নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কাশ্মীর সম্পর্কে আপনাদের ধারণা কি রকম?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:০৭



জিন্নাহ'কে রাণী ও বৃটিশ পার্লামেন্ট সহানুভুতি দেখাতে গিয়ে পাকিস্তান করতে দিয়েছিল; ফলে, জিন্নাহ যতটুকু পেয়েছে, সেটা নিয়ে খুশী ছিল; বাংলাকে পাকিস্তানের অংশ করা যাবে কিনা, জিন্নাহ ঠিক মতো জানতো না; সেখানে কাজ করেছিলেন শেরে বাংলা; কাশ্মীর থেকে কেহ জিন্নাহের সাথে ঘনিস্টভাবে কাজ করেনি; ফলে, জিন্নাহ কাশ্মীরের ব্যাপারে বৃটিশ ও কংগ্রেসকে চাপ দেয়নি; তদুপরি, বৃটিশের বিভক্তি প্ল্যানে, কাশ্মিরের রাজার ক্ষমতা ছিল নাগরিকদের থেকে বেশী; কাশ্মীরকে রাজার অধীনে থাকতে দিলে, সেখানকার মানুষেরা রাজার অধীনেই ভালো থাকতো, এক সময় রিপাবলিক হয়ে যেতো।

পাকিস্তান কাশ্মীর সমস্যাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে, ভারতের মানুষের মনে সেটা পাকিস্তানী জংগি আস্তানা হিসেবে স্হান করে নিয়েছে; ফলে, কাশ্মীরের মানুষের জন্য ভারতীয় সৈন্য বাহিনী, পুলিশ ও সাধারণ মানুষের কোন সহানুভুতি নেই। পাকিস্তানী মিলিটারীর নিজ দেশ শাসন, মিলিটারী কর্তৃক নিজ দেশের নাগরিকদের সময়ে সময়ে হত্যা, ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা ও কাশ্মীরের লোকদের সামরিক সহায়তা, ভারতের শত্রু চীনের সাথে ঘনিস্ঠতা, সব মিলে পাকিস্তানীদের উপর ভারতীয়দের কোন আস্হা নেই, এবং পাকিস্তানকে তারা জাতীয় শত্রু মনে করে; সেই পাকিস্তানীদের সাথে সম্পর্ক রাখায়, ভারতীয়রা কাশ্মীদের ঠিক পাকিস্তানীিদের মত ঘৃণা করে। শিখ, আসামী, নাগারাও সময়ে সময়ে ভারত থেকে আলাদা হওয়ার চেস্টা করে পরাজিত হয়েছে; কিন্তু কাশ্মীরীদের মতো কেহ এত খারাপ অবস্হায় যায়নি।

ভারত কাশ্মীরের প্রতি ভয়ানক অন্যায় করে চলেছে; শত যুদ্ধ ও গেরিলা যুদ্ধের মাঝেও, ভারতের উচিত ছিল কাশ্মীরের মানুষকে শিক্ষিত করা, ভারতের অন্য এলাকার মতো উন্নত করার চেস্টা করার দরকার ছিলো; প্রথমদিন থেকে তারা কাশ্মীরের মানুষের জন্য কাজ করলে, সমস্যা এমন পর্যায়ে যেতো না। সামান্য মানুষ ও পাকিস্তানের কারণে ভারত কাশ্মীরের মানুষকে কোনরূপ সুযোগ দেয়নি; ক্রমাগতভাবে জরুরী অবস্হার কারণে সাধারণ মানুষ সৈনিকদের দ্বারা ভয়ংকরভাবে নিগৃহিত হয়েছে। গেরিলা যুদ্ধে ধৃত কাশ্মীদের প্রতি কখনো সাধারণ ক্ষমা প্রদর্শন করেনি, জেলের ভেতরে শিক্ষার সুযোগ দেয়নি, শুধু শাস্তি দিয়েছে; তাদের সাথে রাজনৈতিক বন্দী হিসেবে ব্যবহার করেনি।

ভারত থেকে যেহেতু শিখ ও আসামীরা আলাদা হতে পারেনি; কাশ্মীর গেরিলা যুদ্ধ করে এখন আর আলাদা হতে পারবে না; মানুষ যদি সরকারের সাথে বসে, পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে, নিজেদের সমাজকে গড়ে তোলার জন্য কাজ করে, এটাই সঠিক কাজ হবে। তারা যদি উন্নত হয়ে উঠে, তারা সময়ের সাথে ভারতের সাথে কথা বলে ও ইউএন'এর সাহায্য নিয়ে স্বাধীনতার কথা ভাবতে পারে।

মন্তব্য ৩৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কাশ্মীরে কিছু জনগণ(বেকুব) আছে যারা পাকিস্তানকে সমর্থন করে ধর্মের ভিত্তিতে যেমন কিছু বাংলাদেশী করতো বা এখনো করে...

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:২৪

চাঁদগাজী বলেছেন:



পাকিস্তানীরা কাশ্মীরে ভারতীয়দেরকে আক্রমণ করা জাতীয় গৌরব ও কর্তব্য হিসেবে নিয়েছে; মুল্য দিয়ে চলছে কাশ্মীরীরা, ৬৮ বছর সামান্য সুখ শান্তির মুখ দেখেনি; আপনজন হারানোর বেদনায় ও দরিদ্র‌তায় ডুবে আছে।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৩২

ডঃ এম এ আলী বলেছেন: দেশভাগের সময় শর্ত ছিল, প্রিন্সলি স্টেটগুলি ভারত অথবা পাকিস্তানের যে কোনো একটিতে যোগ দেবে। জম্মু অ্যান্ড কাশ্মীর, জুনগড় এবং হায়দরাবাদ ছাড়া সব ছোট ছোট প্রিন্সলি স্টেটের রাজা কোনো রকম সমস্যা ছাড়াই ভারত বা পাকিস্তানে যোগ দেন। এই তিনটি রাজ্যের প্রধানরা ‘স্বাধীন’ থাকার চেষ্টা চালান। তাঁরা নানাভাবে নেহরু ও জিন্নাহর সঙ্গে দেন-দরবার করছিলেন। হায়দরাবাদ ও জুনগড়ের রাজা মুসলমান ছিলেন। কিন্তু রাজ্য দুটির অবস্থান ছিল ভারতের ভেতরে। সংখ্যার বিচারে হিন্দু জনসংখ্যাও ছিল খানিকটা বেশি। ফলে সেখানে পাকিস্তানি প্রভাব খাটেনি। বরং ভারতের মধ্যেই বিলীন হয়েছে জুনগড় ও হায়দরাবাদ। পক্ষান্তরে জম্মু অ্যান্ড কাশ্মীরের জনসংখ্যা ছিল মুসলিম (৮৫%), রাজা ছিলেন হিন্দু, অবস্থান ছিল ভারত ও পাকিস্তানের মধ্যখানে। রাজ্যটির ভূ-রাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্ব ছিল অসীম। কাশ্মীর সমস্যার মূল নিহিত সেখানেই।

এ কারণেই কাশ্মীরের এক সিনিয়র সাংবাদিক বলেছিলেন, ‘উই লিভ ইন পাস্ট। আওয়ার প্রবলেমস আর দ্য পাস্ট। দেয়ার ইজ নো ওয়ে টু দ্য ফিউচার।’ কাশ্মীর পেলে ভারতের পক্ষে রাশিয়া, মধ্য এশিয়া, আফগানিস্তানসহ গোটা আরব বিশ্বে যোগাযোগের সুযোগ হতো পাকিস্তানের ভূ-খণ্ড এড়িয়ে। আবার কাশ্মীর পেলে চীনের সঙ্গে যুক্ত হতে পারছে পাকিস্তান। পাশাপাশি, কাশ্মীর হলো পাকিস্তানের ওয়াটার টাওয়ার। পাকিস্তানের সব নদীর উৎস কাশ্মীর। এসব গুরুত্ব নেহরু আর জিন্নাহর অজানা ছিল না। ফলে কাশ্মীরকে কব্জা করতে ভারত ও পাকিস্তান প্রাণান্তকর চেষ্টা শুরু করে আর সেটা চলছে এখনো ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


নেহেরু ও গান্ধী ভুল করেছিলেন, কাশ্মীরের লোকজন ছিলেন সহজ, তাদর স্বাধীন করে দিলে ওরা ভারতের সাথে বন্ধু হিসেবে থাকতো; স্বাধীন না করায় ওরা পাকিদের দিকে ঝুকে গিয়েছে।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০১

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: শেখ হাসিনা পাহাড়ি শান্তিরক্ষী বাহিনকে যেমন ভাবে সমস্যা সমাধান করেছিলেন করেছিলেন সেভাবে ভারত সরকার কাশ্মিরের করলে ফল পেত।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১০

চাঁদগাজী বলেছেন:



পাহাড়ী সমস্যা রয়ে গেছে।

কাশ্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকিদের অনুসরণ করে; কাশ্মীরীদের দরকার ছিল পাকিদের সাথে সম্পর্ক ছিন্ন করে গেরিলা যুদ্ধ বন্ধ করা।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৪

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: থাকলেও সেটা আগের মত না।আগে প্রতিদিন গোলাগুলি হত প্রতিদিন লাশ পড়ত।এখন বাঙ্গালিরা দল বেধে পাহাড়ে ঘুরতে যায়।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫

চাঁদগাজী বলেছেন:



ভালো হলে, ভালো; তবে, আমার ধারণা, পাহাড়ীরা ভয়ে চুপ মেরে আছে; কিন্তু সমস্যাগুলো রয়ে গেছে।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯

খালিদ১২২ বলেছেন: আমার লেখার চাঁদগাজী কতটুকু বুঝেছে জানিনা।
স্কুল কলেজের বই আস্তিকদের লেখা। বাংলাদেশের শিক্ষাক্রমে শিক্ষার লক্ষ্যতে সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস কথাটি লেখা আছে।
সেখানে ধর্মও পড়ানো হয়।
সংবিধান আস্তিকদের লেখা ।
সেখানে বিসমিল্লাহ আছে। ধর্ম স্বাধীনতা আছে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২

চাঁদগাজী বলেছেন:



সংবিধান মানুষ লিখেছেন, এটা মানুষের নিজস্ব রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ধারণা থেকে।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪

লাডল্লা পোলা বলেছেন: free te ekta murkher jobon jodi motamoti valo, motamoti theke ektu valo, ektu theke onek valo cholte thake tokhon tar dara kono onnai, obichar kinba nipiron hosche kina sei kotha chinta korar somoy thake na . আর ta hosche sadhinota ponthi bortoman kashmiri der obostha. Moulobadi ami kokhonoi pochondo kori na kintu duiti moulobadi chokro dirgodin jabot kashmirer opor ei provab bistar kore asche, dhormiyo moulobadi age thakle ও ekhon seta lok dekhano. cholche ekhon bazari moulobadi. bazari moulobad hosche oboidho vabe ortho uparjoner pontha. Pakistani sorkar ও samorik shasok der ekadhik bar aagrashoner karone bharotyo sorkar bar bar kashmiri der sundor jibonjatra, sushason ও sushikkha dite bertho hoyeche, er majhe oshikkhito doridro Muslim gosti gulo কে mittha dhormiyo shikkhar sathe sathe aarthik onudan diye utsahito korche. ei aarthik onudaner taka tara pasche kivabe seta sothik vabe hoyto onek geni bekti borgorao jane na . pakistane aantorjatik sontrasi toyri, popy ful theke hiroin toyri, choros আর gaja utpadon kore aantorjatik bazare odhik munafai bikri kora chara আর kichui ney . Kashmiri besh poribar ই pakistani sorkar, shamorik kormokorta aar jongi gusti gulor theke aarthik onudan niye tader kotha moto kashmir uthtal kore rakhche, aar somane chalasche songkhaloghu nidhon abong bharot birodhita. onudan grohonkari provabshali onek kashmiri poribar tader sontander shikkha grohoner bahanai transfer korche bissher bibhinno deshe. ar jara bharot ponthi khashmiri somorthok tara mone prane chasche kashmir jeno soja New Delhir shasone chole jay. hoyto eibar eder mono basona purno hote pare karon Urir ghotonai ebar bissher sokol shoktishali desh gulo tader ninda janiyeche, Bondhu desh China ও ebar kono kotha bolche na pakistaner pokkhe. Shudhu opekkha bharot sorkarer juddher onumoti deya tobei dekha jabe bharotiyo samorik kormider dara kashmir bijoy .

Ekti kotha bolei eti tante chai, Joy hok shuddho moner valo manus gulor, Dhongso hok manusrupi jongi soytan gulor .

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১৫

চাঁদগাজী বলেছেন:



সন্দেহ নেই যে, পাকিরা কাশ্মীরের সরল মানুষগুলোকে টাকা পয়সা অস্ত্র দিয়ে ভুল পথে নিয়েছে; ভুল পথ বলছি এইজন্য যে, পাকিদের পথে কাশ্মীর স্হাধীনতা পাবার কথা নয়।

পাকি ধার্মিক মানুষগুলো বাংলাদেশের সবচেয়ে দুস্টলোকগুলো থেকেও খারাপ; এইসব পাকিরা কাশ্মীরের লোকদের হাতে টাকা পয়সা অস্ত্র দিয়েছে; স্বাধীন হতে হলে, কাশ্মীরের দরকার শিক্ষা ও উন্নয়ন।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২১

কোলড বলেছেন: The first line shows that history is not your forte.
There is a UN resolution asking both India and Pakistan to hold referendum allowing the people to decide to join either Pakistan or India and India knows very well they will lose the election and hence the trouble.

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:




ইন্ডিয়া ও পাকিস্তান কি ইউএন রেজুলেশন অনুসরণ করে যুদ্ধ করেছিল? ইউএন রেজুলেশনের হওয়ার দরকার ছিল কাশ্মীরী জনগণ ও ভারতের মাঝে; কিন্তু পাকিস্তান অর্ধেক ও ভারত অর্ধেক দখল করায়, কাশ্মীর বলতে কিছু নেই।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৫

গিলগামেশের দরবার বলেছেন: "পাকিস্তান কাশ্মীর সমস্যাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে, ভারতের মানুষের মনে সেটা পাকিস্তানী জংগি আস্তানা হিসেবে স্হান করে নিয়েছে; ফলে, কাশ্মীরের মানুষের জন্য ভারতীয় সৈন্য বাহিনী, পুলিশ ও সাধারণ মানুষের কোন সহানুভুতি নেই।"

সহানুভুতি নেই ভালো কথা। তাইলে সে স্টেট রুল করার হাউশ আসে কইত্তে? ইন্ডিয়ার এইব্যাপার গুলা মারাত্বক ভন্ডামি। রবি ঠাকুরের গান গাবে আবার বলবে তোমাকে ছেড়ে দেব না। এইডা ক্যামনে মানা যায়?

"যদি তুমি কাউকে ভালবাস তবে তাকে মুক্তি দাও, যদি সে ফিরে আসে তবে সে তোমার। আর যদি ফিরে না আসে তবে সে কোন দিন তোমার ছিল না, থাকবে ও না।"

কাশ্মীরকে ছেড়ে দিক ভারত।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০৯

চাঁদগাজী বলেছেন:



সমস্যা বোধ হয় তার থেকে বড়; প্রথমত ছাড়বে কার কাছে? নাকি স্বাধীনতা দেবে? ভারতের জন্য ১ এলাকাকে স্বাধীনতা দেয়া হয়তো এখন সম্ভব নয়, এবং যেভাবে পাকিস্তান এই সমস্যায় জড়িত

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫২

এডওয়ার্ড মায়া বলেছেন: আদার বেপারি জাহাজের খবর রাখি না

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১৩

চাঁদগাজী বলেছেন:



আপনি এমন সময় জন্মেছেন যে, এরিস্টেটল থেকে বেশী জানার কথা

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি সাধারণত কাশ্মীরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই । আপনার মত কি ? :(

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১৪

চাঁদগাজী বলেছেন:



আমিও চাই, তবে তারা ২ মানবতাহীন জাতির চিপায় পড়ে গেছে।

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০২

রায়হানুল এফ রাজ বলেছেন: কাশ্মীর স্বাধীন হোক।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১২

চাঁদগাজী বলেছেন:



কাশ্মীরের মানুষ পেছনে পড়ে যাচ্ছে সময়ের সাথে

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০৯

ভ্রমরের ডানা বলেছেন:


ডঃ এম এ আলী বলেছেন,
এ কারণেই কাশ্মীরের এক সিনিয়র সাংবাদিক বলেছিলেন, ‘উই লিভ ইন পাস্ট। আওয়ার প্রবলেমস আর দ্য পাস্ট। দেয়ার ইজ নো ওয়ে টু দ্য ফিউচার।’

এই কথার মধ্যেই সব উত্তর দেখতে পাচ্ছি। কাশ্মীর স্বাধীন হোক! দ্রুত! মানুষগুলো মুক্ত হোক দুই রাহুচন্ডালের হাত থেকে!


গাজী ভাই কোন জাতির বাংলা বানানে ই-কার হয় বলে জানি, সেটা কি ঠিক নাকি? খুব সুন্দর লেখেছেন! দুর্দান্ত!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১১

চাঁদগাজী বলেছেন:



আমার জীবনে কাশ্মীর ও প্যালেস্টাইনকে যেভাবে দেখেছি, যা বুঝেছি, সেটা তুলে ধরার চেস্টা করেছি।

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০২

কাঙ্গাল মুরশিদ বলেছেন: কাশ্মীরের দুই অংশ - এক অংশ পাকিস্তানের অন্য অংশ ভারতের নিয়ন্ত্রনে।
অথচ স্বাধীনতা আন্দোলন হচ্ছে শুধুমাত্র ভারত অংশের কাশ্মীরে।
পাকিস্তান অংশে কোন আন্দোলনও নাই, তা দমনের জন্য সেনাবাহিনীও নাই।
তাহলে সমস্যাটা আসলে কার?
পাকিস্তান যেভাবে তার অংশের কাশ্মীরকে শান্ত স্বাভাবিক রাখতে পেরেছে, ভারত কেন তার অংশকে তেমন রাখতে পারল না??

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২

চাঁদগাজী বলেছেন:


কাশ্মীরিরা স্বাধীনতা চেয়েছিল, সেটা হয়নি; পাকিস্তানী অংশ মেনে নিয়েছে যে, তারা মুসলমান, পাকিস্তানের সাথে মিশে গেছে; ভারতীয় অংশ, ধর্মের ভিত্তিতে মনে করে, যে মুসলমানরা হিন্দুর দেশে স্বাধীন নয়; তারা ভারতের সাথে থাকতে চাহে না।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:


ভারত যে অন্যায়টা করে যাচ্ছে, সেটা হলো কাশ্মীরের উন্নয়ন করেনি ও মানুষকে শিক্ষা থেকে বন্চিত করেছ.

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯

মো তাজুল ইসলাম বলেছেন: পোস্টে পিলাচ দিলাম +++++++

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:


আপনার ধেরণার সাথে মিলেছে?

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৯

কাঙ্গাল মুরশিদ বলেছেন: "ভারত যে অন্যায়টা করে যাচ্ছে, সেটা হলো কাশ্মীরের উন্নয়ন করেনি ও মানুষকে শিক্ষা থেকে বন্চিত করেছ"

এই অন্যায়টাও কি ধর্মের কারনেই করা হয়েছে?
সামগ্রিক ভাবেই ভারতে মুসলমানরা সুবিধা বঞ্চিত। পুরো ভারতে মুসলমানের হার ১০% এর উপরে হলেও সরকারী চাকরীতে তারা ২% এরও নিচে। অর্থাৎ ভারত শুধুমাত্র ধর্মের ভিত্তিতেই তার নাগরিকদের বিবেচনা করতে অভ্যস্ত। কাশ্মীরিরা মুসলমান বলেই ভারত তাদের প্রতি অবিচার করছে। এরপরও কি আমরা বলব ভারত একটি ধর্মনিরপেক্ষ রাস্ট্র??

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:



রাস্ট্র মানে শুধু সরকার নয়, মানুষও যুক্ত; হিন্দু ও মুসলিমরা কখনো "ধর্ম নিরপেক্ষ" হতে পারবে না; ভারতের শিক্ষার মান টেকনিক্যালী বাংলাদেশ পাকিস্তান থেকে উন্নত হলেও, সেখানেও মানবিকতা শিখানোর পরিবেশ নেই।

হিন্দুরা ও মুসলমানেরা পরস্পরকে ক্ষতিগ্রস্ত করতে চায়; ফলে, ভারতে মুসলমানেরা স্বাভাবিকভাবে ভালো করার কথা নয়।

১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩

লাডল্লা পোলা বলেছেন: ওরে সর্ট !!!! দারুন ছিলো ।

'' পাকি ধার্মিক মানুষগুলো বাংলাদেশের সবচেয়ে দুস্টলোকগুলো থেকেও খারাপ; এইসব পাকিরা কাশ্মীরের লোকদের হাতে টাকা পয়সা অস্ত্র দিয়েছে; স্বাধীন হতে হলে, কাশ্মীরের দরকার শিক্ষা ও উন্নয়ন।

কিন্তুু কষ্টের কথা হল , আপনার পোষ্টে কমেন্ট করা অনেকেই আমরা কাছে কাশ্মীরি মনে হচ্ছে কারন শুধুমাত্র ধর্মভিত্তিক কারনে তারা না জেনে অনেক কথাই বলে যাচ্ছে । মানুষ না থাকলে ধর্ম করার যে কেউ থাকবেনা সেই জ্ঞানটাই যেনো খোদা তাদের দেয় ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা ধর্মকে সব যায়গায় রাখে, কারণ উহা লজিকবিহীন, সহজ, তেমন কোন আকার নেই; লজিক্যালী ভাবতে কিছু কাঠখড়ির দরকার হয়, উহা অনেক বাংগালীর নেই।

১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাদের শান্তির একটা ব্যবস্থা হওয়া দরকার।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:



তাদের নেতাদের মোদীর সাথে বসে, পাকিদের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে, ৬ বছর থেকে ২০ বছরের সবাইকে পড়ানোর জন্য ও দেশের অভ্যন্তর থেকে সেনাদের সরায়ে নেয়ার জন্য কথা বলার দরকার। পাকিস্তান সীমান্তের ১০ মাইলের ভেতর থেকে কাশ্মীরীদের সরায়ে ভেতরে নিয়ে গেলে, মানুষ সৈন্যদের থেকে দুরে থাকতে পারবে; সৈন্যরা কাশ্মীরীদেরকে পাকিদের মতো ঘৃণা করে।

১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৪৬

গরল বলেছেন: পাকিরা ও কাশ্মিরীরা এতই মূর্খ যে এতটুকু বুঝেনা যে আফগানিস্তানে যেটা সম্ভব ছিল ভারতে তা অসম্ভব।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০২

চাঁদগাজী বলেছেন:




কাশ্মীরিরা এত পেছনে পড়ে গেছে যে, অনেকটা ভারতের ভেতরে সোমালিয়া; ভারতও অপরাধ করছে; মানুষের শিক্ষা, উন্নয়ন ভারতের দায়িত্বের ভেতরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.