নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

ব্লগের পোস্ট কপি করা নিয়ে হুলস্থুল করার কিছু নেই !

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১০:৩৯


ব্লগের সার্ভার ডাউনের পরে সবাই তাদের করা পোস্ট নিয়ে চিন্তিত হয়েছেন। এটা স্বাভাবিক তবে চিন্তার কোনো কারন নেই। ব্লগের ডেটাবেজের ব্যাকআপ থাকে। এটা একটা সুনির্দিষ্ট সময় পর পর অটোমেটিক ব্যাকআপ হয়। আর পোস্টগুলো কপি করতে চাইলে নিজের ব্লগে যেয়ে কিছুকিছু করে পোস্ট open in new tab করুন। তারপর প্রত্যেকটাতে গিয়ে এডিট। তারপর বক্সে মাউস ক্লিক করে ctrl + A করে কপি করে নোটপ্যাড বা এভারনোট বা এজাতীয় জায়গায় পেস্ট করে সেভ করুন। এটা করতে সময় লাগবে বাট ইজি।


এক ক্লিকে কোনো সমাধান আমার জানা নেই। আগে যেগুলো ছিলো তা এখন কাজ করার কথা নয় !

মোবাইল ইউজারঃ
সামু ডেস্কটপ মোডে ওপেন করে উপরের মতোই সেম প্রসেস ফলো করুন।

আপনাদের কারো লেখা হারাবে না এ বিষয়ে সুনিশ্চিত থাকুন।

মন্তব্য ৩১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১০:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: শুনে আশ্বস্ত হলাম। ধন্যবাদ আপনাকে।

শুভকামনা জানবেন।

০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: :)

২| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:


কপি করার কোন প্ল্যান আমার নেই আপাতত:

০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি অভিজ্ঞ মানুষ।

৩| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ২:৫৭

আরোগ্য বলেছেন: ধন্যবাদ ব্রো

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকু টু ব্রো :)

৪| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ৩:৫৭

কালো যাদুকর বলেছেন: যদি সাইট পার্মানেন্টলি বন্ধ না হয়, তাহলে s3 backer বা ডাটাবেজ এ পোস্টগুলা থাকবে।
তবে সবার সার্থে বাল্ক ডাউনলোডের ব্যাবস্থা থাকলে ভাল হয়।

সার্ভার আউট থাকলে কাস্টম ৪০৪ থাকা উচিত।

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: Bulk download এর ব্যবস্থা নেই বোধহয় ! ব্লগ কতৃপক্ষ ভেবে দেখতে পারেন।

৪০৪ ও আসবে না যখন সার্ভার ১০০% ডাউন হয়ে যাবে।

বিস্তারিত পোস্ট করা লাগবে দেখছি।

৫| ০৫ ই জুলাই, ২০১৯ ভোর ৫:৪১

ডার্ক ম্যান বলেছেন: দরকারি পোস্ট

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ

৬| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৫১

নীলপরি বলেছেন: ধন্যবাদ এই পোষ্টটার জন্য ।

০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ আপু :)

৭| ০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: শুকুর আলহামদুল্লিল্লাহ।

০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: শুকরিয়া

৮| ০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:২৮

করুণাধারা বলেছেন: যাদের দরকার তারা কপি করে রাখুক, তাদের জন্য এটা দরকারী পোস্ট।

০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: দরকার আসলে পড়বে না। তবে মনটা শান্তি পাবে !

৯| ০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস

০৬ ই জুলাই, ২০১৯ রাত ১২:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: :)

১০| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ১১:১২

সোহানী বলেছেন: বুঝলাম কিন্তু যদি ব্লগেই ঢুকতে না পারি তাহলে সার্বারে ব্যাকআপ থেকে আমার লাভ কি? আমার প্রয়োজনেতো পাবো না ! ঠিক নয় কি?

০৬ ই জুলাই, ২০১৯ রাত ১২:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: সামহোয়্যারইন ব্লগ টিমকে মেইল করে দেখতে পারেন। জাদিদ ভাইকে বলুন।

১১| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ১১:১৭

জুন বলেছেন: আমার ব্লগ স্পটে কিছু কিছু ব্যাক আপ রেখেছি কিন্ত সেখানের চাইতে সামুতেই দেখতে ভালোলাগে আমার হাবিজাবি লেখাগুলো :(

০৬ ই জুলাই, ২০১৯ রাত ১২:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সামুর কিছুই হবে না :)

১২| ০৬ ই জুলাই, ২০১৯ রাত ১২:১৪

নীল আকাশ বলেছেন: আমি কিছু সমাধান দিয়েছি সোহানী আপুকে। সব গুলি একজায়গায় করে লিখে দিতেন যদি, তাহলে সবার উপকার হতো। ব্লগ ্ ফেসবুক।
ধন্যবাদ।

০৬ ই জুলাই, ২০১৯ রাত ১২:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: লিখবোনে। মহা ব্যস্ত আছি। তারপরেও সামুর সাথে আছি।

১৩| ০৬ ই জুলাই, ২০১৯ রাত ১২:১৫

নীল আকাশ বলেছেন: আপনার দেয়া পুফিন ফাটাফাটি ফাস্ট। আমি মুগ্ধ। এটা থেকেই লিখছি এখন।

০৬ ই জুলাই, ২০১৯ রাত ১২:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ

১৪| ০৬ ই জুলাই, ২০১৯ রাত ১২:১৬

নীল আকাশ বলেছেন: আপনার জায়গায় এই বিষয়ে মডারেশন টিম থেকে পোস্ট আসলে সবাই স্বস্তি পেত।

০৬ ই জুলাই, ২০১৯ রাত ১২:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: মডারেশনের থেকে পোস্ট আসলে সবাই ব্লগ ডাউন হওয়ার কারন নিয়ে কমেন্ট করে ভরে ফেলতো।

কিছুই হবে না, তাই মডারেশনের থেকে কোনো পোস্ট আসেনি।

০৬ ই জুলাই, ২০১৯ রাত ১২:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সময় মতো পোস্ট করবো।

১৫| ০৬ ই জুলাই, ২০১৯ রাত ১০:২৪

খায়রুল আহসান বলেছেন: শেষ কথাটিতে খুবই আশ্বস্ত বোধ করছি, অনেক ধন্যবাদ।
চাঁদগাজী এর মত কপি করার কোন প্ল্যান আমারও নেই আপাতত:।

১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: বিষয়টি বোঝার জন্য আপনাকেও ধন্যবাদ।

লেখা হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তাই সংরক্ষণ করা না করা লেখকের একান্তই ব্যক্তিগত বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.