নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

হোক্সকে খুন করুন !

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪১


ন্টারনেটে গুজব, ধাপ্পাবাজি এখন দৈনন্দিন বিষয়। ফেইক নিউজ, ভুয়া মেইল, ক্রেডিট কার্ড জালিয়াতি অহরহ ঘটছে। ইন্টারনেটের এসব ঘটনাবলীকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বের করা সম্ভব। এট লিস্ট কিছুটা হলেও।

আজকে লিখবো এমনই একটি সাইট নিয়ে। যেটা ২০০৩ সাল থেকে হোক্স ডিটেকশন এবং তার টিয়ারডাউন করছে। সাইটটিতে বিভিন্ন ধরনের মেইল, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভুয়া ঘটনার সত্যতা যাচাই করা হয়। সাথে কিছু প্রচলিত মিথেরও ব্যাখ্যা থাকে।

তো.... চলুন শুরু করি ......

প্রথমে https://www.hoax-slayer.net/ এ যান। নিচের মতো আসবেঃ


তারপর LATEST এ ক্লিক করলেই বর্তমান সময়ের লেটেস্ট হোক্সগুলো দেখতে পারবেন। নিচের মতোঃ



বিস্তারিত পড়তে লিংকে ক্লিক করলেই হবে। সেখানেই যাবতীয় অসারতা প্রমাণ করা হয়।

ফেইক মেইল বা স্প্যাম এর নমুনাঃ


সুবিধাঃ
১। গ্লোবাল স্কেলের হোক্সগুলোর ব্যাখ্যা পাবেন। তবে সবগুলোর নয় !
২। ভুয়া খবর, মেসেজ, মেইল সহজেই চিনতে পারবেন। ফলে আশু প্রতারণার থেকে বেঁচে যেতে পারেন।

প্রতারিত হওয়া থেকে বাঁচার উপায়ঃ
১। অজানা মেইল, মেসেজ ওপেন না করা।
২।অজ্ঞাত লিংকে ক্লিক না করা।
৩। ফ্যাক্ট চেক করা।
৪। গুজবে কান না দেওয়া।



ব্লগার খায়রুল আহসানকে ধন্যবাদ Hoax এর সঠিক উচ্চারণটি জানানোর জন্য ..

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৬

রাকু হাসান বলেছেন:

:)
জানতাম না ,দরকারী । ধন্যবাদ আর্কু ভাই।

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: Thanku ☺

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: শেষের ৪ টা পয়েন্ট মনে রাখব। বিপদ মুক্ত থাকব।

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: Thanku ☺

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২২

খায়রুল আহসান বলেছেন: উপকারী পোস্ট, ধন্যবাদ। মিলিয়ে দেখবো।

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৫

খায়রুল আহসান বলেছেন: তবে, শব্দটার উচ্চারণ হোক্স বা হৌক্স, হোয়াক্স নয়।

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: সঠিক উচ্চারণটি বলার জন্য আপনাকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি :)

হুমমম.. চেক করে দেখলাম। আসলে বাংলাটা আমি প্রথম আলো থেকে নিয়েছিলাম।

এই সেই লিংকঃ https://www.prothomalo.com/technology/article/430204

ইংরেজিতে হোক্সই জানতাম। (Howks that is) ...

পোস্টটি সম্পাদনা করছি.....

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৫

খায়রুল আহসান বলেছেন: পোস্টটি সম্পাদনা করছি..... - ধন্যবাদ, এ সম্পাদনার জন্য।
পোস্টে প্লাস আগেই দিয়ে গিয়েছিলুম। +

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আবারো আসার জন্য কৃতজ্ঞতা শ্রদ্ধেয় :)

লাইকটি চোখে পড়েছিলো আগেই। শুভকামনা নিরন্তর !

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৩৮

এলিয়ানা সিম্পসন বলেছেন: ঢং!

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ;)

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২১

বিজন রয় বলেছেন: আমার মাথায় এসব ঢোকেনা! বড়ই দুঃখ!

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: না ঢুকলেও ক্ষতি নেই !

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৩

এলিয়ানা সিম্পসন বলেছেন: Don't act like we are acquaintances!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: Why act, we are that that that ;)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি কোনোকালে এই ব্লগের মডু ছিলেন নাকি :-B

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৮

আনমোনা বলেছেন: খবরের সত্যতা যাচাইএর জন্য উপকারী। ধন্যবাদ এই সাইটের খোঁজ দেওয়ার জন্য।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: তোমাকেও ধন্যবাদ আপু :)

১০| ১১ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৪

এলিয়ানা সিম্পসন বলেছেন: আমি যখন কমেন্ট করি, আমি খুব ভালভাবেই জানি অন্যরা দেখবে। আপনি এমন একটা ভাব করেন যে শারলোক হোমস এর মত কোন মিস্ট্রি শলভ করেছেন।

আমি যেই কয়টা আইডি খুলেছি (একেকটা ব্যান হওয়ার পর), সাথে সাথে চাঁদগাজী আর কলাবাগানকে জানিয়েছি আমি কে। আপনি সেগুলো পড়ে যেন মহাভারত অশুদ্ধ করেছেন। নিজেকে লুকানোর চেষ্টা করলে সেটা খুব সহজেই করা যায়।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: বুঝলাম B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.