নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

যেভাবে দেখবেন কোনো ওয়েবসাইট ব্লক কিনা

১৯ শে জুন, ২০২০ দুপুর ২:৫৯



ইন্টারনেট বর্তমানে আমাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। একইসাথে লেজ হিসেবে এসেছে সেন্সরশীপ। সোজা কথায় ওয়েবসাইট বা রিসোর্স ব্লকিং। আমার আজকের লেখা এই ব্লক শনাক্তকরণ নিয়েই। খুব সহজেই জানুন কোনো সাইট ব্লক কিনা।

তাহলে সময়ক্ষেপণ না করে আপনার প্ল্যাটফর্ম অনুযায়ী নিচের অ্যাপটা নামিয়ে নিনঃ
লিংকঃ https://ooni.org/install/

এখানে আমি OONI Probe এর এন্ড্রয়েড ভার্সন ব্যবহার করছি। অ্যাপটা চালু করার আগে কোনো VPN বা Proxy থাকলে বন্ধ করতে ভুলবেন না

ইনস্টলেশন হয়ে গেলে নিচের মতো আসবেঃ


Got it এ ক্লিক করুন। তারপর এমন দেখাবেঃ


I Understand এ ক্লিক করুন।

এরপর দুটো Pop-up Quiz আসবে। নিচের দুটো স্ক্রিনশটের মতোঃ




দুটোর উত্তরই True দিন। এরপর স্ক্রিনেঃ



Let's Go তে ক্লিক করুন।

নিচের মতো আসবেঃ


Websites লেখা কার্ডে অর্থাৎ বেগুনি কার্ডে ক্লিক করুনঃ


Choose websites এ ক্লিক করুনঃ


URL বক্সে কাঙ্ক্ষিত লিংক লিখুন। অনেকগুলো লিংক একসাথেও টেস্ট করতে পারবেন। তারপর RUN এ ক্লিক করুন।

Note: http এবং https দুটো দিয়েই ট্রাই করবেন।

নিচের মতো বেগুনি সাদা পৃথিবী লোডিং হবে।


এরপর Test Results দেখতে পাবেন। কোনো সাইট ব্লক হলে [সংখ্যা] blocked দেখাবে।

সামহোয়্যারইন ব্লগের টেস্ট রেজাল্টঃ


সামুরটা কিন্তু নিজে হাতে ব্লক করে দেখিয়েছি :D


আরও ফাংশনালিটি আছে। সেগুলো নিজে নিজে টেস্ট করুন।

এই অ্যাপ কি সত্যি কাজ করে?
হ্যাঁ।

Exceptions:
আপনার হোম রাউটারে ব্লক থাকলেও ব্লক দেখাতে পারে। একইসাথে অফিসের ফায়ার ওয়াল বা ব্লকিং সফটওয়্যারের কারনেও ব্লকড দেখাতে পারে। আর কোনো অ্যাপই ১০০% একুরেট নয়। ফলে অনেক সময় যেসব সাইট একসেস করা যাচ্ছে সেটাও কিংবা যেটা একসেস করা যাচ্ছে না সেটাও ব্লকড বা আনব্লকড দেখাতে পারে।


ব্যবহৃত অ্যাপের সোর্সকোডঃ
https://github.com/ooni

বাংলাদেশের ব্লকড সাইটের লিস্টটা ২ বছরের পুরোনো। এটাকে Github এর মাধ্যমে আপডেট করার অনুরোধ রইলো। যে কেউ এখানে Contribute করতে পারবেন। বিশেষতঃ সামহোয়্যারইন ব্লগের লিংকটা যুক্ত করতে ভুলবেন না।



কৃতজ্ঞতাঃ
১। ব্লগার কাল্পনিক_ভালোবাসা
আমাকে ব্লকড সাইটের একটা লিস্ট সরবরাহ করার জন্য।

২। Open Observatory of Network Interference (OONI)
চমৎকার এই সিস্টেমের জন্য।
https://ooni.org/about/#contact
ইমেইলঃ [email protected]

৩। University of Michigan

৪। Red Hat, Inc.
https://www.redhat.com/en

৫। কতিপয় VPN

৬। Markus Winkler
পোস্টের প্রথম ছবিটির জন্য

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: কত কি যে শেখার আছে!

১৯ শে জুন, ২০২০ রাত ৯:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ রাজীব ভাই।

২| ১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই ধরনের চমৎকার টেকি পোষ্টে ব্লগারদের আরো বেশি অংশগ্রহন পেলে আনন্দ লাগত।
আচ্ছা, ধরুন কোন কোম্পানী আমার সাইট বন্ধ করে রেখেছে এটা জানার উপায় আছে? যেমন ধরুন জিপি যে আমাদের সাইট বন্ধ করে রেখেছে, এটা বুঝার কোন উপায় আছে??

১৯ শে জুন, ২০২০ রাত ৯:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: আলোচনা হলে ভালোই হতো, তবে সেরকম কাউকে তো এখন পর্যন্ত দেখলাম না!

আচ্ছা, ধরুন কোন কোম্পানী আমার সাইট বন্ধ করে রেখেছে এটা জানার উপায় আছে? যেমন ধরুন জিপি যে আমাদের সাইট বন্ধ করে রেখেছে, এটা বুঝার কোন উপায় আছে??

সংক্ষিপ্ত উত্তরঃ
জিপির স্টেটমেন্ট এবং এই অ্যাপ।

বিস্তারিত উত্তরঃ
কোনো ওয়েবসাইট ব্রাউজ করার অর্থ হলো ঐ সাইটের সার্ভারে কানেক্ট করা এবং ডেটা রিসিভ করা। এটাকে আমরা মোবাইলে কল করার সাথে তুলনা করতে পারি। আমরা যখন কল করি তখন দুই পক্ষেরই মোবাইল সচল থাকতে হয়। কিন্তু এরপরেও আমাদের কলটি বাধা পেতে পারে নেটওয়ার্ক জনিত কারনে। এখানে দুই পক্ষের মোবাইল হলো সাইট আর ব্রাউজার। মাঝখানের জিনিসটা (নেটওয়ার্ক) কে আইএসপি ধরতে পারেন।

আমাদের ফোনে যেমন সমস্যা থাকতে পারে, তেমনি সাইটেও সমস্যা থাকতে পারে। আবার অপারেটরও দায়ী হতে পারে। কোনো সমস্যা নেই বলার জন্য আমাদের কনফার্ম করতে হবে,
১। আমার ডিভাইস ঠিক আছে
২। আইএসপি থেকে ব্লক নেই (তাদের স্টেটমেন্ট)
৩। সাইটে সমস্যা নেই।

গ্রামীণফোনের কিছু ইউজার সাইটে ঢুকতে পারে, আবার কিছু ইউজার পারে না। এক্ষেত্রে যেটা কাজ করছেঃ

১। http://somewhereinblog.net

উপরের লিংকটা ফায়ারফক্সে জিপি দিয়ে ওপেন হওয়ার কথা নয়। ক্রোমে ওপেন হবে৷

কিন্তু,

২। https://www.somewhereinblog.net

এটা লোড হবে। ট্রাই করে দেখুন।

কারন?
হয়তো গ্রামীণে সাইটটা ব্লকড (http লিংকটা)। কোনো সাইট ব্লক করা হলে সাধারণত http টাই করা হয়। এখানে একটা বিষয় হলোঃ আপনার সরবরাহ করা লিস্টের কিছু সাইট রাতে ওপেন হয়ে যায়। অন্যান্য সময় সাইটগুলোর SSL এবং non-SSL দুটোই বন্ধ থাকে। এমনটা জিপির ক্ষেত্রে দেখেছি। ( এটা আমার টেস্ট ডিভাইসের DNS এর কারণেও হতে পারে)। সামহোয়্যারইন ব্লগের ক্ষেত্রে ব্লক শুধু http লিংকেই হয় এবং সেটা স্পেসিফিক ব্রাউজারে (এটাও টেস্ট ডিভাইসের উপর নির্ভরশীল)

এমনটা হতে পারে আইএসপির কমার্শিয়াল সফটওয়্যারটা (যেটা দিয়ে ব্লকিং করে) সেটা কিছু সময় বন্ধ থাকে। তখন সবকিছু ওপেন হয়ে যায়

আবার, ডিভাইসের DNS পরিবর্তিত হলেও সাইটে রিচ করা যেতে পারে।

সাইটের কনফিগারেশনের কারনেও সেটা আনরিচেবল হতে পারে।

সুতরাং জিপি যে ব্লক করে রেখেছে, সেটা আপাততঃ এই অ্যাপ দিয়েই বুঝতে হবে।

অতএব,
১। অপারেটরের সাথে যোগাযোগ করুন।
২। একজন Network Engineer এর শরণাপন্ন হতে পারেন।
৩। সাইটের সমস্যা আছে কিনা কনফার্ম করুন।

৩| ২০ শে জুন, ২০২০ রাত ১:০১

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি ফোরজি চালান, জোশ!!

আচ্ছা, কোন লিংক বা লিংকের প্রিভিউ দেখে কি বোঝা সম্ভব যে লিংকটি/ সাইটটি ক্ষতিকারক বা ঝামেলা যুক্ত?

গুগলে সার্চ দিতে পেতাম, বাট আপনাকে জিগ্যেস করতে কমফোরটেবল ফিল করি :``>> :D
আর অন্যদেরও উপকার হবে আশা করি, উত্তর থেকে!
TIA ভাই
Good night.

২০ শে জুন, ২০২০ ভোর ৬:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: এটা একটা ভার্চুয়াল ডিভাইস। LTE, ওয়াইফাই, ফুল ব্যাটারি সহ যেসব জিনিস দেখছো সবগুলোই Demo mode এ পেয়ে যাবে (যেকোনো ডিভাইসের Developer Options এ)।

আমি পার্সোনালি গুগলের পিক্সেল ডিভাইসে কাস্ম ওস ব্যবহার করি। পোস্টের ডিভাইসটাও কিন্তু পিক্সেল :D

লিংক দেখে বুঝতে চাইলে Virustotal বা urlscanner.io ব্যবহার করো। শর্ট ইউআরএল হলে এক্সপ্যান্ড করলেই বুঝতে পারবে। এটা নিয়ে আমার পোস্ট আছে। দেখতে পারো।


ওয়েবসাইটের প্রিভিউ দেখে? সাধারণ মানুষ বুঝতে পারবে না। এক্সপেরিয়েন্স দরকার।


গুড নাইট ( বাংলাদেশী টাইমে পোস্ট করার এই এক মজা। ভিউ বেশি পাওয়া যায় আবার প্রথম পাতায় শুরুতেই থাকে ;) )

২০ শে জুন, ২০২০ ভোর ৬:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: *URL Scanner এর লিংক এটাঃ https://urlscan.io/

৪| ২০ শে জুন, ২০২০ রাত ১:০৫

সাহাদাত উদরাজী বলেছেন: ডেক্সটপে এমন কিছু আছে কি!

২০ শে জুন, ২০২০ ভোর ৬:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: অবশ্যই আছে!!!!

সবধরনের ডিভাইসের জন্যই পেয়ে যাবেন। আপনার জন্য লিংকঃ

https://ooni.org/install/desktop

৫| ২০ শে জুন, ২০২০ রাত ২:১২

নিমো বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জিপি যে আমাদের সাইট বন্ধ করে রেখেছে, এটা বুঝার কোন উপায় আছে??
একটা উপায় হতে পারে গ্রামীনফোনের ডেটা চালু করে তা দিয়ে আপনার সকল ব্যবহৃত মাধ্যম (কম্পিউটার, স্মার্টফোন) দিয়ে ঢুকতে পারছেন কিনা দেখা। তারপর অন্য মোবাইল ফোন অপারেটর ও ব্রডব্যান্ড দিয়ে চেষ্টা করে বোঝা। আমি ব্রডব্যান্ড ও টেলিটক দিয়ে ঢুকতে পারি কিন্তু গ্রামীনফোন দিয়ে পারি না। আপনাদের আইপি অ্যাড্রেস দিয়ে সরাসরি চেষ্টা করে পারিনি (সম্ভবত ক্লাউডফ্লেয়ারের কারণে)। আপনাদের কি .net ছাড়া অন্য ডোমেইন কেনা নেই, ইস্টিশন যেমন .blog ব্যবহার করে।

২০ শে জুন, ২০২০ ভোর ৬:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: ডিরেক্ট আইপি দিয়ে Cloudflare সাইট একসেস করতে দেয় না। কেননা একই আইপিতে হাজারটা সাইট থাকতে পারে।

৬| ২০ শে জুন, ২০২০ সকাল ৮:২৫

বিজন রয় বলেছেন: আমাকে একটু ট্রেনিং দিবেন?

২০ শে জুন, ২০২০ সকাল ৮:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: ট্রেনিং?

৭| ২০ শে জুন, ২০২০ দুপুর ২:৫২

নিমো বলেছেন: লেখক বলেছেন: ডিরেক্ট আইপি দিয়ে Cloudflare সাইট একসেস করতে দেয় না। কেননা একই আইপিতে হাজারটা সাইট থাকতে পারে।
সেটা ঠিক আছে। আমিতো কেবলমাত্র একজন End user এর দৃষ্টিকোণ থেকে লিখেছি। ব্লগ কর্তৃপক্ষ নিশ্চয়ই ক্লাউডফ্লেয়ারের নিরাপত্তা মাত্রার কারণে সমস্যা হচ্ছে কিনা সেটাও বুঝতে পারবে। আমার উদ্দেশ্য হল crowdsource করে কিছু তথ্য নিয়ে সেটার ভিত্তিতে কোন সিদ্ধান্তে আসা যায় কিনা দেখা। যেমন ব্লগের ১০০ জন গ্রামীনফোন ব্যবহারকারী যদি আপনার বলা উপরোক্ত পদ্ধতি (এই অ্যাপ, http,https,SSL,non-SSL, ওয়েব ব্রাউজার বদল,DNS বদল) অনুসরণ করে এবং ধরা যাক ৯০ জন আমার মত ঢুকতে পারল না কিন্তু ১০ জন পারল। এখন ঐ ১০ জন কেন পারল সেটা থেকে তথ্য নিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে গ্রামীনফোনের সাথে কথা বলা যেতে পারে। ডোমেইন বদলে চেষ্টা করা যেতে পারে। ভালো থাকুন, নিরাপদ থাকুন (পরিবার-পরিজন সহ)

২১ শে জুন, ২০২০ দুপুর ১:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ।

ডোমেইন বদল করাটা আসলে কোনো সমাধান নয়। দেখা যাক ব্লগ কতৃপক্ষ কি করেন!

২৩ শে জুন, ২০২০ দুপুর ১:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: একটা পোস্ট টোস্ট দিন।

৮| ২৩ শে জুন, ২০২০ দুপুর ১:৩৭

নিমো বলেছেন: লেখক বলেছেন: একটা পোস্ট টোস্ট দিন।
আমি এমনিতেই অলস। তার উপর অফিস, পরিবার সব মিলিয়ে হাতে সময় থাকে না। ২৭ তারিখে বার্ষিক সাধারণ সভা। আপাতত সেটা নিয়ে ব্যস্ত। তাছাড়া একটা পোস্ট করতে যে মাত্রার জ্ঞান ও সময় দরকার তা আমার নেই। তবে আমার মন্তব্যের জেরে ব্লগের কেউ কেউ টোস্ট হয়েছেন। =p~ এই মন্তব্যটাও দুপুরের খাবার ফাঁকে দিলাম। বলা যায় না অচিরেই হয়তো পোস্ট হবে।

২৪ শে জুন, ২০২০ সকাল ৯:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: :D

লিখুন, সময় নিয়েই লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.