নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সিরিয়াতে ৫৯ টি আমেরিকান টমাহক মিসাইল ফেলা হয়েছে

০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:০০



যে যেদিক থেকে পারছে সিরিয়াতে বোমা, মিসাইল ফেলেই চলছে; ২ দিন আগে, আসাদের লোকেরা নাকি নার্ভ গ্যাস বোমা ফেলেছে উত্তর এলাকার সুন্নীদের উপর; এতে বাচ্চাসহ আনুমানিক ৭০ জনের মৃত্যু হয়েছে; পশ্চিমের মিডিয়ায় এসব ছবি দেখানোর পর, গতকাল থেকে ট্রাম্প কিছু একটা করবে বলে গজগজ করছিলো। আজকে ফ্লোরিডায়, ট্রাম্প চীনা প্রেসিডেন্টের সাথে কথা বলার সময়, ভুমধ্য-সাগরে অবস্হিত ২টি এয়ার-ক্রাপ্ট কেরিয়ার থেকে ৫০টি টমাহক মিসাইল ছাড়া হয়েছে; এগুলো পড়ার কথা বাশারের লোকদের মাথায়।

টমাহক মিসাইল জিপিএস দ্বারা কন্ট্রোল করা হয়; কিন্তু ৭০০/৮০০ মাইল দুরে থেকে মারলে ঠিক টারগেটে যে পড়বে সেটার নিশ্চয়্তা নেই। এইভাবে, বাশারকে সরাতে গিয়ে আজ ৬ বছরে ৫ লাখ সিরিয়ান প্রাণ হারায়েছে, ৭ লাখ পংগু হয়েছে, ৬০ লাখ এলাকা ছেড়েছে, ১০ লাখ চলে গেছে ইউরোপে, বিভিন্ন দেশে ভিক্ষা করছে ৪/৫ লাখ। সিরিয়ার ৪০০ ট্রিলিয়ন ডলারের ঘরবাড়ী, কলকারখানা ও সম্পদ বিনষ্ট হয়েছে।

৫০টি টমাহক নিশ্চয় অনেক সাধারণ মানুষকেও হত্যা করেছে। দেখা যাবে, আগামীকাল রাশিয়ানরা বলবে, যে তাদের লোকজনও মারা গেছে। আমেরিকানরা দিনে দিনে বুদ্ধিহীন হয়ে যাচ্ছে। তাদেরকে যা করতে হবে, সেটা হলো বাশারকে সরাতে হবে; ৬ বছরে বাশারকে সরাতে পারেনি, যুদ্ধ করছে ১০০০ মাইল দুরে থেকে; শীঘ্রই আমেরিকানদের নিয়ে আফ্রিকানরাও হাসাহাসি শুরু করবে।

আরবেরা কোনদিন মানুষ হলো না; শুধু মাত্র শিয়া, সুন্নী, কুর্দী ও ওয়াহাবী বিভক্তির কারণে ৩টি দেশ তারা মাটির সাথে মিশিয়ে দিলো।

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৫

রোকসানা লেইস বলেছেন: ৬ বছরে ৫ লাখ সিরিয়ান প্রাণ হারায়েছে, ৭ লাখ পংগু হয়েছে, ৬০ লাখ এলাকা ছেড়েছে, ১০ লাখ চলে গেছে ইউরোপে, বিভিন্ন দেশে ভিক্ষা করছে ৪/৫ লাখ। সিরিয়ার ৪০০ ট্রিলিয়ন ডলারের ঘরবাড়ী, কলকারখানা ও সম্পদ বিনষ্ট হয়েছে

সভ্য মানুষের অসভ্য কাজে- একটি সভ্যতা পুরো ধ্বস হয়ে যাচ্ছে। এত এত মানুষ কি দোষ করেছিল।
আর কত বর্বরতা দেখতে হবে কে জানে

০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:


সিরিয়ার মুল যুদ্ধ হচ্ছে, ৭৩% সুন্নী ২০১২ সালে, শিয়া বাশারকে সরানোর জন্য অস্ত্র হাতে নেয়, বাশারের মিলিটারী সুন্নী এলাকা আক্রমণ করে মানুষ মেরে আসছে; সুন্নীদের অস্ত্র দিচ্ছে আমেরিকা, সুন্নীদের হয়ে বোমা ফেলছে আমেরিকা, অবশেষ আইএসও সুন্নীদের হয়ে যুদ্ধ করেছে। এখন বাশারের পক্ষে শিয়া মিলিশিয়া ও রাশিয়ানরা যুদ্ধ করছে।

২| ০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: টমাহক মিসাইল ছোঁড়ার প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছে, ট্রাম্প তার পূর্বসূরিদের পথে হাঁটছে ( বিবিসি )


রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়।

০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:


এটা আসলে ধর্মযুদ্ধ, আরবেরা এটাকে বন্ধ করতে এগিয়ে আসেনি।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৪

ধ্রুবক আলো বলেছেন: আরবের লোকদের আর বুদ্ধিশুদ্ধি হবে না

০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:


ওরা নিজের গোত্র ব্যতিত অন্যদের জন্য কিছু করবে না কোনদিন।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৪

Al Rajbari বলেছেন: No comment..

০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


আমেরিকানরা হাজার মািল থেকে মিসাইল মারছে, তাতে মানুষ মরছে, বাশারের কিছু হবে না।

৫| ০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আরবেরা কোনদিন মানুষ হলো না; শুধু মাত্র শিয়া, সুন্নী, কুর্দী ও ওয়াহাবী বিভক্তির কারণে ৩টি দেশ তারা মাটির সাথে মিশিয়ে দিলো।[/আরবদের মানুষ হওয়ার লক্ষণ দেখছিনা।

০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:



ইহিদীদের নবী আসলে হয়তো সমস্যার সমাধান হতো; এখন ইহুদীরা বলছে যে, তাদের শেষ নবী হয়তো আসবে না।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আরবেরা কোনদিন মানুষ হলো না; শুধু মাত্র শিয়া, সুন্নী, কুর্দী ও ওয়াহাবী বিভক্তির কারণে ৩টি দেশ তারা মাটির সাথে মিশিয়ে দিলো।আরবদের মানুষ হওয়ার লক্ষণ দেখছিনা।

৭| ০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩১

টারজান০০০০৭ বলেছেন: একদল বুনো কুত্তার কাছে একলা বাঘও অসহায়। মুসলমানরা এখন একলা বাঘ। শেষ জমানার আগে এমনই তো হবার কথা। যাহারা এখন গায়ে পানি না লাগাইয়া মাছ ধরতাছে তাহারাও বাঁচিবে না।

০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৮

চাঁদগাজী বলেছেন:


শেষ জমানায় কি সাধারণ মানুষ মরার কথা? বাশারের মিলিটারী, আমেরিকান মিলিটারী, শিয়া মিলিশিয়া, সুন্নী মিলিশিয়ার তেমন ক্ষতি হচ্ছে না; ইরানেরও কোন ক্ষতি হচ্ছে না।

৮| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেড়া আরবরা তেড়ামি বন্ধ না করলে আরো পতন হবে...

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:


জর্ডান, মিশর, আলজিরিয়া ও কাতার কমপক্ষে ইয়েমেন, সিরিয়া ও ইরাকের যুদ্ধ বন্ধের চেস্টা করলে পারতো।

৯| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০২

সচেতনহ্যাপী বলেছেন: হাঃ হাঃ হাঃ।। যত গর্জেছে, বর্ষেছে কতটুকু :( হ্যাঁ অবাক হবার মতই।। সুতরাং ভেবে নিন।।

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২৭

চাঁদগাজী বলেছেন:


সমস্যা কমছে না।

১০| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১৭

বুরহানউদ্দীন শামস বলেছেন: আরবেরা কোনদিন মানুষ হলো না; শুধু মাত্র শিয়া, সুন্নী, কুর্দী ও ওয়াহাবী বিভক্তির কারণে ৩টি দেশ তারা মাটির সাথে মিশিয়ে দিলো । আরবদের মানুষ হওয়ার লক্ষণ দেখছিনা ।
খাঁটি কথা ।

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২৭

চাঁদগাজী বলেছেন:



ইসলাম এদেরকে এক করেছিলো, ইসলামর নতুন ব্যাখ্যা বিভক্তির কারণ হচ্ছে।

১১| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: :-/ জনপ্রিয়তা, ভোট!!

১২| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ২:২৪

সচেতনহ্যাপী বলেছেন: অর্থ বুঝেছেন বলেই কি....।। শুধু দয়া করে ভাববেন না......।।
আমি কিন্তু আপনারই ভক্ত।।

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমেই লাইক দিয়ে পরছি বিপদে। এখন পড়ে বুঝলাম পুরো কথাই খুব কষ্টের। মানবতা যেখানে মারা গেছে! আর আমি সেই পোষ্টেই লাইক দিয়েছি!

তবে আপনার আলোচনা ভালো লাগলো। খুব সুন্দর বলেছেন, আর পরামর্শটাও দিয়েছেন চমৎকার।

০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৮

চাঁদগাজী বলেছেন:



কোন পোস্টের কথা বলছেন?

১৪| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৫৬

নিরাপদ দেশ চাই বলেছেন: সোভিয়েট ইউনিউনিয়ন পতনের পর আন্তর্জাতিক রাজনীতিতে সমতা নষ্ট হয়ে যাওয়ায় আমেরিকা এককভাবে ফ্রাঙ্কেন্সটাইন রুপে আবির্ভুত হয়। মধ্যপ্রাচ্যকে ধংস করার দায় এককভাবে আমেরিকার। এই বিশ্বে যদি এখনও একটু হলেও মানবতার জন্য কেউ কাজ করে থাকে তবে তা রাশিয়ার ভ্লাদিমির পুতিন। সিরিয়ার আসাদকে আমেরিকাই সরাতে চায় না, কারন তাহলে সিরিয়ায় যুদ্ধ থেমে যাবে। একদিকে আসাদকে ক্শেল্টার দিচ্ছে আরেক দিকে আসাদের বিরুদ্ধে আইএস তৈরী করে এই বিশ্বে মুস্লিমদের পুরোপুরি ধংশ করে দেবার একটা ভয়ঙ্কর চক্রন্তে মেতেছিল আমেরিকা। রাশিয়া যদি তথ্য প্রমান সহকারে এইগুলো সামনে হাজির না করত তবে মুসলিমদের কপালে আরো খারাপি ছিল। একজন ট্রাম্পই আমেরিকার আসল রুপ।ওবামা, হিলারি ছিল একটা ভালমানুষির মুখোশ।মুখোশটা সরিয়ে দিতে সাহায্য করেছে রাসিয়া।

মুসলিম বিশ্বের ঘটে যদি বুদ্ধি কিছু থাকত তবে তারা রাশিয়ার সাথে হাত মেলাত। তুরস্ক সেটা বুঝতে পেরেছে। বাকি রাজা বাদশাহদের ঘটে সেই বুদ্ধি নাই, ইচ্ছাও নাই।আপাতত মানবতার প্রশ্নে রাশিয়ার দিকে তাকিয়ে থাকা ছাড়া সিরিয়ানদের আর কোন গতি নাই।

০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০১

চাঁদগাজী বলেছেন:


তুরস্ক রাশিয়ার সাথে চলছে, সেটা ভালোই; তবে, তুরস্কের প্রেসিডেন্ট যেভাবে বারবার ক্ষমতায় আসছে, সেটা সমস্যা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.