নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ ভুলোদা

২৮ শে জুন, ২০২০ সকাল ৭:৪৪


ভুলোদা আমাদের স্কুলের একমেবাদ্বিতীয়ম আদুভাই। ঠিক কয় বছর স্কুলের গরাদে আটকে আছেন সেটা ভুলোদারও মনে নেই। নবম শ্রেণীতে উঠেই আমরা ভুলোদাকে পাই। আমরা মানে, আমি, মধু, করিম ও নীল। ভুলোদা সমেত পাঁচ রত্ন!

একই এলাকায় থাকার সুবাদে একসাথে চলাচল শুরু হয়। সঙ্গে চা পানের মতোই লুকিয়ে-চুরিয়ে সিগারেট পান । লিডার ঐ ভুলোদাই । চায়ের দোকানের এদিকটায় তেমন লোকজন আসে না। সুতরাং স্যারেরও ভয় নেই। এমনিই এক দিনে গল্প হচ্ছে। যথারীতি ভুলোদা তার কথার তোড়ে পপকর্ণ ফুটিয়ে দিচ্ছেন।

"স্কুলের ক্লাসগুলো একেকটা তলা। আমার হাইট একটু কম হওয়ায় ৯ তলায় লাফ দিতে সময় লাগলো। শাহেদ তো লম্বা ঢ্যাঙা সহজেই ৮ তলা পেরিয়ে যায়। আর মধু তো মোটাসোটা ওই পেটটা ফুলিয়েই উড়ে যায় ", ভুলোদার কথার গাড়ি চলছে। মধুই আটকালো। "আচ্ছা ভুলোদা, নীল কিভাবে ওপর ক্লাশে যায়? ওর হাইট তো তোমার মতোই "। ভুলোদা কটমট করে তাকান। আমরা চুপ মেরে যাই।

"বিল মিটিয়ে দে। আজকেও মানিব্যাগটা হোস্টেলেই রেখে এসেছি ", ভুলোদার আদেশ অমান্য করা আমাদের কম্ম নয়। "বাঃ কবেই আনলে তুমি! ", বলে মধুই বিল মিটিয়ে দেয়। আমরা উঠি। সবার অলক্ষ্যে মধুর পিঠে একটা কিল পড়ে। চায়ের দোকানে বচসা ভালো না।


সেই ভুলোদা কিভাবে ১০ তলা বিল্ডিংকে এক মোক্ষম প্যাঁচে ফেলে কলেজ উপড়িয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো সে এক রূপকথাই। এরপর বিভাগীয় প্রথম হয়ে যখন স্কলারশিপ বাগিয়ে ফেললো, তখন কলেজ ফেল নীল সুদ্ধ হা। তারপর বহুদিন আর দেখা নেই। করিম বিসিএস দিলো। আমি এক বেসরকারি প্রতিষ্ঠানে। মধু শুরু করলো ব্যবসা।

স্কুলের এক পুনর্মিলনীতে ভুলোদার সঙ্গে আবার দেখা। রূপবতী স্ত্রী এবং পুত্র সমেত। আমরা সবাই আবারো হা।" ভুলোদা দেখছি এখানেও গোল দিয়ে বসে আছে!", আমিই বলি। পুরনো দিনের স্মৃতিচারণা শুরু হয় । এই কথা সেই কথার মাঝেও ভুলোদা চুপচাপ। "ব্যাপার কি ভুলোদা! কথা বলছো না কেন? " করিম শুধোয়। ভুলোদা শুরু করেন।

ভালোই এগোচ্ছিলো। বাগড়া দিলেন মিসেস ভুলো স্বয়ং। "এখানেও রাজাউজির মারতে শুরু করেছ! "। ভুলোদা স্পিকটি নট হয়ে উঠে যান।"ভুলোদা গোলটা তাহলে নিজের জালেই..... ", মধু বলতেই আমরা হেসে উঠি। বেচারা ভুলোদা!

মন্তব্য ৩৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২০ সকাল ৮:০৪

আমি সাজিদ বলেছেন: পটলডাঙ্গার টেনিদাটাকে পাশ টাশ করাতে পারেনি নারায়ন বাবু। আপনি এপারের ভুলোদাকে পাশ করিয়েই ছাড়লেন। যাক ভালোই৷

২৮ শে জুন, ২০২০ সকাল ৮:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: হা হা... এই দেখুন কান্ড! টেনিদার কথা আমার মনেই ছিলো না। আপনার কথায় মনে হলো। পটলডাঙার টেনি শর্মা ডি লা গ্র্যান্ডি মেফিসটো... :D

পাশ করেও লাভ কি হল? গোলটা তো মিসেস ভুলোই দিলেন ;)


সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ রইলো :)

২| ২৮ শে জুন, ২০২০ সকাল ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


মানুষকে সুখী হতে দেখলে খুবই ভালো লাগে।

২৯ শে জুন, ২০২০ রাত ৮:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আমারও।

৩| ২৮ শে জুন, ২০২০ সকাল ৮:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহারে ভুলো দা ;)

+++

২৯ শে জুন, ২০২০ রাত ৮:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আহা ;)

৪| ২৮ শে জুন, ২০২০ সকাল ৯:১৫

সেলিম আনোয়ার বলেছেন: মুখে রাজা উজির মেরে যদি সুখে থাকেন মন্দ নয় কিন্তু।

২৯ শে জুন, ২০২০ রাত ৮:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: একদম ঠিক!!!

৫| ২৮ শে জুন, ২০২০ সকাল ৯:৩৮

নৃ মাসুদ রানা বলেছেন: ভুলোদা, নতুন নামকরণ।

২৯ শে জুন, ২০২০ রাত ৮:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই নাকি?

৬| ২৮ শে জুন, ২০২০ সকাল ১০:২২

বিজন রয় বলেছেন: একমেবাদ্বিতীয়ম শব্দটি অনেক দিন কোথাও লিখিনি বা ব্যবহার করিনি। এখন যদি লিখতে চাই তো নিশ্চিত বানানটি ভুল করতাম। আপনি শব্দটি সামনে এনে আমার উপকারই করলেন।

কিন্তু ভুলোদা আদুভাই হলো কিভাবে, সে তো সব জায়গায় জয়ী?
আমি তো ভাবছিলাম রামের সুমতির সেই ছেলেটা..... কি যেন নাম, তার মতো। অথবা ডোরেমন কার্টুনের সেই জিয়ান।

লেখকের পক্ষে কোন চরিত্র অর্থবহ করা চাট্টিখানি কথা নয়। আপনার ভুলোদা পড়ে অনেক লেখকের অনেক চরিত্রের কথা মনে পড়ল। মানে আপনি স্বার্থক।

ভাল আছেন আপনি?

২৯ শে জুন, ২০২০ রাত ৮:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি আমার খোঁজখবর রাখেন ব্যাপারটা আমার কাছে খুউব ভালো লাগে। একদম সত্যি বলছি কিন্তু!

আমি ভালো আছি। তবে মনটা ভালো নেই। পৃথিবীর এই অবস্থা চোখে সহ্য করা যায় না। কবিতার কলম থেমে গেছে, থেমে গেছে গোটা পৃথিবী!

উপকার হলে তো ভালোই!

বাংলার অনেক শব্দই এখন ব্যবহার হয় না :(


কিন্তু ভুলোদা আদুভাই হলো কিভাবে, সে তো সব জায়গায় জয়ী?
সবার সময় কি এক যায়? নীল ছিলো টপার কলেজে এসে ফেল। ভুলো ছিলো আদুভাই হয়ে গেল....
নীচে আহমেদ জী এসের কমেন্টটাই দেখুন। ভুলোদা এবং প্রশ্নফাঁস জেনারেশন :D :D

আপনার ভুলোদা পড়ে অনেক লেখকের অনেক চরিত্রের কথা মনে পড়ল।
ভাবনার খোরাক পেয়েছেন তবে? খুশি হলাম। পোস্টের প্রথম কমেন্ট পড়েই মাথায় এলো টেনিদার কথা। তারপর আপনার এই কমেন্টে এলো রামের সুমতি সঙ্গে এক কার্টুন :D
আমার মনেও অনেক চরিত্র উদিত হলো আপনাদের কমেন্ট পড়ে।

একেকটা লেখাকে একেকজন বিভিন্নভাবে ইন্টারপ্রেট করতে পারে। যেমনঃ আকাশের মেঘের কথাই ধরুন! ছোট্ট বাচ্চা চকলেট দেখে আর আমি আপনি দেখি রমণী... । আমার লেখার সাথে মেঘ টেনে আনাটা বোধহয় গোস্তাকি হয়ে গেল। উদাহরণ হিসেবে নিতে পারেন।


আমার লেখালেখির আসলো কোনো ঠিক নেই। ইচ্ছে ডানায় ভর করে কলম চলে তো.... যখন মন চায় লিখি। কত সিরিজ শুরু করে বাদ পড়ে আছে... ইয়ত্তা নেই!


আপনার মন্তব্যটা বেশ লেগেছে। কৃতজ্ঞতা রইলো.....



৭| ২৮ শে জুন, ২০২০ সকাল ১১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

২৯ শে জুন, ২০২০ রাত ৮:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ আপু।

৮| ২৮ শে জুন, ২০২০ সকাল ১১:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ সুন্দর একটা পোস্ট।

২৯ শে জুন, ২০২০ রাত ৮:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ ভাই ।

৯| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:৪২

পদ্মপুকুর বলেছেন: ভুলোদা তো যায়গা মতো কিছুই ভোলে না দেখছি...

২৯ শে জুন, ২০২০ রাত ৮:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: জায়গা মতো না ভুললে যে রক্ষে নেই! সাক্ষাৎ যম প্রাণ হরণ করিবেন :P

হা হা হা...

১০| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৫৯

নেওয়াজ আলি বলেছেন: বেশ ভালো লাগলো।

২৯ শে জুন, ২০২০ রাত ৮:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ।

১১| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন: মানুষকে সুখী হতে দেখলে খুবই ভালো লাগে।

আমারও।

২৯ শে জুন, ২০২০ রাত ৮:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: সেইম হিয়ার :)

১২| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:২২

ইসিয়াক বলেছেন: সুন্দর

২৯ শে জুন, ২০২০ রাত ৮:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ।

১৩| ২৮ শে জুন, ২০২০ রাত ৯:৪৮

বিজন রয় বলেছেন: কোথায় গেলেন অর্কিপটা?

২৯ শে জুন, ২০২০ রাত ৮:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: একটু বাতাস খেতে গিয়েছিলাম লবঙ্গির বনে ;)

ঋজুদার কথা মনে পড়লো। আজকে আবার বুদ্ধদেব গুহর জন্মদিন!

১৪| ২৮ শে জুন, ২০২০ রাত ১০:৪৪

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,




ভুলোদা ভুল করেই মনে হয় বিশ্ববিদ্যালয়টা ডিঙিয়েছে প্রশ্নফাঁস জেনারেশন হিসেবে। :)
আর আপনারা হলেন ডোডোপাখী, ভুলোদার পাশ করার রূপকথার কাহিনীটা ফাঁস করতে পারেন নি। :P

২৯ শে জুন, ২০২০ রাত ৮:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ভেবেছিলাম চাঁদগাজী এমন কিছু বলবেন, এদিকে দেখি আপনি উল্টো ফাঁস করে বসে আছেন :P

প্রশ্ন তো সবাই পেয়েছিল পরীক্ষার হলে। তাই হতেও পারে ;)




১৫| ২৯ শে জুন, ২০২০ সকাল ৮:১৭

আজাদ প্রোডাক্টস বলেছেন: ভুলোদার নামটা শেষের সঙ্গে ঠিক মিললো না যেন

২৯ শে জুন, ২০২০ রাত ৮:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: বউয়ের ঝাড়ির কথা উনি ভোলেননি, তাই নামখানা ঠিকই আছে ;)

১৬| ৩০ শে জুন, ২০২০ রাত ১:১৬

মা.হাসান বলেছেন: সুরঞ্জনা আপু, ভুলোদার যা চরিত্র তাতে শেষে হুলোদা হলে মানাতো, মেনিদা হওয়াটা একটা বড় টুইস্ট।

৩০ শে জুন, ২০২০ সকাল ৮:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: একজন পুরুষ ব্লগারকে আপু সম্মোধন করা, এমন একজনের নামে ডাকা যিনি এই ব্লগের একজন শ্রদ্ধেয় নারী ব্লগার - এটাকে ধৃষ্টতা বলবো নাকি স্রেফ মাতলামি?

দুয়েকটা কমেন্ট পড়ে ধরাকে সরা বানানোটা একজন ব্লগার সুলভ আচরন নয়। আমার ব্লগের লিংকে তো লেখা আছে chandgaci তাহলেই কি আমি চাঁদগাজী হয়ে যাবো? অবশ্যই না।


যাইহোক ... আমরা যতোই বাঘ-ভাল্লুক হই না কেন স্ত্রীর কাছে বেড়াল হয়েই থাকতে হয়। সেটা ভুলো, হুলো সবার ক্ষেত্রেই প্রযোজ্য।

১৭| ৩০ শে জুন, ২০২০ রাত ৯:৪০

মা.হাসান বলেছেন: কুল ডাউন হে বাপু, কেহ ধরা ছাড়িয়া উপরে উঠিয়া গেলে পিন ফুটাইয়া বাতাস বাহির করিলেই সে ফিরিয়া আসিবে।

আমি অনুমান করি আপনি সুরঞ্জনা মায়া আপুর কথা বলিতেছেন। ওনার সাথে ব্লগে সম্ভবত আমার ইন্টার‌্যাকশন হয় নাই, আমি যখন ব্লগে আসি তখন উনি ব্লগে আসা কমাইয়া দিয়েছেন। ওনার মাল্টি থাকার কথা না।

আপনি কাভা নন। কাভার আর একটাই আইডি চালু আছে, মোটামুটি সবাই জানে।

চাদগাজীর আগে দুটা আইডি ছিলো, মডুরা জব্দ করিয়াছেন। ওনার বক্তব্য ওনার কোনো মাল্টি নাই। আমি ও সেই রকমই ধারণা করি। তবে এই বিষয়ে অনেক মত আছে। কাহারো মতে ঐটি একটি বট। কেহ বলেন ঐ নিকটি একাধিক ব্লগার মিলিয়া চালান। একজন সিনিয়রের মুখে শুনিয়াছি ঐটি মডুরই নিক! কেহ বলেন চাদগাজী আদপে একজন মহিলা। আমার ধারণা আপনি চাদগাজি নন।

আমি অনুমান করিয়াছিলাম আপনি অন্য সুরঞ্জনা , অনুমানের পিছনের কারণ এই--



ঐ পোস্টের পরের কমেন্ট থেকে জানা গেলো আপনি সুরঞ্জনা না, তবে পুরুষ না নারী তা জানা ছিলো না। ব্লগে কিছু নিক আছে, পুরুষের নামে, আদপে মহিলা, আবার কোনো কোনো পুরুষ ব্লগার মহিলা নিক দিয়া ব্লগিং করেন। :|| আপনি আমার চাইতে এই বিষয় অনেক বেশি দেখিয়াছেন বলিয়াই মনে হয়।

ফেব্রুয়ারিতে সময় পাইলে আমি হয়তো নিজের অভিজ্ঞতা কিছু লিখিবো।

আপনার অনুভূতি আহত হইলে যারপরনাই দুঃখিত।

৩০ শে জুন, ২০২০ রাত ১০:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার আগের মন্তব্যের জন্য আন্তরিক ভাবে দুঃখিত! আসলে সকাল বেলায় মেজাজটা খিঁচড়ে ছিলো তারপর অমন সম্বোধন দেখে উল্টাপাল্টা বলেছি।

আমি ব্লগার সুরঞ্জনার কথাই বলেছি। আপনি যে পোস্টের ভিত্তিতে আমাকে সুরঞ্জনা ভেবে ভুল করেছেন, সেটার পরের কমেন্টেই আমি বলেছি, আমি সুরঞ্জনা নই। উপরের কমেন্টে আপনিও সেটা উল্লেখ করেছেন। ঐ কমেন্টটা আপনার চোখে আগে পড়লেই বরং এই ভুল বোঝাবুঝি হতো না।


আমার কোনো মাল্টি নিক টিক নাই । একটা আইডিই ঠিকঠাক চালাতে পারি না আর মাল্টি :D



ব্লগে অনেকেই এমন পুরুষ হয়ে নারীর নিকে ব্লগিং করেন এমনটা আমিও দেখেছি । আগে বোধহয় এদের ছাইয়া না কি যেন নিক বলা হতো :D


একটা কমেন্টের ভিত্তিতে পুরুষ নাকি নারী বিবেচনা বা ধরে নেওয়াটা একটু বোকামীই বটে! আপনি ব্লগার শায়মার পোস্টে আমার কমেন্ট দেখলেই বুঝবেন। শায়মা আমায় ভাইয়া বলেই ডাকে।


একজন ব্লগার পুরুষ নাকি মহিলা - এটা দিয়ে কি প্রমাণ বা কার্যসিদ্ধি হয়, আমার জানা নেই। যাইহোক আশাকরি আপনার ভুল ভেঙেছে।


আপনার অভিজ্ঞতা নিয়ে লেখা পড়ার অপেক্ষায় রইলাম। ভালো থাকুন :)


১৮| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫৭

খায়রুল আহসান বলেছেন: ভুলোদা নামটাতেই আছে এক ধরনের সরলতা। সরলতা শেষে সফলতা অর্জন করলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.