নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

রিপোস্টঃ যেভাবে বুঝবেন সামু বন্ধ কিনা.....

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১১:১০


ব্লগের সার্ভার ডাউন থাকার সময়টাতে অনেকেই মনে করেছেন সামু বোধহয় বন্ধ হয়ে গেছে। সামু ঠিকই আছে।এই পোস্টের মাধ্যমে যেকেউ বুঝতে পারবেন সামু চলছে নাকি চলছে না। চলুন শুরু করা যাক....

নিচে বিস্তারিত স্ক্রিনশট সহ বিভিন্ন সাইট ডিটেক্টর ওয়েবসাইটের ব্যবহার দেখানো হলোঃ

1.Is it down right now?
সাইট লিংকঃhttp://iidrn.com

কার্যপদ্ধতিঃ
ক.যেকোনো ব্রাউজারে যান। লিংকটি টাইপ করুন।

খ. ফাঁকা বক্সে সাইটের লিংকটা লিখুন। এখানে somewhereinblog.net লিখলাম।

গ.এরপর সবুজ Check বাটনে ক্লিক করুন।
ঘ.এরকম দেখাবেঃ

অর্থাৎ somewhereinblog.net is up.

Up- সাইট চলছে
Down- সার্ভার ডাউন এবং সাইট চলছে না।

2.Down For Everyone Or Just Me
সাইট লিংকঃ http://isup.me

কার্যপদ্ধতিঃ প্রথমটার মতোই।

3.Is That Website Down, or Is It Just You?
সাইট লিংকঃ http://down.com

কার্যপদ্ধতিঃ Same as above.

মন্তব্য ৪৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১১:৩৪

সুমন কর বলেছেন: এতো কিছু কই পান !!!

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১১:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: অভিজ্ঞতা

২| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ১২:০৯

সোহানী বলেছেন: তুমারে কিসের সলিউশান চাইলাম আর তুমি কি দিলা X(( X(( X(( . এইটা কিছু হইলো :(( :(( :(( :(( :((

০৫ ই জুলাই, ২০১৯ রাত ১২:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: ইজি পিজি কিছু নাই। আমি টেস্ট করেই পোস্ট দিছি। তোমার কি সমস্যা হচ্ছে এতে B:-)

৩| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ১২:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হ্যাঁ বাছা, যা চাইছে তাই দাও
নইলে খবর আছে কিন্ত ..............................................হা হা হা
.....................................................................................

০৫ ই জুলাই, ২০১৯ রাত ১২:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: দিছি তো :(

৪| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ১২:৫৪

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ,বাংলাদেশের মানুষকে অনেক কিছু জানতে হবে।

০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: শেখার কোনো শেষ নেই ..

৫| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:০৯

বলেছেন: গুড সট

০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: :)

৬| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:৪০

ঋণাত্মক শূণ্য বলেছেন: যারা সহজ সিষ্টেম খুঁজতেছেন তারা এই লিংকটা বুকমার্ক করে রাখেন। খালি ক্লিক করবেন; আর দেখবেন। ;)

https://downforeveryoneorjustme.com/somewherinblog.net

০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: বাঙালি খালি শর্টকাট খোঁজে :D

৭| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:৪৮

শায়মা বলেছেন: উফফ সামু কেনো বন্ধ হয়!!! :((

০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: এখন আর হবে না।

৮| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:৫৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: বাঙ্গালীর সমস্যা এখানে যে সর্টকাট খুঁজলে মানুষ পিছে লাগে। বাঙ্গালী যদি চাঁদে যাওনের লাইগা রকেট বানাইতো, মানুষ বলতো সর্টকাট ধরছে; পারলে ট্রেনে কইরা যাইয়া দেখাক!

০৫ ই জুলাই, ২০১৯ রাত ২:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি সাইকেলে যাইমু B-)

৯| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:৫৬

শায়মা বলেছেন: গুড!!!!!!!!!!!!!!!!!!!

থ্যাংক ইউ আর্কিভাইয়ু!!!!!!!

তুমি কি সামুর কাজে যোগ দিয়েছো???

গুড লাক!

কন্গ্রাচুলেশন!!!!!!

তোমার মত আইটি এক্সপার্ট দরকার আছে হু হু হু :D B-)

০৫ ই জুলাই, ২০১৯ রাত ২:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: নাহ ! সামুর কাজে যোগ দেইনি। তবে যেটুকু পারি সাহায্য করছি। সাহায্য করার জন্যই ফেসবুকে একাউন্ট খোলা। সব ঠিকঠাক হয়ে গেলে ফেবু থেকে উড়াল দিবো।

১০| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ৩:৪৬

কালো যাদুকর বলেছেন: বুঝলাম।
যদি সাইটে মেরামত চলে, তাহলে সাইট বন্ধ কেন হয়? আপনারা কি blue green deployment করেন না। তাহলে আউটেজ তো ০% হওয়ার কথা।

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি সামহোয়্যারইন ব্লগ টিমের কেউ নই। শুধু সামহোয়্যারইন ব্লগ টিমকে সাহায্য করি মাত্র !

আউটেজ ০% হলেও সাইবার হামলায় কোনো কাজে দিবে না !

১১| ০৫ ই জুলাই, ২০১৯ ভোর ৪:২৪

ডঃ এম এ আলী বলেছেন: জটিল পদ্ধতি ।
বুঝা যায় সামু জায়গাতেই আছে
অস্থির না হয়ে আমরাও দুএকদিন
বিশ্রামের সুযোগ পাই ।

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সামু ঠিকই আছে।

বিশ্রামের সুযোগ পাই - দারুণ বলেছেন :)

১২| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৮:০৩

পথ হতে পথে বলেছেন: চমৎকার টিপস।

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: Thanks :)

১৩| ০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন: ধন্যবাদ,বাংলাদেশের মানুষকে অনেক কিছু জানতে হবে।


আমি বলি, জেনেও লাভ নেই। বলতে গেলেই সমস্যা। তাই চুপ করে থাকতে হবে। বলে কি গুম হয়ে যাওয়া ভালো।?

০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: সবকিছু নষ্টদের অধিকারে যাবে..

১৪| ০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:২০

করুণাধারা বলেছেন: বুঝলাম।

শুধু এটা জানতে চাই, এই কদিন যে সামু বন্ধ ছিল, তার কারণ কি সরকারি নাকি বেসরকারি হস্তক্ষেপ?

০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: বিস্তারিত পোস্ট দিবো একসময় !

১৫| ০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা

০৬ ই জুলাই, ২০১৯ রাত ১২:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: :)

১৬| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ৮:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সামু সুরক্ষায় থাকুক। ধন্যবাদ পোস্টের জন্য।

০৬ ই জুলাই, ২০১৯ রাত ১:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

১৭| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ১১:০১

ক্লে ডল বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

০৬ ই জুলাই, ২০১৯ রাত ১:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: :)

১৮| ০৬ ই জুলাই, ২০১৯ সকাল ৭:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
ফুল ভার্শানে https নেই দেখলাম। নাকি আগেও ছিলনা?

০৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আছে তো !!

১৯| ০৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনি বলেছেন, শেখার কোন শেষ নাই / আমি বলছি, শেখার চেষ্টা বৃথা তাই। হাঃ হাঃ হাঃ।


এসব টেকনিক্যাল ব্যাপার স্যাপার আমার মাথায় ঠিক মতো ঢুকে না। তারপরেও দুইবার পোস্টটা পড়লাম। এখন কিছুটা বুঝতে পারছি। ৬৫ বছরের পুরাতন মাথা তো! আর কত বুঝবে?

ধন্যবাদ ভাই আর্কিওপটেরিক্স।

১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: সবকিছু সবসময় দরকার হয় না। ব্লগ সচল হলে এই টোটকা আর লাগবে না। তাই মনে রাখার জন্য কষ্ট করার কোনো প্রয়োজন নেই !

৬৫ বছর অর্থ হাজারো অভিজ্ঞতা। আর জীবনের শিক্ষাই হলো অভিজ্ঞতা !

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য :)

২০| ০৬ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

জুন বলেছেন: আমি ভিপিএন দিয়ে যথারীতি ওপেরা ব্রাউজার দিয়ে সামুতে ক্লিক করার পর অনেক্ষন ঘুরে টুরে বল্লো সাইটটি টেম্পরারি অথবা পার্মানেন্টলি বন্ধ /:)
তারপর আরকি হতে পারে বলেন ! :-/

১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: কি আর হবে তুমি এখন বন্ধ হওয়া এক ব্লগে ;)

ফেসবুকে কোনো রিকু দিছিলা নাকি B:-)

২১| ০৬ ই জুলাই, ২০১৯ রাত ১০:১৩

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কিছু তথ্য দিয়েছেন, ধন্যবাদ।
পোস্টে প্লাস, এবং পোস্ট "প্রিয়"তে।

১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

২২| ০৭ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
ক্রম চালিত মোবাইল ভিত্তিক ফুল ভার্শনে https নেই শুধু http

১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ২:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: দেখলাম টেস্ট করে। তবুও তেমন একটা সমস্যা নেই। ব্লগে লগইন করলেই এসএসএল চলে আসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.