নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

১ দিন পর আমেরিকান ভোট, রাজনীতিবিদদের মুলোবাজির বিপক্ষে ট্রাম্প

০৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২



আমেরিকান ভোট: মংগলবার, সকাল ৭ টা থেকে রাত ৯টা
অগ্রিম ভোট গ্রহন: ৪০ মিলিয়ন
ভোটের বয়সী নাগরিক: ২৪৯ মিলিয়ন
সর্বমোট ইলেকটোরাল ভোট: ৫৩৮
প্রেসিডেন্ট হতে দরকার: ২৭০ ইলেকটোরাল ভোট

ডেমোক্রেটিক প্রার্থী: হিলারী ক্লিনটন (পরিবারতন্ত্রের প্রচেস্টা), পেশা: আইনবিদ
নির্বাচনী প্রতীক: গাধা ( গাধী হলে সঠিক হতো)
হাতে( সম্ভাব্য) ইলেকটোরেল ভোট: ২৬৮ ( আরো দরকার ২ ভোট)
জয়ী হওয়ার সম্ভাবনা: ৬৭%
ভোটযুদ্ধের রাজ্য সমুহ: ফ্লোরিডা, পেনসিলভানিয়া, নর্থ কেরোলিনা
প্রেসিডেন্ট হিসেবে মানুষের অনাস্হা: ৬৯%
রাজনৈতিক অভিজ্ঞতা: ৩০ বছর, সিনেটর, ফরেন সেক্রেটারী (মন্ত্রী), ক্লিনটন ফাউন্ডেশনের ডিরেক্টর
রাজনৈতিক অবদান: যোগ বিয়োগ করার পর, মানুষের থেকে নিজের জন্য ও সমগোস্ঠীর মানুষের জন্য করেছেন অনেক বেশী।

রাজনৈতিক স্কানডাল: রাস্ট্রের ইমেইলের সাথে 'ক্লিনটন ফাউন্ডেশন'এর ইমেইল মিশিয়ে ফেলেছিল, ইমেইলগুলোকে সরাতে গিয়ে কপি করে ব্যক্তিগত সার্ভারে; ধরা পড়ার ভয়ে ৩৩ হাজার ইমেইল মুছে ফেলে, প্রথমে মুছে ফেলা নিয়ে মিথ্যা বলে; গোল্ডমেন সাকস নামে ইনভেস্টমেন্ট ব্যাংককে ৩০ মিনিট বক্তৃতা দিয়ে সাড়ে ৪ মিলিয়ন ডলার পায়; হোয়াইট ওয়াটার প্রজেক্ট নামে এক রিয়েল স্টেট প্রজেক্ট থেকে ঘুষ নেয়; কসভোতে স্নাইপার আক্রমনে পড়েছিল বলে অকারণ মিথ্যা বলেছিল। 'ক্লিনটন ফাউন্ডেশন' থেকে অস্ভাবাবিক বেশী বেতন নিয়েছেন।

জয়ী হতে হলে, ব্যাটেল স্টেট থেকে ১ টি জয়ী হতে হবে, ও কোন ডেমোক্রেটিক (নীল রাজ্য সমুহ) রাজ্যে হারতে পারবে না।

----------------------------------------------------------------------------------------------------
রিপাবলিকান প্রার্থী: ডোনাল্ড ট্রাম্প, পেশা: রিয়েল স্টেট ও কাসিনো ব্যবসায়ী
নির্বাচনী প্রতীক: হাতী ( আসলে বন্য হাতী)
হাতে (সম্ভাব্য ) ইলেকটোরেল ভোট: ২০৪ ( আরো দরকার ৬৮ ভোট)
জয়ী হওয়ার সম্ভাবনা: ৩৬%
ভোটযুদ্ধের রাজ্য সমুহ: ফ্লোরিডা, পেনসিলভানিয়া, নর্থ কেরোলিনা
প্রেসিডেন্ট হিসেবে মানুষের অনাস্হা: ৬৬%
রাজনৈতিক অভিজ্ঞতা: ০ বছর, সিনেটর, ৫০ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা
রাজনৈতিক অবদান: রাজনৈতিক নেতাদের কিনেছেন চাঁদা দিয়ে

ব্যক্তিগত স্কানডাল: মেয়েদের ব্যাপারে ছেলেমী কথোপকথনের টেইপ প্রকাশ পেয়েছে, যেখানে সে বলেছে যে, তার সফলতার কারণে, যে কোন মেয়ের গায়ে হাত রাখতে সমর্থ; এতে ২ সপ্তাহের জন্য পপুলারিটি ভয়ংকরভাবে কমে গিয়ে, পরে কিছুটা ফেরত আষে। ট্যাক্স কম দিয়ে নিজকে "স্মার্ট দাবী" করে পপুলারিটি হারায়। নিজের পার্টি ও ডেমোক্রেটদের নিয়ে হাসাহাসি করাতে পার্টি মোটামুটি তাকে ত্যাগ করেছে, ও কৌশলে হিলারীকে জয়ী করার চেস্টা করেছে। বুশ পরিবার, ক্লিনটন পরিবারকে নিয়ে হাসাহাসি করেছে, অসত বলেছে; ২ বুশ প্রেসিডেন্ট হিলারীকে ভোট দিচ্ছে।

গতকাল নেভেদাতে এক প্রতিবাদকারীর কাছে রিভলবার আছে মনে করে, ট্রাম্পকে মন্চ থেকে টেনে সরায়ে নেয় সিকিউরিটি সার্ভিস, অবশ্য পরে ফিরে এসে বক্তৃতা শেষ করে। সোমবার রাত অবধি প্রচারণা চালাবে।

জিততে হলে, ফ্লোরিডা, নিউ কেরোলিনা, ওহাইও, পেনসিলভানিয়া, নেভেদা ও নিউ-হেমসায়ারে জয়ী হতে হবে; ১ টায় হেরে হেলে জয়ী হতে পারবে না।

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: এইবারের ইলেকশন গরু আর গাধীর ইলেকশন /:)

০৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:



আসলে তাই হচ্ছে; আমেরিকার বর্তমান অর্থনীতি ভালো; কিন্তু ফলাফল বিশ্বের জন্য ভয়ংকর হতে পারে।

২| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:০০

মোটা ফ্রেমের চশমা বলেছেন: তবু আমেরিকানরা নারী প্রেসিডেন্টকে সুযোগ দেবে এবার বলে আমার মনে হয় না। ট্রাম্প বেফাঁস কিছু মন্তব্য করে না বসলে সে-ই এগিয়ে থাকতো পরিসংখ্যানে। দেখা যাক, মার্কিনিদের মন কোন দিকে যায়।

০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:



আমেরিকানরা নারী প্রেসিডেন্ট চেয়েছিল; কিন্তু হিলারী সেই আকাঙ্ক্ষিত ব্যক্তি নন

৩| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

নতুন বলেছেন: হিলারীই নতুন প্রেসিডেন্ট হবে ভাইয়া :)

ট্রাম্পকের মতন জোকারকে প্রাথী বানিয়েছে যাতে সবাই মন্দে্র ভালো হিসেবে হিলারীকেই ভোট দেয়।

০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:



আজকেও হিলারীর জয়ের সম্ভাবনা বেশী; তবে, ট্রাম্পের বিজয়ও সম্ভব।

ট্রাম্পকে কেহ প্রাথী বানানো লজিক্যালী অসম্ভব; কারণ, যে ১৭ জনকে প্রাইমারীতে সে উড়ায়ে ডিয়েছে, ওরা সবাই হিলারী থেকে উপযুক্ত ছিল; আবার সেখানে বুশ ছিল ১ জন।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫০

ডঃ এম এ আলী বলেছেন: ভাল তথ্য , দেখে ভাল লাগল । দেখা যাক আর কদিন বাদে ফল কি দাঁড়ায় ।

০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:



মংগলবার রাত বারোটার মাঝে হয়তো ফল জানা যাবে।

৫| ০৭ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:০৩

গরল বলেছেন: Muslims don't like Trump because he wants to repulse muslims from America. And Hilary donated for killing muslims in their own countries. Who is more harmful for muslims?

মুসলমানেরা সবসময়ই বিচার করে কে ইসলাম পছন্দ করে বা কে করে না তা দিয়ে। কাকে দিয়ে বা কি দিয়ে সামগ্রিক লাভ বা ক্ষতি হবে তা বিচার করার যোগ্যতা নেই মনে হয়।মুসলমানেরা সবসময়ই বিচার করে কে ইসলাম পছন্দ করে বা কে করে না তা দিয়ে। কাকে দিয়ে বা কি দিয়ে সামগ্রিক লাভ বা ক্ষতি হবে তা বিচার করার যোগ্যতা নেই মনে হয়।

০৭ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


মুসলমানদের শিক্ষার মান নীচু, তাই তাদের দৃস্টিভংগিতে ভুল হয় সারাক্ষণ।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: নির্বাচনী প্রতীক: গাধা ( গাধী হলে সঠিক হতো).......ভাইটামিন পাইলাম :-B

০৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:



হিলারী হলে, আমেরিকায় খালেদা জিয়ার আমল শুরু হবে, যুদ্ধ ও হরিলুট; ৬ ট্রিলিয়ন ব্যয় করে ইরাক, আরব ও আফগানিস্তানে।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪

ভ্রান্ত_পথিক বলেছেন: কি দাদা? আপনার ট্রাম্প বাবাজির খবর কি? বন্দুক বন্দুক শুনে যেভাবে কাপড় খুলে স্টেজ ছেড়ে পালালো - তা দেখে হাসির চোটে দুদিন ভাল করে ঘুমাতেও পারিনি।

০৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:



আসলে, দেখতে খারাপই দেখায়েছে; ওর মিলিটারী ট্রেনিং নেই; আমি হলে, পেছনে যেতাম না।
তবে, আপনি হয়তো প্যান্ট ভিজায়ে ফেলতেন।

৮| ০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬

ভাবনা পায়েল বলেছেন: আমি হিলারির সার্পোট করি।

০৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:



ভালো, ক্লিনটন পরিবার ৬৬ মিলিয়ন ডলার হাতে পেয়েছে, কোন চাকুরী করে না; আপনি চাকুরী না করে ৬৬ ডলার আয় করার চেস্টা করে দেখেন, আপনার চারিদিক দিয়ে বাতাস বের হবে।

৯| ০৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

বিলুনী বলেছেন: জ্যোতিষী’ বানর বলল...
এএফপি | আপডেট: ০২:২২, নভেম্বর ০৫, ২০১৬ | প্রিন্ট সংস্করণ

শিকে ছিঁড়তে চলেছে ডোনাল্ড ট্রাম্পের ভাগ্যেই। না, নির্বাচন অনুষ্ঠানের আগেই কোনো মহাজাগতিক ঘটনায় ট্রাম্প আর হিলারি ক্লিনটনের ভাগ্য নির্ধারিত হয়ে যায়নি। চীনের এক জ্যোতিষী বানরের ভবিষ্যদ্বাণী এটি।

‘জ্যোতিষরাজ’খ্যাত বানরটির নাম ‘গেতা’। চীনা এই শব্দের অর্থ ‘গিঁট’ বা ‘গেরো’। হিলারি ও ট্রাম্পের বিশাল দুটি ছবির পাশে দুটি কলা রেখে বেছে নিতে বলা হয় বানরটিকে। হলুদ শার্ট পরা গেতা ট্রাম্পের ছবির পাশের কলাটাই শুধু বেছে নেয়নি, তার ছবিতে চুমুও খেয়েছে।

এই বানরের ‘কথা’ কিন্তু মোটেই ফেলনা নয়। চলতি বছরের শুরুর দিকে ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে কে বিজয়ী হতে চলেছে, তা ঠিকঠাক বলে দিয়েছিল এটি। ২০১০ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে বেশ কয়েকবার ঠিকঠাক ভবিষ্যদ্বাণী করে রাতারাতি তারকা বনে যায় অক্টোপাস পল। তারপর ভবিষ্যদ্বাণী করায় বিশ্বজুড়ে সবচেয়ে নাম ছড়িয়েছে গেতারই।

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:


আমি সিএনএন'এ এই বানর ও তার গণনা দেখেছি; দেখা যাক, কি হয়; মংগল রাত ১২টার ভেতরে (নিউইয়র্ক সময়) মোটামুটি জানা যাবে।

১০| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০২

দেশী পোলা বলেছেন: ট্রাম্প হলে আর কিছু চাই না, শুধু বাংলাদেশের নয়া এমেরিকান এম্বাসেডর হিসাবে আপনাকে নিয়োগ দেয়ার জন্য সুপারিশ করিব ;)

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প হলে, মিডল ইস্টে যুদ্ধ বন্ধ হবে; সে এইভাবে ডলার ফেলে দেবে না।

শনিবার 'লাইভ' দেখলাম, এক ইরাকী ট্যাক্সী ড্রাইবার মৌসুলে কিভাবে ইরাকী সৈন্যদের হাতে প্রাণ হারালো; ইরাকীরা প্রাণ হারাছ্ছে, আমেরিকানরা ডলার হারাচ্ছে; এটার অবসান হওয়ার দরকার।

১১| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিশ্ব মোড়ল হিসেবে আমি একজন নারীর চাইতে ট্রাম্পকেই বেছে নিব...

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ২:১৫

চাঁদগাজী বলেছেন:


আমেরিকানরাও ১ জন নারীকে চাচ্ছিলো, তবে হিলারী সেইজন নন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.