![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা অনেকেই নিত্যনতুন ওয়ালপেপার ব্যবহার করতে পছন্দ করি। কেউ কেউ আবার একই ওয়ালপেপার সকল ডিভাইসে ব্যবহার করেন। ডিভাইসের অপারেটিং সিস্টেমের সাথে কিছু ওয়ালপেপার আগে থেকেই দেওয়া থাকে। গুগল খুঁজলে অনেক সাইটেই এসব ডিফল্ট ওয়ালপেপার পাবেন কিন্তু একসাথে কালেকশন আকারে খুব কম সাইটেই আছে। আজকে লিখবো এমনই দুটো ওয়েবসাইট নিয়ে যেখানে এরকম কালেকশন আকারে ওয়ালপেপার ডাউনলোড করা যায়। পিসির জন্য তো বটেই, থাকছে মোবাইলের জন্যও।
শুরুতেই চলে যাই,
https://oswallpapers.com/
সাইটটা দেখতে এরকমঃ
জাস্ট সার্চ বাক্সে আপনার কাঙ্ক্ষিত অপারেটিং সিস্টেমের নাম লিখুন। তারপর রেজাল্ট থেকে ডাউনলোড করে নিলেই কাজ শেষ! ডাউনলোড লিংকগুলো গুগল ড্রাইভের। তাই ভাইরাস বা স্পিড নিয়ে সমস্যা হবে না।
এই সাইটে সবরকম মোবাইলের ওয়ালপেপার পাবেন না। এজন্য নিচের সাইটে চলে যানঃ
https://www.setaswall.com/category/stock-wallpapers/
এরপরে কি করতে হবে সেটা আর বলার দরকার নেই আশাকরি!
বিঃদ্রঃ
১। এন্টারপ্রাইজ লিনাক্স ডিস্ট্রো যেমনঃ Red Hat ইত্যাদি এর ওয়ালপেপার এখানে পাবেন না।
২। পোস্টের ছবিটা এই ওয়েবসাইট থেকে নেওয়াঃ https://unsplash.com/
এখানেও প্রচুর ছবি পাবেন।
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৫
আর্কিওপটেরিক্স বলেছেন: এই সাইটটাও ভালো। কিন্তু আমার এই পোস্টের ফোকাসটা ডিফল্ট ওয়ালপেপারের দিকে। মতামতের জন্য ধন্যবাদ
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩১
কল্পদ্রুম বলেছেন: প্রিয়তে রাখলাম।একসময় চেক করবো সাইটগুলো।
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৫
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৩৭
রাজীব নুর বলেছেন: খুব ভালো।
অনেকদিন বই রিভিউ দিচ্ছেন না।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৮
আর্কিওপটেরিক্স বলেছেন: আসলে অনেক ব্যস্ত থাকায় কিছুই করা হয়ে উঠছে না। আশাকরি , সামনে কোনোদিন বই রিভিউ লিখবো
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:০৬
অধীতি বলেছেন: প্রয়োজনীয় লেখা।ধন্যযোগ
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৮
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৩
রুদ্র নাহিদ বলেছেন: আমি কয়েকবছর ধরে শুধু ফেভারিট ফুটবল টীমের ওয়ালপেপার ইউজ করি।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৯
আর্কিওপটেরিক্স বলেছেন: আমি আবার ডিফল্ট ওয়ালপেপারেই স্বাচ্ছন্দ্যে বোধ করি। তবে OS X Mavericks এর abstract ওয়ালপেপারটা আমার খুবই পছন্দের ।
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৮
ডঃ এম এ আলী বলেছেন:
বেশ উপকারী তথ্য সম্বলিত পোষ্ট।
প্রিয়তে তুলে রাখলাম ।
ভিন্ন প্রসঙ্গে একটি বিষয় জানতে আগ্রহী ।
তাহলো ফটোশপ ছাড়া গুগল ছবি
ইমেজের ভিতরে অন্য কোন ছবি
সুপার ইমপোজ করা ব্যবস্থা
আছে কি?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১১
আর্কিওপটেরিক্স বলেছেন: প্রিয়তে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ
আপনি https://www.gimp.org/ এই ওয়েবসাইট থেকে GIMP ব্যবহার করে PhotoShop এর মতোই কাজ করতে পারবেন। এটা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় এবং ওপেন সোর্স সফটওয়্যার।
আর https://pixlr.com/editor/ এই ওয়েবসাইটে অনলাইনেই ছবি সম্পাদনার কাজ করতে পারবেন।
এছাড়াও, গুগল ডকস এ একটা ছবির ওপর আরেকটা আনতে চাইলে, https://webapps.stackexchange.com/questions/89887/how-to-put-one-picture-partially-overlapping-another-in-google-docs এই লিংকটা দেখতে পারেন।
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৪
মা.হাসান বলেছেন: https://www.somewhereinblog.net/blog/opuroni/30305764 এই গল্পে কিছু ওয়ালপেপারের কথা বলা আছে, কিন্তু লেখক ডাউনলোড লিংক দেন নি বলে বের করতে পারছি না। ভাবছি লেখকেরটাই নিয়ে নেবো, কি বলেন?
যা হোক , ভালো কালেকশন, কিন্তু সময় কোথায়?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৫
আর্কিওপটেরিক্স বলেছেন: এ তো দেখছি ওয়ালপেপারের মানুষ্য ভার্সন!!
সময় আসবে.. যখন আপনার মনে হবে ওয়ালপেপারটা পরিবর্তন প্রয়োজন!
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৪
নাসরিন ইসলাম বলেছেন: তথ্য সম্বলিত পোস্ট। সামুর পরিবারের নতুন সদস্যের শুভকামনা জানবেন।
৯| ২৫ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৩৫
খায়রুল আহসান বলেছেন: এ ব্যাপারে তেমন আগ্রহ নেই, তবুও পোস্ট পড়লাম এবং যাদের আগ্রহ আছে, তাদের কথা ভেবে আপনাকে ধন্যবাদ জানিয়ে গেলাম।
১০| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:৩২
সোহানী বলেছেন: কি গেলেন...... কোন খোঁজ খবর নাই!!!!!!!! যেখানেই থাকেন তাড়াতাড়ি দৈাড়ে চলে আসেন.....
১১| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: োোকোোন খবর নে্েই ভায়া?
১২| ১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৯
মা.হাসান বলেছেন: আপনি দীর্ঘদিন ধরে অনুপস্থিত। কোথায় গেলেন? আম্রিকাতে শুনি বাংলাদেশের চেয়ে বেশি গুম হয়। দুশ্চিন্তা লাঘবের অনুরোধ রইলো।
১৩| ১০ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫১
হাবিব বলেছেন: কেমন আছেন ভাই?
১৪| ০২ রা মার্চ, ২০২৫ দুপুর ২:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সেই যে গেলেন আর আসলেন না।
স্মরণ করলাম
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৭
এলে বেলে বলেছেন: https://wall.alphacoders.com/ এখানে কালেকশন ভালো। আপনি এটা দেখতে পারেন। ধন্যবাদ।