নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

আকুতি

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩৭


শোঁ শোঁ আওয়াজ হচ্ছে। আজও বৃষ্টি নামবে। পথঘাট তলিয়ে যাবে। সবাই নিরাপদ আশ্রয়ের খোঁজে। টিনের চালের ছায়াটা পেলেই হলো। ভিজতে হবে না। অথবা ভাঙা ছাতা নিয়েই ঘরের দিকে দৌড়। কিন্তু রাস্তার পাশের গাছটা? তার কি সবসময়ই ভিজতে ইচ্ছে করে? নাকি অপারগতা জানিয়ে দাঁড়িয়ে থাকাই তার ভবিষ্যৎ? গাছের ডালে আশ্রয় নেয়া পাখিটা ভাবে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১০

সোহানী বলেছেন: ধুর মিয়া... ছবি দেইখা নাম দেইখা আগ্রহ নিয়া ঢুকলাম... তারপর শেষ লিখা X( !!!!! আরেকটু টেনেটুনে লম্বা করা যেতো না?

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: তুমিও শেষমেশ ক্লিকবেইটের কবলে B-))

টেনেটুনে লম্বা আমি করিনা আপুনি। আমার কাছে সাইজ নয় কোয়ালিটি ম্যাটারস ;)

কিছু কথা স্বল্পই ভালো। আমরা ভালোবাসাকে বলি, আই লাভ ইউ। এটাকে বড় করলে কি হতো? কে জানে !

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:০৩

ইসিয়াক বলেছেন: অনেক সময় অনেক কাজ আমাদের নিজেদের ইচ্ছার বিরুদ্ধে করতে হয়।
জাগতিক নিয়ম ই বুঝি এমন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: জীবন মানেই সংগ্রাম !

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: পাখির ভাবনার সাথে আপনার ভাবনাটাও জুড়ে দিলে ভালো হতো।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: পাখির ভাবনাটুকু আসলে আমারই মস্তিষ্কপ্রসূত !

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
পাখিটার ভাবনা বাড়েনি, ওর ঘুমের সাথে আপনারও ঘুম চলে আসলো। ;)



মাঝেমধ্যে ব্লগকে ফেসবুক মনে হয় X((

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: মাঝেমধ্যে ঘুমানো ভালো। তবে ঘুম যে আসে না। পাশে ;) ;)

ব্লগ একপর্যায়ে ফেসবুক হতে পারে :(

এত্ত বড়ো চাই কেন? ছোটতেই সন্তুষ্টি :P

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: ঝড় বৃষ্টি হলে পাখিদের অনেক কষ্ট হয়।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: এখন তো নির্বিচারে গাছ কাটার কারনে সেই ছাদটুকুও হারিয়ে যাচ্ছে :(

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০৬

তারেক_মাহমুদ বলেছেন: চড়ুই ছাড়া বেশিরভাগ পাখিদেরই বৃষ্টিতে ভিজতে হয়, তবে মানুষ প্রাণী গাছ পালা সবার জন্যই বৃষ্টির খুবই প্রয়োজন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রয়োজনীয়তা অবশ্যই আছে !

তবে আমাদের সবার যেমন সবকিছু ভালোলাগে না তেমনি গাছের ক্ষেত্রে ভেবেছি। হতে পারে এটা বৃক্ষের নিয়মই !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.