নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

ধাঁধা ত্রয়ী

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:২৯


১। দুটো দেয়াল ঘড়ি। একটার পিছনে আরেকটা লাগানো। ঘড়ি দুটো ভিন্ন সময় দেয়।ঘড়ি না দেখে কিভাবে বুঝবেন ঘড়ি দুটোর সময়ের পার্থক্য?


২। একটা এফ ওয়ান রেস চলছে। আপনি দর্শক সারিতে বসা সাধারণ একজন দর্শক। একটি গাড়িকে থামাতে হবে কিন্তু কোন চিৎকার করা যাবে না। কিভাবে থামাবেন?



৩। মেঘের তৈরী ঘুড়ি কোনদিকে যাবে???




এই পোস্টের কমেন্টে আপনার উত্তর লিখুন। কমেন্ট মডারেশনে চলে যাবে। এতে করে কারো উত্তর অন্য কেউ দেখতে পাবেন না। ২দিন পর কমেন্টগুলো পাবলিশ করে দিবো। তখন সবার উত্তরগুলো দেখতে পাবেন । তাই এই পোস্টে চোখ রাখুন :)


আপডেটঃ ২ দিন পার হয়েছে। তাই কমেন্ট মডারেশন তুলে নিলাম। এখন সরাসরি মন্তব্য প্রকাশিত হবে।

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৫

ইসমাঈল আযহার বলেছেন: আজগুবি প্রশ্ন

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: হুমমম... .. উত্তরও আজগুবি স্কয়ারড হবে :)

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: উত্তর ত্রয়ী

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১:৩০

আনমোনা বলেছেন: ১। ঘড়ি লাগানোর সময়ই জানো সময়ের পার্থক্য। এইটা সবসময়েই একই থাকবে।
২,৩, পারিনা। উত্তর পাবোতো?

০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ১। হুমমম.. এটাও একটা উত্তর হতে পারে !

শুধু তুমিই প্রশ্নগুলোর উত্তর দিয়েছো। আর কেউই উত্তর করেনি ! এমনটা আশা করিনি। যাকগে ওসব কথা থাক !

উত্তর অবশ্যই পাবে :)

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: উত্তর ত্রয়ী

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৭:০২

পদাতিক চৌধুরি বলেছেন: মাথা ঘুরে গেল ঘড়ি আর চিনবো কি করে? আমরা এলাম ব্লগ পড়তে উল্টে আমাদেরকে প্রশ্নে নাজেহাল করে ছাড়লেন। পালামু রাস্তা খুঁজি.....

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৮:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: হায় হায় ! আগেই পালালে হবে !

চেষ্টা করতে থাকুন :)

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: উত্তর ত্রয়ী

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৮:৩১

রাজীব নুর বলেছেন: পারবো ধাধার উত্তর । তবে একটু সময় লাগবে। মাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উটার পর এক ঘন্টা আমার মাথা কাজ করে না।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৮:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ওকে। সময় নিয়ে উত্তর দিয়েন :)

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: উত্তর ত্রয়ী

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫২

মাহের ইসলাম বলেছেন: ভাই, একটাও পারলাম না।
নিজেকে কেমন বেকুব বেকুব মনে হচ্ছে।
শুভ কামনা রইল।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১১:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: চেষ্টা চালিয়ে যান :)

শুভকামনা নিরন্তর !

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: Now see !
উত্তর ত্রয়ী

৬| ০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ১। ঘড়িতে যখন ঘন্টা বাজবে ভিন্ন ভিন্ন সময়ে সেটা গুনে।
২।গাড়িটার সামনে কিছু ছুড়ে মারতে হবে।
৩। ঘুড়ির বিপরীত দিকে যাবে মেঘের ঘুড়ি।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: দুটো মিলেছে !

উত্তরঃ

উত্তর ত্রয়ী

৭| ০৭ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:৩৪

ডঃ এম এ আলী বলেছেন:
১। ঘরি না দেখে আমি সময়ই দেখতে পাবনা ।
ঘরির সময়ই যখন দেখতে পাবনা তখন এদের পার্থক্য নিরুপন
করার চেষ্টাই আমার কাছে বৃথা ।
২) শব্দ করে চিৎকার করলেও ড্রাইভার কিছুই শুনবেনা । যদি থামাতেই হয় তবে
রেসের কোন গাড়ী থামাতে সাধারণত যা করা হয় অর্থাত
ডাবল ওয়েবড হলুদ পতাকা কোন মতে কোন একটাকে দেখাতে পারলে সামনে বিপদের
সম্ভাবনা দেখে সে গাড়িটি থামলেও থমতে পারে । এছাড়া এইধাধার উত্তর জনা নেই ।
৩) মেঘ যে দিকে যায় মেঘের ঘুরিওতো সেদিকেই যাওয়ার কথা ?

যাহোক, উপরের বিষয়গুলি যেহেতো একটি ধাধা
সেহেতো এটি বলাই ভাল যে পারলাম না ।
তা্ই বলে যাই আচ্ছা আপনেই কইন দেখি
সঠিক উত্তর গুলি কি ।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি বলেছি নিচের পোস্টটিতেঃ

উত্তর ত্রয়ী

৮| ০৭ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:৪৩

আনমোনা বলেছেন: উত্তর কবে পাব?

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: এখন...

উত্তর ত্রয়ী

৯| ০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২০

খায়রুল আহসান বলেছেন: একটাও পারলাম না বলে লজ্জিত বোধ করছি। তবে এবারে কথামত উত্তরগুলো জানিয়ে দিন, ভোঁতা জ্ঞান কিছুটা বাড়ুক!

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: দেরীটুকুর জন্য দুঃখিত :(

উত্তর ত্রয়ী

১০| ০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:২০

নিমো বলেছেন: ১। সময়ের কোন সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। তার উপর সম্ভবত সেকেন্ডকেও বোধকরি নূতন ভাবে নির্ধারণ করা হয়েছে। ঘড়িগুলোর অবস্থানও নিদির্ষ্ট নয় ( পৃথিবীতে, মহাশূন্যে)। তাই এর উত্তর দেয়া নিরর্থক।

২। ভালা পাই না। তাই এর উত্তর দেয়া নিরর্থক।

৩। FAA জানে।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ১৷আংশিক বলা যায় !

উত্তর ত্রয়ী


১১| ২০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৬

আমি তুমি আমরা বলেছেন: ১-প্রশ্নটা অসম্পূর্ণ মনে হচ্ছে। আরো ডিটেইল লাগবে।
২-কম্পিউটারের পাওয়ার অফ করে দিব। গাড়ী থেমে যাবে।(ধরে নিচ্ছি একটা রেসিং গেমের কথা হচ্ছে এখানে।
৩-এটাতেও আরো ডিটেইল লাগবে।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: উত্তর দিলুম B-)

উত্তর ত্রয়ী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.