![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আজ থেকে ৫ দিন পরে ভোট; এবারের ঘটনাপন্জি দেখলে মনে হচ্ছে যে, ৫ দিন অনেক লম্বা সময়; কারণ, ট্রাম্পকে জিততে হলে, এই ৫ দিনকেই কাজে লাগিয়ে জিততে হবে। আমেরিকান প্রেসিডেন্ট হওয়ার জন্য ২৭০ ইলেকটোরেল ভোট দরকার; সব রাজ্য মিলে ইলেকটোরেল ভোট আছে ৫৩৮; ট্রাম্পের এখন আছে সম্ভাব্য ১৭৯, আর হিলারীর সম্ভাব্য আছে ২৭২ ভোট।
কিছু সাধারণ আমেরিকান ও ট্রাম্পের পরিবার ট্রাম্পের পক্ষে ভোটের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। ট্রাম্পের প্রধান বিরোধী হচ্ছে উনার নিজস্ব দল, রিপাবলিকান দল। উনার দলের বড় বড় নেতা যারা হিলারীকে ভোট দিচ্ছেন, তাদের মাঝে আছেন ২ বুশ প্রেসিডেন্ট। এছাড়া নিজ দলের বড় পরিচিত নেতা ম্যাককেইন ট্রাম্পকে ভোট দিচ্ছে না, দিচ্ছে না গত বারের পরাজিত মীট রমনি; প্রাইমারীতে পরাজিত প্রার্থীগণের মাঝে শুধু ১ জন ট্রাম্পকে ভোট দেয়ার ঘোষণা করেছেন, উনি হচ্ছেন ড: কার্সন।
হিলারীর পক্ষে ভোট চাচ্ছে প্রেসিডেন্ট ওবামা ও ফাস্ট লেডি মিশেল ওবামা; এটা হয়তো ওবামার সর্ব বৃহৎ একক ভুল; যদি ট্রাম্প জয়ী হয়, প্রথম পরাজিত হবে ওবামারা। হিলারীে জন্য ভোট চাচ্ছে বর্তমান ভাইস প্রেসিডেন্ট বাইডেন; বাইডেন একদিন খুবই ইমোশানেল হয়ে গিয়েছিল, তিনি ট্রাম্পের সাথে মারামারি করতে চেয়েছিলেন। হিলারীকে জিতিয়ে আনতে, উনার দলের সাথে যোগ দিয়েছে মিডিয়া ও আমেরিকার পুরো কর্পোরেশন গুলো ও স্বামী বিল।
ট্রাম্পের বিপক্ষে বড় ধরণের কোন ষড়যন্ত্র আবিস্কার করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে; তাদের হাতে যে মালমসলা নেই, তা নয়; তারা বুঝতে পারছে না যে, ট্যাবলেট এর পাশ্বক্রিয়া কি রকম ভয়ংকর হবে!
ট্রাম্প জিতলে, রাজনীতিবিদদের বিপক্ষে সাধারণ মানুষ জিতবে; কিন্তু দু:খের বিষয় হবে ওবামার পরাজয়; সাথে আরো জীবিত ৩ প্রেসিডেন্টের পরাজয় ঘটবে এতে।
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৬
চাঁদগাজী বলেছেন:
সেটা ঘটার সম্ভাবনা প্রচুর; ট্রাম্প জয়ী হলে, ২/৩ আমি কাজে যাবো না; কারণ, আমাকে 'রেড নেকদের' সাথে যেতে হয়; কিন্তু আমি চাই অদক্ষ হিলারী যেন আমেরিকার ক্ষমতায় আসতে না পারে; সর্বপরি আমেরিকার রাজনীতিবিদরা ৩০০০ আমেরিকানের মৃতয়ুর প্রতিশাধ নিতে গিয়ে ৩ মিলিয়ন সাধারণ আরব ও আফগানীকে হত্যা করেছে, এগুলো রাজনীতিবিদ নন, এগুলো নীতিহীন ও দক্ষতাহীন মানুষ।
২| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৩
নিরাপদ দেশ চাই বলেছেন: ট্রাম্পের মত একজন চুড়ান্ত রেসিস্ট প্রার্থী প্রেসিডেন্ট পদে এসে লড়ে প্রমান করেছে আমেরিকা কি পরিমান অসাম্প্রদায়িক দেশ! তবে শেষ পর্যন্ত রেসিজমের বিজয় হবে না বলেই আশা করি।
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৭
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প রেসিস্ট নয়, হিলারীরা ভেড়ার ছামড়া গায়ে দিয়ে ঘুরে।
৩| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৮
কলাবাগান১ বলেছেন: রেড নেকদের সাপোর্ট, ডেভিড ডিউকের সাপোর্ট নেওয়ার পরও আপনি বলছেন সে রেসিস্ট না????
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩১
চাঁদগাজী বলেছেন:
ডেডিড ডিউক আমেরিকা নয়; সে আমেরিকা চালাবে না; যদি ট্রাম্প জয়ী হয়, ট্রাম্প আমেরিকা চালাবে।
৪| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৮
অদৃশ্য মান৯৫৭৮ বলেছেন: হিলারি হয়ে যাবে মনে হয়................।
০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭
চাঁদগাজী বলেছেন:
হয়ে গেলে কিছ করার নেই, এখন তার হাতে সম্ভাব্য ২৭২ ইলেকটোরাল ভোট আছে, সে যদি এগুলো না হারায়, সে হয়ে যাবে।
৫| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:২০
হাসনাতুল বলেছেন: আমার তো মনে হয় হিলারী ও ট্রাম্প দুইজনই অদক্ষ।
০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৯
চাঁদগাজী বলেছেন:
সঠিক, হিলারী ৩০ বছর কাজ করে অদক্ষ; তাই ট্রাম্পকে সুযোগ দেয়ার দরকার, সে ৪ বছর চাচ্ছে!
৬| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩০
নিরাপদ দেশ চাই বলেছেন: এ কথা ঠিক যে হিলারিরা ছদ্মবেশি রেসিস্ট।ট্রাম্প সরাসরি রেসিস্ট।বহুরুপীদের কাজ কারবারতো অনেক দেখা হল। এবার আসল রেসিস্টের কাজ কারবার দেখার ইচ্ছা রাখি। হয়ত এতেই এই বিশ্বে পজিটিভ একটা পরিবর্তন আসতে পারে।
০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১১
চাঁদগাজী বলেছেন:
ডেমোক্রেটরা কিছু কালো নেতাকে পোষ মানায়ে কালোদের দরিদ্র করে রেখেছে, আসলে ভোটের বেলায় কালোরা এখনো ক্রীতদাস। হিলারীরা একটা হাগ ও চুমু দিয়ে ভোট নিয়ে যায়, সেখানেই শেষ।
৭| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:২১
মার্কো পোলো বলেছেন:
ট্রাম্প ভয়াবহ, হিলারী অযোগ্য। প্রেসিডেন্ট যেই হোক আমেরিকার ইতিহাসে কলঙ্কের ছায়া পড়তে যাচ্ছে।
০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৮
চাঁদগাজী বলেছেন:
এদিকে পুটিন ও চীনাদের খারাপ মনোভাব, সেই সময় বিল ক্লিনটনের গাধীকে পরিবারতন্ত্রের হাল ধরতে দেয়া ভুল হচ্ছে।
৮| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৯
সাদা মনের মানুষ বলেছেন: আমেরিকার নির্বাচন নিয়ে আমি আগ্রহী না, ওরা যেই ক্ষমতায় যাক, আমাদের জন্য কোন সুখবর নাই।
০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫২
চাঁদগাজী বলেছেন:
আমার মনে হয়, আমেরিকান প্রেসিডেন্টের উপর বিশ্বের বিরাট কিছু নির্ভর করে।
৯| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩০
আখেনাটেন বলেছেন: শিয়াল ও হায়েনার মধ্যে যে কোনো একজনকে পছন্দ করতে হবে। দুইটাই বনের নিরীহ প্রাণীদের জন্য মাথাব্যথার কারণ।
০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১
চাঁদগাজী বলেছেন:
বিল ক্লিনটন পরিবারতন্ত্র ও রিপাবলিকানরা সাধারণ মানুষকে রাজনীতি থেকে দুরে রাখতে গিয়ে ট্রাম্পের আগমন; দুটোই সমস্যা; তবে, বেকুবের থেকে শিক্ষিত শত্রুও ভালো।
১০| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৮
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,
নিজের খেয়ে জব্বারের ছাগল কুদ্দুসের বাগানে কেন মুখ দিলো , এটা নিয়ে ঘুম নষ্ট করার দরকার আছে ?
আমাদের মতো পাবলিকদের তো গায়ের ঘাম গেঞ্জীতে শুকিয়ে আর বিড়ি টানতে টানতেই দিন শেষ । আবার সেই সকালে উঠেই সাবওয়েতে দৌড়..... দৌড় ....
আপনি যথেষ্ট রাজনীতি কনসাস । তবে যাই-ই বলুন , এবারের আমেরিকান ভোটপর্বটি কিন্তু একশো টন নোংরামীতে ভরা ।
০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৬
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের মানুষ থেকে রাজনীতি কেড়ে নিয়েছে শেখ হাসিনা, বিএনপি-জামাত; কমপক্ষে, ব্লগারেরা বিশ্ব রাজনীতি নিয়ে ভাবুক। বিশেষ করে, পুটিন যখন ভয়ানক হিটলারের মতো নিজকে সামনে ানার চেস্টা করছে।
১১| ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১০
নতুন বলেছেন: লেখক বলেছেন:
ডেডিড ডিউক আমেরিকা নয়; সে আমেরিকা চালাবে না; যদি ট্রাম্প জয়ী হয়, ট্রাম্প আমেরিকা চালাবে।
ট্রাম্প বা হেলারী কেউই আমেরিকা চালায় না...
এরা নিয়োগ করা প্রেসিডেন্টের মতন মুরুব্বিদের পরামশ` অনুযায়ী আমেরিকার সম্রাজ্যবাদী পরিকল্পনা বাস্তবায়ন করে।
ট্রাম্প জোকারকে দাড়াকরানো হয়েছে হেলারীকে জয়ী করার জন্য... যাতে ট্রাম্প কে ভোট না দিয়ে আমেরিকান জনগন হেলারীকে বেছে নেয়....
হেলারী ট্রাম্পের চেয়ে বিপদজনক
০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
সঠিক, হিলারী বিপদজনক।
১২| ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৩
সাহসী সন্তান বলেছেন: ১১ নাম্বার মন্তব্যটা কিন্তু বেশ ভাবনার! আমারও অনেকটাই নতুন'দার মতই মনে হয়! কিন্তু কথা হল, এটা যদি হিলারীকে জেতানোর জন্য একটা ট্রাপ হয়েই থাকে; তাহলে ট্রাম্প কেন সেই ফাঁদে আটকা পড়লো? নাকি প্রেসিডেন্ট হওয়ার চিন্তাতে সে এতটাই বিভোর আছে যে, অগ্র-পশ্চাত না ভেবেই আগুনে ঝাঁপ দিয়েছে?
তবে গাজী ভাই, সত্যিই যদি ট্রাম্প জেতে তাইলে কিন্তু ব্লগে একটা পার্টির ব্যবস্থা করতে হবে? আফটার অল আপনি কিন্তু ট্রাম্পের সাপোর্টার, কোন মতেই ফাঁসাইয়া যাইতে পারবেন না?
০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
চাঁদগাজী বলেছেন:
কনস্পেরেসী থিওরী এসেছিল; কিন্তু ট্রাম্প যেই ১৭ জনকে পরাজিত করে এসেছে, ওরা সবাই হিলারী থেকে হাজার গুণ উপরে। এই ধরণের ষড়যন্ত্র তো সায়েন্স ফিকশানেও সফল করতে পারবে না।
আমেরিকার সাধারণ মানুষ থেকে ভোট নিয়ে, সবাই বিলিওনিয়ারদের স্বার্থ রক্ষা করে চলেছে; তাই অরাজনীতিবিদকে সাপোর্ট করছি; দেখা যাক, কি হয়।
১৩| ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৭
নতুন বলেছেন: সাহসী সন্তান বলেছেন: ১১ নাম্বার মন্তব্যটা কিন্তু বেশ ভাবনার! আমারও অনেকটাই নতুন'দার মতই মনে হয়! কিন্তু কথা হল, এটা যদি হিলারীকে জেতানোর জন্য একটা ট্রাপ হয়েই থাকে; তাহলে ট্রাম্প কেন সেই ফাঁদে আটকা পড়লো? নাকি প্রেসিডেন্ট হওয়ার চিন্তাতে সে এতটাই বিভোর আছে যে, অগ্র-পশ্চাত না ভেবেই আগুনে ঝাঁপ দিয়েছে?
ভাই ট্রাম্প ব্যবসায়ী.. উনি হারলৈও তার লাভ... ক্ষতি নাই্। যদি তিনি মুরুব্বিদের পরামশেই প্রাথ` হয়ে থাকেন.
তবে তার দেখাশুনা তারা করবে বলেই কথা দিয়ে থাকবে... তাইনা।
it's just good business
০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫০
চাঁদগাজী বলেছেন:
এসব "কনস্পেরেসী থিওরী" নিয়ে আলাপ হয়েছে আমেরিকায়; ট্রাম্প কোনভাবেই "আবুল" নয়।
১৪| ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৭
আলী বলেছেন: আমি চাই অদক্ষ হিলারী যেন আমেরিকার ক্ষমতায় আসতে না পারে
০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৩
চাঁদগাজী বলেছেন:
আমরা সব অদক্ষের বিপক্ষে, হোক সে হিলারী, জয়, তারেক বা বাশার।
১৫| ০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১০
নতুন বলেছেন: আলী বলেছেন: আমি চাই অদক্ষ হিলারী যেন আমেরিকার ক্ষমতায় আসতে না পারে
হিলারী ২০০০ সাল থেকে সিনেটর....
American lawyer and politician who served as a U.S. senator (2001–09) and secretary of state (2009–13) in the administration of Pres. Barack Obama. She also served as first lady (1993–2001) during the administration of her husband, Bill Clinton, 42nd president of the United States. As the Democratic Party’s nominee for president in 2016,
রাজনিতিক হিসেবে ট্রাম্প কিছুই না। ব্যাবসায়ী হিসেবেও তার সাফল্যা বেশি না.... এপযন্ত তার ৪টা কম্পানীকে দেউলিয়া ঘোষনা করেছে ব্যাংক... ডোনাল্ড ট্রাম্পের বাবা সফল ব্যবসায়ী ছিলেন..
হিলারী থাকার সময় আমেরিকার অনেক যুদ্ধ এবং বিভিন্ন দেশের অভ্যন্তরিন ব্যপারে তিনি অনেক অবদান রেখেছেন.... তিনি খুবই সফল আমেরিকার জন্য...
০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫
চাঁদগাজী বলেছেন:
সরকারী গরু কাগজে আছে, গোয়ালে নেই।
সিরিয়া ও লিবিয়ার যুদ্ধ, হতয়াকান্ড ও আইএস হিলারী বড় অবদান।
ট্রাম্প রাজনীতিবিদ নয়, দুস্ট ও যুদ্ধবাজদের সরানোর জন্য সেই উপযুক্ত লোক। হিলারী ও তার অস্ত্র বিক্রেতা বন্দ্ধুদের না সরালে যুদ্ধ চলতে থাকবে।
১৬| ০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৯
বাকরখানি বলেছেন: পুস্টে আর কমেন্টে এমুন স্ববিরোধি বক্তব্য দেয়ার পরও পাবলিকে আপনেরে সালাম দেয় কেন সেইটা জানেন? তামশা দেখতে আসে, মজা নেওয়ার জন্য আসে। লীগ আর বিএনপি নিয়া যেই বালছাল লেখতাছিলেন সেইটাই চালায়া যান, নিজেরে আর হাসির পাত্র বানায়েন না নিজের বেকুবগিরি লেইখ্যা। খালি আপনের দুয়েকজন চাটুকার সাক্ষি দিছে বইলা, নাইলে কোনভাবেই বিশ্বাস করতাম না আপনে আমেরিকায় থাকেন।
হ, আমি হতাশ, ব্লগার হইতে পারুম না, হারায়া যামু, আমার মগজ নাই, আমি হাউকাউ করি, আফগানিস্তানের গুহায় বইসা মুমবাত্তি জ্বালায়া কিবোর্ড গুতাই। এইডি বাদে নতুন কিছু কওয়ার থাকলে লেইখেন।
০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২২
চাঁদগাজী বলেছেন:
আপনের জ্বালায় ব্লগ ছেড়ে জংগলে চলে যাবো। আমার সমালোচনা করে করেই ব্লগার হয়ে গেলেন; আমার বিষয়গুলোকে নিয়ে লেখেন, আমার হেডলাইনগুলো আপনি ব্যবহার করুন।
এখন লেখার সময়, পুটিন পকেটে এটম নিয়ে হাঁটছে
১৭| ০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৭
রাকিব সামছ বলেছেন: আমেরিকার নির্বাচনে বাংলাদেশের বাতাস পাই। যাই হোক যেই হোক আমরা আদার ব্যাপারী! ঝাজের মাঝেই বসবাস। হিলারী বা ট্রাম্প যেই আসুক আমাদের কপালে খারাপই আছে।
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:২৪
চাঁদগাজী বলেছেন:
সঠিক, ২ জনেই বিপদজনক।
১৮| ০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৩
সেলিম৮৩ বলেছেন: ভাই, ষাড়ের চেয়ে বলদ ভালো।
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:২৬
চাঁদগাজী বলেছেন:
হিলারী পরিবারতন্ত্রের ফসল; আমরা জয়, তারেক, বাশার, কিম জং, বাশার বিরোধী।
১৯| ০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪
বাকরখানি বলেছেন: এইটুকুতেই জঙ্গলে যাইতে হইব? তাইলে আপনার কারণে কতজন গেসে বইলা আপনার ধারণা? কারও তো আবার আপনেরে ব্লক করার অধিকারও দেন নাই, আপনারে ব্লক করলে মানবিক অধিকার না কি সব জানি ক্ষুণ্ণ হয় আপনার।
উপরে একজন আপনার নাম লেখছে দেখলাম, আসলেই আপনার নাম জাহাঙ্গীর নাকি? আপনি এত বড় বিদ্যান ব্যক্তি, মাইনষের এত দোষ ধরতে পারেন, নিজের নামে ব্লগিং করেন না কেন? আপনি নাকি বাস্তব জীবন আর ব্লগে একইরকম? ভয় পান দাবড়ানি খাওয়ার?
০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
চাঁদগাজী বলেছেন:
ব্লগে কেমনে ব্লক করে? ব্লগে, লেখার উপর মতামত পেতে হয়, নিজকে যাচাই করার পথ হলো অন্যদের মতামত।
আমি ব্লগারদের ভালোবাসি, এটাই আমার ভুবন।
২০| ০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৪
নতুন বলেছেন: লেখক বলেছেন:
সরকারী গরু কাগজে আছে, গোয়ালে নেই।
সিরিয়া ও লিবিয়ার যুদ্ধ, হতয়াকান্ড ও আইএস হিলারী বড় অবদান।
ট্রাম্প রাজনীতিবিদ নয়, দুস্ট ও যুদ্ধবাজদের সরানোর জন্য সেই উপযুক্ত লোক। হিলারী ও তার অস্ত্র বিক্রেতা বন্দ্ধুদের না সরালে যুদ্ধ চলতে থাকবে।
আমেরিকা তো এমন যুদ্ধবাজ প্রেসিডেন্টই চায়..যাতে তা অস্রবিক্রি বাড়ে এবং বিশ্বে তাদের মাতুব্বরী বজায় থাকে..
এইকাজের জন্যই হিলারীকে জয়ী করবে তেনারা
০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
চাঁদগাজী বলেছেন:
সেজন্য কিছু সাধারণ মানুষ ব্যতিত, সব দল, সব মিডিয়া হিলারীকে জেতানোর চেস্টা করছে; দেখা যাক, সাধারণ মানুষ কতটুকু যেতে পারে।
২১| ০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ট্রাম্প হলে ভালো হবে, কথাটা কেন জানি আমার বিশ্বাস হয়না। আর হয়তো সে হবেনা, কাজেই তার ভালো - মন্দ দিয়ে আর কি হবে? এখন হিলারী হলে কি হবে, সেইটা মাথায় রেখে, যদি মন্দ কিছু হয় তবে তা’ থেকে বাঁচার উপায় বের করা দরকার। ইংরেজ আমলে এক বাংলাদেশীর কাজে সন্তুষ্ট হয়ে এক ইংরেজ বলেছিল ‘গুড’। বাংলাদেশী আবার ইংরেজী জানতোনা, তাই জবাবে সে বল্ল, ‘শালা গুড যদি ভালো হয় তবে ভালো কথা, কিন্তু গুড যদি ভালো না হয় তবে তুই গুড তোর বাপ গুড তোর চৌদ্দগুষ্ঠি গুড। তেমনি হিলারী গুড হলে ভালো, নতুবা বলব ট্রাম্প একা গুড ছিলনা তার চৌদ্দগুষ্ঠি গুড ছিল। যদিও আমরা বেকার আলোচনা করছি, কারণ যা করার আমেরিকার জনগন করবে, আমাদের পালা হলো - তুমি জিতে গেলে চেয়ে চেয়ে দেখলাম আমার করার কিছু ছিলনা না গো। ভালো-মন্দ বুঝিনা, আমি হিলারী সমর্থক। সুতরাং হিলারী জিতলে অন্তত সেই সময়টা ভালোলাগবে। পরে বাঁশ দিলে সেটা পরে টের পাওয়া যাবে। আমরাতো আবার সুপার পাওয়ারদের বাঁশ পাওয়ার জন্য তৈরী হয়ে বসেথাকি। না দিলে খুশী তবে দিলেও কিছু করার থাকেনা।
০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
চাঁদগাজী বলেছেন:
৩০ বছরে হিলারী প্রমাণ করেছেন যে, উনি অদক্ষ; এবং এই প্রচেস্টা হলো পরিবারতন্ত্র; ডেখা যাক, কি হয়।
২২| ০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পরিসংখ্যান দেখলে পরিস্কার বুঝা যাবে সামু ব্লগের চ্যাম্পিয়ন ব্লগার হলো চাঁদগাজী। সেই হিসেবে আমি আবার তাকে গুরু মানি। যদিও তার অনেক কথার সমর্থক আমি নই। তবে জন প্রিয়তার কারণে তাকে অনেকে হিংসে করে, এটা ঠিক নয়। আমি তাকে নিয়ে একটা সনেট লিখেছিলাম। এমনিতে কেউ আমার লেখা তেমন একটা পড়েনা, তবে চাঁদগাজীকে নিয়ে লেখা সনেটটা সবাই পড়েছিল। এর থেকে বুঝলাম তার জন প্রিয়তাও বেশ। ‘যেখানে দেখিবে ছাঁই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার মানিকও রতন। আমি মানিক রতন পাওয়ার আশোয় চাঁদগাজীর সব পোষ্ট পড়ি। ঐ যে বল্লাম ছাঁইয়ের ভিতর থেকে মানিক রতন পাওয়া যায়। আমিও পাচ্ছি বৈকি!
০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
চাঁদগাজী বলেছেন:
সারছেন, আমি ব্লগারও নই; আমি চলমান ঘটনা সমুহকে নিজের পর্যবেক্ষণসহ লিখি, ব্লগারেরা মতামত জানান, আমি নিজকে রিফাইন করার সুযোগ পাই, এটুকুই! আপনি শিক্ষক মানুষ, মানুষ বানানোর কারিগর, আপনি পথ দেখাবেন, আমরা চলবো
২৩| ০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমার যে সব লেখায় চাঁদগাজীর ষ্টাইল এসে যায় সে সব লেখা হাজার হাজার লাইক পায়। আর যে লেখায় তা’ আনতে পারিনা সেটা মুখ থুবড়ে পড়ে। তারমানে আমি গাজীর ষ্টাইল অনুসরন করি যদিও বক্তব্য স্রেফ আমার। এবার বুঝুন গুরুর উপকারটা কিসে? মুসলমানরা প্রতিভার মূল্যায়ন করেই অনেকবার সোনালী দিন দেখেছে। যদি আবার তা’করে তবে হয়তো সেনালী দিন আবারো দেখবে। কারণ উন্নতির প্রথম শর্ত সংকীর্ণতা পরিহার। একজন ভালো লেখক স্বীকৃতি পেয়ে আরো ভালো লেখক হয়ে উঠলে ক্ষতি কি? এজন্য আমি জামাতের লোকদেরকে বলেছিলাম, তোমরা বুদ্ধিজীবি হত্যা করে ভালো করনি। বরং ভালো হতো তেমন একজন বুদ্ধিজীবি দলে ভিড়াতে পারলে।
০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
চাঁদগাজী বলেছেন:
জামাতের ৭৮ বছরের রাজনীতি মানে ভয়ংকর ভয়নকর হত্যাকান্ড ও তার জন্য শাস্তি, এটাই ঘটবে আরো ২/১ জেনারেশন।
২৪| ০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ২৪ নং মন্তব্যের ঘটনা ফেসবুকে ঘটে। ব্লগে আমার জন প্রিয়তা নেই বল্লেই চলে।
২৫| ০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: লেখকের কাছ খেকে নতুন লেখার প্রত্যাশায় থাকলাম।
০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
চাঁদগাজী বলেছেন:
জীবনের কথার শেষ নেই।
২৬| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৮
বিলুনী বলেছেন: এক সময় অনেকের মুখেই একটি স্লোগান ছিল লাদেন লাদেন , লাদেন চাই , লাদেন ছাড়া গতি নাই । লাদেনকে যখন তোরাবুড়ায় খুঁজা তখন অনেকেই বলেছিলেন সে বসা আছে পেন্টাগনেই , আনেকদিন বাদে এখন সে কথা মানে সকলেই । তদ্রুপভাবে যারা বলেন হিলারীকে চাই তাকে ছাড়া এ মহুর্তে গতি নাই , তারাও বুঝবেন লাদেন আর হিলারীতে তফাৎ নাই , এখনতো অনেকেই জোড়ে সোরে বলতেছেন আই এস আর হিলারী আছেন এক কাতারেই । প্রকাশ্য শত্রু ইসলামের কোন ক্ষতি করতে পারবেনা, ভয় শুধু ছদ্যবেশী হিলারীদেরকে নিয়ে, কারণ তারা সহজেই সরলপ্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করতে পারেন ও জন্ম দিতে পারেন আই এস আই । এদেরকে দিয়ে লাগাতে পারেন যুদ্ধের দাবানল । এদের হাতের গুটি হয়ে কাজ করেন অনেক ইসলামি দল । ট্রাম্পকে জানি খারাপ , সে নীজেও জানান দিয়েছে সেরকমটাই , তাই পারবেনা করতে বিভ্রান্ত মুসলিমদেরে যেমনটা পারবে করতে হিলারী। এখন এটা অনেকেই করবেনা বিশ্বাস , কিন্তু বেণী পুরে যখন আগুন লাগবে মুখে তখন শুধু হা হুতাসই করবে অার পুড়ে মরবে যেমনটি মরছে সিরিয়া আফগান আর লিবিয়ায়, মিশর বেচে গেছে অল্পতে ।
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:০২
চাঁদগাজী বলেছেন:
আমরিকা আরবে যু্ধ করছে ইসলাম ধ্বংস করার জন্য নয়; আরবেরা তেলের কারণে আমেরিকাকে সেখানে রেখেছে, আমেরিকার নিজেরও স্বার্থ আছে।
আমেরিকার ২৬০০ মানুষ মারার পর, আমেরিকা ৩ মিলিয়ন মানুষকে মেরেছে, ও আরবদেশগুলোকে প্রায় পংগু করে দিয়েছে; এটা ইসলামের সাথে কইছু না; ওরা সব ধর্মই পালন করে উৎসব হিসেবে।
২৭| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:১১
রাজীব নুর বলেছেন: নির্বাচনে যেই জিতুক, প্রার্থী হিসাবে হিলারীর সংগে ট্রাম্পের তুলনা করা চলে না। ট্রাম্প তার জীবনের সব কিছুতেই ব্যর্থ। অন্যদিকে হিলারী প্রায় সব ক্ষেত্রেই সফল। তিনি শুধু আমেরিকার ফার্স্ট লেডিই ছিলেন না, সম্পূর্ন নিজের যোগ্যতায় নিউইয়র্ক থেকে নির্বাচিত সিনেটর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষট্র মন্ত্রীও ছিলেন। ট্রাম্প তার জীবনে এর কোনওটাই ছিলেন না। তা ছাড়া হিলারী একজন প্রখ্যাত আইনজ্ঞও বটেন। হিলারীর চাইতে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থী মার্কিন ইতিহাসে দেখা যায়নি। কথাটা বলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
সুতরাং কিছু কিছু সবজান্তা মিডিয়ার সস্তা ও উদ্দেশ্যমূলক অপপ্রচার এবং অতিসরলীকরনের সাথে গলা মিলিয়ে হিলারীকে মূল্যায়ন করা মোটেও ঠিক হবে না।
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:২৪
চাঁদগাজী বলেছেন:
আপনার ধারণা সঠিক নয়; সে নিজের নামে সিনেটর তো দুরের কথা "কাউন্সিলার"ও হওয়ার কথা নয়; উনি, আিনবিদ হিসেবে বদনাম যোগায়েছেন।
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:২৬
চাঁদগাজী বলেছেন:
ত্রাম্প নিজের ডলারে নির্বাচন করছে, ৬০ মিলিয়ন খরচ করেছে; হিলারী নিজের পকেট থেকে ৬০ পয়সাও খরচ করেনি।
২৮| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:২৬
চাঁদগাজী বলেছেন:
@সিরাজ ইন্জিনিয়ার ,
আমি 'নিক' নিয়ে ব্লগিং করছি গোপনীয়তা রক্ষার জন্য; আপনি ইন্জিনিয়ার মানুষ, আপনার মাগজে " ইন্জিনিয়ারিং ভাবনা "এসেছে যে, আমার গোপনীয় বিষয়গুলো আপনাকে প্রকাশ করতে হবে; ব্লগে আমর গোপনীয় কিছু শোনার জন্য ব্লগারেরা বসে আছে?
এখন বুঝুন আপনার মতো একজন ইন্জিনিয়ার কি করে সহজেই ইডিয়টে পরিণত হয়! আপনি ডাম্ব ইডিয়ট!
২৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৮:০১
সামিউল ইসলাম বাবু বলেছেন:
রাজনীতির জটিল একটা ছকে পড়েগেছে অামেরিকা।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৩
চাঁদগাজী বলেছেন:
হ্যাঁ, সেটাই ঘটেছে এবার; বিশ্বের জন্য চিন্তার বিষয়
৩০| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩০
সিরাজ ইন্জিনিয়ার বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
@সিরাজ ইন্জিনিয়ার ,
আমি 'নিক' নিয়ে ব্লগিং করছি গোপনীয়তা রক্ষার জন্য; আপনি ইন্জিনিয়ার মানুষ, আপনার মাগজে " ইন্জিনিয়ারিং ভাবনা "এসেছে যে, আমার গোপনীয় বিষয়গুলো আপনাকে প্রকাশ করতে হবে; ব্লগে আমর গোপনীয় কিছু শোনার জন্য ব্লগারেরা বসে আছে?
এখন বুঝুন আপনার মতো একজন ইন্জিনিয়ার কি করে সহজেই ইডিয়টে পরিণত হয়! আপনি ডাম্ব ইডিয়ট!
গালি দিচ্ছেন আলম সাহেব? দিন, আরও বাজে গালি দিন আমাকে। জীবনযুদ্ধে চরমভাবে পরাজিত এবং সমাজের প্রতিটা ক্ষেত্রে বিধ্বস্ত একজন মানুষ আপনি, অনলাইনে নিজের বাস্তবের ঘেয়ো কুকুরের মত অসহায় চেহারাটা লুকিয়ে নিরীহ সবার উপরে সে ঝালই যখন মেটাচ্ছেন গালি দিয়ে আমাকেই বা বাদ দেবেন কেন? চিন্তা করবেন না আপনার নিকট-আত্মীয়দের রেফারেন্সসহই আপনার পরিপূর্ণ চেহারাটা তুলে ধরতে যাচ্ছি শিঘ্রি। দেখব এরপর আপনার চেহারাটা কি হয় অনলাইনে।
০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:২১
চাঁদগাজী বলেছেন:
লিখুন, লিখলে নিজকে বুঝতে পারবেন, ব্লগ ইডিয়টদের জন্য নয়!
৩১| ০৫ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:৪৫
রাবেয়া রাহীম বলেছেন: রাজীব নুর বলেছেন: নির্বাচনে যেই জিতুক, প্রার্থী হিসাবে হিলারীর সংগে ট্রাম্পের তুলনা করা চলে না। ট্রাম্প তার জীবনের সব কিছুতেই ব্যর্থ। অন্যদিকে হিলারী প্রায় সব ক্ষেত্রেই সফল। তিনি শুধু আমেরিকার ফার্স্ট লেডিই ছিলেন না, সম্পূর্ন নিজের যোগ্যতায় নিউইয়র্ক থেকে নির্বাচিত সিনেটর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষট্র মন্ত্রীও ছিলেন। ট্রাম্প তার জীবনে এর কোনওটাই ছিলেন না। তা ছাড়া হিলারী একজন প্রখ্যাত আইনজ্ঞও বটেন। হিলারীর চাইতে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থী মার্কিন ইতিহাসে দেখা যায়নি। কথাটা বলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
সুতরাং কিছু কিছু সবজান্তা মিডিয়ার সস্তা ও উদ্দেশ্যমূলক অপপ্রচার এবং অতিসরলীকরনের সাথে গলা মিলিয়ে হিলারীকে মূল্যায়ন করা মোটেও ঠিক হবে না।
আমার ধারনা তিনি ঠিক বলেছেন। একজন আমেরিকান নাগরিক হিসেবে আমি মঙ্গলবার অবশই হিলারি ক্লিন্টনকে ভোট দিবো।
দীর্ঘ দিন আমেরিকায় বাস করার ফলে দেখেছি রিপাবলিক এর চেয়ে ডেমক্রাটই আমাদের মত ইম্মিগ্রান্টদের অনেক ভরসাস্থল। তাছাড়া নিউ ইয়র্ক থেকে কখনোই রিপাবলিক জিততে পারেনা।
০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:২৯
চাঁদগাজী বলেছেন:
আপনি হয়তো খেয়াল করেননি যে, নিউইয়র্ক, কালিফোর্নিয়া হলো দেমো রাজ্য, এখানে রিপাবলিকানদের কেহ ভোট দিলে উহার মুল্য নেই।
এবারের ভোটের মুল্য হচ্ছে নর্থ কেরোলিনা, ফ্লোরিডা, ওহাইও, নেভেদা, উইসকনসিন ও পেনসিলভানিয়েতে; এদের ভোটে প্রেসিডেন্ট হবে।
রাজীব নুর বাংলাদেশে থাকেন, পোষা সাংবাদিকতা করেন, মাঝে মাঝে ধাক্কা ধুক্কা খান; যা বলেছেন, ভালোই বলেছেন।
৩২| ০৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৮
আঃ রাজ্জাক হাং বলেছেন: আমি কিন্তু হিলারীর ছাপট করি
০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০১
চাঁদগাজী বলেছেন:
ভালো, ওর প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা ৬৬%
৩৩| ০৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৭
আহলান বলেছেন: যেই হোক তারা পররাষ্ট্রনীতিতে এক থাকবে বলেই মনে হয় ... তারা তাদের গেম খেলেই চলবে, আপনার জন্য তারা চিন্তিত নয়
০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮
চাঁদগাজী বলেছেন:
আমেরিকা ও ক্যাপিটেলিজম যাতে ঠিকভাবে চলতে পারে, সেই বিষয়ে ওরা এক; তবে, ট্রাম্প এলে, রাজনীতিবিদদের আসল চেহারা বের হবে কিছুটা।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৬
কলাবাগান১ বলেছেন: এমন একজনকে আপনি সাপোর্ট করছেন যে তাদের হাতে মার খাওয়া থেকে বাচতে কিছুদিন আপনি ঘর থেকে বের হবেন না!!!!!