নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

রহস্য অণুগল্পঃ সাংবাদিক

১৪ ই জুন, ২০১৯ দুপুর ২:০৭


আকস্মিক এক পারমাণবিক বিস্ফোরণে পৃথিবীর সবাই মারা গেছে।

মিঃ এক্স,
দি ওয়ার্ল্ড নিউজ।

মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৯ দুপুর ২:২৫

তারেক_মাহমুদ বলেছেন: বুঝলাম না।

১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: পারমাণবিক বিস্ফোরণে পৃথিবী ধ্বংস হওয়ার পর সেই নিউজ লিখেছে এক রহস্যময় সাংবাদিক। দুনিয়ার সবাই যদি মারা যায়, তবে সাংবাদিক কিভাবে এ সংবাদ ছাপায়?

এটা এক ধরনের প্যারাডক্স হিসেবে ধরে নিতে হবে।

আশাকরি এবার বুঝেছেন :)

২| ১৪ ই জুন, ২০১৯ দুপুর ২:৫৬

মুক্তা নীল বলেছেন:
ভাইয়্যূ
পোস্ট টা কি আর ছোট করা গেল না ? মাথায় আসছে না ।

১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আর ছোট করলে সামু বকবে ;)


পারমাণবিক বিস্ফোরণে পৃথিবী ধ্বংস হওয়ার পর সেই নিউজ লিখেছে এক রহস্যময় সাংবাদিক। দুনিয়ার সবাই যদি মারা যায়, তবে সাংবাদিক কিভাবে এ সংবাদ ছাপায়?

এটা এক ধরনের প্যারাডক্স হিসেবে ধরে নিতে হবে।

আশাকরি এবার বুঝেছেন :)

৩| ১৪ ই জুন, ২০১৯ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনার ব্লগিং নিয়ে পাঠকেরা বিভ্রান্ত হয়ে যাবেন।

১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি প্যারাডক্স ভালোবাসি B-))


ব্লগিং হতে হবে বৈচিত্র্যময়। শুধু রাজনীতি আর মেয়েদের সাথে দেখা হওয়া নিয়ে লিখলে হবে না। মুক্তিযুদ্ধের কথাও লিখতে হবে !

১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: আমিও ভাবতেছি, মেয়েদের সাথে দুষ্টুমি নিয়ে কিছু লিখবো ;)

৪| ১৪ ই জুন, ২০১৯ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: আমি রসগোল্লা ভেবে প্রান ভরে খেয়ে দেখি যে গোল আলু,
আমি ব্রাহ্মন ভাবিয়া চরণ সেবিয়ে এখন দেখি যে ব্যাটা কলু।

১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: তাও ভালো কলু, গালকাটা চান্দু নয় :D

৫| ১৪ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২০

ভুয়া মফিজ বলেছেন: :((

১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: B-))

পারমাণবিক বিস্ফোরণে পৃথিবী ধ্বংস হওয়ার পর সেই নিউজ লিখেছে এক রহস্যময় সাংবাদিক। দুনিয়ার সবাই যদি মারা যায়, তবে সাংবাদিক কিভাবে এ সংবাদ ছাপায়?

এটা এক ধরনের প্যারাডক্স হিসেবে ধরে নিতে হবে।

বাবুর কান্না থামলো নাকি.... দুধ খাওয়ান :P

৬| ১৪ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কেবল ব্লগে পোস্ট দেয়ার জন্য আপনি আর সংবাদ লিখিবার জন্য জনৈক সাংবাদিক মহোদয় বাঁচিয়া রহিয়াছেন।

১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: যাক বাবা !!! আপনিই সবার আগে বুঝিতে পারিলেন :)

আপনার জন্য এত্তগুলা থ্যাংকু ☺

৭| ১৪ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,




অনুগল্পে পরমানু ফাঁক রয়ে গেছে। বিষ্ফোরণে পৃথিবীর সবাই মারা গেলে জনৈক "আর্কিওপটেরিক্স" এই বিশাল গল্পখানা লিখলো কি করে আর ভাবলো কি করে কোন মানুষগুলো এটা পড়বে?????????????? :P
সবাই কি তেলাপোকা নাকি ???????????????? =p~ :-P :|

১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: সেই পরমাণু ফাঁক দিয়েই তো আরেক প্যারালাল ইউনিভার্সে গমন এবং সেখানের হামু থুক্কু সামু ব্লগে খবর পোস্ট করা ;)

সবাই তেলাপোকা না হলেও আর্কিওপটেরিক্স এখনো আছে B-) ছোট্ট পাখি হয়ে :P


তেলাপোকাদের জান বটে..... সেই ডাইনোসর এবং আর্কিওপটেরিক্সের আমল থেকে বিদ্যমান :D


তাই আসুন আমরা তেলাপোকা হই B-))

৮| ১৪ ই জুন, ২০১৯ রাত ৯:০৫

করুণাধারা বলেছেন: বাহ! রহস্য জমাট বেঁধে আপেল।

১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: ছবির সাথে গল্পের যোগ রেখেছি।

প্যারাডক্স ভালো জিনিস B-))

৯| ১৪ ই জুন, ২০১৯ রাত ৯:২৭

জুন বলেছেন: :-<

১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: খবর পড়ে ঘুম আসছে বুঝি :-B

দেখি আমিও ঘুমাই |-)

বেশি ঘুমালে বাকি কাজ কে করবে আপু ;)

১০| ১৪ ই জুন, ২০১৯ রাত ১০:০৫

বলেছেন: বিভ্রান্ত হয়ে গেলাম

১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: পারমাণবিক বিস্ফোরণে পৃথিবী ধ্বংস হওয়ার পর সেই নিউজ লিখেছে এক রহস্যময় সাংবাদিক। দুনিয়ার সবাই যদি মারা যায়, তবে সাংবাদিক কিভাবে এ সংবাদ ছাপায়?

এটা এক ধরনের প্যারাডক্স হিসেবে ধরে নিতে হবে।

আশাকরি এবার বুঝেছেন :)

১১| ১৪ ই জুন, ২০১৯ রাত ১১:০০

মা.হাসান বলেছেন: ছবি ছাড়া গল্পটা অসম্পূর্ণ ছিল । গল্প ভাল লেগেছে।

১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: এজন্যই আটঘাট বেঁধে ছবি খুঁজেছিলাম। যাক মিশেলটা ভালো হয়েছে তাহলে !

পড়ার জন্য আপনার জন্য রইলো আপেল :P

১২| ১৫ ই জুন, ২০১৯ বিকাল ৪:১০

ক্লে ডল বলেছেন: ৭ এবং ৮ নাম্বার মন্তব্যে প্লাস!! =p~

১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আমিও দিছি =p~

এবার প্রতিউত্তরও দেখা যেতে পারে B-))

১৩| ১৫ ই জুন, ২০১৯ রাত ৯:৪০

মেঘ প্রিয় বালক বলেছেন: সকালেই কিছু গ্রীন কালারের আপেল ক্রয় করেছি,ভাবতেছি কবে খাবো?

১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: এখনই খেয়ে নিন। কখন আবার আপেলটা আকাশে উড়ে যায় :D

১৪| ২০ শে জুন, ২০১৯ রাত ১২:৫০

মা.হাসান বলেছেন: বিষয়টিকে আমার প্যারাডক্স মনে হয় নি। ছবি থেকে বোঝা যায় আয়নার এপারে আর ওপারের জগত দুটো আলাদা। দুটো প্যারালাল ইউনিভার্স এর একটা ধ্বংস হয়ে গেলে আর একটায় যে কোন একজন সাংবাদিকের বিষয়টি রিপোর্ট করায় কোন সমস্যা দেখি না । তবে এক্ষেত্রে লেখক এর সিদ্ধান্তই চূড়ান্ত।

২২ শে জুন, ২০১৯ রাত ১:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি সাইন্টিফিক দৃষ্টিতে দেখেছেন। সবাই প্যারালাল ইউনিভার্সের বিষয়টা বুঝবে না। তাই প্যারাডক্স বলেছি :)


তবে গল্পটা সাইন্টিফিকালি কারেক্ট রেখেছি।

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.