নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

৫৯টি টমাহক মিসাইলের ক্ষয়ক্ষতি ঢাকায় পুলিশকে ঢিল মারার সমান

০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৭



গতকাল রাতে ট্রাম্পের লোকেরা সিরিয়ার উত্তর এলাকার এয়ারপোর্ট, আল-সায়েরাতে ৫৯টি টমাহক মিসািল নিক্ষেপ করেছে ভুমধ্যসাগরে অবস্হিত ২টি যুদ্ধ জাহাজ থেকে; মিসাইল ছোঁড়ার পর থেকে হোয়াইট হাউস, পেন্টাগন ও সিএনএন'এর সবাই, বিশেষ করে জেনারেলরা প্যান্ট ফেলে লাফ দিচ্ছে। কিছুক্ষণ আগে, ক্ষয়ক্ষতি দেখালো; মনে হলো, ঢাকায় পুলিশ ও মানুষে ঢিলাঢিলির পর যা ঘটে তাই ঘটছে, রানওয়ের উপর ৫ ইন্চি ব্যাসের একটা গর্ত হয়েছে, একটা হ্যাংগারে ছিদ্র হয়েছে, প্লেইন উড়তে কোন অসুবিধা হওয়ার কথা নয়। আশেপাশের কয়েকটা মানুষহীন ঘরমর ভেংগেছে।

মিসাইল ছোঁড়ার আগে, ওখানকার রাশিয়ানদের জানানো হয়েছিলো; ফলে, রাশিয়ানদের কোন মোটর সাইকেলও নস্ট হয়নি।

সবকিছুর শুরু ছিল ২০১২ সালে, তিউনিশিয়া থেকে, বেকারত্ব ও দারিদ্রতার অবসান চেয়ে প্রতিবাদ, যা পরে "আরব স্প্রীং" নাম পায়; তিউনিশিয়া থেকে শুরু করে ইয়েমেন অবধি, আরব সরকারগুলো বিশ্বের সবচেয়ে ধনী-জীবন যাপন করে আসছে, মানুষ দরিদ্র। সিরিয়াতে এসে যেই প্র‌তিবাদ শিয়া, সুন্নীর রূপ নেয়; ১৩% শিয়াদের পক্ষ থেকে আসাদ পরিবার ৪৬ বছর ক্ষমতায়, ৭৩% সুন্নীরা বন্চিত। তবে, সব আরবদের সাথে তুলনা করলে, সিরিয়া ভালোই চলছিলো, ৯২% মানুষ খেয়েদেয়ে, চাকুরী করে চলে যাচ্ছিল। সুন্নীরা বাশারের বিপক্ষে যাবার মুল কারণ ছিল, বাশার শিয়া পক্ষের লোক।

সুন্নীরা প্রতিবাদ করেছিল, সেটুকু হয়তো সঠিক ছিলো; কিন্তু অস্ত্র নিয়ে আসাদের বিপক্ষে যাওয়া ছিলো ভুল। এইভাবে, বাশারকে সরাতে গিয়ে আজ ৬ বছরে ৫ লাখ সিরিয়ান প্রাণ হারায়েছে, ৭ লাখ পংগু হয়েছে, ৬০ লাখ এলাকা ছেড়েছে, ১০ লাখ চলে গেছে ইউরোপে, বিভিন্ন দেশে ভিক্ষা করছে ৪/৫ লাখ। সিরিয়ার ৪০০ ট্রিলিয়ন ডলারের ঘরবাড়ী, কলকারখানা ও সম্পদ বিনষ্ট হয়েছে।

আমেরিকা সুন্নীদের টাকা, অস্ত্র দিয়ে সাহায্য করেছে; সেই টাকা ও অস্ত্রের একাংশ গেছে আমেরিকা বিরোধী আইএস'এর হাতে। ইরান বাশারকে সাহায্য করছে অস্ত্র ও খাদ্য দিয়ে, ও শিয়া মিলিশিয়া বাহিনীর মাধ্যমে।

আমেরিকা ১০০০ মাইল দুরে থেকে এর বেশী সাহায্য করতে পারবে না; এখন রাশিয়ানরা সিরিয়ায় ঢোকার পর, আমেরিকা আর কিছুই করতে পারবে না; যদি ডিপ্লোমেটিকেলী যদি কিছু করতে পারে।

এখন সবকিছু আরবদের হাতে; আরবদের মাঝ থেকে যদি আলজিরিয়া ও মিশর এগিয়ে আসে কমপক্ষে যুদ্ধ বন্ধ করে, রেডক্রসকে ভিতরে নিতে পারে, দেশটি রক্ষা পাবে।









মন্তব্য ৫৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

Al Rajbari বলেছেন: No comment..

০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


কোন কমেন্ট নেই কেন? চেস্টা করেন, কমেন্ট করা খুবই সহজ।

২| ০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শিয়া সুন্নী কনফ্লিক্ট আর কতদিন চলবে?

০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


৬১০ সাল থেকে শুরু করে, ইসলাম আরবদের এক করেছিলো, তারা রাজ্যের অধিকারী হয়ে, তখনকার বিশ্বের সবার সাথে মিলে রাজতন্ত্র চালায়েছে; রাজতন্ত্রের পর, গণতন্ত্রে তাদের ঐক্য আর নেই, এখন ভাংগার সময়। আবার নতুন শিক্ষায় শিক্ষিত হয়ে তারা বিশ্বের সাথে যোগ দেবে, ৫০/৬০ বছর লাগবে।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

টারজান০০০০৭ বলেছেন: কেউ কিছু করিতে পারিবেনা , যুদ্ধ আরো ছড়াইবে , আরো শক্তি জড়াইবে কোনো সন্দেহ নাই।

০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


আলজিরিয়া, মিশর, জর্ডান, কাতার মিলে যুদ্ধ বন্ধ করার জন্য একটা ডাক দিতে পারে; এমন কি ইন্দোনেশিয়াও চেস্টা করে দেখতে পারে।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মধ্যপ্রাচ্যের মানুষ আর নেতাদের মগজের দৌড় দেখে ব্যথিত হই।

০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:


আরবদের মাঝে, কেহ কাউকে নেতা মানে না; আমরা বাংগালীরাও সেই অবস্হার মাঝে প্রবেশ করছি। তবে, একজন সুন্নী একজন শিয়াকে ইহুদী থেকে খারাপ চোখে দেখে।

৫| ০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

সোহানী বলেছেন: হিসেবটা এতােটা সহজ নয়।... এটি শুধু সিরিয়া বা আরবদের যুদ্ধ নয়, এর মূল উদ্দেশ্যই তেল খনি, বিলিয়ন ডলারের অস্র ব্যবসা যা ইতিমধ্যে সিরিয়ান বিদ্রোহী, আইসিএস, বিভিন্ন জঙ্গী গ্রুপ বানিয়ে এর বড় অংশ দখলে নিয়েছে। আর রাশিয়া কি বসে বসে তা দেখবে তা হবে না..... বিলিয়ন ডলারের ব্যবসা বলে কথা...।

গোল্লায় যাক মানবতা.... জয় ডলার...জয় ডলার...জয় ডলার...।

গাজী ভাই, আপনিতো ট্রাম্প ক্লাউনকে সাপোর্ট করেছিলেন, তাই না? এবার ওর মেয়ে ও মেয়ের জামাইতো প্রেসিডেন্ট এডভাইজার, আলাদা অফিস নিয়ে বসেছে সাথে আছে তার অক্টোপাস ফ্যামিলির নিরাপত্তা কারন বউ হোয়াইট হাউজে থাকবে না মেয়ের সাথে। পোলাপান ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন দেশে ঘুরে বেড়ান আর রাস্ট্রের টাকায় ফুল নিরাপত্তা তাদের দিচ্ছে.... এসব বিষয় নিয়ে লিখেন এবার, জানতে চাই।

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:


আমার সাপোর্টে ট্রাম্প নির্বাচিত হয়নি। সিরিয়ায় সাধারণ সুন্নীদের অস্ত্র ও ডালার দিয়েছিল হিলারী ক্লিনটন; হিলারী বুঝেনি যে, এতে সুন্নীরা মারা যাবে; কারণ, বাশারের শিয়া মিলিশিয়া বাহিনী আছে ও ইরান আছে। যতজন সিরিয়ান মারা গেছে, এর পেছনে আছে হিলারীর ভুল।

যুদ্ধ শুরু হওয়ার পর, আমেরিকা সিরিয়া দখল করে যদি বাশারকে সরায়ে দিয়ে নতুন সরকার গঠন করে দিলে হতো, সেটাও হয়নি। এখন ট্রাম্প কিছু করতে পারবে না; সুন্নীদেরই সব করতে হবে।

ট্রাম্পের মেয়ে ব্যবসায়ী, আমেরিকার সরকার ব্যবসায়ীদের দখলে গত ১০০ বছর থেকে।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০০

এডওয়ার্ড মায়া বলেছেন: আদার বেপারী জাহাজের খবর রাখি না !!!

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ ও বিএনপি তাই চেয়ে আসছিলো, যাতে মানুষ রাজনীতি থেকে চলে যায়, সৌদী গিয়ে ডলার পাঠায়।

৭| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাল লিখেছেন । বিষয়গুলিকে নিয়ে একটি পোষ্ট দেয়ার বিষয় চিন্তা করছি ।

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


পোস্ট দেন; আমি তো ডিটেইলস লিখি না; ফলে, যারা জানে, তারা পড়ে। বাকীদের জন্য বিশদ লেখা দরকার।

৮| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২১

আবু মুছা আল আজাদ বলেছেন: ”দেশটি রক্ষা পাবে।”
ষড়যন্ত্রটা অনেক জটিল । ফলে অাপাতত রক্ষা পেলেও মনে হয় শেষ রক্ষা কঠিন।

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


ইরান সরে গেলে, আমেরিকা সরে গেলে, আরবেরা একটা সরকার গঠন করতে সমর্থ হবে; অথবা, সরকারহীন অবস্হায় যু্ধ চললেও তেমন মানুষ মরবে না, লিবিয়ার মত অবস্হা হবে।

৯| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২৭

সৌমিক আহমেদ খান বলেছেন: ইউএসএ'র ফেডারেল বাজেট কত ট্রিলিয়ন ডলার?

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


গত বছর ছিলো ৪ ট্রিলিয়ন ডলার।

১০| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৬

সৌমিক আহমেদ খান বলেছেন: ৬ বছরে সিরিয়ায় ৪০০ ট্রিলিয়ন ডলারের ঘরবাড়ি কারখানা নষ্ট হয়ে গেছে বললেন যা ইউএসের ১০০ বছরের বাজেট।
কোথায় থেকে হিসেব লিখেছেন? মূর্খের মত এই হিসাব শুনলে ছাগলেও হাসবে।

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:

@ সৌমিক আহমেদ খান,
আপনি বলেছেন, "কোথায় থেকে হিসেব লিখেছেন? মূর্খের মত এই হিসাব শুনলে ছাগলেও হাসবে। "

-আমি দেখছি ছাগল হাসছে, কাশছে, অবশেষ কসাইখানায় যাবার পথ ধরছে।

আমেরিকার ফেডারেল বাজেট ব্যতিত আরও বাজেট আছে।

সিরিয়ার ঘরবাড়ী, কলকারখানা, রাস্তাঘাট, এয়ারপোর্রট চাষাবাদ ভেংগে ফেলেছে, কোন বিলডিং নেই অক্ষত।

গত ৬ বছরে, ৫ লাখ মানুষ মরেছে, ৭ লাখ পংগু হয়েছে, ১৪ পালিয়ে গেছে, ৪ লাখ ভিক্ষা করছে; এগুলোর মিলিত মুল্য কত?
একটা দেশের কলকারখানা মাটির সাথে মিশে গেছে, ৬ বছর উৎপাদন নেই; সেটার মুল্য কত? ২৪ মিলিয়ন মানুষের জন্য ঘরবাড়ী, কলকারখানা, রাস্তা, এয়ারপোর্ট, চাষাবাদের ব্যবসা করতে কত বছর ও কত ডলারের দরকার হবে? মৃত মানুষদের বাচ্চাদের জীবনে যে সুযোগ হারাবে, পংগুরা যে ভিক্ষুক হবে, এগুলোর মুল্য কত? আপনি বড় ভেঁড়ার মত ভাবনা শক্তির মানুষ।



১১| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৭

এডওয়ার্ড মায়া বলেছেন: ভাল সুযোগ পেলেই দেশের বাইরে চলে যাব।
দেশে দুইটা ঈদ ,পয়লা বৈশাখ আর মায়া এগুলা ছাড়া আর কিচ্চু নাই।
বিদেশে ১০০% শ্রম দিয়ে ডলার কামাবো আর দিন শেষে স্টার বাকসে বসে দেশ প্রেম দেখাবো।
"দেশে ছিলাম ।আহা রে আম্মায় সক্কাল বেলা গরম ভাত রাইন্ধা দিত।সেই ভাত খাইতাম।"
দেশের ধান ক্ষেত,শর্ষে ক্ষেত কত ভাল লাগত।আফসোস দেশে ডলার নাই।
দেশে যদি ডলার থাকত।দেশেই থাক্তাম।

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:

আপনি দেশ প্রেমিক, সন্দেহ নেই।

আজকে বাংলাদেশে আমেরিকান, কানাডা, ইটালিয়ান ও জার্মান ভিসা দিলে, বেগম জিয়া, শেখ হাসিনা, সালমান রহমান, বসুন্ধরার মালিক, আলম ব্রাদার্স, ফালু, লতিফুর রহমান, জয়, কর্ণেল ফারুক ব্যতিত কে থাকেব, সেটা দেখার বিষয়।

১২| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
লেখার মাঝের যুক্তিগুলো প্রয়োজনমাফিক আরো শক্ত করতে হবে। মধ্যপ্রাচ্য রাজনীতি সম্পর্কে আরো জানতে হবে আপনাকে।

আমেরিকা রাশিয়াকে কিছু করতে চায় এই ধারণাও আপনার ভুল। আমেরিকা ও রাশিয়া, দু'টি দেশেই ক্যাথলিক খ্রিস্টানরা ক্ষমতায়। সে হিসেবে তারা একই পথের পথিক।

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


আমি বুঝার চেস্টা করছি; আপনার সমান এখনো বুঝতে পারি নাই; আমেরিকায় ও রাশিয়ায় খৃস্টানরা ক্ষমতায় থাকাই স্বাভাবিক, ওখানে মোল্লা শফির জন্য যায়গা করতে হবে?

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:


আপনার পোস্ট দেখে মনে হচ্ছে, আপনি এসব ব্যাপারে পন্ডিত মানুষ; পোস্ট দেন, ব্লগারেরা পড়ুক, বুঝুক।

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
সব জ্ঞান সব জায়গায় বিতরণের জন্যে নয়, চাঁদগাজী। এ ব্যাপারে শাস্ত্রে মানা আছে। কারণ, এতে করে যে পড়ছে, তার বিপদ আসতে পারে।

তেমনই একটি জ্ঞান হচ্ছে সেই ব্যাপারে জিজ্ঞাসা করা- ''কারা সিরিয়াতে ক্যামিকেল বোমা হামলা করলো যাতে শিশুরাও ক্ষতিগ্রস্থ হয়েছে ঠিক যেমন করে ইসরায়েল ক্ষতিগ্রস্থ করেছিলো ফিলিস্তিনের শিশুদের ২০০৯ সালে?''

আর, এটা মনে রাখা জরুরী যে, অনবরতঃ খারাপ খবর দিয়ে যে কোন মানুষের মন ভেঙ্গে দেওয়া যায়। এটাও পশ্চিমা গণমাধ্যমের বড় একটি চাল যাতে মুসলমানরা চিত্তে দুর্বল থাকে সব সময়।

ভালো খবর দিন মানুষকে। জীবনের গল্প শোনান সেই সব যুদ্ধ বিদ্ধস্ত দেশের। মানুষ মনে বল পাবে, চলার শক্তি পাবে। সিরিয়া, ফিলিস্তিনের অনলাইন সংবাদপত্রগুলো ঘাটলে এমন অনেক ভালো খবর পাবেন।

সিরিয়া থেকে অনেক খারাপ খবর আসছে। যুদ্ধ দেশটিকে শেষ করে ফেলছে একটু একটু করে। তবু, জীবন থেমে নেই সেখানে। পশ্চিমা একটি দেশের মুভি ডিরেক্টরের এমন একটি সাহসী পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।

Michael Heart-এর কথা মনে আছে? সেই যে ২০০৯ সালে ইসরায়েল যখন গাজায় ক্যামিকেল বোমা মেরেছিলো নির্বিচারে, তখন তিনি 'We will not go down' গানটি দিয়ে সারা বিশ্বের মানুষকে কাঁদিয়েছিলেন... তাঁর নতুন এই গানটি নিয়েও অনেক কিছু চিন্তা করার আছে- Life Goes On


০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:


সিরিয়ায় কিভাবে গৃহযুদ্ধ শুরু হলো? কাদের মাঝে গৃহ যুদ্ধ চলছে? ১ মিলিয়ন ইউরোপে গিয়েছে কিনা? ৫ লাখ নিহত হয়েছে কিনা? কেন?

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাশিয়া ঢুকছে আই এস দমনের উদ্দেশ্যে। শিয়া - সুন্নী দ্বন্দ্ব শুরু হয়েছিল আরব বসন্তের পর...

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৬

চাঁদগাজী বলেছেন:


রাশিয়া এসেছে ২ কারণে, প্রথমে তারা দেখাতে চাচ্ছে যে, সোভিয়েতের পরও তারা পেছনে নেই।

অন্যটি হলো, "সিরিয়ায় প্রচুর সেসনিয়ান যুদ্ধ করছে"; তাদের উপর প্রতিশোধ নিতে।

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪০

মুতাওয়াক্কিল বলেছেন: ট্রাম্পের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খুবই আশান্বিত হয়েছিলাম ! এরপর যা হলো , ট্রাম্পের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খুবই আশান্বিত হয়েছিলাম ! এরপর যা হলো ,
"আমাদের হৃদয়ের সুখ মরে গিয়েছে,
যেভাবে তোমাদের অন্তরের মনুষ্যত্ব মরে গিয়েছে।"

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা মোটামুটি বোমা ফেলে আসছে; এতে আসাদের কিছুই হয়নি। সুন্নীরা যদি ৬ বছর আগে বুঝতো যে, তারা আসাদ ও ইরানের সাথে পারবে না, তা'হলে এই অবস্হা হতো না। আজো যদি আরবরা এগিয়ে আসে, যুদ্ধ থামবে।

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৫

সৌমিক আহমেদ খান বলেছেন: বলদের মত কথা না বললে হয় না? Primary কপি ছাড়া পাস করেছেন তো?
সিরিয়ার বছরের GDP 60 billion. https://en.wikipedia.org/wiki/Syria
1 trillion = 1000 billion Click This Link
400 trillion = 400000 billion
400000 bilion = 400000000000000
৩০০০ হাজার বছরের জিডিপি ৬ বছরে নষ্ট হয়েছে?
24000000 লোক হলে ৬ বছরে প্রতিজন ১ কোটি ৭০ লাখ ডলারের সম্পদ হারিয়েছে? টাকাতে যা ১৫০ কোটি টাকা?
মানুষের লাইফ অমুল্য। সেটা হিসেবে নিয়ে ৪ কোটি ট্রিলিয়ন বলতে পারতেন। পাগল ছাগলে কী না বলে।
পড়াশোনা করেন ঠিকভাবে। শিক্ষার বয়স নেই। নেশা করে নিজের ইচ্ছামত হিসাব বসাবেন না। নেশাগ্রস্থ হলে রিহেব সেন্টার যেতে পারেন। মানুষকে ভেড়া বলে পালটা গালি খাবেন না। পুরো পোস্ট তো ভেড়ার মত লিখেছেন নিজে।

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:


আপনি বাংগালী তো, আপনার মুল্য ঈদের গরুর চেয়ে কম; তাই আপনার পক্ষে বুঝা মুশকিল হচ্ছে।।

সিরিয়ার ২০০০ বছরের ইতিহাস।

সিরিয়ার মানুষের মুল্য বেশী; দামেস্কের যেসব ঐতিহাসিক বিল্ডিং ভেংগেছে সেগুলোর মুল্য বিলিয়ন/ট্টিলিয়ন।
এখানে জিডিপি'র কথা হিসেবে হচ্ছে না, উন্নয়নের সকল কিছু ধ্বংস করা হয়েছে, যা সিরিয়া গড়তে পারবে না আগামী ৫০ বছরে।

আপনি লেখার চেস্টা করেন।

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৪

মুতাওয়াক্কিল বলেছেন: ঠিক ছয় বছর আগে যদি , ইরান যেভাবে শিয়া মতাদর্শের টানে বাশারের পাশে দাড়িয়েছিল , ঠিক এভাবেই যদি সুন্নি অধ্যূষিত দেশগুলো সুন্নি বিদ্রোহীদের পাশে দাড়াতো , তাহলে এর সমাধান অনেক আগেই হয়ে যেতো "
কিন্তু USA কখনোই চায়না মধ্যপ্রাচ্য স্থিতিশীল হোক কেননা , তাহলে বিলিয়ন ডলার অস্ত্র ব্যবসার সাথে ট্রিলিয়ন ডলারের তেল বাণিজ্য ক্ষতিগ্রস্থ হবে !
ইনশাআল্লাহ সমাধান একদিন হবেই , সেই দোয়া করি অন্তর থেকে "

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:



আমেরিকানরা শিয়াও নয়, সুন্নীও নয়; আরবদের সেটা বুঝার দরকার ছিলো।

১৮| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনি যে প্রশ্ন ১৩ নং কমেন্টে করেছেন, তার উত্তর আপনার আর সবার জানা। কিন্তু, যা জানা নেই তা হলো, এই যুদ্ধের মাঝেও সেখানে জীবন চলছে, ভালো ভাবেই চলছে। এই ছবিগুলো দেখুন।







সূত্রঃ Syria Times

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:


জীবন সব সময় চলতে থাকে; হয়তো কয়েক শত বাংগালী সিরিয়ান সীমান্ত হয়ে ভেতরে যাচ্ছে কাজের খোঁজে, অসম্ভব নয়।

যেই ৫ লাখ মরে গেছে, যেই ৭ লাখ আহত হয়েছে, যেই ১০ লাখ ইউরোপে পালিয়ে গেছে, তাদের কেহ ছবিতে নেই, মনে হয়।

১৯| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১৮

সৌমিক আহমেদ খান বলেছেন: আপনি কি বাঙালি? তাহলে আপনার ভ্যালু ঈদের গরুর থেকে কম ভেবে আপনি শান্তি পান। অন্যদের এভাবে বলার অধিকার আপনাকে কে দিল? শেরেবাংলা, রবীন্দ্রনাথ, নজরুল মুজিব সবার ভ্যালু তাহলে ঈদের গরুর থেকে কম?
ড্যুড! চপ্পল খুলে আপনার গালে মারতে ইচ্ছা করছে। আপনি ইতর শ্রেণির প্রাণি। বলদ বা ভেড়া বললে ওদের অপমান করা হবে।

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৮

চাঁদগাজী বলেছেন:


আপনি নজরুল, বা রবীন্দ্র নাথ নন।

আপনার দাম ভেড়ার সমান হওয়ায়, আপনি ৫ লাখ মৃত সিরিয়ান, ৭ লাখ আহত, ৪ লাখ ভিক্ষুক ও ১০ লাখ ইউরোপে পালিয়ে যাওয়া সিরিয়ানের মুল্য বুঝতে পারছেন না

২০| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১৯

টমাটু খান বলেছেন: ভাল পোষ্ট

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:



আমরা চিন্তিত যে, সাধারণ মানুষ অসহায়

২১| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২০

সৌমিক আহমেদ খান বলেছেন: ও! বাঙালি হলে বাঙালি বানান সঠিকভাবে লিখুন।

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০১

চাঁদগাজী বলেছেন:



বাংগালী বানান বহুভাবে লেখা যায়।

২২| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৯

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
ছবির মাঝে তারা নেই কে বললো!!! প্রথম ছবিটি দেখন না, একটি মহিলার প্রসব বেদনা উঠেছে। মহিলাটির জায়গায় একটি দেশের কথা চিন্তা করুন যেখানে ট্রাঞ্জিশন পিরিয়ড চলছে। এটা প্রসব বেদনার মতই। যেসব মানুষের কথা আপনি বলছেন, তাঁরা এরই অংশ।

শিল্পী তাঁর ভাষাতে সেটাই কি ফুটিয়ে তুলেননি?

এছাড়া লক্ষ্য করুন, আর্ট ফেস্টিভ্যালে উপস্থিত মানুষগুলোর পোশাকআশাক, তাদের শৈল্পিক অভিব্যক্তি। এসব কি প্রমাণ করে বলুন তো?

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৪

চাঁদগাজী বলেছেন:



শোনেন, আপনি যেটাতে ভালো, সেটা নিয়ে ব্যস্ত থাকেন।

২৩| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৫৩

উম্মে সায়মা বলেছেন: :(

০৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


যা ঘটছে, এগুলো বুঝার চেস্টা করুন।

২৪| ০৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:০৯

সৌমিক আহমেদ খান বলেছেন: সেল টিপে অনেক সময় নষ্ট হইসে আপনার মত ইতর পিসের জন্য।
প্রশ্ন এড়ান কেন? ৪০০ ট্রিলিয়নের হিসেব কি মনে মনে করসেন? কোথা থেকে পাইসেন?
নিজে বাঙালি নাকি বললেন না যে? নিজের কথা অনুসারে আপনার ভ্যালুও গরু থেকে কম। আপনি তো রবীন্দ্র নজরুল না।
না জানলে ফালতু তর্ক করবেন না। বাঙালির সঠিক বানান বাঙালি। বাংলাদেশকে কি আপনি বাঙলাদেশ লিখেন? বাংলা একাডেমির অভিধান দেখে নেন।
আপনার এখানে আর আসবার ইচ্ছা নেই। নিজে আবার পড়ে দেখেন কি লিখসেন এরপর বলেন আপনাকে কেন গরু ভাববো না। গরুও না আসলে ইতর আপনি। ইতরের কাছ থেকে দূরে থাকা ভাল।

০৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:


আপনি বড় মনের মানুষ; আপনার নিজস্ব এলাকায় থাকা উচিত।

মানুষের মৃত্যুর, পংগু হওয়া, শিক্ষা ও সুযোগ বন্চিত হওয়ার মুল্য মানুষের সারা জীবনের জন্য হিসেবে করতে হয়; আপনার হিসেব বানর থেকে উঁচু মানের, এটুকু বলা যায়।

২৫| ০৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এখানেও ভালো বলেছেন।

কবে যে সারা পৃথিবীতে এক 'মানুষ জাতি' হবে!

০৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:৫১

চাঁদগাজী বলেছেন:


সামনে আরো খারাপ সময় আসছে, ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা ৯ বিলিয়ন হবে; বনাগলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, চীন বিশ্বের জন্য সমস্যা হবে।

২৬| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: সেই কাজটাই করছিলাম। :)

এরকম ভাবে মুসলিমদের সর্বনাশ করতে দেখে দুঃখ লাগলো। তাই, আপনার পোস্টে কমেন্ট করেছিলাম।

তাই, আবারো বলছি, ওদের পাতা ফাঁদে পা দিয়েন না, প্লিজ। মুসলিম জনগণকে ভালো খবর দিন, শুধু খারাপ নয়।

০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৫

চাঁদগাজী বলেছেন:



আমি ব্লগে লিখি, আমি সিরিয়া আক্রমণ করছি না। মুসলমানেরা বিভক্ত হয়ে পরস্পরের সাথে যুদ্ধ করছে।

২৭| ০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
"সামনে আরো খারাপ সময় আসছে, ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা ৯ বিলিয়ন হবে; বনাগলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, চীন বিশ্বের জন্য সমস্যা হবে।" - এখানে কোন সমস্যার কথা স্মরণ করছেন বোঝতে পারতেছি না।

০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৬

চাঁদগাজী বলেছেন:



এইসব দেশে লোক সংখ্যা বাড়বে, আয়ের জন্য নতুন কোন পথ বের হচ্ছে না।

২৮| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩২

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনার অনুরোধে এই লেখাটি পোস্ট করলাম এইমাত্র-রাসায়নিক অস্ত্রের ইতিহাস

০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


এই পোস্টে ফেরত এসেছি দেরীতে; আপনার পোস্ট পড়লাম, খুই সুন্দর।

আপনার পোস্ট সামনের পাতায় দেখিনি।

২৯| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: কেন জানি না, নিচের লেখাটি দেওয়ার সাথে সাথে আমাকে জানানো হলো প্রথম পৃষ্ঠা দখল করে আছি আমি- :(

ভারতের সাথে সামরিক চুক্তি হওয়ার দরকার আছে কি? ব্রিটেনে হামলার রেশ ফুরাতে না ফুরাতেই বাংলাদেশের লন্ডন সিলেটের 'আতিয়া মহল' এ ব্যাপারে কি জানান দিচ্ছে? তারচেয়েও বড় প্রশ্ন, সত্যিই যদি সামরিক চুক্তির দরকার পড়ে, তাতে কি আছে তা দেশবাসীর জানা উচিৎ নয় কি? আর বিরোধী দল যদি মনে করে এটা দেশের জন্যে ক্ষতিকর, তা কি কারণে ক্ষতিকর সেইটা দেশবাসী'র কাছে খোলাসা করছে না কেন? কেনইবা তারা মাঠ গরম করা বক্তৃতা দিয়ে অবুঝ বাঙালীদের অস্থির করে তুলছে?

বাংলাদেশকে যদি সামরিক চুক্তি করতেই হয়, কার সাথে করা উচিৎ? সৎ প্রতিবেশির সাথে, নাকি বাংলাদেশের কাছে সাবমেরিন বিক্রি করা চীনের সাথে? চীনের সাথে হলে কি বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ হয়ে যাবে? খারাপ হলে কি বাংলাদেশ সেইখানে পোশাকের বাজার হারাবে? আর যদি বাংলাদেশ ভারতের সাথে চুক্তি করে, তাহলে কি আমেরিকা খুশি হয়ে বাংলাদেশের জন্য নিজেদের পোশাক বাজার আরো উন্মুক্ত করে দিবে? অস্ট্রেলিয়া ক্রিকেট দল কি এতে বাংলাদেশে খেলতে আসার ব্যাপারে নিরাপদ বোধ করা শুরু করবে?

আরো কিছু প্রশ্ন, ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা দিয়ে বাংলাদেশ মায়ানমারকে কি জানান দিতে চায়? মায়ানমারের সাথে সমুদ্র সীমানা নিয়ে বিরোধের সূত্র ধরে চীনা সাবমেরিন আনা আর ভারতের সাথে সামরিক চুক্তি করে বাংলাদেশ কি মায়ানমারকে ব্যাক ফুটে ঠেলে দিতে চাচ্ছে?

নাকি, ভারতের সাথে সামরিক চুক্তির সম্ভাবনা বাতিল হলে বাংলাদেশ সরকার আমেরিকার বা ইংল্যান্ডের সাথে সামরিক চুক্তির দিকে ঝুকবে?

প্রতিটি শক্তিশালী দেশেরই সামরিক মিত্র বা জোট থেকে থাকলে (যেমন পশ্চিমা দেশগুলোর জন্যে র‍্য়েছে ন্যাটো), বাংলাদেশেরও তা থাকলে দোষ কোথায়? আর, সেক্ষেত্রে, বাংলাদেশের কাকে বেছে নেওয়া উচিৎ?

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


আপনাকে হয়তো সাময়িকভাবে "জেনারেল" করা হয়েছে; এই ধরণের পোস্ট ভয়ংকর কিছু নয়। আপনি সামুর সাথে যোগাযোগ করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.