নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

দুর্নীতিতে জড়িতদের নাম দিতে বলেছে জয়; যান দিয়ে আসুন

০১ লা আগস্ট, ২০১৫ ভোর ৬:০৭

প্রাইম মিনিস্টারের 'এডভাইজার' সজিব ওয়াজেদ জয় বলেছে দুর্নীতিবাজদের নাম দিতে; দুর্নীতিবাজদের নাকি বিচার হবে!

বাংলাদেশ সিসটেমেটিক দুর্নীতির দেশ হয়ে গেছে এরশাদের আমল থেকে; দুর্নীতিটাই যেখানে নীতি হয়ে গেছে, সেখানে আপনি কার নাম দেবেন? নৌ-মন্ত্রী শাহজাহানের নাম দেবেন? যাদের কাছে দিতে যাবেন উনারা কে, আপনি জীবন্ত ফিরতে পারবেন? জয় বলেছে, নামগুলো প্রধানমন্ত্রীর অফিসে বা দুদকে দিয়ে আসতে; চেস্টা করলে দুদকে হয়তো পৌঁছতে পারবেন; যদি বলেন যে, জয়ের কথায় আপনি দুর্নীতিবাজদের নাম দিতে এসেছেন, আপনার কি অবস্হা হবে? দুদকের কাজ হলো দুর্নীতিবাজদের উপর টেক্কা মারা।

প্রাইম মিনিস্টারের অফিসে আপনি যেতে পারবেন? তা'হলে জয় কি বলে এগুলো? আসলে ছেলেটা কোনদিন মানুষ হবে না, ছেলেই থেকে যাবে; ওয়াজেদ মিয়া বুদ্ধিমান লোক ছিলেন।

আপনাকে আমাকে নাম দিতে বলে কেন, সে দুর্নীতিবাজদের দেখে না, নাম লিখতে জানে না? বাংলাদেশের বিলিওনিয়ারদের লিস্ট চেয়ে গুগলে চার্চ করলে বিলিওনিয়ার মুসার পর, তারেকের নাম আসে; ওটা বুঝা যয়; কিন্তু জয়ের নাম আসে কেন; এটার ব্যাখ্যা কি?

বাংলাদেশের মানুষের কোন ক্ষমতাই নেই যে, তারা দুর্নীতিবাজদের বিপক্ষে টু-শব্দ করবে; সমাজের ক্ষমতাশালীরা দুরনীতি করেই ক্ষমতা ও সম্পদ দখল করেছে; তাদের বিপক্ষে এখন মানুষ কথা বলতে পারবে? মনে হয় না।

মন্তব্য ৪৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৫ ভোর ৬:৩২

কিবরিয়াবেলাল বলেছেন: নাম দেবার দ্রকার কী? একবার এম পি হ্লে সারা জীবন বসে খাওয়া যায়। এটা সবাই জানে। আপনি জনগ্ণকে জানালেন। বিশাল কর্ম করলেন।

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৮:২১

চাঁদগাজী বলেছেন:

সরকারের মাঝে হয়তো ২% থেকে ৩% লোক ডাকাতী করছে না; বাকী সবাই তো করছে; এতগুলোর নাম দেয়ার জন্য লোক পাওয়া যাবে কই?

জয় কখনো আর বুদ্ধিমান হবে না, ওয়াজেদ মিয়ার ঘরে বেকুবের জন্ম

২| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৭:০০

প্রামানিক বলেছেন: নাম দিয়ে জান যাওয়ার অবস্থা আর কি। এই কাজ ভুলেও করা যাবে না, তার কারণ দুর্নীতিটাই নীতি এখন।

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


দুদকের কাছে নাম দিতে গেলে, আর অফিস থেকে বাড়ী যাওয়া লাগবে না।

৩| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৭:০১

প্রামানিক বলেছেন: আপনাকে সারাদিন সারারাত ব্লগে দেখি আপনি ঘুমান কখন?

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


ভালোই প্রশ্ন করেছেন।
ঘুমের তেমন অসুবিধা হচ্ছে না।

৪| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৭:০৩

ঢাকাবাসী বলেছেন: মশকরা আর কি! সে জানে আর জানে বলেই জনগনকে দিতে বলে জানে যে ওটা কখনোই হবার নয়। যেখানে পাটাথে বলল ওখানে বছর দুয়েক তাকতে পারলে আপনে ভবিষ্যৎ বিলিয়নেয়ার না হলেও মাল্টি মিলিয়নেয়ার তো বটেই!

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৮:২৭

চাঁদগাজী বলেছেন:

জয় কি বলতে কি বলে, সে মোটেই জানে না; ভাগ্যে ভালো যে, ভয়ে কেহ মুখ খুলছে না; না হয়, উনার সব সিক্রেট আউট হয়ে যেতো।

৫| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৮:২৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার জয়কে ভাল লাগে :``>>

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৮:২৮

চাঁদগাজী বলেছেন:

বেকুবদের শত্রু কম থাকে; সেইদিক থেকে সম্ভব।

৬| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৮:৪১

রামন বলেছেন: জয় আমাদের প্রধানমন্ত্রীর ছেলে বটে কিন্তু উনি সরকার বা আওয়ামী লীগের কেউ নন৷কাজেই উনার বালখিল্য টাইপের কথাকে কেউ গুরুত্ব দেবে বলে মনে হয় না৷ জয় বাংলাদেশের মত জটিল দেশে রাজনীতি করার উপযুক্ত নন, উনি বরং উনার খালাত বোনের মত পশ্চিমা কোন দেশে রাজনীতিতে অংশ নিলে ভাল করবেন।

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


উনি বাংলাদেশ সরকারের বাবার বাবা: প্রাইম মিনিস্টারের 'এডভাইজার'।
এগুলো রূপকাহিনীতে পরিণত হবে।

৭| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৯:৩০

বিবর্ন সভ্যতা বলেছেন: আমরা তো নাম দিতেই চাই, কিন্তু কথা হল, কার নাম দিব.? আপনার সাঙ্গ পাঙ্গদের, এম পি, মন্ত্রিদের, নাকি ছাত্রলীগের.? অহ্ ভূলে গেছিলাম ছাত্রলীগ তো আবার দুর্নীতি করে না ছাত্রদলের লোকজন দলে ঢুকে এসব অপকর্ম করে থাকে !!
এবার মনে পরছে, দরবেশ বাবার নামটা দেয়া যেতে পারে, কিন্তু দরবেশ বাবা যদি বদদোয়া করেন তাহলে কি হবে.? তাইলে কালা বিলাইয়ের নাম তো দেয়া দেয়া যেতেই পারে..কিন্তু তিনি তো আগেই সরকার কতৃক নিরপরাধ ঘোষিত হয়ে আছেন। আবুল হোসেন কিন্তু তো প্রধানমন্ত্রি ঘোষিত বিখ্যাত (!!) দেশপ্রেমিক । কারো নাম যখন দেয়ার জন্য মনোনয়ন করা যাচ্ছে না তখন আমার নিজের নামটাই দিয়ে দেই, তথ্য বাবার আদেশ পালন না করলে আবার কখন কি হয়ে যায়।
ভাই, আমিই র্দুনিতিবাজ, কারন আমি অফিসের নেট দিয়ে ব্লগে লিখছি, তাই আমার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়া হোক।।

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৭

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সালেই সরকারের দুর্বলতা টের পেয়ে দুর্নীতিবাজরা ক্রমেই শক্তিশালী হচ্ছিল।
দুর্নীতিবাজরা দেশকে দখল করে ফেলেছে; নাম যদি দিতে হয়, ১৯৭২ সাল থেকে সকল ব্যুরোক্রেট, সরকারী মন্ত্রী, এমপি, ব্যবসায়ী সবার নাম যাবে।

৮| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১০:১৪

মো কবির বলেছেন: হাঁসি দেওয়া ছাড়া আর কিছুই করার নেই আমার :D

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৮

চাঁদগাজী বলেছেন:


আসলে জয়ের চোখে কারো দুর্নীতি পড়ে না, সে নিজেই তাদের অংশ।

৯| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৪

দিশেহারা আমি বলেছেন: X( সাধু সাজছে X((
এই সরকারের পতন হলে , এই লিস্টে তার নামও থাকবে।
তারেক আজ লন্ডনে, সজিব কাল নিউইয়র্ক এ
এটাই অবধারিত সত্য।
এই চোটটা গুলোর জন্মই হয়েছে দেশের টাকা বিদেশে পাচারের জন্য।

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৯

চাঁদগাজী বলেছেন:


তারেকের নামের সাথে বিলিওনিয়ার লিস্টে তার নাম কেন?

১০| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১১:০০

রুমি৯৯ বলেছেন: এক কাম করি,আমার নিজের নামটাই দিয়া দেই

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১:০২

চাঁদগাজী বলেছেন:


যান, প্রধানমন্ত্রীর অফিসে দিয়ে আসুন; ওখানে আপনাকে কোনদিনও যেতে দিবে না।

১১| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩১

খোলা মনের কথা বলেছেন: র্নিবুদ্ধিতা চরম পর্যায়ের আলামত।

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১:০০

চাঁদগাজী বলেছেন:


এমন সব লোক এত বড় বড় চাকুরী করছে।

১২| ০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

শতদ্রু একটি নদী... বলেছেন: একটি মন্তব্য করেছিলুম। কে জানি মুইছা দিছে। আবার বলি,

জয় হচ্ছেন একজন নিম্নমানের আতেল, যিনি হাওয়ায় ভাসছেন এখনো। মায়ের ক্ষমতা যতদিন আছে ভেসে ভেসেই পার করবেন জীবন। কিন্তু এইভাবে আরেকজন আরো বেশি ভাসতো, তাই সে পটো পরিবর্তনের সাথে সাথেই রকেট হয়ে বায়ুস্তরের বাইরে চলে গেছে। উনার নাম ছিলো তারেক। বর্তমানে কোমর ভাঙ্গা তারেক। এইভাবে কথাবার্তা চালিয়ে গেলে জয়ও তারেককে ছুঁয়ে ফেলতে সক্ষম হবে বলে দৃড়োভাবে বিশ্বাস অরি। ;)

১৩| ০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


ইন্টারেস্টিং, আপনার মন্তব্য দেখেছিলাম; গেলো কোথায়?

জয় মিডিয়াতে এলে সব সময় বড় সমস্যার সৃস্টি করে।

তবে, "লিস্ট অব রিচেস্ট পিপল ইন বাংলাদেশ" বলে গুগলে চার্চ দিলে ৩ নম্বরের জয়ের নাম আসছে; এটার ব্যাখ্যা কে কিভাবে দিবে আমি জানি না।

১৪| ০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

শতদ্রু একটি নদী... বলেছেন: জয়কে খানিক আবাল আর তারেককে বদ বইলা নিজের ধারনার প্রকাশ করতে চাইছিলাম। কারো হয়তো ধারনা জয় আর তারেক যথাক্রমে আবাল আর বদ লোক না, তাই মুছিয়া দিয়াছে। ;)

০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:

জয় একেবারে আবাল নয়, সে আমেরিকায় থেকে কথা বলা শিখেছে; কিন্তু বিষয়বস্তু ঠিক করতে পারে না।

তারেকও আবাল ছিলো; তাকে বুদ্ধিমান করতে গিয়েছিলো মিলিরটারী ও মাহী চৌধুরী, সে বুদ্ধিমান না হয়ে মাফিয়া হয়ে ফিয়েছিল।

১৫| ০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

সাইলেন্স বলেছেন: জয় খুব ভালো ছেলে, আপনি অযথা তাকে দোষারোপ করার চেষ্টা করছেন, সমালোচনা গঠনমূলক হওয়া উচিত।

০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


আমি সমালোচনা করছি না; জয়ের মুখ থেকে বাক্যটাকে লজিক্যালী সাজাচ্ছি, ও ঐ বাক্যের প্রয়োগ যোগ্যতা বুঝার চেস্টা করছি।

১৬| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১২:২০

সচেতনহ্যাপী বলেছেন: তাহলেই ভেবে দেখুন।। এরাই আমাদের ভবিষ্যৎ নেতা!!
আসলে আমারও তোতাপাখির মত একই ঘ্যানঘ্যানানি!!
কবে যে এই বৃত্ত থেকে বের হতে পারবো??

০২ রা আগস্ট, ২০১৫ রাত ২:১৩

চাঁদগাজী বলেছেন:


জয় কিন্তু এখনো নেতা, প্রাইম মিনিস্টারের এডভাইজার।
সময়ের সাথে আওয়ামী লীগ বদলায়ে যাবে।

১৭| ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৭:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গুগলে চার্চ করলে বিলিওনিয়ার মুসার পর, তারেকের নাম আসে; ওটা বুঝা যয়; কিন্তু জয়ের নাম আসে কেন; এটার ব্যাখ্যা কি?
আপনার সাহস আছে মশাই।বললেন তো বললেন আবার ব্যাখ্যাও চাইছেন!!!
লতিফ সিদ্দিকীর পরিণতি ভাবুন একবার।অনেকের মতে জয়ানুূুভূতিতে আঘাতই তার কাল হয়েছে।

০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৮:১৭

চাঁদগাজী বলেছেন:

লতিফের সকল দু:খের কারণ জয়কে নিয়ে কথা বলা; হাবডু মৌলভীরা খুশী যে, উনাদের দাবীতে এমন হচ্ছে।

১৮| ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৬

চাঁনপুইরা বলেছেন: এই মুহূর্তে জীবিত সব বাংলাদেশীর মধ্যে জয়ের মা হইল সবচেয়ে বড় ভণ্ড আর মিথ্যাবাদী, বাকীরা আছে ওনার পরের কাতারে।

০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:

কিন্তু উনি কমপক্ষে মারাঠা দস্যু বিএনপি'কে থামায়েছে; অন্য কেহ পারতো না।
এ জন্য উনাকে ধন্যবাদ দেন।

গুগলে চার্চ দেন, দেখেন তারেক বাংলাদেশের কত নম্বর ধনী, আপনার স্হান কোথায়? আমার স্হান নেই

১৯| ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৯:২৬

মাসূদ রানা বলেছেন: @শতদ্রু একটি নদী ...

শুধু আপনার কমেন্টই না, আমার একটা কমেন্টও গায়েব হইয়া গেছে X(

সবাই বলি সুবাহান আল্লাহ !

০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


ব্যাপার কি?
আমি কি ভুলে মুছতে পারি? সম্ভাবনা কম।

২০| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১০:১৩

মোহাম্মাদ বিন কাসিম বলেছেন: তথ্য বাবার কথাই বলছি উনি দূর্নীতিবাজদের নামও তথ্য চাচ্ছেন ,আমার প্রশ্ন উনি তো তথ্য উপদেষ্টা হিসেবে মোটা অংকের টাকা নিচ্ছেন কেন ওনার কাছে তাদের তথ্য নেই ! ব্যরিস্টার রফিকুল ইসলামের উদ্বৃতি দিয়েই বলছি ,তিনি বলেছেন :আমিরিকান গোয়েন্দা সংস্থা এফ,বি,আই সম্প্রতি সজিব ওয়াজেদ জয়ের ১০ টি একাউন্টের খোজ পেয়েছে ,সেখানে যেপরিমান টাকা আছে তা আমেরিকার বড় মাপের ব্যবসায়ীদেরও নেই ,জয় তো আমেরিকায় কোন ব্যবসা করে না ,এতো টাকা এলা কোথা থেকে ?জয়ের যে পরিমান টাকা আছে তা দিয়ে ২০ টা পদ্মা সেতু হবে ।কি বোঝাতে সে কি বোঝাচ্ছে আমার মাথায় ধরে না ।যারা দিনে দুপুরে পুকুর চুরি করে তারা আবার মুখে অন্যকে দূর্নীতিবাজ বলে ।শুনতে ভালই লাগে ।আমাদের দালাল মিডিয়া জোর করে আমাদেরকে শোনাচ্ছে ।

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:

জয়ের নাম বিলিওনারের তালিকায়; এর থেকে ভয়ংকর কি থাকতে পারে?

২১| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১০:২৭

মোহাম্মাদ বিন কাসিম বলেছেন: ওদের বড় অস্ত্র ওরা অপপ্রচারে ওস্তাদ,
বারবার ইস্যু পরিবর্তন

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:

ওদের তার থেকেও বড় অস্ত্র, মানুষকে পড়ালেখা করতে দেয়নি; এখনো দিচ্ছে না।

২২| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১০:৫৬

মোহাম্মাদ বিন কাসিম বলেছেন: ১০০% পাশ ,প্রশ্নপত্র ফাঁস, এটা তো এখন কমন ব্যপার

২৩| ০৩ রা আগস্ট, ২০১৫ ভোর ৫:৪৯

চাঁনপুইরা বলেছেন: @ চাদ্গাজী- কি বলব আপনাকে বলেন তো, হাসিনা বিবির চামচা না কি অন্য কিছু। মারাঠা দস্যু রা সব ডাকাতি করে নিয়ে গিয়েছে , (চরম শাস্তি পাচ্ছে এজন্য , আর পাবে) আর তাই স্বঘোষিত দেশপ্রেমিক আর তার সাঙ্গ পাঙ্গ চেতনা ধারী রা পুরো দেশ আস্ত গিলে খেয়ে ফেললেও সমস্যা কিছু নাই, তাইতো বলতে চান নাকি?

০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:

স্বঘোষিত দেশ প্রেমিক শেখ হাসিনা, সন্দেহ নেই; কিন্তু উনিই এখন সবচেয়ে শক্তিশালী পার্টির মালিক।

পরিবর্তন যা আনছেন, ভালো খারাপ উনিই আনছেন, আমরা পারছিনা; কারণ আমাদের পার্টি নেই।
বিএনপি আর তেমন কিছু করতে পারবে না; কারণ, তারা নিজেদের ধ্বংস করেছে চুরি ডাকাতি করে।

২৪| ০৪ ঠা আগস্ট, ২০১৫ ভোর ৫:৩১

চাঁনপুইরা বলেছেন: আপনার হিসেব নিকেশ ব্যাক ডেটেড, ভাবছেন হয়ত খুব আধুনিক, কিন্তু আরও অনেকের মতই ভুল খুবই ভুল। প্রতিটা মুহূর্তে এই দেশ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে যতক্ষণ পর্যন্ত হাসিনা ক্ষমতায়। হাসিনা ছাড়া কালা মিয়াঁ ধলা মিয়াঁ যেই হোক ( অবশ্যই খালেদা বেগমও নয়) এমনকি কাউকে ক্ষমতার শীর্ষ বিন্দুতে না বসিয়ে যদি মিথ্যা বলা হয় যে কেও একজন উপরে আছে তাতেও ক্ষতি হওয়ার গতি অনেকটা হ্রাস পাবে, গ্যারান্টি।
আপনার কথায় "পরিবর্তন যা আনছেন, ভালো খারাপ উনিই আনছেন'" ঘোড়ার ডিম আনছেন, সব ভাঁওতাবাজি। বিশ্বাস করুন ক্ষমতায় উনার পরিবর্তে আপনাকে বসালেও পরিবর্তন যা দেখছেন তাই হত, হয়ত আরও বেশী হত , কিন্তু নিসচিন্ত বলা যায় ক্ষতি অন্তত এতটা হত না। আর বার বার আপনার সেই এক ই গীত - উনারা ডাকাতদের কব্জা করছে, আপনার কথা এইটুক পর্যন্ত ঠিক , --- তারপর উনারা একে একে ডাকাতির মাল কব্জা করছে, গেরস্ত কে ও কব্জা করছে তারপর গেরস্তের আর বাকী যা ছিল সেটাও কব্জা করছে , সব শেষে গেরস্ত কে গুম করেছে।

০৪ ঠা আগস্ট, ২০১৫ ভোর ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:

বিএনপি ও আওয়ামী লীগ এমন অবস্হানে আছে, তারা অজান্তেই পরস্পরের সহায়ক; সেখান থেকে একজন চলে গেছে ২য় জনের জন্য টিকে থাকা সম্ভব হবে না।

এজন্যই আওয়ামী লীগ আবারো ছোট আকারে বিএনপি'কে আনতে চায়। রাস্ট্র পার্টিরা চালায়, কালামিয়া, দলামিয়ারা বিনা পার্টিতে কেহ কিছু করতে পারবে না।

২৫| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১০:৫২

তৌফিক মাসুদ বলেছেন: আমাদের দেশে এত্ত বেশি দূর্নীতিবাজ যে, সাধারন মানুষ এদের নাম দিতে যেয়ে ভাগে পাবেনা। কারন সে নিজেও দূর্নীতিবাজ কিনা তাতে তার সন্দেহ আছে।

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:২১

চাঁদগাজী বলেছেন:

পার্টি, সরকার ও সরকারী অফিসারেরা জাতির স্বভাব বদলায়ে দিয়েছে খারাপের দিকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.