![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের অন্যতম বিদ্যাপীঠ সামু বিশ্ববিদ্যালয়ে একটি নতুন বিষয়ের আগমণ ঘটেছে। বালিশ বর্তমানের এক বিরাট সম্পদ। তাই যুগের সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়টিতে যুক্ত হলো বালিশ বিদ্যা বা বালিশোলজি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অত্যাধুনিক এ বিষয় পড়াতে র্যাংকিংর এর উর্ধ্বে থাকা বিশ্ববিদ্যালয় সমূহ থেকে নামীদামী শিক্ষক আসবেন। তাঁরা রূপনগর থেকে বালিশোলজিতে পোস্ট ডক করেছেন বলে জানা গেছে ।
এ বিষয়ে উক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তিইচ্ছুক ছাত্র, রাফির মতামত শোনা যাক।
"বালিশ বর্তমানে এক মহামূল্যবান সম্পদ। দেশে তৈরী হওয়া বালিশের সুনাম আজ বিশ্বব্যাপী । দেশের জন্য এ এক বড় সুখবর যে সামু বিশ্ববিদ্যালয়েই প্রথম এ সাবজেক্ট খোলা হয়েছে। তাই আমি আজ অত্যন্ত খুশি। যেকোনো মূল্যে ফাঁসকৃত প্রশ্নে পরীক্ষা দিয়ে আমি অধুনার MIT তে ভর্তি হবো। "
এ বিষয়ে, বিশিষ্ট প্রশ্ন বিক্রেতা আমজাদ মিয়ার বক্তব্যঃ
"বালিশ অহনকার টেরেন্ড হয়ে গেছেগা। তাই হামিও প্রশ্নের বিনিময়ে বালিশ নিমু। কারন চাকরি হওনের পর ছাত্তরা তো কম ঘুষের বালিশ পাবে না। হে হে "
সামু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটি হবে, ৩৪ শে জানুয়ারি -১৮৯০ সালে। আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প_সাইট থুক্কু ওয়েবসাইট দেখতে বলা হয়েছে।
ফেক নিউজ ৪২০ ডট কম
৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
আর্কিওপটেরিক্স বলেছেন: একমত
২| ৩০ শে মে, ২০১৯ সকাল ১১:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হায়রে বালিশ
৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
আর্কিওপটেরিক্স বলেছেন: বালিশ
৩| ৩০ শে মে, ২০১৯ সকাল ১১:৩৬
এ.এস বাশার বলেছেন: জয় বালিশ...............
৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
আর্কিওপটেরিক্স বলেছেন: জয় বালিশোলজির জয়
৪| ৩০ শে মে, ২০১৯ দুপুর ১২:০২
তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা, মজার বালিশ রঙ্গ।
৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩২
আর্কিওপটেরিক্স বলেছেন:
৫| ৩০ শে মে, ২০১৯ দুপুর ১২:৪০
মনিরা সুলতানা বলেছেন: আমি জানি নালিশ করলেই বালিশ পাওয়া যায় ;
ইহা স্বয়ং আমাদের শ্রদ্ধেয় আপা বলেছেন উনার সহ নেত্রীর ব্যাপারে।
তাই আমি নালিশ করিয়া গেলাম।
৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩২
আর্কিওপটেরিক্স বলেছেন:
৬| ৩০ শে মে, ২০১৯ দুপুর ১:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: ওয়েবসাইট খুঁজে পাচ্ছি না তো!!!
আমাকে আর একবার কয়েন, সঠিক ঠিকানা টি।
৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন: ঐ ওয়েবসাইটেই তো আছেন এখন
৭| ৩০ শে মে, ২০১৯ দুপুর ২:৩২
ব্লগার_প্রান্ত বলেছেন: ফেক নিউজ ৪২০ ডট কম
৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
আর্কিওপটেরিক্স বলেছেন:
৮| ৩০ শে মে, ২০১৯ দুপুর ২:৩৮
সাগর শরীফ বলেছেন: টাকা লোপাট করার আর কোন রাস্তা বাকি নাই!
৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩০
আর্কিওপটেরিক্স বলেছেন: তাড়াতাড়ি বালিশ ছাড়ুন নয়তো
৯| ৩০ শে মে, ২০১৯ দুপুর ২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন:
৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩০
আর্কিওপটেরিক্স বলেছেন:
১০| ৩০ শে মে, ২০১৯ বিকাল ৩:০৪
জাহিদ অনিক বলেছেন: বিশ্ববিদ্যালয়ে এই কোর্সের ডীন, ফ্যাকাল্টিদের নামধান দেন---
পছন্দ হলে এপ্লাই করব
৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
আর্কিওপটেরিক্স বলেছেন: আগে বালিশ ছাড়েন কিছু
বালিশ বাদে কোনো কথা হবে না
১১| ৩০ শে মে, ২০১৯ বিকাল ৩:২৩
মুক্তা নীল বলেছেন:
পোস্ট এর ছবি সহ বালিশরঙ্গ টি চমৎকার হয়েছে ।
৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
আর্কিওপটেরিক্স বলেছেন: বালিশের যা দাম ! তাই ছবিই দিলাম
১২| ৩০ শে মে, ২০১৯ বিকাল ৩:২৬
নীলপরি বলেছেন: বালিশোলজি
৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন: ভর্তি হবা নাকি আপু
১৩| ৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
হাবিব বলেছেন: শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হলে জানাইয়েন..........
৩০ শে মে, ২০১৯ রাত ৮:২০
আর্কিওপটেরিক্স বলেছেন: নিয়োগ লাগবে না, বালিশ দিলেই হবে
১৪| ৩০ শে মে, ২০১৯ রাত ১০:০৫
ল বলেছেন: মাননীয়.........আমি বালিশ লিঙ্গ বলমু না --------হা হা
৩০ শে মে, ২০১৯ রাত ১০:০৭
আর্কিওপটেরিক্স বলেছেন: New pro pic
বালিশ নালিশ মালিশ ফুলিশ
১৫| ৩০ শে মে, ২০১৯ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: মজার পোষ্ট।
৩০ শে মে, ২০১৯ রাত ১০:৪১
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই
১৬| ৩১ শে মে, ২০১৯ রাত ১২:৩০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আজাইরা পোস্ট। ক্যান যে এসব ফালতু পোস্ট আলোচিত হয়!
৩১ শে মে, ২০১৯ রাত ১২:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগের খরায় অনেক জঞ্জাল ভেসে আসে। যেমনঃ ১৬ নং কমেন্ট
১৭| ৩১ শে মে, ২০১৯ রাত ১২:৩৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বিভিন্ন পোস্টে তোয়াঁর মন্তব্য তো পড়ি, কোন ছিরি নাই...
আঁর কিন্তু একটা আরেকটা নিক আছে। সাবধানে থাইকো মনু..
৩১ শে মে, ২০১৯ রাত ১২:৪৩
আর্কিওপটেরিক্স বলেছেন: একদম তোয়ারঁ মন্তব্যর মতোই, তাই না, ছিরি নাই
তা আর বলতে । নিকের সাগর আছে তোয়ার। তবে
১৮| ৩১ শে মে, ২০১৯ রাত ১২:৫০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: থাম।
কমলা সুন্দরী টাইপের আইডি খুলে তোর কি হাল করি
৩১ শে মে, ২০১৯ রাত ১২:৫৩
আর্কিওপটেরিক্স বলেছেন: খুলে ফেল। খেলা হবে
১৯| ৩১ শে মে, ২০১৯ রাত ১:১১
ভুয়া মফিজ বলেছেন: বালিশোলজি ডিপার্টমেন্টে প্রফেসরের কোন পোষ্ট খালি আছে? নিদেনপক্ষে ভিজিটিং প্রফেসর হলেও চলবে।
৩১ শে মে, ২০১৯ রাত ১:১৫
আর্কিওপটেরিক্স বলেছেন: বালিশ দিলে সব পাবে
ইমেইলে বালিশের পার্সেলের ছবি পাঠান। কাজ হয়ে যাবে
৩১ শে মে, ২০১৯ রাত ১:১৯
আর্কিওপটেরিক্স বলেছেন: ইমেইলঃ বালিশখানি@বালিশেরমালিশ ডট কম
২০| ৩১ শে মে, ২০১৯ রাত ১:২১
ভুয়া মফিজ বলেছেন:
এইটাতে চলবে? মাল বের করার জন্য কষ্ট করে বালিশ ছিড়তে হবে না। একটু খোলা রাখা আছে।
৩১ শে মে, ২০১৯ রাত ১:২৫
আর্কিওপটেরিক্স বলেছেন: চলবে মানে দৌড়াবে
ওয়েলকাম টু বালিশোলজি ডিপার্টমেন্ট ড.ভুয়া মফিজ
২১| ৩১ শে মে, ২০১৯ রাত ২:০৯
চাঙ্কু বলেছেন: বালিশ নিয়ে জানার শেষ নাই,
বালিশ পড়া বৃথা তাই
৩১ শে মে, ২০১৯ সকাল ৯:৫৩
আর্কিওপটেরিক্স বলেছেন: ঠিক বলেছেন জ্যাডা,
চলো সবাই বালিশোলজি পড়ি
২২| ৩১ শে মে, ২০১৯ ভোর ৫:০৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: আমার একটা বালিশ দরকার!
৩১ শে মে, ২০১৯ সকাল ৯:৫৪
আর্কিওপটেরিক্স বলেছেন: ২০ নং কমেন্টের বালিশখানা নিয়া লন
২৩| ৩১ শে মে, ২০১৯ সকাল ৯:৩০
জুন বলেছেন: আমি বিদেশ থেকে দুটো বালিশ কিনে এনেছিলাম। একদম শুকনা পাতলা একহারা গড়নের। বাংলাদেশে এসে ঘরে গিয়ে খুলতেই ওম্মা কি হেরিনু!! উনি এক্কেবারে ফুলে ফেপে হাতি তখনই বুঝেছি বর্তমানে আমার প্রিয় মাতৃভূমির বাতাসে কি মহিমা, কিছু কিছু মানুষের ভুড়ির মত কিছু বালিশের ও
৩১ শে মে, ২০১৯ সকাল ৯:৫৭
আর্কিওপটেরিক্স বলেছেন:
আরো বালিশ আনো। রাতারাতি বিলিয়নিয়ার হয়ে যাবা
বালিশ আজ ভুড়ির সাথে মিশে গেছে। মালপানি পেয়ে ফুলে ফেঁপে উঠছে
২৪| ৩১ শে মে, ২০১৯ সকাল ১০:৫০
রাজীব নুর বলেছেন: মন্তব্যের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৯ সকাল ১১:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশে কোটি কোটি আকাম হয়।
বালিশ তার একটি সামান্য উদাহরণ মাত্র।