নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমার পোস্টে ফ্লাডিং করা হচ্ছে, আপনাদের কি অবস্হা? (সাময়িক)

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০৮



সপ্তাহ দু'য়েক আগে, আমার একপোস্টে এক নতুন ব্লগার কমেন্ট করে বলেন যে, তিনি আমার নিক "চাঁদগাজী"র পেচনে লুকানো গোপন তথ্য ফাঁস করে দেবেন; তিনি নাকি পেশায় ইন্জিনিয়ার; আমি উনার এ ধরণের ইন্জিনিয়ারিং ভাবনায় হতবাক; আমরা যারা 'নিক' ব্যবহার করে থাকি, আমাদের উদ্দেশ্য হলো আসল পরিচয় গোপন রাখা; আমি উনাকে জানালাম যে, এটা ভালো ভাবনা নয়; কিন্তু এ ধরণের ইন্জিনিয়ারেরা নিজের ভাবনাকে কোন না কোনভাবে কাজে লাগান।

শুরু হলো আমার পোস্টে ফ্লাডিং; জঘন্য ছবি দিচ্ছেন, যা দেখলে অনেক ব্লগার বমি করে দেবেন; জঘন্য পর্ণ ছবি ও টেক্সট দিচ্ছেন; হাজার হলেও ইন্জিনিয়ার, যা করেন দক্ষতার সাথেই করেন। তবে, কেন এই বৃথা প্রচেস্টা?

আমি চলমান ঘটনার উপর লিখি; সবার মতো, আমারও নিজস্ব পর্যবেক্ষণ, এনালাইসিস, মতামত ও প্রকাশের স্টাইল আছে; সবার মতো, আমার নিজস্ব রাজনৈতিক ভাবনা আছে; আমি কারো হয়ে লিখি না; আমি সক্রেটিস থেকে শুরু করে খালেদা জিয়া অবধি, কারো কোটেশন ব্যবহার করি না, আমার পোস্টে কারো কোন রেফারেন্স নেই; এমন কি সব ধরণের ডাটার জন্য আমি মোটামুটি নিজের উপর নির্ভর করি।

ফলে, কারো সাথে আমার কোন ধরণের কনফ্লিক্ট হওয়ার কথা নয়; আর অপচন্দ হলে, সেটা নিয়ে আমাদের প্রত্যেককে বাঁচতে হবে; সব মানুষের আলাদা সত্বা আছে। আমি সবার মতামতকে সন্মান করি, কিন্তু কোন কারণে নির্ভরশীল নই।

কিছু পুরাতন ব্লগার নতুন 'নিক' নিয়ে এই বৃথা কস্ট করে যাচ্ছেন; তাদের কিছু কথা থেকে বুঝা যায় যে, উনারা ব্লগে আছেন দীর্ঘদিন।
আমার অনুরোধে, এ ধরণের প্রচেস্টা বন্ধ করুন, সব ব্লগারদের সুন্দরভাবে ব্লগিং করতে দিন।

এ ধরণের চেস্টা করে ব্লগিং এর নেইচার বদলানো সম্ভব নয়, অতীতে এ ধরণের চেস্টা অনেকে করেছেন, তাঁরা হতাশ হয়েছেন।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৬

প্রণব দেবনাথ বলেছেন: বাদ দিন, যাদের নিজের ক্ষমতা থাকেনা তা অন্যের ক্ষমতা কে ঈর্ষা করে এটাই স্বাভাবিক ।

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৪০

চাঁদগাজী বলেছেন:



আমি তেমন চিন্তিত নই, ডিলিট পিলিট করতে সময় লাগে, এটুকুই

২| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৪১

আলী আজম গওহর বলেছেন: আমি আমার অতি নিম্নমানের অবজারভেশন থেকে বলছি।আপনি অনেক জ্ঞানী, মানছি। কিন্তুআপনার পোষ্ট ও কমেন্টের প্রকাশভঙ্গী ব্যক্তি, জাতি,বিশ্বাস, বিভিন্ন মূল্যবোধকে আক্রমন করে।

'আমি চলমান ঘটনার উপর লিখি; সবার মতো, আমারও নিজস্ব পর্যবেক্ষণ, এনালাইসিস, মতামত ও প্রকাশের স্টাইল আছে'
ভালো কথা।কিন্তু আমি ইট মারলেতো মানুষ আপনাকে পাটকেল মারবেই।
যারা মানুষে আক্রমন করে আনন্দ পাওয়ার অর্থ হচ্ছে আক্রমণকারী কোনো না কোনো ভাবে কষ্টে আছে।তাই অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়ার চেস্টা করে।
আপনি আপনার কথাগুলো কাউকে আক্রমন না করে সুন্দর ভবে প্রকাশ করতে পারেন।এতে যদি মনে হয় আপনার লেখা জনপ্রিয়তা হারাবে, তাহলে বুঝতে হবে, আপনার ব্লগে মানুষ শুধু মজা নেওয়ার জন্য আসে।
আপনি ভিন্নমতকে শ্রদ্ধা করেন ও আপনার ভূল হতে পারে এটা শুধু বললেই হবে না। পোষ্টের প্রকাশভঙ্গীতে প্রমান দিতে হবে।

আমি ব্লগে নতুন,গত কয়েকদিনের অভিজ্ঞতা ও নিজের দৃষ্টিকোণ থেকে বলললাম।আমি আপনার আক্রমন থেকে আগেই পানাহ চাই।

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:



আপনি বলছেন, ইট মারলে পাটকেল খেতে হয়, ফ্লাডিং তো পাটকেল নয়, উহা খেলার নিয়মের বাহিরের কিছু

৩| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:০৭

আলী আজম গওহর বলেছেন: দুঃখিত '৯ নং লাইনে 'আমি ইট মারলে না হয়ে' আপনি ইট মারলে হবে।
'আমি চলমান ঘটনার উপর লিখি; সবার মতো, আমারও নিজস্ব পর্যবেক্ষণ, এনালাইসিস, মতামত ও প্রকাশের স্টাইল আছে'
এটা আমার আপনার বৈশিষ্ট্য, আমার না। আমি লেখালিখি, বিশ্লেষণে খুবই খারাপ।
আপনি অনেক জ্ঞানী ও বিশ্লেষণ ক্ষমতা সম্পন্ন।তাই আমি ও আপনি এক হওয়ার কোনো সম্ভাবনা নাই।

আপনার মন্তব্য দেখে মনে হলো আপনি একটি উচুমানের পোষ্ট লিখার চেয়ে চাঁদগাজী ফেভারড পোষ্ট লিখতে বেশি আগ্রহী। তাহলে এই পোষ্ট কেনো দিয়েছেন?

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:




এই পোস্টের উদ্দেশ্য, আমি কি একাই ফ্লাডিং'এর শিকার, নাকি আরো ব্লগার আছেন; একই সাথে বলার জন্য যে, এধরণের কাজ ভুল।

৪| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১৩

মার্কো পোলো বলেছেন:

ব্যাপার না।

ব্লগিং করতে থাকুন।

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫০

চাঁদগাজী বলেছেন:



ওকে

৫| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১৩

আলী আজম গওহর বলেছেন: আবার 'আপনার' জায়গায় আমার হয়েছে।মোবাইলে মন্তব্য এডিট করে কিভাবে?

৬| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৬

আলী আজম গওহর বলেছেন:
"আপনি বলছেন, ইট মারলে পাটকেল খেতে হয়, ফ্লাডিং তো পাটকেল নয়, উহা খেলার নিয়মের বাহিরের কিছু"
আপনি মার্কিন নির্বাচনে ট্রম্পের সমর্থক ছিলেন।তার পক্ষে বলেছেন।অনেকে আপনার সাথে একমত পোষন করেছেন।কিন্তু হিলারি সমর্থকদেরকে আপনি এমন ভাবে বিশেষায়িত করেছেন, যেন তাদের চেয়ে নিচ আর কেউ হতে পারেনা।একভাবে বলতে গেলে আপনি কমেন্ট যুদ্ধে জিতেছেন।
আপনি যদি আসল ইচ্ছা গোপন রেছে হিলারির পক্ষ নিতেন,তাহলে আক্রমন, তথ্য আর একপাক্ষিক যুক্তি দিয়ে আপনিই জিততেন।বিষয়টা এরকম দাঁড়ায় যে,আপনি বিতর্ক নয় বরং অন্যকে অজ্ঞ,ছোট প্রমান করতে চান সবসময়।
এখানেই সমস্যা।আপনি আপনার যেকোনো ইচ্ছা অন্যর উপর চাপিয়ে দিতে চান।
আর সেই অজ্ঞ, ছোট হওয়া ব্যক্তিরা আপনাকে ফ্লাডিং করে।

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫২

চাঁদগাজী বলেছেন:



আপনার লজিক আমার কাছে পরিস্কার হয়নি: আমি আমার মতামত চাপিয়ে দিতে চাই, সেজন্য ফ্লাডিং!

৭| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১:১৮

আলী আজম গওহর বলেছেন:
ব্লগে আপনার মতো ফ্লাডিং এর শিকার হতে আর কাউকে দেখিনি।তাই এর দায় আপনাকেই দিব।
আপনি আপনার তথ্য,বিশ্লেষণ সব ঠিক রাখুন,প্রকাশভঙ্গী থেকে দম্ভ, আক্রমন বাদ দিন।পোষ্ট যিনি লিখেছেন তিনি জ্ঞানী ব্যক্তি এমন মানুষিকতা বাদদিয়ে ,এটার লেখক যেই হোক না কেন পোষ্ট ভালো হয়েছে।-এরকম উদ্দেশ্য নিয়ে লিখুন।এই নিকে করতে না চাইলে নতুন নিক খুলে দুই একটা পোষ্ট করে প্রতিক্রিয়া যাচাই করতে পারেন।
আপনি সিনিয়র ব্লগার, বয়সে বড়,মন্তব্যটা কিছুটা উপদেশ মূলক হয়ে গেলো।আশাকরি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।আপনার ব্লগিং ফ্লাডিং মুক্ত হোক।ধন্যবাদ

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১:২৮

চাঁদগাজী বলেছেন:



ভালো সাজেসশন

৮| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১:২৯

ডঃ এম এ আলী বলেছেন: একজন লিখক যুক্তি দিয়ে তাঁর মতামত সকলের মাঝে ছড়িয়ে দিতে চাইবেন এটাইতো স্বাভাবিক । এ জন্যই তো একজন লিখক কস্ট করে লিখে যান । কারো পছন্দ না হলে তিনি যুক্তি দিয়ে বলবেন কি কারনে পছন্দ হলোনা আর সঠিক বিষয়টাই বা কি? সংষ্লিস্ট লিখার বিষয়ে আলোচনা ব্লগের প্রাণ । লিখকে ব্যক্তিগতভাবে কটাক্ষ করা হলে সেখানে পাল্টা বান যে কঠীন হতে পারে সে সম্পর্কে প্রথম জনের মনে হয় নাই কোন জ্ঞান । তাই কোন লিখার উপর গঠনমুলক আলোচনা হওয়াটাই সমিচীন ।
আমি চাই ব্লগে বিচরণকারী সকলেরই বাড়োক মান সন্মান নীজ নীজ লিখার গুনে ।

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪৯

চাঁদগাজী বলেছেন:



আশা করছি ফ্লাডিং'এর অবসান ঘটবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.