত ভাবেই সামু মামু হাজির। কিন্তু একি ! সাথে চাঁদগাজী প্রেজেন্ট । নাম না ডাকতেই হাজিরা দেখে বিস্মিত প্লাস কৌতুহলী হলুম।
দিলাম মাউসের উপর একটা কিল থুক্কু ক্লিক। হাজির হলো একটা ট্রাক্টর এর ছবি । সাথে আবার একটা দার্শনিক বাক্য লেখাঃ
"শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে"
এক কোণায় আবার লেখাঃ
"সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ"
দুটো লেখাই গভীরভাবে তাৎপর্যপূর্ণ মনে হলো।
কিছু সময় কাটিবার পরে, একটা পোস্ট দেখলাম। রাজনীতির খেলাধুলা দেখলাম। দেখলাম "আগুনের গোলা " থুক্কু মন্তব্য । অনেকটা ডাইরেক্ট হিট এন্ড........................................................বোল্ড
মানে উনার মন্তব্যে অনেকেই ওভার দ্যা বাউন্ডারি
বেজে উঠলো মিউজিকঃ
কমেন্ট তো নয় সেতো আগুনেরি গোলারে , কমেন্ট তো নয় একখান আগুনেরি গোলা
এরপর শুরু হলো এক অভিযান। নাম দিলাম "প্রজেক্ট চাঁদগাজী"।
******************************************************************************************************
চলবে
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
আর্কিওপটেরিক্স বলেছেন:
২| ২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬
মুক্তা নীল বলেছেন:
এটা কি ঠিক হলো?
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
আর্কিওপটেরিক্স বলেছেন: জানি না
৩| ২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: চাঁদগাজী ভাইয়ের মনটা কিন্তু অনেক ভালো।
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
আর্কিওপটেরিক্স বলেছেন: একমত
৪| ২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
করুণাধারা বলেছেন: বসলাম; প্রজেক্ট তাড়াতাড়ি না আড়ালে চলে যাব।
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
আর্কিওপটেরিক্স বলেছেন: ওয়েটের ফল মিঠা
৫| ২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
পবিত্র হোসাইন বলেছেন: ভাই, এই প্রজেক্টের একটা পার্ট আমাকে লিখতে দিয়েন সাথে রাজিব ভাইকেও রাখব
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
আর্কিওপটেরিক্স বলেছেন: কো অথর নট এলাউড
৬| ২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২২
ল বলেছেন: প্রজেক্ট চাঁদগাজী --মিশন ইমপোসিবল
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
আর্কিওপটেরিক্স বলেছেন: Possible
৭| ২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
আরোগ্য বলেছেন: খুশি খুশি পোস্ট এসে একটুখানি লেখা দেখে মেজাজটা খারাপ হয়ে গেল।
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
আর্কিওপটেরিক্স বলেছেন: তাই নাকি
৮| ২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পড়া শুরু করতেই শেষ হয়ে গেল !!
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
আর্কিওপটেরিক্স বলেছেন: Introduction কিনা
৯| ২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
নীল আকাশ বলেছেন: এইটা কিছু হইল!।কিছু বুঝার আগেই শেষ।
আপনি পাব্লিক কে ১৮+ লোভ দেখাইয়া আইনা ৩্± ধরাইয়া দিলেন।
উনি তো ব্যাপক বিনোদন, একটু আগে আমাকে জ্ঞান দিতে এসে কি শুনেছে দেখে আসুন!!
উনার মন্তব্যের উত্তরে ৪ ৬ না একবারে ১২ মারা যায়!!
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩০
আর্কিওপটেরিক্স বলেছেন: এইডা কি কইলেন
ওয়েট ফর দ্যা লেন্থি ওয়ান
১০| ২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চাঁদ গাজী একজন অত্যন্ত ভালো মানের ব্লগার
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
আর্কিওপটেরিক্স বলেছেন: একমত
১১| ২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪
মাহমুদুর রহমান বলেছেন: ভালো মানুষের উপর লিখালিখি করেন।
কাজে দিবে।
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ
১২| ২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:০২
ঢাবিয়ান বলেছেন: মাননীয় টেলিমন্ত্রীর খেতাব প্রাপ্ত পর্নসাইটের পর্নস্টারদের নিয়ে গবেষনা শুরু করলেন!!
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
আর্কিওপটেরিক্স বলেছেন:
১৩| ২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৮
রাজীব নুর বলেছেন: চলুক---
অপেক্ষায়।
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
আর্কিওপটেরিক্স বলেছেন:
১৪| ২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সামুতে নতুন কমেডিয়ান আসলো নাকি!!!!
পুষ্টিহীন পোস্ট আর কত?
আয়োডিনযুক্ত লবণ খাও
২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪০
আর্কিওপটেরিক্স বলেছেন: হ পাঠকের প্রতিক্রিয়া ! তার নাম )
নিজের পোস্টগুলো তো অন্য সাইটের নিউজ আর উইকির বমি উনি আবার আইছে লবণ নিয়া
মন্ডল বাড়ীর ছেলে হইতে এমনটা আশা করিনি
১৫| ২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এই পোস্ট আলোচিত পেজে যাওয়া মানে সামুর অপমান।
লেখকের জন্য গিফ্ট....
২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:২৪
আর্কিওপটেরিক্স বলেছেন: তাই নাকি
১৬| ২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০৯
আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,
সহব্লগার চাঁদগাজী প্রোজেক্ট ঢুঁড়ে প্রত্নত্বাত্তিক দু'টো নিদর্শন তুলে আনলেন-
"শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে"
"সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ"
বাক্য দু'টো শুধু গভীর তাৎপর্যপূর্ণই নয়, চলমান সত্য।
মন্তব্যের কারনে ব্লগার "চাঁদগাজী" হয়তো অনেকের কাছেই বিরক্তিকর কিন্তু মানুষটি মোটেও খারাপ নন। "আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা..." কবির এই লাইনটিই মনে হয় তাকে প্রেরণা দিয়েছে আঘাত করে করে ব্লগারদের বাঁচিয়ে তোলার কাজে!
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন: একমত
১৭| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৫৭
সালাহ উদ্দিন শুভ বলেছেন: কোথায় যে শুরু আর কোথায় হবে শেষ কে জানে!
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন:
১৮| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১:০০
শাহিন-৯৯ বলেছেন:
এটি কত পর্বের ধারাবাহিক?
নাকি জলসার নাটকের যুগব্যাপী?
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪
আর্কিওপটেরিক্স বলেছেন: কুটি কুটি পর্বের
১৯| ২৪ শে এপ্রিল, ২০১৯ ভোর ৪:৫৬
চাঁদগাজী বলেছেন:
সারছেন, আর কোন প্রজেক্ট পেলেন না? ট্রাক্টরের চাকার বাতাস কমে এসেছে, উহা নিজেই চলতে পারছে না
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫
আর্কিওপটেরিক্স বলেছেন: সময় বড়ই নিষ্ঠুর
২০| ২৪ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪০
স্বপ্নডানা১২৩ বলেছেন: মাল এত অল্প , খুব হতাশ হইলাম । ব্যাপক বিনোদন আশা করছিলাম ।
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
আর্কিওপটেরিক্স বলেছেন: সব একবারে পাওয়া যায় না
২১| ২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০৯
আমি মুক্তা বলেছেন: প্রথমটা ভেবেছিলাম ট্রেলার! আজকেরটা দেখে ভাবলাম পুরো মুভি কিন্তু দেখি এটাও ট্রেলার। পূর্ণ মুভি কবে মুক্তি পাবে?
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
আর্কিওপটেরিক্স বলেছেন: আসিতেছে শ্রীঘই
২২| ২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন:
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
আর্কিওপটেরিক্স বলেছেন: প্যাঁচা উনার খুবই প্রিয়
২৩| ২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৮
তারেক ফাহিম বলেছেন: কি হল!! শুরু আর শেষ!!
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
আর্কিওপটেরিক্স বলেছেন: খেল তো আভি বাকি হ্যায়
২৪| ২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: হিট পাওয়ার জন্য ভালো একটা প্রজেক্ট
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
আর্কিওপটেরিক্স বলেছেন:
২৫| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:
লাগ ভেলকি লাগ
চক্ষে মূখে লাগ
মজমাতো ভালাই জমাইছেন। মগর বেশি কাওতালী করলে পাবলিক কিন্তুক শো না দেইক্যা যাইতে পারে
যদিও তেমন পাবলিক দেশে নাইক্যা! বইলাই মনে হয় - আগুন লাগলেই যে ভীর - আর এতো হিট আইটেম!
পাঠকের প্রতিক্রিয়া ভায়ার মতো বান্দর দিয়া বিলুইর কান ধরার ফুটুকে মজাই মজা
পর্ণ মুভি থুক্ক দীর্ঘ উকার টা ফসকে গেসিল পূর্ন মুভার আশায় রইনু
২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪১
আর্কিওপটেরিক্স বলেছেন: জানি বৎস জানি।
পূর্ণ মুভি আসিতেছে। ইহা তো লিক
২৬| ২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৫
অজ্ঞ বালক বলেছেন: আগেরটা তাইলে ট্রেলার না, ছিল টীজার। এইটা ধরলাম ট্রেইলার। মেইন মুভি কবে আসবো??? আর কয় পার্ট করবেন???
২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৮
আর্কিওপটেরিক্স বলেছেন: উইল কাম শর্টলি
২৭| ১২ ই মে, ২০১৯ রাত ৯:২২
অপু দ্যা গ্রেট বলেছেন:
কোক আর পপকর্ন দাও ।
১৩ ই মে, ২০১৯ রাত ৮:৫৪
আর্কিওপটেরিক্স বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
ভুয়া মফিজ বলেছেন: প্রজেক্ট চাঁদগাজী - দ্যা বিগিনিং এন্ডিং পর্যন্ত দেখনের লাইগা গ্যালারীতে বইলাম!

ওই...কে আছো! চা কফি কিছু একটা লইয়া আহো!!