|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
এক ছিল চালাক ইঁদুর। নাম তার ইঁচু। একদিন ইঁচু মিতার আম চুরি করলাে। মিতা কেঁদে বললাে, ইঁচু একদম ভালাে নয়। আমি তাকে ধরবো। একদিন ইঁচু শফির রুটি চুরি করলো। শফি কেঁদে বললো, ইঁচু একদম ভালো নয়। আমি তাকে ধরবো। একদিন ইঁচু বিড়ালের মাছ চুরি করলো। বিড়াল কেঁদে বললো, "আমি তাকে ধরবো "। 
মিতা, শফি ও বিড়াল মিলে একটি ফাঁদ বানালো। সেই ফাঁদে একটি কলা রাখলো। কলা দেখে ইঁচুর মুখে পানি এসে গেলাে। ইঁচু খেজুরের কাঁটা দিয়ে কলাটাকে জোরে দিলো টান। কলা ছিলো রশি দিয়ে বাঁধা। অমনি ইঁচু ফাঁদে গেল আটকে। মিতা, শফি ও বিড়াল খুব খুশি হলো। হেসে বললাে," কেমন মজা! চুরি করার এমনি সাজা ! "
(সংগৃহীত) 
গল্পটা ছোট্ট সোনামণিদের জন্য। আমি বাড়িতে আসলেই বাচ্চাদের কবলে পড়ি। "গল্প শোনাও , গল্প চাই !  " এমন সব আবদার। তখন গল্প না শোনালে রক্ষা নেই। এই গল্পটাও তেমনি কোনো একদিন শুনিয়েছিলাম। ব্লগের বাচ্চাদের জন্য এখানে লিখলাম। যদিও জানি বুড়োরাই বেশি বেশি পড়বে। তবে তাদেরও তো গল্প শোনানো লাগে !  
 ২৯ টি
    	২৯ টি    	 +৩/-০
    	+৩/-০  ০২ রা জুন, ২০১৯  বিকাল ৩:৩৭
০২ রা জুন, ২০১৯  বিকাল ৩:৩৭
আর্কিওপটেরিক্স বলেছেন: ফাস্টু হওয়ার জন্য চকলেটু নাও নিরা 
 
২|  ০২ রা জুন, ২০১৯  দুপুর ১:২৭
০২ রা জুন, ২০১৯  দুপুর ১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাচ্চাটা বাচ্চাদের গল্প পোস্ট করেছে থিংকু
  ০২ রা জুন, ২০১৯  বিকাল ৩:৩৯
০২ রা জুন, ২০১৯  বিকাল ৩:৩৯
আর্কিওপটেরিক্স বলেছেন: আমি তো বাত্তাই আতি একনো   
  
তবে সুন্দরীদের বাবু  
 
তোমাকেও এত্তগুলা ত্যাংকু 
৩|  ০২ রা জুন, ২০১৯  দুপুর ১:৩৭
০২ রা জুন, ২০১৯  দুপুর ১:৩৭
এ.এস বাশার বলেছেন: ভালো হয়েছে.............
  ০২ রা জুন, ২০১৯  বিকাল ৩:৪২
০২ রা জুন, ২০১৯  বিকাল ৩:৪২
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ  
৪|  ০২ রা জুন, ২০১৯  দুপুর ১:৫৭
০২ রা জুন, ২০১৯  দুপুর ১:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা হা.. চুরি করার বেলায় সাজা।
  ০২ রা জুন, ২০১৯  বিকাল ৩:৪২
০২ রা জুন, ২০১৯  বিকাল ৩:৪২
আর্কিওপটেরিক্স বলেছেন: 
৫|  ০২ রা জুন, ২০১৯  দুপুর ২:৩৮
০২ রা জুন, ২০১৯  দুপুর ২:৩৮
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
এমন ফাঁদ বাংলাদেশের ঘরে ঘরে দরকার।
  ০২ রা জুন, ২০১৯  বিকাল ৩:৪৩
০২ রা জুন, ২০১৯  বিকাল ৩:৪৩
আর্কিওপটেরিক্স বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ  
৬|  ০২ রা জুন, ২০১৯  বিকাল ৩:০০
০২ রা জুন, ২০১৯  বিকাল ৩:০০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
  ০২ রা জুন, ২০১৯  বিকাল ৩:৪৩
০২ রা জুন, ২০১৯  বিকাল ৩:৪৩
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই  
৭|  ০২ রা জুন, ২০১৯  বিকাল ৪:৩৯
০২ রা জুন, ২০১৯  বিকাল ৪:৩৯
চাঁদগাজী বলেছেন: 
আপনি বাচ্চাদের বুঝেন না, কোন বাচ্চা চাইবে না যে, একটা ইঁদুর ফাঁদে আটকা পড়ুক!  ইঁদুর বাচ্চাদের কাছে রহস্য প্রাণী; ছোটদের গল্প লিখা সোজা হলে, ব্লগ ও ২১শের মেলা সয়লাব হয়ে যেতো!
  ০২ রা জুন, ২০১৯  সন্ধ্যা  ৭:১৩
০২ রা জুন, ২০১৯  সন্ধ্যা  ৭:১৩
আর্কিওপটেরিক্স বলেছেন: এক নম্বর কথা গল্পটা আমার নয়। সংগ্রহ করা। মূল গল্পে রঙিন ছবি, ইত্যাদি আছে।    
গল্পটা আপনার নাতিপুতিদের শোনানোর জন্য অনুরোধ থাকলো   
  
৮|  ০২ রা জুন, ২০১৯  সন্ধ্যা  ৭:৫৫
০২ রা জুন, ২০১৯  সন্ধ্যা  ৭:৫৫
চাঁদগাজী বলেছেন: 
পশু পাখীদের ফাঁদে ফেলার গল্পে আমি উৎসাহী নই; বরং ফাঁদ থেকে বুদ্ধির বলে নিজকে মুক্ত করার গল্প হলে বলা যেতো।
  ০২ রা জুন, ২০১৯  রাত ৮:৪৯
০২ রা জুন, ২০১৯  রাত ৮:৪৯
আর্কিওপটেরিক্স বলেছেন: এটা ঠিকই বলেছেন 
৯|  ০২ রা জুন, ২০১৯  রাত ১১:৩৬
০২ রা জুন, ২০১৯  রাত ১১:৩৬
মুক্তা নীল বলেছেন: 
হা-হা-হা ইঁচুর গল্প বেশ ফ্যানি ....
  ০২ রা জুন, ২০১৯  রাত ১১:৩৮
০২ রা জুন, ২০১৯  রাত ১১:৩৮
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ 
হাসতে মোদের নেই মানা.....
১০|  ০৩ রা জুন, ২০১৯  সকাল ৭:৫১
০৩ রা জুন, ২০১৯  সকাল ৭:৫১
নাসির ইয়ামান বলেছেন: ব্লগে এসব পোস্ট করা অহেতুক,এজন্যে পত্রিকার "গোল্লাছুট" পাতা আছে।ওখানে চেষ্টা করে দেখুন!
  ০৩ রা জুন, ২০১৯  সকাল ১১:১০
০৩ রা জুন, ২০১৯  সকাল ১১:১০
আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগে যে যার ইচ্ছা মতো পোস্ট করতে পারে। বাচ্চাদের গল্প বলে পোস্ট করা অহেতুক এটা বলাটাই অহেতুক। ধন্যবাদ।
১১|  ০৩ রা জুন, ২০১৯  সকাল ৮:২৫
০৩ রা জুন, ২০১৯  সকাল ৮:২৫
ল বলেছেন: কিছুই বুঝা হলো না আমার
  ০৩ রা জুন, ২০১৯  সকাল ১১:১০
০৩ রা জুন, ২০১৯  সকাল ১১:১০
আর্কিওপটেরিক্স বলেছেন: বড়রা ঘোড়ার ডিম বুঝবে  
১২|  ০৩ রা জুন, ২০১৯  বিকাল ৩:২৩
০৩ রা জুন, ২০১৯  বিকাল ৩:২৩
মেঘ প্রিয় বালক বলেছেন: ভাই কিছুই বুঝলাম না।
  ০৪ ঠা জুন, ২০১৯  দুপুর ১২:০৮
০৪ ঠা জুন, ২০১৯  দুপুর ১২:০৮
আর্কিওপটেরিক্স বলেছেন: গল্পটা ভাই বাচ্চাদের জন্য। ওরাই বুঝবে !
১৩|  ০৪ ঠা জুন, ২০১৯  দুপুর ১২:৩৮
০৪ ঠা জুন, ২০১৯  দুপুর ১২:৩৮
সুমন কর বলেছেন: ভালো লাগল।
  ০৪ ঠা জুন, ২০১৯  বিকাল ৪:০৮
০৪ ঠা জুন, ২০১৯  বিকাল ৪:০৮
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ  
১৪|  ০৫ ই জুন, ২০১৯  বিকাল ৪:০৯
০৫ ই জুন, ২০১৯  বিকাল ৪:০৯
করুণাধারা বলেছেন: বাচ্চাদের শোনার মত গল্প হয়েছে ঠিকই, কিন্তু সাথে আরো ছবি দরকার। বাচ্চারা ছবির সাথে শব্দ মিলিয়ে শুনে গল্প মনে রাখে।
 গল্পে লাইক দিলাম। 
  ০৫ ই জুন, ২০১৯  বিকাল ৪:২৫
০৫ ই জুন, ২০১৯  বিকাল ৪:২৫
আর্কিওপটেরিক্স বলেছেন: মূল গল্পটা যেখানে পড়েছিলাম সেখানে রঙিন ছবি ছিলো। তবে বইটা আজ কালের গর্ভে বিলীন। শুধু গল্পটা মনে আছে।
এরপর থেকে আরও ছবি সংযুক্ত করবো। সামনে বাচ্চাদের নিয়ে আরো লেখার ইচ্ছে আছে  
 
অসংখ্য ধন্যবাদ লাইকের জন্য  
 
ঈদ কাটুক ছন্দে আনন্দে....
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০১৯  দুপুর ১:০৫
০২ রা জুন, ২০১৯  দুপুর ১:০৫
মনিরা সুলতানা বলেছেন: তাত্তু আমি ফাস্ট