নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

যেভাবে বুঝবেন সামু বন্ধ কিনা.....

৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১২


বাংলাদেশ থেকে সামু ব্লগ দেখা যাচ্ছে না। তাই বেশিরভাগ ব্লগারই ব্লগে লগইন করতে পারছেন না। আমার আজকের পোস্ট হলো ব্লগ বন্ধ নাকি চলছে সেটা বোঝার উপায় নিয়ে। চলুন শুরু করা যাক....

নিচে বিস্তারিত স্ক্রিনশট সহ বিভিন্ন সাইট ডিটেক্টর ওয়েবসাইটের ব্যবহার দেখানো হলোঃ

1.Is it down right now?
সাইট লিংকঃhttp://iidrn.com

কার্যপদ্ধতিঃ
ক.যেকোনো ব্রাউজারে যান। লিংকটি টাইপ করুন।

খ. ফাঁকা বক্সে সাইটের লিংকটা লিখুন। এখানে somewhereinblog.net লিখলাম।

গ.এরপর সবুজ Check বাটনে ক্লিক করুন।
ঘ.এরকম দেখাবেঃ

অর্থাৎ somewhereinblog.net is up.

Up- সাইট চলছে
Down- সার্ভার ডাউন এবং সাইট চলছে না।

2.Down For Everyone Or Just Me
সাইট লিংকঃ http://isup.me

কার্যপদ্ধতিঃ প্রথমটার মতোই।

3.Is That Website Down, or Is It Just You?
সাইট লিংকঃ http://down.com

কার্যপদ্ধতিঃ Same as above.

মন্তব্য ৪৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪৯

গুলশান কিবরীয়া বলেছেন: আমি সব সময়ই খোলা পাই। কেন যে এই দশা হলো ব্লগটির!! আগে কত ব্লগার অনলাইন হয়ে থাকতো! আর এখন-- :(

৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: বিদেশে থাকা সবাই ব্লগে ঢুকতে পারে :)

২| ৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪৯

জুন বলেছেন: বুঝা বড়ো কঠিন :(

৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: কেন B:-)

৩| ৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০৫

গুলশান কিবরীয়া বলেছেন: তাহলে ব্লগাররা সবাই বিদেশে চলে যাক, ;) তবেই ব্লগের সেই ভিড় আবার দেখা যাবে, আবার অনেক ভালো ভালো লেখা আসবে, মন্তব্য আসবে!! বেশ আনন্দ ধারা বয়ে যাবে ব্লগে। :D

আসলেই, খুব খারাপ লাগছে এই দশা দেখে।

৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগে আসলেই খরা চলছে। আসলে ব্লগারই ব্লগের প্রাণ।

খারাপ লাগলেন কিচ্ছুটি করার নেই। দেখি কি হয় B:-/

৪| ৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: বুঝছি................. এখন সামু চালাইতে হইলে বিদেশ যাওন লাগবো। ;) :(

৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আইয়্যা পড়েন ভাবীরে নিয়ে B-))

৫| ৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১৮

অয়ন নাজমুল বলেছেন: সামু দেখার খুব সহজ পদ্ধতি আছে। অপেরা ব্রাউজার ইউজ করলেই হয়। মোবাইলে অপেরা ব্রাউজারে কোন সেটিংস পরিবর্তন করতে হয় না তবে পিসির ক্ষেত্রে অপেরা ব্রাউজারের সেটিংস অপশনে গিয়ে ভিপিএনটা অন করে নিতে হয়। সিম্পল।

৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: এটা ব্লগ দেখার পদ্ধতি নয়। এটা ব্লগ সত্যি বন্ধ নাকি ব্লগ ব্লক করা হয়েছে তা বোঝার পদ্ধতি। অর্থাৎ ব্লগ ঠিকই চলছে কিন্তু আইএসপি কতৃক বন্ধ কিনা তা বোঝার উপায়। আইএসপি কতৃক বন্ধ হলেও এসব সাইটে সার্ভার ঠিকই আপ দেখাবে। অর্থাৎ আপনার ক্ষেত্রে ব্লকড বাট আসলে সাইটটি চলছে।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৬

ভুয়া মফিজ বলেছেন: আমি আপনাদের দোয়ায় ভালোই আছি........এইটা দরকার নাই। =p~

৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: আমিও B-))

৭| ৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


জাতির তরুণদের ভাবনাশক্তিকে সীমিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে জাতির ক্ষমতাধারীরা।

৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: একমত

৮| ৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৮

পবিত্র হোসাইন বলেছেন: একটা ওয়াও পোস্ট =p~

৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: কেন ভাই #:-S

৯| ৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৩

সুদীপ কুমার বলেছেন: ভাই আমি তো দেশে থেকেই দেখছি।লিখছি।

৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: তাহলে আপনার আইএসপি কতৃক সামু ব্লকড না :)

১০| ৩০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

মোগল সম্রাট বলেছেন: https://www.somewhereinblog.net/

এই লিংকে গিয়েও দেখা যায়

৩০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: দেশে ব্লগ বন্ধ । নোটিশবোর্ডের পোস্টটা দেখুন :)

১১| ৩০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

করুণাধারা বলেছেন: বেশ কাজের পোস্ট!

৩০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

১২| ৩০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগারদেরকে জব্বার সাহেব দেখতে পারেন না। কারণ, আমরা সবাই পর্ণ স্টার।

৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: দেখা যাক কি হয়.......

১৩| ৩০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

মুক্তা নীল বলেছেন:
উপকারী ও পরোপকারী পোস্ট ।
দুপুরে মন্তব্য করতে গিয়ে লগ আউট ।

৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

১৪| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:০৬

নীল আকাশ বলেছেন: আমাকে অন্ততঃ একটা বা দুইটা
SSL supported online proxy server (https://)
এর নাম দিন। না হলে ব্লগের মন্তব্য দেখা বা পড়া বা দেয়া যায় না।
অফিস থেকে ভিপিএন আগেই বন্ধ করেছে। যে proxy use করতাম সেটার Trail period শেষ।
না পেলে আমাকে সারা দিন ব্লগে পাবেন না। অফিসে মোবাইল নেটওয়ার্ক খুব খারাপ।
ধন্যবাদ।

৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: SSL supported হলেই proxy Secure হয় না। SSL শুধুমাত্র সাইট এবং ব্রাউজারের মধ্যে একটা এনক্রিপ্টেড চ্যানেল তৈরী করে। আর কিছু নয়। কোনো প্রক্সিই ততটা সিকিউর না। প্রক্সির ক্ষেত্রে আপনার ব্রাউজকৃত সকল লিংক এনক্রিপ্টেড হয়ে প্রক্সির আউটপুট আইপি দিয়ে বের হয়। এই লিংকগুলো আসলে প্রক্সি সার্ভারে সেভ থাকে। যা দিয়ে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত যে কেউ, যার কাছে লিংকটা আছে লগইন করতে পারবে।

VPN নয় TOR ব্যবহার করুন। একান্তই রেস্ট্রিকটেড থাকলে Virtual Box বা Vmware এ উইন্ডোজ দিয়ে চালান। এক্ষেত্রে Tails ব্যবহার করতে পারেন। একটা ইউএসবি ঢুকিয়েই এটা বুট করা যায়।

আর প্রক্সি লাগলে নিজে সেট আপ করুন নয় তো এটা ব্যবহার করতে পারেনঃ Startpage.com

৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: Startpage এ ঢুকে সাইটের নাম লিখে সার্চ দিন। তারপর Anonymous view এ ক্লিক করুন।

৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগের মন্তব্য পড়া বা না দেখানোর কারন হলো Javascript, SSL নয়। সাধারণ মানুষ SSL কে ভুল ভাবে জানে। প্রক্সিতে JS বা Javascript এনেবল করা থাকলে কমেন্ট দেখা + পড়া দুটোই করা যাবে।

১৫| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৯

বলেছেন: সমস্যাটা হাইকোর্টে নেয়া যায় কি না!!

৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: নো আইডিয়া.......

ব্লগ কতৃপক্ষ জানে.....

১৬| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৫৯

হয়ত তোমারই জন্য বলেছেন: ব্লগ ব্রাউজিং এ যাদের সমস্যা তারা ultrasuf ব্যবহার করুন ৷পিসি ইউুজার এবং মোবাইল ইউুজার নিচের লিংক থেকে ডাউনলোড করেনিতে পারেন ৷For windows user:-https://ultrasurf.us/download/
For mobile user:-https://apkpure.com/ultrasurf-beta-unlimited-free-vpn-proxy/us.ultrasurf.mobile.ultrasurf

১৭| ০১ লা মে, ২০১৯ রাত ২:৫৮

মামুন ইসলাম বলেছেন: চমৎকার পদ্ধটি।

০১ লা মে, ২০১৯ সকাল ৮:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ।

১৮| ০১ লা মে, ২০১৯ দুপুর ১২:১৬

নীলপরি বলেছেন: সমস্যার সমাধান হবে আশা রাখি ।

০১ লা মে, ২০১৯ দুপুর ১২:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আশায় আশায় আশি বছর :((

১৯| ০১ লা মে, ২০১৯ বিকাল ৩:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

০১ লা মে, ২০১৯ বিকাল ৩:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: :)

২০| ০১ লা মে, ২০১৯ বিকাল ৪:০৬

উপপাদ্য বলেছেন: কফিহাউসের মতো সামু একসময় আমাদের নেশার মতো করে টানতো। আজ পরিস্থিতির যাঁতাকলে সরকার সামু ব্লগের প্রতি যে বিদ্বেষমূলক মনোভাব প্রদর্শন করেছে তা নিঃসন্দেহে বেদনাদায়ক।

বোধদয় হোক।

০১ লা মে, ২০১৯ বিকাল ৪:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর কথা বলেছেন। সামু আসলেই আমাদের কফি হাউজ। কে জানে কবে বোধোদয় হবে !

২১| ০১ লা মে, ২০১৯ বিকাল ৪:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কেমনে সমাধান হবে!

মাইরের ধরনতো ভালা না! :-/

অই গপ্পের মতোন।
প্রতিদিন মাতারিরে মারে ভাতার! :P
একদিন মাইর খায় আর কয়, আফনে কি আমারে লইয়া সংসার করতে চান না??
ভাতারে কয়, মাতারী মাইরের ধরন দেইখ্যাও বুঝস না! :-/

সামুরে ছাড়বো না। স্বৈরাচারিরে স্বৈরাচারি না কইলেই কি ভাল হইয়া যাইব!
গুম, খুন, দমন নীতিতে সারা দেশ দখলের শেষ পর্যায়ে সামুকে দখলে নিল!
এরপরো যদি না বুঝি- তো আর কি!!!!
দশা সেইম! B-)

০১ লা মে, ২০১৯ বিকাল ৪:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: কবে যে এর দফারফা হবে !

এদিকে ব্লগের মৃতপ্রায় দশা :(

তবে মাতারিরে ভাতারের সংসার করিতেই হইবে ;)

২২| ০১ লা মে, ২০১৯ বিকাল ৪:৫৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আজ মনে হচ্ছে অবমুক্ত ব্লগ। :)

০১ লা মে, ২০১৯ বিকাল ৪:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: এটা আপনার আইএসপি থেকে আনব্লক হতে পারে। হয়তো সাময়িক নয়তোবা সত্যি ব্লগ খুলে দিয়েছে। ব্লগ কতৃপক্ষের অফিশিয়াল নোটিশ না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.