নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

কিউটের ডিব্বা !

০২ রা মে, ২০১৯ রাত ৯:৩১


প্রথম পর্বের পর....

আড় চোখে একবার বাবুর দিকে তাকালাম। তাকাতেই মাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আহারে বেচারা !

ফ্রেশ হয়ে খেতে বসলাম। আমার আসার এতোটা সময়েও উনি মায়ের কোল থেকে নামেন নি। তাই বাধ্য হয়ে বাবুর মাকে বাবুসহই রান্না করতে হলো। বাবুর মার রান্না বরাবরই অসাধারণ। কিন্তু বেশি কিছু রাঁধতে পারেনি। যেটুকু করেছে সেটুকুই অমৃতের মতো খেয়ে নিলাম। খাওয়ার পুরোটা সময় লুকিয়ে লুকিয়ে বাবু আমাকে দেখছিলো। আমি কিন্তু তাকাচ্ছিলাম না। কারন বাবুকে এখন পাত্তা দেওয়া যাবে না।

খাওয়া শেষে বাবুর ভাইয়ের রুমে ঘুমিয়ে পড়লাম। জার্নির যে ধকল গিয়েছে ! সুন্দর একটা ঘুম দিলাম।

ঘুম থেকে উঠে দেখি দরজার পর্দার নিচে ছোট্ট ছোট্ট পা। বুঝলাম আমার প্রতি বাবুর কৌতুহল আছে ! বাবুর ভাইকে ডাকলাম। ও-ই বললো বাবু নাকি এদিকে প্রায়ই লুকিয়ে দেখে গেছেন। আমার কাছে এটা শুভ লক্ষণই বটে !

আমার উঠে পড়ার আভাস পেয়েই বাবু আবারো মায়ের কোলে। ওদের সাথে অনেক কথা বললাম। বহুদিন পরে আসা। শত কথা লুকিয়ে আছে !

একসময় বাবু ঘুমিয়ে পড়লো। ছোট্ট মুখটা দেখতে দারুণ কিউট লাগছিলো। যেন একটা পুতুল !

বাবুর ঘুমের সময়েই আমাকে যা করার করতে হবে। বাবুর মা ও ভাইকে সবকিছু বুঝিয়ে বললাম। বাবুর মা বললো, "তুমি পারো বটে ! "



চলবে....

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৯ রাত ৯:৪৫

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,



"তুমি পারো বটে!"
দেখা যাক কিউটের ডিব্বা থেকে কি বের করতে পারেন।

০৬ ই মে, ২০১৯ বিকাল ৪:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: কিউটের ডিব্বা খুলতে আর দেরি নেই :)

২| ০২ রা মে, ২০১৯ রাত ৯:৫৩

মনিরা সুলতানা বলেছেন: চলুক ......

০২ রা মে, ২০১৯ রাত ৯:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রথমটা পড়েছেন নাকি B:-)

৩| ০২ রা মে, ২০১৯ রাত ৯:৫৫

মুক্তা নীল বলেছেন: বুঝলামনা মানুষটা মনে হয় খুব একটা সুবিধাজনক না!!!
চেহারায় কি দৈত্যদানবের ছাপ আছে?
চলবে....সাথে আছি

০৬ ই মে, ২০১৯ বিকাল ৪:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: হায় হায় ! কি কন......

আসলে বাবুটাই এমন। নতুন কারো সাথে সহজে পরিচিত হতে চায় না।

আর চেহারায় দৈত্য দানব নয় হ্যান্ডসামনেস আছে।

পড়ার জন্য ধন্যবাদ :)

৪| ০২ রা মে, ২০১৯ রাত ১০:১৬

শায়মা বলেছেন: বাবু ভয় পেলো কেনো?

তুমি কি দেখতে ভূতের মত!!!!!

০৬ ই মে, ২০১৯ বিকাল ৪:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: আসলে বাবু সহজে নতুন কারো সাথে পরিচিত হতে চায় না। কি যে মনে করে কে জানে !

আমি দেখতে কেমন তা একটা ছবি দিলেই বুঝবা। তবে ছবি দিয়ে নারী জাতির ঘুম হারাম করতে চাই না।

৫| ০২ রা মে, ২০১৯ রাত ১০:২২

মনিরা সুলতানা বলেছেন: না পড়লে কি নাম্বার নাই ?
বি সি এস ফেইল !!! /:)

০২ রা মে, ২০১৯ রাত ১০:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আহা রাগ করছেন কেন #:-S
নাম্বার আছে তো ! তবে ড্রপ তুলতেই হতো :P

বিসিএস ব্লগার কোটায় আপনার চাকরি হয়েছে ;)

আসলে আপনাকে ব্লগে দাওয়াত দিয়েছিলাম তো তাই ভাবলাম চুপিচুপি ঐ পোস্টটা সাবাড় থুক্কু পড়ে ফেলেছেন :D

৬| ০২ রা মে, ২০১৯ রাত ১১:১২

জাহিদ অনিক বলেছেন:
আরও পর্ব রাখছেন!
মেগা সিরিয়াল হতে যাচ্ছে?

০৬ ই মে, ২০১৯ বিকাল ৪:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: মেগা কেন গিগা, টেরা সিরিয়াল হতে যাচ্ছে :D

আসলে আরেকটু ধৈর্য চাই......

অচিরেই কিউটের ডিব্বাটা খোলা হবে :)

৭| ০২ রা মে, ২০১৯ রাত ১১:৪৬

নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী,
আপনি তো দেখি জি বাংলার মেগা সিরিয়াল ষ্ট্যাইলে পর্ব দিচ্ছেন। এত ছোট পড়লে মন ভরে?
কোন দিন দেখবেন কাগু ব্লগ তালা দিয়ে লক করে দিয়েছে আর তখন লেখা শেষ করার সুযোগ পাবেন না!!
প্রতিটা ছোট বাচ্চা ফেরেস্তা তুল্য। যে ছোট বাচ্চা আদর করে না সে মানুষ হবার যোগ্য নয়!
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!

০৬ ই মে, ২০১৯ বিকাল ৪:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আরে ভাই গিগা, টেরা সিরিয়াল হবে :P

কাগু ব্লগে তালা দিতে পারবে না। বাংলাদেশের কেউ Domain Seizure করতে পারে না। একমাত্র CIA, FBI, EU পারে।

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

৮| ০৩ রা মে, ২০১৯ রাত ১:৩০

আকতার আর হোসাইন বলেছেন: পর্বের লেখা পড়ে মজা পাই না। আগামী ঘটনার অপেক্ষা করতে ভাল লাগে না। সবচেয়ে বড় কথা হল, লেখাগুলো খুঁজে পাই না। যদি একটা রোবট মেসেঞ্জার থাকতো ব্লগারদের পর্ব গল্প পোস্ট হয়। আর প্রতিটি পর্ব পোস্ট করার সাথে সাথে রোবট মেসেঞ্জার লিংকটা পাঠিয়ে দিত। আহ, তখন ১০০ পর্ব হলেও সমস্যা হতো না..

০৬ ই মে, ২০১৯ বিকাল ৪:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: এমন সফটওয়্যার একটা ছিলো। একজন ব্লগার ওটা বানিয়েছিলেন। এখন ওটা নেই এবং ব্যবহার করাও নিরাপদ নয়।

আমার লেখাগুলো পড়তে চাইলে আমার ব্লগ লিংক বুকমার্ক করে রাখুন :)

৯| ০৩ রা মে, ২০১৯ রাত ৩:০৫

বলেছেন: "তুমি পারো বটে!" --হাহা

০৬ ই মে, ২০১৯ বিকাল ৪:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আরো কত কি পারি ;)

১০| ০৩ রা মে, ২০১৯ সকাল ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:



বাচ্চার মা আপনার কি হয়?

০৬ ই মে, ২০১৯ বিকাল ৪:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: বলা যাবে না B-))

১১| ০৩ রা মে, ২০১৯ বিকাল ৩:০৭

আখেনাটেন বলেছেন: আমিও পয়লা মে'তে এরকমই এক বাবুর সাথে মজা করে আসলাম।
এই দেবশিশুগুলোর জন্য অপরিসীম আদরমাখা ভালোলাগা। :D

কিন্তু দুর্ভাগ্য যে এদের জন্য আমরা একটি সুস্থ পরিবেশ রেখে যেতে পারছি না। :(

০৬ ই মে, ২০১৯ বিকাল ৫:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: বাবুগুলোর স্বর্গীয় হাসিতে মনটা ভালো হয়ে যায়....

শেষ লাইনের সাথে সহমত :(

১২| ০৩ রা মে, ২০১৯ রাত ১০:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

অনেক ধৈর্যের সাথে মোকেবেলা হচ্ছে!

দেখা যাক কিউটের ডিব্বা কেমনে পটে ;)
হা হা হা

আরেকটু দিলে কি হয়! কিপটুসের মতো এত্ত ছোট্ট ক্যারে পোষ্ট ;) :P

০৬ ই মে, ২০১৯ বিকাল ৫:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: ধৈর্য্য ধারণ করা উত্তম বাছা :P

ডিব্বা পটে গেছে প্রায় :D

অপেক্ষার প্রহরগুলো মধুর ;)

১৩| ০৬ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

করুণাধারা বলেছেন: সেকি, এই পর্ব দেখি মিস হয়ে গেছিল!

দেখা যাক, পরের পর্বে কি বুদ্ধি করে কিউটের ডিব্বা কে জয় করেন!

০৬ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: সময়ের প্রভাবে শত কথা, শত লেখা হারিয়ে যায়......

সাথে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা :)

১৪| ০৭ ই মে, ২০১৯ সকাল ১১:৪৪

কাশফিয়া মাহমুদ বলেছেন: আরো জানতে চাই কিউটের ডিব্বার কথা ☺

০৭ ই মে, ২০১৯ দুপুর ২:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: অবশ্যই জানতে পারবেন :)

১৫| ০৮ ই মে, ২০১৯ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন পোস্ট কই

০৮ ই মে, ২০১৯ বিকাল ৪:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: দিলাম একটা B-))

১৬| ১২ ই মে, ২০১৯ রাত ৯:২৬

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধরা খাইছে রে B-) ;) ;) B-)

১৩ ই মে, ২০১৯ রাত ১১:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.