নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

কম্পিউটারটা কেমন যেন করছে.... কি করবো?

১৩ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৩



হুট করেই কম্পিউটারের পার্ফরম্যান্স কমে গেছে, অন হতে অনেক সময় লাগছে, উল্টাপাল্টা লেখা বা উইন্ডো আসছে, C ড্রাইভ লাল হয়ে গেছে? এগুলোর সমাধান নিয়েই আজকের লেখা।

সমস্যাঃ আমার মনে হচ্ছে ভাইরাস এট্যাক করেছে

নিচের যেকোনো সফটওয়্যার দিয়ে পিসি স্ক্যান করুন। দুটোও ব্যবহার করতে পারেন।

১। Microsoft Safety Scanner
এটা মাইক্রোসফট কর্পোরেশনের অফিশিয়াল সফটওয়্যার।
নিচের লিংকে চলে যানঃ
https://docs.microsoft.com/en-us/windows/security/threat-protection/intelligence/safety-scanner-download


আপনার পিসির আর্কিটেকচার ( 32/64 bit) অনুযায়ী ডাউনলোড করুন।
এরপর ডাউনলোডকৃত ফাইলটি রান করুন। নিচের মতো আসবেঃ


Accept করলে এমন দেখাবেঃ


আপনার প্রয়োজন মতো Scan Type সিলেক্ট করে Scan শুরু করুন।

২। Kaspersky Virus Removal Tool (KVRT)
নিচের লিংক থেকে ডাউনলোড করুনঃ
https://www.kaspersky.com/downloads/thank-you/free-virus-removal-tool

ফাইলটি রান করলে Accept দিন। এরপর এমনটা আসবেঃ


Start Scan এ ক্লিক করে Scan শুরু করুন।

যারা উইন্ডোজ আপডেট বন্ধ রাখেন তারা এটা ডাউনলোড করুন সবার আগেঃ
https://www.microsoft.com/en-us/download/details.aspx?id=9905
সাধারণত উইন্ডোজ আপডেটের সাথে এটা প্রতিবারই ইনস্টল হয়। এর কাজই ভাইরাস সরানো। এটা চালানোর পরে উপরের গুলো ট্রাই করতে পারেন।

উপরের দুটো কিছুই পায়নি। তাহলে? আপনার টাস্ক ম্যানেজার ওপেন করুন। সার্চ বারে Task Manager লিখুন

কিংবা কি বোর্ডে
Ctrl + Alt + Del
এরপর একে একে CPU, GPU, RAM বা Memory, Network এই ট্যাবগুলো দেখুন।


কে কতটুকু রিসোর্স খাচ্ছে দেখুন। কোনো এপ্লিকেশন না চিনলে গুগল করুন।

ক্রোম অনেক বেশি ডিস্ক কিংবা রিসোর্স খাচ্ছে? কোনো Add-on থাকলে ডিলিট করুন। তারপরও না হলে ক্রোম আনইন্সটল করে দেখুন।

সমস্যাঃ আমার C ড্রাইভের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে :D

প্রথমে দেখুন Download ফোল্ডারের অবস্থা কেমন। যদি অনেক বেশি জিবি জায়গা নেয় তাহলে ফাইলগুলো মুভ করুন। একইভাবে Documents, Music ইত্যাদি ফোল্ডার চেক করুন। এক্সপ্লোরারের সার্চ বারে size: যত জিবি লিখে সার্চ করতে পারেন। তারপর নিচের সমাধানগুলো দেখুনঃ

সার্চবারে লিখুনঃ Disk Clean এটুকু লিখলেই হবে।


এরপর নিচের মতো ড্রাইভ সিলেক্ট করুন। Default ভাবে C drive ই থাকবে। Ok দিন। তারপর কি কি ডিলিট করবেন সিলেক্ট করুন। Downloads কে বাঁচাতে চাইলে ওটা আনসিলেক্ট করতে ভুলবেন না।


তারপর Ok ক্লিক করলে ডিলিট হয়ে যাবে।



সমস্যাঃ আপডেট করার পর এটা ওটা কাজ করছে না
ড্রাইভার হলে Roll back করতে পারেন। কিন্তু সাধারণত আমি এটা রেকমেন্ড করবো না।
সার্চ বারে লিখুনঃ Device Manager



এরপর ডিভাইসটা সিলেক্ট করে রাইট ক্লিক করুন। এমন আসবেঃ



রোল ব্যাক করা সম্ভব হলে এমন Grayed হবে না।
আপডেট আনইন্সটল করা যায়। আনইন্সটল করার আগে গুগলে দেখে নিন।



সমস্যাঃ কম্পিউটার অন হতে কয়েক যুগ লাগছে :D

প্রথমে টাস্ক মেনেজারের Startup ট্যাবটা দেখুন।


এখান থেকে অপ্রয়োজনীয় সফটওয়্যার Disable করে দিন। কোনো এপ্লিকেশন সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে Disable করার আগে গুগল করে নিন।

এছাড়াও দেখুন কোনো Update, পেন্ডিং আছে কি-না। এরপরও সমস্যা রয়ে গেলে ড্রাইভের হেল্থ চেক-আপ করুন। Hard Disk Sentinel ব্যবহার করতে পারেন।
লিংকঃhttps://www.hdsentinel.com/
উপরের এন্টিভাইরাস দুটোও ট্রাই করতে পারেন।

সমস্যাঃ এটা সমস্যা ওটা সমস্যা

সার্চ বারে লিখুনঃ
Troubleshot settings


এরপর
সবার নিচের অপশনটাতে ক্লিক করলে এমনটা আসবেঃ



সমস্যা অনুযায়ী ক্লিক করুন।


সমস্যাঃ আমার উইন্ডোজ সিস্টেম ফাইল মিসিং

নিচের লিংকে সব সমাধানঃ
https://support.microsoft.com/en-us/help/929833/use-the-system-file-checker-tool-to-repair-missing-or-corrupted-system



বাংলা মেথডঃ সবার আগে কম্পুটার রিস্টার্ট করতে ভুলবেন না ;)



পরবর্তী পোস্টঃ Ransomware

মন্তব্য ৭৪ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৬

জেন রসি বলেছেন: আমার মত আইটি প্রতিবন্ধীদের জন্য এই পোস্ট কাজে দেবে।

ransomware এর চাঁদাবাজি নিয়ে পরবর্তী পোস্টের অপেক্ষায়।

১৫ ই জুন, ২০২০ রাত ১২:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

২| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৮

শায়মা বলেছেন: ভেরী গুড!!!

অনেকের কাজে আসবে!!

তোমার কম্পুটা খুব সৌন্দর্য্য আর্কিমিডিস ভাইয়ু!! :)

১৫ ই জুন, ২০২০ রাত ১২:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আর্কিমিডিস বানিয়ে দিলে দেখছি!! :D

পোস্টের প্রথম ছবিটা নেট থেকে নেওয়া। বাকিগুলো আমার পিসির।

৩| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৪:০৭

বিজন রয় বলেছেন: নেট লাইন কি খুব স্লো? নাকি শুধু সামুতে স্লো?

১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: নেটের স্পিড টেস্ট করতে এখানে যানঃ
https://fast.com/

৪| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৪:০৮

বিজন রয় বলেছেন: সামুতে আজকাল টেকি ভাইদের আনাগোনা কম।

আপনিই হলেন আমাদের সবেধন নীলমনি!!

১৫ ই জুন, ২০২০ সকাল ১০:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি সাধারণ একজন ব্লগার মাত্র।

আপনি সত্যিই বলেছেন, সামুতে টেকিদের বড্ড আকাল।

শুভকামনা :)

৫| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৪:০৯

ভুয়া মফিজ বলেছেন: কম্পিউটারটা কেমন যেন করছে.... কি করবো? করোনাভাই(রাস) আক্রমন চালাইছে মনে হয়। হাতুরী এস্তেমাল করে দেখতে পারেন। :-B

আপাততঃ বিদায় নিচ্ছি......কিছু প্রশ্ন নিয়ে আবার আসবো।

১৫ ই জুন, ২০২০ সকাল ১০:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: কয়েকদিন আগে একটা ল্যাপটপের কিবোর্ড উপড়িয়ে ফেলেছি :D

প্রশ্নের অপেক্ষায় রইলাম ....

৬| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৪:১৭

রাকু হাসান বলেছেন:


temp ফাইলগুলো ডিলিট করলেও উপকার পাই। ৩২ বিট কে ৬৪ বটে কিভাবে পরিবর্তন করবো ? করলে কি কি সমস্যা হবে ? ৬৪ বিটে যাওয়া দরকার । অল্ডেই পড়ে থাকলাম । :( । লাইক ও প্রিয়তে থাক।

১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: C cleaner টেম্পোরারি ফাইল ডিলিট করতে সক্ষম।

এই উত্তরটি দেখলে সুবিধা হবেঃ
https://superuser.com/questions/1000858/running-64-bit-programs-on-a-32-bit-system

CPU সাপোর্ট করলে যাওয়া যেতে পারে (নট শিওর)। তবে অন্যান্য ইস্যু থাকতে পারে। বর্তমানে বেশিরভাগ ওসই ৬৪ বিটে চলছে। উবুন্টুও মনে হয় ৩২ বিট সাপোর্ট ড্রপ করেছে কয়েক বছর আগে।

৬৪ বিটে যাওয়া কি জরুরি?
যতক্ষণ পর্যন্ত সফটওয়্যারগুলো সাপোর্ট করে ততক্ষণ পর্যন্ত দরকার নেই।

৭| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৪:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: একেবারে ছবি দেখে দেখে অক্ষর চেনার প্রথম পাঠের মতো সহজপাচ্য করায় ধন্যবাদ।
ফুটুক দেইক্যা দেইক্যাই সব উকে হয়ে যাবে ;)

++++

১৫ ই জুন, ২০২০ সকাল ১০:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: অক্কে ;)

৮| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৪:৩৯

মা.হাসান বলেছেন: করোনা কালে নিরাপত্তার জন্য সাবান জলে একটু পরিস্কার করছিলাম। এখন আর চালু হতে চায় না। জর আসলো না কি ?

১৫ ই জুন, ২০২০ সকাল ১০:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: করোবা টেস্ট করুন। হার্ডডিস্ক আক্রান্ত হলেও হতে পারে B-))

প্রাথমিকভাবে হাইড্রোজেন থুক্কু হাইড্রক্সিক্লোরোকুইন পেনড্রাইভ দিয়ে চালান করুন ।

৯| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:০৮

নতুন নকিব বলেছেন:



মা.হাসান বলেছেন: করোনা কালে নিরাপত্তার জন্য সাবান জলে একটু পরিস্কার করছিলাম। এখন আর চালু হতে চায় না। জর আসলো না কি ?

-মা.হাসান ভাই, পরিষ্কার মানে কি! একেবারে গোসল করিয়েছিলেন না কি! জ্বর এসেও থাকতে পারে!

পোস্টে +++

১৫ ই জুন, ২০২০ সকাল ১০:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ওষুধ লিখে দিয়েছি। আশাকরি চালু হবে :D

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

১০| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩২

বিপ্লব০০৭ বলেছেন: নেটের স্পিড (এমবিপিএস বা কেপিবিএস) কমান্ড প্রম্পট দিয়ে ক্যালকুলেট করার (পিং ইউ্জ করে) কোন উপায় আছে? পিং ইউজ করলে এটা কয়টা প্যাকেটে আসতে-যেতে কত সময় লাগে তা দেখায়, বাট এখান থেকে স্পিড বের করার উপায়টা কি? পার প্যাকেটে কি পরিমাণ ডেটা আছে সেটা জানা যায় কি?

১৫ ই জুন, ২০২০ সকাল ১০:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: PING ব্যবহার করে নেটওয়ার্ক স্পিড মেজার করা যেতে পারে কিন্তু সেটা অদরকারী এবং ভুলভাল রেজাল্ট দিবে । উইন্ডোজে পিং রান করার চেয়ে ডাইরেক্ট sppedtest বা Fast এ চেক করা সহজ হবে। লিনাক্সে speedtest-cli বা fast এর snap পেয়ে যাবেন।

লিনাক্স টার্মিনালে লিখুনঃ ping -h
এর রেজাল্টঃ
root@localhost:/# ping -h
Usage: ping [-aAbBdDfhLnOqrRUvV64] [-c count] [-i interval] [-I interface]
[-m mark] [-M pmtudisc_option] [-l preload] [-p pattern] [-Q tos]
[-s packetsize] [-S sndbuf] [-t ttl] [-T timestamp_option]
[-w deadline] [-W timeout] [hop1 ...] destination
Usage: ping -6 [-aAbBdDfhLnOqrRUvV] [-c count] [-i interval] [-I interface]
[-l preload] [-m mark] [-M pmtudisc_option]
[-N nodeinfo_option] [-p pattern] [-Q tclass] [-s packetsize]
[-S sndbuf] [-t ttl] [-T timestamp_option] [-w deadline]
[-W timeout] destination

এখানে -s Argument টা দেখুনঃ প্যাকেট সাইজ।

এখন, যদি আমরা নেটের স্পিড মাপতে চাই, তখন এই প্যাকেট সাইজ ডিফাইন করে দিতে হবে। তারপর পিং এর রেজাল্ট থেকে min time টা দিয়ে ভাগ করে ডাউনলোড স্পিড পেতে পারেন ( কিন্তু আমরা আসলে কি ডাউনলোড করছি? প্রশ্নটা আপনার কাছেই থাকলো ;) )

এটা কি একুরেট হবে?
না। Ping মূলত কোনো সার্ভার ডাউন নাকি আপ দেখতে ব্যবহার করা হয়। এখন আপনি স্পিড চেক করতে কোন সাইটে পিং করবেন সেটার ওপর ডিপেন্ডে করবে স্পিড। অর্থাৎ আপনি লোকাল হোস্ট পিং করলে
, যে রেসপন্স টাইম পাবেন অন্য সার্ভার বা সাইট পিং করলে অন্য রকম টাইম পাবেন। কারন তখন সার্ভারটা দূরবর্তী হওয়ায় রেসপন্স পেতে বেশি সময় লাগবে। আর ICMP, মোটেই TCP বা UDP নয়।

root@localhost:/# ping localhost
PING localhost (127.0.0.1) 56(84) bytes of data.
64 bytes from localhost (127.0.0.1): icmp_seq=1 ttl=64 time=0.180 ms
64 bytes from localhost (127.0.0.1): icmp_seq=2 ttl=64 time=0.281 ms
64 bytes from localhost (127.0.0.1): icmp_seq=3 ttl=64 time=0.274 ms
64 bytes from localhost (127.0.0.1): icmp_seq=4 ttl=64 time=0.248 ms
64 bytes from localhost (127.0.0.1): icmp_seq=5 ttl=64 time=0.288 ms
64 bytes from localhost (127.0.0.1): icmp_seq=6 ttl=64 time=0.261 ms
64 bytes from localhost (127.0.0.1): icmp_seq=7 ttl=64 time=0.253 ms
64 bytes from localhost (127.0.0.1): icmp_seq=8 ttl=64 time=0.264 ms
^C
--- localhost ping statistics ---
8 packets transmitted, 8 received, 0% packet loss, time 7246ms
rtt min/avg/max/mdev = 0.180/0.256/0.288/0.032 ms


এই প্রশ্নগুলোর উত্তর দেখতে পারেনঃ
https://www.quora.com/Is-it-possible-to-check-the-internet-speed-using-the-ping-command
https://support.ookla.com/hc/en-us/articles/115000234391-How-Does-Speedtest-Custom-Work-?
https://www.howtogeek.com/426757/how-do-internet-speed-tests-work-and-how-accurate-are-they/
https://stackoverflow.com/questions/4575537/calculate-upload-download-speed-by-ping

উপরের লিংকগুলিতে স্পিড টেস্ট কিভাবে কাজ করে সেটাও বলা হয়েছে। তবুও শর্টকাটে বলিঃ
আপনার সার্ভারে একটা ফাইল আছে ধরুন ১০০ এমবি। এটা ডাউনলোড করতে যত সময় লাগবে, সেটা থেকেই স্পিডটা পেয়ে যাবেন। এখানে একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যে, আমরা ফাইলের সাইজটা জানি। কিন্তু Ping এর ক্ষেত্রে সেটা ডিফাইন করে দেওয়া যায় না (যদিও আপনি প্যাকেট সাইজ ডিফাইন করতে পারবেন একটা সুনির্দিষ্ট সাইজ পর্যন্ত)।




১৫ ই জুন, ২০২০ সকাল ১০:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: দেরীতে উত্তর দেওয়ার জন্য দুঃখিত। সাধারণত এ ধরনের হেল্প রিলেটেড পোস্টে সবার আগে যাদের সমস্যা তাদের কমেন্টের উত্তর তাড়াতাড়ি দিতে চেষ্টা করি। এরপর সাধারণ কমেন্টের উত্তর দিই।

১১| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই সুন্দর পোস্ট।

আমি টেকনোলজি কম বুঝি।

১৫ ই জুন, ২০২০ সকাল ১০:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

১২| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৮

রাজীব নুর বলেছেন: আপনি পানির মতো সহজ করে বুঝিয়ে দিয়েছেন। অথচ আমার মাথায় গিট্রু লেগে গেছে।

১৫ ই জুন, ২০২০ সকাল ১০:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আরেকবার পড়ুন তাহলে ;)

১৩| ১৩ ই জুন, ২০২০ রাত ৯:৩৫

নেওয়াজ আলি বলেছেন: উপকারী পোষ্ট। সহজ সরল বর্ননা করে বুঝিয়েছেন

১৫ ই জুন, ২০২০ সকাল ১০:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

১৪| ১৩ ই জুন, ২০২০ রাত ১০:১২

নিরীক্ষক৩২৭ বলেছেন: লিনাক্সে আসুন, আলোর পথে আসুন। :#)

১৫ ই জুন, ২০২০ সকাল ১০:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আলোর পথেই আছি :)

১৫| ১৪ ই জুন, ২০২০ রাত ১:৫৯

কাওসার চৌধুরী বলেছেন:



খুবই দরকারী একটি পোস্ট। আমার খুব কাজে লাগবে। এমন পোস্ট নিয়মিত লিখলে আমার মতো অনেকে উপকৃত হবেন। এসব বিষয়ে টিউটোরিয়াল খুব দরকার। ভালো থাকুন।

১৫ ই জুন, ২০২০ সকাল ১০:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ :)

চেষ্টা করবো এরকম আরো পোস্ট লেখার।

১৬| ১৪ ই জুন, ২০২০ ভোর ৫:২১

সুপারডুপার বলেছেন: পোস্টটি উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য কাজের।
এইসব সমস্যার জন্য অনেক আগে উইন্ডোজকে বিদায় দিয়ে ম্যাক ধরছি। আসুন সবাই ম্যাকের আলোয় আলোকিত হই !!!

১৫ ই জুন, ২০২০ সকাল ১০:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: লিনাক্স কিন্তু সেরা :D

আমি ইতোমধ্যে ম্যাকের আলোয় আলোকিত হইয়াছি B-))

১৭| ১৪ ই জুন, ২০২০ সকাল ১১:২৩

হাসান রাজু বলেছেন: কখনো এন্টি-ভাইরাস কিনি নাই। ভাইরাস ঢুকলে ফ্রি ভার্সন ব্যাবহার করেছি। নতুবা নতুন করে ওএস ইন্সটল করেছি। এখন চলছে উইনডোসের ডিফেনডার।

ভালো কথা, ২০১৯ এর শেষের দিকে করোনা ভাইরাস আক্রমন করেছে, ঈশ্বর করোনা মুক্ত ২০২০ রি-ইন্সটল করলেই পারতেন। (বহুল চর্চিত জোক)

১৪ ই জুন, ২০২০ সকাল ১১:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: এগুলো সব ফ্রি। পেইড সফটওয়্যার হলে পোস্টে লিখতাম।

জেনুইন উইন্ডোজ হলে ডিফেন্ডারই যথেষ্ট। তবে চোখকান খোলা রাখবেন।

করোনা নামধারী কিছু ভাইরাস বাজারে আছে ;)

১৮| ১৪ ই জুন, ২০২০ দুপুর ২:০৫

শের শায়রী বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম ভ্রাতা, আমার মত কম্প্যু অনভিজ্ঞর জন্য কাজে আসবে।

১৫ ই জুন, ২০২০ সকাল ১০:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ ভ্রাতা :)

১৯| ১৪ ই জুন, ২০২০ দুপুর ২:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



গরীব মানুষ - তাই খালি ছবি দেখি! সমস্যাটি অতি কমন। কাজে আসবে।

কিন্তু ছবির আকৃতি এতো প্রাকৃতিক রাখলেন কীভাবে! সামুতে এরকম ছবি কীভাবে প্রকাশ করতে হয়?

১৫ ই জুন, ২০২০ সকাল ১০:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ২৩ নম্বর কমেন্টের উত্তর দেখুন :)

পড়ার জন্য কিংবা দেখার জন্য :D ধন্যবাদ

২০| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:২১

পুলক ঢালী বলেছেন: আপনার পোষ্ট টা প্রিয়তে নিয়ে রাখলাম। আমার উইন প্রো ১০ জেনুইন। আপনার উল্লেখ করা এন্টিভাইরাস বাদ দিয়ে বাকিগুলো আমার মনে হয় কাজে লাগবে :D

( আপনার মনে হয় কঠিন ব্যারাম হয়েছে থুক্কু আপনার কম্পুর, ওটাও মনে হয় প্রাগৈতিহাসিক যুগ থেকে চালাচ্ছেন, তাই মফিজ ভাইয়ের সাথে একমত স্লেজ হ্যামার থেরাপীই মনে হয় ওটার উপযুক্ত হবে। ;) =p~ )

ভাল থাকুন পটেরিক্স ভাই।

১৫ ই জুন, ২০২০ সকাল ১১:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: হেইইই ঢালী ভাই, কেমন আছেন?
বহুদিন আড্ডাঘরে যাওয়া হয় না। তবে যেতে হবে।

যদি মনে করেন ভাইরাস আছে, তাহলে উপরের দুটো ব্যবহার করতে পারেন। বিনামূল্যে পাবেন এবং এগুলো ইন্সটল করা লাগে না।

আমার কম্পুর সর্বশেষ ব্যারাম কবে হয়েছিল জানতে টাইম মেশিনে চড়তে হবে :D


হাতুড়ি মেথড কিন্তু অনন্য :D

সুস্থ থাকুন :)

২১| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:৩০

প্রবালরক বলেছেন: ভাইয়া, cc cleaner ডাউনলোডের পিছু পিছু AVG এসে জ্বালাতন শুরু করেছে। একটু পর পর নিজে নিজে স্ক্যান করে তারপর বলে টাকা দিয়ে রেজি: কর - ঠিক করে দেব। হঠাৎ হঠাৎ কম্পু অফ হয়ে যাচ্ছে। Application list - এ গিয়ে দেখি - সেখানে AVG নেই। Windows defender, Safety scanner কোন threat খুঁজে পায়না।
এখন মনে হয় হার্ড ডিস্ক ফরমেট করা ছাড়া উপায় নেই।

১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: এটা কি AVG নাকি Avast?

Ccleaner কোথায় থেকে নামিয়েছেন ?

উপরের Kaspersky এর টা ট্রাই করুন। একদম ফ্রি।

১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: এরপরেও না হলেঃ
https://www.microsoft.com/en-us/download/details.aspx?id=9905 এটা নামান।

তারপরেও না হলেঃ
পিসি Safe mode এ বুট করুন।
https://support.microsoft.com/en-us/help/12376/windows-10-start-your-pc-in-safe-mode

তারপর উপরের Safety Sacanner এবং KVRT দুটোই চালান। আশাকরি ভাইরাস থাকলে চলে যাবে।

যদি সত্যিকারের Avast বা AVG হয়? তাহলে আনইন্সটল করতে হবে। আপনার C drive এর Program files এবং program files(x86) এ দুটো ফোল্ডারে খোঁজ করে দেখুন। থাকলে ডিলিট করে দিন।

২২| ১৫ ই জুন, ২০২০ রাত ১২:০১

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, আমার বড় ভাই, উইন্ডোজ সেভেন উইস করতেছে :( আমি কিছুই বুঝলাম, না
Ctrl + Alt + Del দিলে অন্য জিনিস আসে :(

১৫ ই জুন, ২০২০ রাত ১২:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: এটা Task Manager এর উইন্ডোজ ৭ ভার্সন । ফাংশনালিটি কিন্তু একই !

২৩| ১৫ ই জুন, ২০২০ রাত ১২:০৮

ব্লগার_প্রান্ত বলেছেন: আর ভাই, আপনারা এত বড় ছবি কেমনে দেন!! এটা নিয়ে কোন পোষ্ট দিছিলেন?! দিলে লিংক দিয়েন, নাইলে সময় করে একটু বুঝায়েন।


আর রিস্টার্ট দিলে,
Flushes RAM – RAM stands for Random Access Memory and is your computer's main type of memory. ... RAM handles short-term tasks and data. Therefore, when you restart your computer, you flush out all the random, unimportant, and temporary data bogging down your device

এটা আমি জানতাম তবে,
unimportant, ডাটা কেমনে বুঝে কম্পিউটার?!







আর আপনি ম্যাক ইউস করেন না? আপনার স্ক্রাচ রিলেটেড পোষ্ট এ তিনটা গোল বাতি দেখছিলাম স্ক্রিনে।

থ্যাকংকু, আপনি, নিরীক্ষক ভাই, প্রেক্ষা আপু, এবং আরেকজন ভাই (যিনি আনিসুল ইসলামের ভিডিও সাজেস্ট করছিলেন) তাদের কাছে আমি কৃতজ্ঞ!
আপনার কাছে একটু বেশি কৃতজ্ঞ!!
শুভকামনা।

১৫ ই জুন, ২০২০ রাত ১২:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: বড়ো ছবি দেওয়া নিয়ে ব্লগে পোস্ট পাবে। এ বিষয়ে আমার কোনো পোস্ট নেই। আইডিয়াটা হলো.. বলবো না। তুমি একটা ছবি আপলোড করো। তারপর img এর পরের দাঁড়িটা আস্ত রেখে লিংকটুকু কেটে দাও। তারপর নিজের ছবির লিংক ওখানে পেস্ট করো। এক্ষেত্রে থার্ড ব্রাকেট গুলো ঠিক রাখবে। এটা কিছুটা HTML আসলে BB code.. ট্রাই করলেই পারবে। আমি কিন্তু বলে দিলাম :D


আমরা যখন কোনো সফটওয়্যার ওপেন করি তখন র্যামে সেটা টেম্পোরারিভাবে কপি হয়। একটা জিনিস লক্ষ্য করে থাকতে পারো, ফটোশপ বেশি র্যামে ভালো কাজ করে। এক্ষেত্রে বৃহৎ র্যাম থাকলে বেশি ডাটা র্যামে কপি হয়ে যায়। এই যে টেম্পোরারি ডেটা কপি করছি, বিভিন্ন অ্যাপস থেকে এগুলোকেই unimportant বলতে পারো। কম্পিউটারের র্যামের ডেটা ছেড়ে দিতে হয়। রিলিজ না করলে পরের বার BSOD আসবে।

আমার পিসি একটা নয়। আর মাল্টিবুট তো আছেই। স্ক্র্যাচের ওটা ম্যাক ওস।


আমার কথাগুলো কাজে লেগেছে তাহলে? খুবই খুশি হলাম।


শুভকামনা সবসময়!


২৪| ১৫ ই জুন, ২০২০ রাত ১:০২

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, একটা সমস্যার জন্য আবার একটু বিরক্ত করছি..।
আমার এক ছোট ভাইকে আপনার এই লেখার লিংক দিলাম, মেসেনজারে।
ওর ওয়াইফাই আছে, তো ফোন দিয়ে গেলো লিংকে,
আপনার লেখাটা আসলো না, মেইন পেজ আসলো মোবাইল ভার্সন এর, এটা কেনো আসছে বুঝলাম, লিংক ডিফরেন্ট।
কিন্তু, তারপর পিসি দিয়ে গেলো, তখন আসলো... বাট সাথে সাথেই পিসি রিস্টার্ট করলো।
ও তো ভয় পেয়ে গেছে। ওর অ্যান্টি ভাইরাস দূর্বল। তো পরে স্ক্যান করতে টাইম লাগলো। তারপর ওকে নাকি বলতেছে সাইট বিপদজনক!!
আমি কিছুই বুঝলাম না, আপনি কি কিছু বলতে পারেন এই ব্যপারে, আমার টেনশন হচ্ছে!
TIA ভাই

১৫ ই জুন, ২০২০ রাত ১:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আপাততঃ মোবাইলে ওয়েবসাইটের লিংক ওপেন করলে মোবাইল সাইটের হোমপেজে চলে যায়। এটার কারন সহ ব্লগ কতৃপক্ষকে ইমেইল পাঠিয়েছি। 301 Status Code। ডেস্কটপ মোড অন করে মোবাইল ব্রাউজ করতে বলো।

সামহোয়্যারইন ব্লগ কোনো ম্যালিশিয়াস সাইট নয়। তবে archive.org কে কিছু আজেবাজে এন্টিভাইরাস ম্যালিশিয়াস ধরতে পারে। এটা দেখোঃ
https://www.virustotal.com/gui/url/0eb4cb57c8e3890cb32b2f45dffc7f6d1d60efa1256e91d1a145251b0a4288db/detection

তোমার বন্ধুকে এন্টিভাইরাস চেঞ্জ করতে বলো। পিসি রিস্টার্ট করার কারন হলো উল্টাপাল্টা এন্টিভাইরাস। এই পোস্টে বর্নিত workaround কাজে দিবে।

২৫| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৩:২৩

মাহমুদ০০৭ বলেছেন: সামুতে একসময় প্রচুর টেকি পোষ্ট আসত।
অনেকদিনপর পর সামুতে দরকারী কোন টেকি পোষ্ট পড়লাম।
প্রিয়তে নিচ্ছি।
ভাল থাকবেন /

১৬ ই জুন, ২০২০ ভোর ৫:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সেসব দিনের কথা কি ভোলা যায় ;)

ধন্যবাদ ভাই। ভালো থাকুন।

২৬| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৯

করুণাধারা বলেছেন: খুব ভালো পোস্ট! অনেক ধন্যবাদ।

১৬ ই জুন, ২০২০ ভোর ৫:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

২৭| ১৬ ই জুন, ২০২০ বিকাল ৩:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: িআমার ল্যাপটপের উইন্ডোজ ইনএকটিভেট হয়ে আছে
কী করবো?

সুন্দর পোস্ট

১৬ ই জুন, ২০২০ বিকাল ৩:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: উইন্ডোজ কিনে থাকলে সেটার লাইসেন্স কি ব্যবহার করো। আর না কিনে থাকলে চেনা জানা কারো কাছ থেকে এক্টিভেট করে নাও। যদি ল্যাপটপের সাথে জেনুইন উইন্ডোজ দেওয়া থাকে তাহলে লাইসেন্স কি লাগার কথা না। কিছু ল্যাপটপের পেছনের অংশে লাইসেন্স কি এর স্টিকার থাকে।

২৮| ১৬ ই জুন, ২০২০ বিকাল ৩:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রিয়তে রাখলাম

২৯| ১৬ ই জুন, ২০২০ বিকাল ৩:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি এক পরিচিত ছোট ভাইয়ের সাহায্যে কিনেছিলাম এলিফ্যান্ট রোড থেকে এক বছর হলো মাত্র এখনি মেয়াদ শেষ হয়ে গেলো।
এমন কেউ আশে পাশে নেই যে এই কাজটা করে দেবে :( সময় ভালো হোক দেখি কি করা যায়

১৬ ই জুন, ২০২০ বিকাল ৩:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: Search এ যেয়ে winver লিখে এন্টার চাপো। কয়দিন মেয়াদ সেটা দেখাবে।

সাধারণত উইন্ডোজ লাইসেন্স একবার কিনলে সারাজীবন চলে যায় (১০০ সামথিং ডলার)। উপরের মেথডে যদি দেখো মেয়াদ শেষ, তাহলে Settings এ যেয়ে Activation এ যাও। তারপর Troubleshot এ ক্লিক করে যা বলে সেটা করো।

এরপরেও না হলে, সার্চে লেখোঃ
cmd
এরপর Run as administrator
তারপর নিচের কমান্ড টাইপ করোঃ
slmgr –rearm

৩০ দিনের লাইসেন্স পেয়ে যাবে।

৩০| ১৬ ই জুন, ২০২০ রাত ৯:৫৬

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্যের প্রথম কথাটার সাথে আমি একমত। এটা আমারও কথা। তাই এ পোস্টে ভালোলাগা এবং পোস্ট "প্রিয়" তে।

১৭ ই জুন, ২০২০ সকাল ৮:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আমরা কম্পিউটার চালাতে গিয়ে যেসব কমন সমস্যার সম্মুখীন হই সেগুলো নিয়েই এই লেখা। আশাকরি এই পোস্ট আপনার কাজে লাগবে :)

প্লাস এবং প্রিয়তে নেওয়ার জন্য কৃতজ্ঞতা .....


(আগের একটি কমেন্টের নোটিফিকেশন পেতে পারেন । সেটা ভুলে মুছে গেছে)

৩১| ১৭ ই জুন, ২০২০ সকাল ১১:০৯

পুলক ঢালী বলেছেন: পটেরিক্স ভাই, সমস্যা হয়ে গেছে আমি প্রথমে Quick mode এ Microsoft Safety Scanner চালিয়েছিলাম তারপর আপনার দেওয়া Link থেকে C cleaner ডাউনলোড করেছিলাম (ওটার পিছন পিছন AVG চলে এসেছিল এবং ২১ নং মন্তব্যর মত সমস্যা করছিল ফলে আনষ্টল/ডিলিট করে দিয়েছি) C cleaner রান করাবার পর ওটা যে কি কি মুছে দিয়েছে আল্লা মালুম আমার কম্পু slow হয়ে গেছে। এখন Full scan mode এ Microsoft Safety Scanner রান করাচ্ছি । আপনি বলেছেন Windows Genuine থাকলে Defender enough আগেই বলেছি আমারটা জেনুইন । আমি KVRT ডাউনলোড করে রেখেছি চালাবো কিনা ভাবছি। কোন পরামর্শ আছে ? KVRT চালালে ওইটা কি Defender কে সাময়িক বন্ধ রেখে স্ক্যান শেষ করে তারপর ডিফেন্ডারকে আবার পাহাড়াদার হিসেবে বহাল করবে ? মাথা নষ্ট ;) :D
আর্কিমিডিস ভাই (আমি দায়ী নই) ভাল থাকুন ।

১৭ ই জুন, ২০২০ দুপুর ১২:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন:




আপনার কি C drive ভরে গেছে??? সবার আগে একটা রিবুট দিন।


কোনো এন্টিভাইরাস চালানোর সময় অন্য কোনো এন্টিভাইরাস থাকলে সেটা অফ করার দরকার নেই। তবে একসাথে দুটো একইসময়ে স্ক্যান করবেন না।

আপনি Full scan mode এ Safety Scanner স্ক্যান করুন। এরপরে ইচ্ছে হলে KVRT চালাতে পারবেন। এই দুটোই ফ্রি এবং ইনস্টলেশন করা লাগে না ( Portable Software) তাই ডিফেন্ডার অন থাকতেই চালাতে পারবেন। অফ করার দরকার নেই।

এরপর এটা ট্রাই করতে পারেনঃ
https://support.microsoft.com/en-us/help/929833/use-the-system-file-checker-tool-to-repair-missing-or-corrupted-system


Genuine Windows এর Defender ই এনাফ বাট এখন কিছু আপডেট Defender কেই Faculty করে দিচ্ছে। এটা সাময়িক তবে নিজে সতর্ক থাকলে, (কেনো ক্র্যাক জাতীয় সফটওয়্যার না চালালে) Defender is Enough. (নিয়মিত আপডেট না করলে সব এন্টিভাইরাসই ছাগল হয়ে থাকবে)

তবুও আপনি যদি কোনো ভাইরাসের শিকার হওয়ার সম্ভাবনা পান, Kaspersky কিনতে পারেন। এটাই পৃথিবীর সেরা এন্টিভাইরাস। আমেরিকার কোথাও এটা না পেলে Bitdefender নিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছে।


Ccleaner এর কিছুটা কুখ্যাতি আছে। স্পেশালি Avast কেনার পরে। ওটার লিংক পোস্ট থেকে সরিয়ে দিবো। Avast ততটা ভালো এন্টিভাইরাস নয়।


আর শায়মাপু আমাকে আর্কিমিডিস বানিয়ে দিয়েছে X((


৩২| ১৭ ই জুন, ২০২০ সকাল ১১:১৭

পুলক ঢালী বলেছেন: একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম Hard Disk Sentinel ও ব্যবহার করেছি।

১৭ ই জুন, ২০২০ দুপুর ১২:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: Hard Disk Sentinel হার্ডডিস্ক ভালো খারাপ চেক করতে ব্যবহৃত হয়।

আপনি শিওর ওটা AVG???

Ccleaner টা আমি এবার নামিয়ে দেখবো। পোস্ট করার সময় স্ক্যান করে নিয়েছিলাম। দেখি AVG নাকি Avast আসে।

৩৩| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১২:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: Ccleaner এর এন্ট্রি রিমুভ করা হলো। অনেকেরই এই সফটওয়্যার ব্যবহার করতে সমস্যা হচ্ছিল।


বিষয়টা আমি চেক করে দেখবো।

৩৪| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৩:০০

পুলক ঢালী বলেছেন: পটেরিক্স ভাই,প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এমন একটা পোস্ট দেওয়ার জন্য। Full scan mode এ Safety Scanner চালাবার পর ৭টা Threat ধরা পড়ে কিছুটা ডিলিট করা গেছে কিছুটা কোয়ারাইনটাইনে আছে ওগুলো রিমুভ করলেও থাকে, একশন বাটনে ক্লিক করলে আলাউ অপশন আসে তা সেভাবেই রেখেছি। C ড্রাইভ ১০০ জিবির মধ্যে ৫৯.২ জিবি খালি আছে।
Hard Disk Sentinel রান করাবার পর বলছে ১০০০ বৎসর থুক্কু দিনের জন্য ঠিক আছে। :D
স্পীডও ঠিক আছে। KVRT ডাউনলোড করা থাকলো প্রয়োজন হলে রান করাবো।
আপনি শিওর ওটা AVG??? জ্বী! স্যার, ওটা তাই ছিল পোড়া চোখে মনে হয় তাই দেখেছিলুম :D

ভাল থাকুন পাখী ভাই:D :D

১৭ ই জুন, ২০২০ বিকাল ৪:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: আসলে বিজি থাকার কারনে আমার খেয়ালই ছিলো না যেঃ Avast bought AVG long ago যদিও দুটো নামই বিরাজমান আছে। ( দুটোকেই আমার পছন্দ হয় না (Resource Hungry))

যাক বাবা... আপনার সমস্যা তাহলে মিটলো :D

Default Installation নিয়ে একটা পোস্ট দিবো সামনে। যেন আবার একটা জিনিস ইনস্টলেশন করতে যেয়ে আরেকটা না ইন্সটল হয়ে যায়।

কিছুদিন কোয়ারান্টাইনে থাক।

পিসি নিয়মিত আপডেট করতে ভুলবেন না।


৩৫| ১৮ ই জুন, ২০২০ সকাল ১০:০৮

জাফরুল মবীন বলেছেন: কাজের পোস্ট।ধন্যবাদ ভাই।
পোস্ট প্রিয়তে।

১৮ ই জুন, ২০২০ সকাল ১১:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রিয়তে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

ভালো থাকুন।

৩৬| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৩

নিমো বলেছেন: আপনার এই লেখা পড়ে আমার The IT Crowd এর মত cult television series এর কথা মনে হয়ে গেল। :-B

আপনার এই লেখা পড়ে আমার The IT Crowd এর মত cult television series এর কথা মনে হয়ে গেল। :-B









১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: :D
:D :D
:D :D :D
:D :D :D :D
:D :D :D
:D :D
:D

৩৭| ২০ শে জুন, ২০২০ রাত ১:২২

নিমো বলেছেন: সুপারডুপার বলেছেন: পোস্টটি উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য কাজের।
এইসব সমস্যার জন্য অনেক আগে উইন্ডোজকে বিদায় দিয়ে ম্যাক ধরছি। আসুন সবাই ম্যাকের আলোয় আলোকিত হই !!!

২০ শে জুন, ২০২০ ভোর ৬:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: লিনাক্স ইজ দা বস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.