নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

হিলারী পরাজয় মেনে নিয়ে বক্তৃতা দিতে আসেনি, সত্যই ভয়ানক অদক্ষ

০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৩



******** হিলারী ক্লিনটন ১ মিনিট আগে টেলিফোনে পরাজয় মেনে নিয়েছে ********

কয়েকটি রাজ্যের ভোটের ফাইন্যাল রেজাল্ট বাকী আছে; কিন্তু হিলারীর জয়ী হওয়ার আর উপায় নেই; দরকার ছিলো উনার ক্যামপেইন হেড কোয়ার্টারে এসে নিজের সাপোর্টারদের শান্ত্বনা দিয়ে, পরাজয় মেনে সবাইকে বিদায় দেয়া; এই অদক্ষ মহিলা তার ক্যামপেইন ম্যানেজারকে পাঠায়েছে। হাজার হাজার মানুষ দেড় বছর কাজ করেছে, হিলারী পরাজিত হওয়ার পর, তাদেরকে বিদায় বলতে আসেনি; সে ভয়ংকর অদক্ষ।

সবার থেকে বড় পরাজয় ঘটেছে প্রেসিডেন্ট ওবামার, উনার উচিত হয়নি এই লোভী মহিলার হয়ে আমেরিকা চষে বেড়ানো।

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত

০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:১২

চাঁদগাজী বলেছেন:




আমেরিকা ভালোর দিকে যাবে।

২| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০১

দেবজ্যোতিকাজল বলেছেন: ট্রাম্প-276
হেলারি- 218

পুরা আমেরিকা সাম্প্রদায়িক হয়ে গেলো ? কিন্তু কেনো?

০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:১১

চাঁদগাজী বলেছেন:



পঁচা রাজনীতিবিদদের মুখে একটা লাথি মেরেছে মানুষ। এটা মানুষের বিজয়।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: তবে আপনার কিন্তু জয়ই হলো, এখন দেখার অপেক্ষা আমাদের ভালো কিংবা খারাপ কিছু হয় কিনা।

০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:



আমি অবস্হা দেখে ভেবেছিলাম যে, মানুষ মিথ্যুক রাজনীতিবিদ ও মিডিয়াকে বিশ্বাস করছে না, তারা ব্যবস্হা নেবে; তাই ঘটেছে। সে হিলারী থেকে ভালো করবে।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬

রানার ব্লগ বলেছেন: ডঃ ইউনেসের সাথে বেশি দস্তি ছিল তো তাই বাংলাদেশের নেগেটিভ দিক গুল ভালই ধারন করছে , তার উপর শুনেছি বেগম খালেদার ছবি নাকি তার নির্বাচনী প্রচারনার সময় দেখান হয়েছে, তাইলেই বুঝেন খালেদার ভূত হিলারির কান্দে উঠছে।

০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:



হিালরী আসলেই আমেরিকান খালেদা জিয়া, ভালো স্বামীর অদক্ষ মিথ্যুক স্ত্রী

৫| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৯

বাকরখানি বলেছেন: ট্রাম্পেও তো আপনের মত কইছিল যে হে হারলে ফল মাইনা নিব না। সেইটা নিয়া "ট্রাম্প হাসিনার সাপুর্টার" শিরোনামে কবে পুস্ট করছিলেন খুঁইজ্জা পাইলাম না। আর ট্রাম্পের কোন লোভ নাই? =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প কি করবে কেহ কিছু জানে না; সে রাজনীতিবিদদের মতো মিথ্যুক নয়; এটা আমেরিকা, আরব ও বিশ্বের জন্য ভালো খবর। তবে, সে এখনো আন-প্রেডিকটেবল।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯

দেবজ্যোতিকাজল বলেছেন: আমাদের মমতা দিদির মন খারাপ । ট্রাম্পকে দিদি সমর্থন করেনি । মোদী ভাইয়ের সাথে তো আবার দহরম মহরম । আমাদের দিদির আজ মন খারাপ । একদিকে কতগুলো টাকা পচে গেলো অন্যদিকে ট্রাম্পের বিজয় । শুনেননি মোদীভাই কালাধণ উচ্ছেদ করবেন বলে 500 আর 1∅00 টাকার নোট বাতিল ঘোষণা করেছেন । দিদির কি যে সব্বনাশ হলো একমাত্র দিদিই জানে

০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:



মমতারা কুপের ব্যাং, মমতা হিংসুক, মমতা অপ্রয়োজনীয়।

৭| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২২

ভ্রমরের ডানা বলেছেন:

আমরা আমেরিকার জনগনের সাথেই আছি। কিন্তু প্রবাসী রেমিট্যান্স আর রপ্তানিতে আঘাত না আসলেই ভাল!

০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের শিক্ষিতদের মাথাকে কাজে লাগিয়ে আমেরিকার পরিবর্তনকে বুঝার চেস্টা করলে, আমরা এই ধরণের পরিবর্তন থেকে উপকৃত হবো; বেকুবরা কারো জন্য কিছুই করতে পারে না।

৮| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৮

অন্তু নীল বলেছেন:
অভিবাসীদের দুরবস্থা আর পুতিনের চাল দেখার অপেক্ষায় আছি।

০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


কয়েক লাখ ক্রিমিন্যাল মেক্সিকান নিজের থেকেই দেশে ফিরবে, ওরা আমেরিকার স্টানডার্ডকে নীচে নামায়ে এনেছিল।

পুটিন বিশ্বের সেরা বিষাক্ত জীব।

৯| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আ‌মে‌রিকার নির্বাচন নি‌য়ে আপনার প্রথম দি‌কের পো‌স্টে আ‌মি ব‌লে‌ছিলাম আ‌মে‌রিকার নির্বাচ‌নে জ‌রিপের ফলাফল ঠিক থা‌কে না। আপ‌নি উত্তর দি‌য়ে‌ছি‌লেন, আ‌মে‌রিকান জ‌রিপ নি‌য়ে আমার কোন আই‌ডিয়া নেই...

০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:



আপনি সঠিক ছিলেন।

আমি জানতাম যে, আমেরিকার এলিট মিডিয়া, ২ রাজনৈতিক দল ট্রাম্পকে পরাজিত করতে একত্রিত হয়েছে। আমি ওদের জরীপে মডেল দেখেছি, সেখানে তারা সিলেকটিভ ভাবে ফলাফল নির্ণয় করছিলো।
আপনি সঠিক ছিলেন।

১০| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৫

বাকরখানি বলেছেন:

বিচার মানি তালগাছ আমার @ চাঁদগাজী বইলা থাকলে সেইটাই ঠিক। চাঁদগাজী দুনিয়ার কোন কিছুতে কোনদিন ভুল করেন না। উনি সম্পূর্ণ সঠিক সবসময়। আপনে ভুল। আর নাইলে আপনের স্মৃতিবিভ্রাট হইসে।

০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:



আমি সবার মতো একজন ব্লগার, কখনো সঠিক, কখনো বেঠিক।

১১| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩

ডঃ এম এ আলী বলেছেন:





Presidential Election Results: Donald J. Trump Wins

Trump : Electoral 279 Popular Vote 58,735,977 votes (47.6%)
Hillari : Electoral 218 Popular Vote 58,659,062 votes (47.6%)

০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:



আপনাকে ধন্যবাদ; আমি রেজাল্ট নিয়ে পোস্ট দেয়ার পর থেকে অসুস্হ ছিলাম; দেখলাম, আপনি চালিয়ে নিছ্ছেন; ভালো কাজ।

১২| ১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: হিলারী হয়তো ভাবছে কোথাও সুক্ষ কারচুপি হয়েছে, কিন্তু বাংলাদেশী আবহাওয়া ওখানে নাই বলে বলতে পারছে না :D

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৪১

চাঁদগাজী বলেছেন:


কারচুপি করার উপায় নেই; আছে কম্প্যুটার, এরপরে কাগজের ব্যালেট, পার্টিদের তারপরে নিজস্ব লোক, এরপর তৃতীয় পক্ষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.