নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

নতুন পোস্ট লেখার সময় কপি করে রাখুন

০৩ রা জুলাই, ২০১৯ রাত ১০:৪৫


ব্লগের কাজ চলাকালীন পোস্ট করলে কপি রাখুন। কাজ এখনো চলছে !

মন্তব্য ৪৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ১০:৫৬

মা.হাসান বলেছেন: চলছে লড়াই চলবেই
ব্লগাররা লিখবেই

০৩ রা জুলাই, ২০১৯ রাত ১১:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: বাঁধ ভাঙার আওয়াজ !

২| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:


বাংলা লেখার জন্য কোন এডিটর আছে?

০৩ রা জুলাই, ২০১৯ রাত ১১:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: গুগল করুন।

০৩ রা জুলাই, ২০১৯ রাত ১১:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ৬নং কমেন্ট দেখুন। আমি বহুত বিজি।

৩| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ১১:১২

জাহিদ অনিক বলেছেন: কী কী কাজ চলছে? জানতে মন চায় -

০৩ রা জুলাই, ২০১৯ রাত ১১:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: চলছে কিছু-মিছু...

৪| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ১১:২০

খায়রুল আহসান বলেছেন: কাজও চলুক, লেখাও চলুক।

০৩ রা জুলাই, ২০১৯ রাত ১১:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: হ্যাঁ। কিন্তু ড্রাফট লিখলেও কপি রাখাটা সেফ।

৫| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ১১:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:
ভালই।

এদিকে ফেবুতে কারিগড়ি গন্ডগোল ছবি ওপেন হয় না, দেখা যায় না।
শুধু অষ্টেলিয়া থেকে যারা আপলোড করেছে সেই ছবি ছাড়া আর বিজ্ঞাপনি ছবি ছাড়া অন্য কোন ছবি দেখা যাচ্ছে না।

যাক প্রীয় সামু ফিরে এসেছে, এটাই বড় সুখবর!

০৩ রা জুলাই, ২০১৯ রাত ১১:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: ফেসবুকের সাময়িক সমস্যা হয়েছে। ঠিক হয়ে যাবে।

৬| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ১১:৫৩

নীল আকাশ বলেছেন: @ চাঁদগাজী বলেছেন: বাংলা লেখার জন্য কোন এডিটর আছে?
আলাদা করে কোন এডিটর ব্যবহার করার দরকার নেই। ডেস্কটপ বা এন্ড্রয়েড যেকোন জায়গায় অভ্র ইনস্টল করে নিন। ওয়ার্ডেই বাংলা লিখতে পারবেন। খুব সোজা।
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.omicronlab.com/&ved=2ahUKEwj0ycHIqJnjAhUGKVAKHavVDMoQFjAHegQIBxAD&usg=AOvVaw2o-zPCgZFghatyYm5vauS4

০৩ রা জুলাই, ২০১৯ রাত ১১:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: উনি যথাসম্ভব ব্লগের মতো এডিটর চেয়েছেন। অভ্রুর কথা উনার অজানা থাকার কথা নয় !

৭| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ১১:৫৫

নীল আকাশ বলেছেন: আর গুগল প্লে যেয়ে অভ্র নামে সার্চ দিন। পেয়ে যাবেন।

৮| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ১১:৫৮

নীল আকাশ বলেছেন: আমি সব সময় আমার প্রতিটা লেখার ব্যাকআপ নেই এবং নিয়মিত ব্যাকআপ আপডেট করি। সবাইকে মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।
সমস্যাটা কি সামুতে হয়েছিল না উপর থেকে করা হয়েছিল?
এখন তো মনে হচ্ছে এটা সামুর প্রব্লেম!!!

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১২:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: কোনো এক জায়গা হতে..

সময় মতো জানতে পারবেন বলেই বিশ্বাস !

সামুর কোনো সমস্যা নেই।

৯| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১২:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
সমস্য টেকনিকেল না।
ছিল সম্ভবত সামুর মুল ডমেইন মালিকের সাথে ভাড়া/মেয়াদ/চুক্তি সঙ্ক্রান্ত অভ্যন্তরীণ কিছু একটা।

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১২:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: সার্ভার ডাউন ছিলো। ভাড়া বা অন্যান্য কিছু নয়।

১০| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১২:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি বুঝতেই পারছিলাম না, কেন বেশ কিছুদিন লগ ইন করতে পারছি না ।
..............................................................................................................
আমি সব সময় আমার প্রতিটা লেখার ব্যাকআপ নি তে পারি না , সবাইকে মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।
সমস্যাটা কোথায় হয়েছিল?

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১২:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: সার্ভার

১১| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১২:৫৭

রাকু হাসান বলেছেন:
দু দিন যেন দম আটকে ছিল আমার । আজ হঠাৎ বুঝতে পারলাম সামুতে ভিপিএন দিয়ে ঢুকা যায় । ব্লগ ছাড়া কিছু ভালো লাগে । অন্য কিছু আমাকে দিয়ে হবে না ।

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১২:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ডার্কওয়েব লন B-))

১২| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১২:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাই অন্ধের মতো অন্ধকারে না থাকার চেয়ে যদি ই - মেইলে তথ্যটা জানা যায় তবে
সকলের মঙ্গল, এমন ব্যবস্হা করা যায় না ???
.........................................................................................................
আমার ই - মেইল : [email protected]

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১২:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি ফেসবুকে "সামহোয়্যারইন ব্লগ গ্রুপ" এ যোগ দিতে পারেন। সেখানে আপডেট পাওয়া যায়।

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১:০২

রাকু হাসান বলেছেন:

হে ঠিক কইছেন । এমন একাম কুকাম দেখে মনে হয় এমন কিছু বানাতে কাজ করি যাতে কারও ক্ষেমতা থাকে না ,বন্ধ করার বাট আম জনতা এবং মামা গুগল তো ডার্কওয়েব কে পাত্তা দিবে না তাই সমস্যিা । বানান কিছু একটা B-))
সামুর এপ্স খুব একটা দরকার । সামু এটা করছে না কেন জানি । এটা করলে তো প্রসারের পাশাপাশি লাভ জিনিসটাও জড়িত থাকবে । সবচেয়ে বড় কথা আমাদের পাঠকদের সেবার মান উন্নত হবে । সামুর মতো একটা সম্প্রদায়ের মান সম্মত একটি এপ্স নেই সেটা খুব দুঃখের বিষয় লাগে ।

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: গুগলেই ডার্কওয়েবের কনটেন্ট সার্চ করা যায়। এ্যাপ্স পরে আইবো। আপাতত ব্লক দূর হোক।

১৪| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ২:১৫

কালো যাদুকর বলেছেন: Usually 99.99% time amazon cloud is available. Wondering if it is samu's code issue or config issue.

০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ৮:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: Amazon is always up

It’s server issue

১৫| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ২:৪৪

কালো যাদুকর বলেছেন: Did a quick analysis
Ssl certificate will expire in 2 months
There is no 301 redirect in place.
Underscore are allowed in names
No 404 page
May be consider these when fixing site.

০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ৯:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: SSL is usually short lifed.
৩০১ is available
Underscore names allowed is good

৪০৪ নয় দুঃখিত এই ব্লগটি খুঁজে পাওয়া যায় নি এমনটা আসে।



১৬| ০৪ ঠা জুলাই, ২০১৯ ভোর ৫:২০

এমজেডএফ বলেছেন: সার্ভার জনিত সমস্যার কারণে ব্লগ এখন আনস্টেবল। তাই একটি লেখা এডিট সম্পন্ন হওয়ার আগেই মুছে যেতে পারে! এই অবস্থায় সাময়িকভাবে অনলাইন বাংলা এডিটর ব্যবহার করা যেতে পারে। অনলাইন এডিটরে লিখে কপি-পেস্ট করে ব্লগে পোস্ট করলে মুছে যাওয়ার সম্ভাবনা কম।
অনলাইন বাংলা এডিটর যেগুলো আমি ব্যবহার করি:
১। Online Bangla Writing Tools
২। Lipikaar

০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ৯:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: জাস্ট কপি করে রাখলেই হয়ে যায় :)

১৭| ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ৮:৪৭

জুন বলেছেন: অ সামুকে ঠিকঠাক করার কাজ চলছিলো বুঝি! :-* গত দুদিন লগ না হতে পেরে আমিতো ভয়ই পাচ্ছিলাম এবার বুঝি সত্যি বাঘ এসেছে। খুউব খুশী হোলাম সাত সকালে :)

০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ৯:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: বাঘের জন্যই। এখন সার্ভার ঠিক হচ্ছে।

১৮| ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:১৩

তারেক_মাহমুদ বলেছেন: নিজের লেখা কপি করে রাখাই ভাল।

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১০:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: হুমম

১৯| ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:২৮

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ সুপরামর্শের জন্য।

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১০:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

২০| ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:৩৭

রানার ব্লগ বলেছেন: আচ্ছা !!!!

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১০:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: )

২১| ০৪ ঠা জুলাই, ২০১৯ দুপুর ২:১১

পদাতিক চৌধুরি বলেছেন: ব্লগের কাজ চলছে যখন আশা করি এবার ব্লগের যাবতীয় সমস্যা কেটে যাবে।
শুভকামনা জানবেন।

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১০:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: দেখা যাক

২২| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১০:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথম পাতা ঠিকাছে। ভেতরের পাতা ঢুকলেই দেখি সামুর কপাল বড় হই গেছে ;)
এই মনে করেন বিজ্ঞাপনের খুশিতে ঠেলায় ;) হা হা হা

চলুক উন্নয়নের কাজ.........
তবে দেশের উন্নয়নের মতো কোনমতেই নয় ;) হা হা হা

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১০:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: দেশের উন্নয়ন.. থাক বাবা..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.