| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগের উপর একটা গবেষণা শুরু করলুম। তখন সুনিশ্চিত ভাবেই সামু মামু হাজির। কিন্তু একি ! সাথে চাঁদগাজী প্রেজেন্ট
। নাম না ডাকতেই হাজিরা দেখে বিস্মিত প্লাস কৌতুহলী হলুম।
দিলাম মাউসের উপর একটা কিল থুক্কু ক্লিক। হাজির হলো একটা ট্রাক্টর এর ছবি
। সাথে আবার একটা দার্শনিক বাক্য লেখাঃ
"শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে"
এক কোণায় আবার লেখাঃ
"সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ"
দুটো লেখাই গভীরভাবে তাৎপর্যপূর্ণ মনে হলো।
![]()
কিছু সময় কাটিবার পরে, একটা পোস্ট দেখলাম। রাজনীতির খেলাধুলা দেখলাম। দেখলাম "আগুনের গোলা " থুক্কু মন্তব্য
। অনেকটা ডাইরেক্ট হিট এন্ড........................................................বোল্ড
মানে উনার মন্তব্যে অনেকেই ওভার দ্যা বাউন্ডারি
বেজে উঠলো মিউজিকঃ
কমেন্ট তো নয় সেতো আগুনেরি গোলারে , কমেন্ট তো নয় একখান আগুনেরি গোলা ![]()
এরপর শুরু হলো এক অভিযান। নাম দিলাম "প্রজেক্ট চাঁদগাজী"।
******************************************************************************************************
চলবে ![]()
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
আর্কিওপটেরিক্স বলেছেন: 
২|
২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬
মুক্তা নীল বলেছেন:
এটা কি ঠিক হলো?
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
আর্কিওপটেরিক্স বলেছেন: জানি না ![]()
৩|
২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: চাঁদগাজী ভাইয়ের মনটা কিন্তু অনেক ভালো।
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
আর্কিওপটেরিক্স বলেছেন: একমত ![]()
৪|
২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
করুণাধারা বলেছেন: বসলাম; প্রজেক্ট তাড়াতাড়ি না আড়ালে চলে যাব। ![]()
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
আর্কিওপটেরিক্স বলেছেন: ওয়েটের ফল মিঠা ![]()
৫|
২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
পবিত্র হোসাইন বলেছেন: ভাই, এই প্রজেক্টের একটা পার্ট আমাকে লিখতে দিয়েন সাথে রাজিব ভাইকেও রাখব ![]()
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
আর্কিওপটেরিক্স বলেছেন: কো অথর নট এলাউড ![]()
৬|
২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২২
ল বলেছেন: প্রজেক্ট চাঁদগাজী --মিশন ইমপোসিবল
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
আর্কিওপটেরিক্স বলেছেন: Possible ![]()
৭|
২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
আরোগ্য বলেছেন: খুশি খুশি পোস্ট এসে একটুখানি লেখা দেখে মেজাজটা খারাপ হয়ে গেল। ![]()
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
আর্কিওপটেরিক্স বলেছেন: তাই নাকি ![]()
৮|
২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পড়া শুরু করতেই শেষ হয়ে গেল !!
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
আর্কিওপটেরিক্স বলেছেন: Introduction কিনা ![]()
৯|
২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
নীল আকাশ বলেছেন: এইটা কিছু হইল!।কিছু বুঝার আগেই শেষ।
আপনি পাব্লিক কে ১৮+ লোভ দেখাইয়া আইনা ৩্± ধরাইয়া দিলেন।
উনি তো ব্যাপক বিনোদন, একটু আগে আমাকে জ্ঞান দিতে এসে কি শুনেছে দেখে আসুন!!
উনার মন্তব্যের উত্তরে ৪ ৬ না একবারে ১২ মারা যায়!!
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩০
আর্কিওপটেরিক্স বলেছেন: এইডা কি কইলেন
ওয়েট ফর দ্যা লেন্থি ওয়ান ![]()
১০|
২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চাঁদ গাজী একজন অত্যন্ত ভালো মানের ব্লগার
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
আর্কিওপটেরিক্স বলেছেন: একমত ![]()
১১|
২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪
মাহমুদুর রহমান বলেছেন: ভালো মানুষের উপর লিখালিখি করেন।
কাজে দিবে।
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ ![]()
১২|
২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:০২
ঢাবিয়ান বলেছেন: মাননীয় টেলিমন্ত্রীর খেতাব প্রাপ্ত পর্নসাইটের পর্নস্টারদের নিয়ে গবেষনা শুরু করলেন!!
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
আর্কিওপটেরিক্স বলেছেন: ![]()
১৩|
২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৮
রাজীব নুর বলেছেন: চলুক---
অপেক্ষায়।
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
আর্কিওপটেরিক্স বলেছেন: ![]()
১৪|
২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সামুতে নতুন কমেডিয়ান আসলো নাকি!!!!
পুষ্টিহীন পোস্ট আর কত?
আয়োডিনযুক্ত লবণ খাও 
২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪০
আর্কিওপটেরিক্স বলেছেন: হ পাঠকের প্রতিক্রিয়া ! তার নাম
)
নিজের পোস্টগুলো তো অন্য সাইটের নিউজ আর উইকির বমি
উনি আবার আইছে লবণ নিয়া
মন্ডল বাড়ীর ছেলে হইতে এমনটা আশা করিনি ![]()
১৫|
২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এই পোস্ট আলোচিত পেজে যাওয়া মানে সামুর অপমান।
লেখকের জন্য গিফ্ট....![]()

২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:২৪
আর্কিওপটেরিক্স বলেছেন: তাই নাকি
১৬|
২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০৯
আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,
সহব্লগার চাঁদগাজী প্রোজেক্ট ঢুঁড়ে প্রত্নত্বাত্তিক দু'টো নিদর্শন তুলে আনলেন-
"শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে"
"সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ"
বাক্য দু'টো শুধু গভীর তাৎপর্যপূর্ণই নয়, চলমান সত্য।
মন্তব্যের কারনে ব্লগার "চাঁদগাজী" হয়তো অনেকের কাছেই বিরক্তিকর কিন্তু মানুষটি মোটেও খারাপ নন। "আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা..." কবির এই লাইনটিই মনে হয় তাকে প্রেরণা দিয়েছে আঘাত করে করে ব্লগারদের বাঁচিয়ে তোলার কাজে!
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন: একমত ![]()
১৭|
২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৫৭
সালাহ উদ্দিন শুভ বলেছেন: কোথায় যে শুরু আর কোথায় হবে শেষ কে জানে! ![]()
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন: ![]()
১৮|
২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১:০০
শাহিন-৯৯ বলেছেন:
এটি কত পর্বের ধারাবাহিক?
নাকি জলসার নাটকের যুগব্যাপী?
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪
আর্কিওপটেরিক্স বলেছেন: কুটি কুটি পর্বের ![]()
১৯|
২৪ শে এপ্রিল, ২০১৯ ভোর ৪:৫৬
চাঁদগাজী বলেছেন:
সারছেন, আর কোন প্রজেক্ট পেলেন না? ট্রাক্টরের চাকার বাতাস কমে এসেছে, উহা নিজেই চলতে পারছে না
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫
আর্কিওপটেরিক্স বলেছেন: সময় বড়ই নিষ্ঠুর ![]()
২০|
২৪ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪০
স্বপ্নডানা১২৩ বলেছেন: মাল এত অল্প , খুব হতাশ হইলাম । ব্যাপক বিনোদন আশা করছিলাম ।
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
আর্কিওপটেরিক্স বলেছেন: সব একবারে পাওয়া যায় না ![]()
২১|
২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০৯
আমি মুক্তা বলেছেন: প্রথমটা ভেবেছিলাম ট্রেলার! আজকেরটা দেখে ভাবলাম পুরো মুভি কিন্তু দেখি এটাও ট্রেলার। পূর্ণ মুভি কবে মুক্তি পাবে?
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
আর্কিওপটেরিক্স বলেছেন: আসিতেছে শ্রীঘই ![]()
২২|
২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: 
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
আর্কিওপটেরিক্স বলেছেন: প্যাঁচা উনার খুবই প্রিয়
২৩|
২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৮
তারেক ফাহিম বলেছেন: কি হল!! শুরু আর শেষ!!
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
আর্কিওপটেরিক্স বলেছেন: খেল তো আভি বাকি হ্যায় ![]()
২৪|
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: হিট পাওয়ার জন্য ভালো একটা প্রজেক্ট ![]()
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
আর্কিওপটেরিক্স বলেছেন: ![]()
২৫|
২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:
লাগ ভেলকি লাগ
চক্ষে মূখে লাগ
মজমাতো ভালাই জমাইছেন। মগর বেশি কাওতালী করলে পাবলিক কিন্তুক শো না দেইক্যা যাইতে পারে
যদিও তেমন পাবলিক দেশে নাইক্যা! বইলাই মনে হয় - আগুন লাগলেই যে ভীর - আর এতো হিট আইটেম!
পাঠকের প্রতিক্রিয়া ভায়ার মতো বান্দর দিয়া বিলুইর কান ধরার ফুটুকে মজাই মজা
পর্ণ মুভি থুক্ক দীর্ঘ উকার টা ফসকে গেসিল
পূর্ন মুভার আশায় রইনু ![]()
২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪১
আর্কিওপটেরিক্স বলেছেন: জানি বৎস জানি।
পূর্ণ মুভি আসিতেছে। ইহা তো লিক ![]()
২৬|
২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৫
অজ্ঞ বালক বলেছেন: আগেরটা তাইলে ট্রেলার না, ছিল টীজার। এইটা ধরলাম ট্রেইলার। মেইন মুভি কবে আসবো??? আর কয় পার্ট করবেন???
২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৮
আর্কিওপটেরিক্স বলেছেন: উইল কাম শর্টলি ![]()
২৭|
১২ ই মে, ২০১৯ রাত ৯:২২
অপু দ্যা গ্রেট বলেছেন:
কোক আর পপকর্ন দাও ।
১৩ ই মে, ২০১৯ রাত ৮:৫৪
আর্কিওপটেরিক্স বলেছেন: 
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
ভুয়া মফিজ বলেছেন: প্রজেক্ট চাঁদগাজী - দ্যা বিগিনিং এন্ডিং পর্যন্ত দেখনের লাইগা গ্যালারীতে বইলাম!

ওই...কে আছো! চা কফি কিছু একটা লইয়া আহো!!