নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

দেরীতে হলেও শেখ হাসিনা শিখছেন

১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:২৯



গত ৯ বছরে, শেখ হাসিনা যতবার বিদেশ গিয়েছিলেন, ফেরার পথে লাখ লাখ মানুষ বিমান বন্দর থেকে শুরু করে ঢাকা শহরের মুল সড়কগুলোতে জ্যাম লাগিয়ে দিয়েছে; এতে নাগরিক জীবনে ভয়ংকর ভোগান্তি হয়েছে; এবার নাকি তিনি এই ধরণের জনসমাগম করতে মানা করেছেন। যাক, কেহ ৭ বছরে শিখে, অনেক ৭০ বছরে শিখে, ভালো কথা হলো শিখার ব্যাপারে দেরী হলেও শিখতে পারলেই চললো; অনেকে না শিখেই জীবনটা চালিয়ে যান। বেগম জিয়ার সৌভাগ্য যে, উনাকে হয়তো আর নতুন করে কিছুই শিখতে হবে না।

আওয়ামী লীগের কেহ শেখ হাসিনাকে এখন হয়তো আর নাম ধরে ডাকেন না, উনারা নিজেদের দেয়া উপাধি ব্যবহার করেন। এটা একদিক থেকে শ্রদ্ধা হতে পারে, বা ভয়ও হতে পারে। এটা ঠিক যে, শেখ হাসিনার মতো হাসিমুখের বাংগালী হয়তো ২য় জনও খুঁজে পাওয়া যাবে না; কিন্তু সেই হাসিকেও আওয়ামী লীগের অনেকে ভয় পায়, হাসিতে মিছরীর চুরি টুরি আছে নাকি কে জানে!

রাষ্ট্রীয় কাজে বিদেশে যাবার সময় প্রোটোকল অনুসায়ী সরকারী লোকজন সাথে থাকার কথা, এয়ারপোর্টে থাকার কথা; আসার সময়ও সরকারী লোকদের থাকার কথা; কিন্তু আওয়ামী লীগের নেতারা তাদের এলাকার লোকজনকে রাস্তাঘাটে নিয়ে আসে, সব জ্যাম করে ফেলে; অবশ্য অনেক ভক্ত আছেন,যারা নিজের থেকেই যান।

প্রাইম মিনিস্টারকে খেয়াল রাখতে হয় নাগরিক জীবন যেন কোনভাবে ব্যাহত না হয়; তিনি এতদিন খেয়াল রাখেননি; মনে হয়, ক্রমেই উনি প্রাইম মিনিস্টারে পরিণত হচ্ছেন; হয়তো, আমাদের ভালো সময় আসছে সামনের দিনগুলোতে।

নাকি উনি ভারত থেকে দিল্লী-সুইটস মুইটস কিছু কিনেননি, খালি হাতে আসছেন?



মন্তব্য ৫৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: উনি গালভরা একমুখ হাসি নিয়ে ফিরছেন বলেইতো ছবিতে দেখা যাচ্ছে :)

১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:


এটা আগের ছবি; বাংগালী অফিসার, মন্ত্রী, ফন্ত্রী, শিক্ষক মিক্ষক কেহ হাসে না; উনি কমপক্ষে হাসেন।

২| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:১১

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: ভালো কথা এই যে আমরা শিখছি , সেটা ক খ গ করে হলেও , হয়ত বা একদিন পুরো একটা বাক্যই শিখে যাব

১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:১৩

চাঁদগাজী বলেছেন:



সবই সম্ভব; বাংগালী শিখার শুরু করলে কেহ থামাতে পারবে না; এখন ভালোবাসা শিখছে, পরে পড়ালেখায় মন দেবে।

৩| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৪

কলাবাগান১ বলেছেন: হাসিনা হতাশ করলেন কিছু ব্লগার দের কেননা উনারা অলরেডি লিখে ফেলেছেন যে কত জন রোগী হাসপাতালে হাসিনার কারনে জ্যামে পরে পথেই মারা গেছেন।

১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৫

চাঁদগাজী বলেছেন:



এসব মৃত রোগীদের বাঁচানোর চেস্টা করতে হবে এখন, আশাকরি, রিভার্স প্রসেস কাজ করবে।

৪| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৫

জগতারন বলেছেন:

প্রাইম মিনিস্টারকে খেয়াল রাখতে হয় নাগরিক জীবন যেন কোনভাবে ব্যাহত না হয়;
তিনি এতদিন খেয়াল রাখেননি;
মনে হয়, ক্রমেই উনি প্রাইম মিনিস্টারে পরিণত হচ্ছেন;
হয়তো, আমাদের ভালো সময় আসছে সামনের দিনগুলোতে।


সহমত।

আশা রাখি আমাদের ভালো সময় আসছে সামনের দিনগুলোতে।

১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৭

চাঁদগাজী বলেছেন:



দেখা যাক, দিল্লী থেকে মিস্টি ফিস্টি আনেন কিনা!

৫| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৯

আততায়ী আলতাইয়ার বলেছেন: ভারত থেকে কি এনেছে আর কি দিয়েছে তা নিয়ে চাঁদগাজী ভাইয়ের একটি বিশ্লেষন ধর্মী পোস্টের অপেক্ষায়

১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


দেখি, উনি ফিরে আসুক, কথা শুনলে বুঝ যাবে কি অবস্হা।

৬| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৩

জগতারন বলেছেন:

আততায়ী আলতাইয়ার বলেছেন: ভারত থেকে কি এনেছে আর কি দিয়েছে তা নিয়ে চাঁদগাজী ভাইয়ের একটি বিশ্লেষন ধর্মী পোস্টের অপেক্ষায়

আমিও সেই অপেক্ষায় আছি!

১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:



দেখা যাক, উনি ফিরে আসলে, মুখ খুললে বুঝা যাবে, থলিতে কি আছে।

৭| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৫

রক বেনন বলেছেন: সমস্যা হচ্ছে উনি চেষ্টা করছেন কিন্তু উনাকে ঘিরে থাকা কিছু মগজহীন আর স্বার্থপরের জন্য উনি সফল হতে পারছেন না। তবে মনে হয়, মূল সমস্যা আমলাদের নিয়ে। উন্নয়নের জন্য বরাদ্দ দেয়া অর্থ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে না কেবল আমলাদের কারণে। জনগণের করের অর্থ, জনগণের নামে নেয়া ঋণের অর্থ উনারা নিজেদের বাপ দাদার সম্পত্তি বলে মনে করছেন।

১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


এই আমলাগুলো কারা? ২দিন আগের ইউনিভার্সিটির ছাত্র এইগুলো। সমস্যা হচ্ছে, আমলারা উনাকে বেচেকিনে চলছে; কারণ, উনি সঠিক কোন নিয়মকানুন চালু করতে পারেননি।

৮| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর পোষ্ট। ভাল লাগল। মজা পেলাম। মন্তব্যগুলোও ভাল।

১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:


আমরা একটু ফান করার সুযোগ পাচ্ছি

৯| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৬

সিফটিপিন বলেছেন: দিল্লী-সুইটস মুইটস কিছু আনলে তো জ্যাম আরও বেশি হবে।

১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, আওয়ামীরাও ক্লান্ত হয়ে গেছে, আর কত বছর রাস্তায় রাস্তায়?

১০| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: উনি প্রাইম মিনিস্টারে পরিণত হচ্ছেন

১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:



সময় লাগছে, চিন্তিত হওয়ার কারণ নেই।

১১| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৭

রহমান আসাদ বলেছেন: প্রাইম মিনিস্টারকে খেয়াল রাখতে হয় নাগরিক জীবন যেন কোনভাবে ব্যাহত না হয়। অতীতে কেউ দেখেন নাই। দেখা যাক ভবিষ্যতে আবার কি করেন তিনি।

১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:




এবার মিলে ৩ বার প্রাইম মিনিস্টার, কাজকর্ম শিখার সময় হয়েছে।

১২| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩১

ঢাকাবাসী বলেছেন: সাড়ে তিনশ মানুষ তাঁর সফরসঙ্গী ছিল!

১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:


ভারতে এত লোক গেছে? বেশীর ভাগই হয়তো আজমীর শরীফ ও তাজমহল দেখতে গিয়েছিল।

১৩| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৬

কানিজ ফাতেমা বলেছেন: পজেটিভ কিছু ঘটুক ..........।

১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:


সবকিছু মোটামুটি বিশৃংখলার মাঝে, কিছু ঘটতে হলে নিয়ম কানুনের দরকার।

১৪| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২০

ইফতি সৌরভ বলেছেন:
নাকি উনি ভারত থেকে দিল্লী-সুইটস মুইটস কিছু কিনেননি; মনে হয়, খালি হাতে আসছেন?

১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



আওয়ামীরা এখনো ভুভুক্ষু, শেখ হাসিনা খালি হাতে ফিরছেন, তাই রাস্তায় নামছে না শিষ্যরা

১৫| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৯

ইফতি সৌরভ বলেছেন: ঋণ চুক্তি ঠিকই হয়েছে কিন্তু তিস্তার পানি চুক্তির কিছুই হয় নি । যদি সামান্য কিছুও হতো, দেশের মানুষ অন্তর থেকে ছুটে যেত, আদেশ দিয়েও থামানো যেত না

১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


মমতা বলেছেন, তিস্তায় নাকি পানি নেই, আমাদের দাদারা কেরোসিন খেয়ে বেঁচে আছেন।

১৬| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

মজার একটি লেখা...

১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:



আমাদের ২ প্রাইম মিনিস্টারকে নিয়ে লিখলে, আধুনিক বিশ্বের নতুন ২টি আরব্য রজনী লেখা সম্ভব।

১৭| ১০ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

ধ্রুবক আলো বলেছেন: হাসিমাখা মুখ থাকা ভালো,
কিন্তু সেই হাসিকেও আওয়ামী লীগের অনেকে ভয় পায়, হাসিতে মিছরীর চুরি টুরি আছে নাকি কে জানে!
এটা কিন্তু ভালো বলেছেন

১০ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


উপরের লেভেলের আওয়ামী নেতাদের দেখলে মনে হয়, কাঁপছে

১৮| ১০ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

মেটাফেজ বলেছেন: ভাল কৈসেন। তিস্তার জল খসানো সহজ না।

১০ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


গিয়ে দেখার দরকার, দিদির নাকি খাবার পানিও নেই, কেরোসিন খাচ্ছে।

খাবার পানি সংগ্রহ করার কথা অনেক উজানে, ভাটির পানি কোথায় যায়?

১৯| ১০ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

অতঃপর হৃদয় বলেছেন: দেশ নাকি দক্ষিণ দিকে এগুচ্ছে! ঘটনা কি??

১০ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:



দক্ষিণ দিকে দেশ বাড়ছে শুনেছি, চর বড় হচ্ছে।
আপনি কি মিলিটারীর কথা বলছেন?

২০| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: প্রাইম মিনিস্টারকে খেয়াল রাখতে হয় নাগরিক জীবন যেন কোনভাবে ব্যাহত না হয়; তিনি এতদিন খেয়াল রাখেননি; মনে হয়, ক্রমেই উনি প্রাইম মিনিস্টারে পরিণত হচ্ছেন; হয়তো, আমাদের ভালো সময় আসছে সামনের দিনগুলোতে।

উপরের দুই লাইন খুব ভালো লেগেছে।

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


যাক, একটু স্বস্তি

২১| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো কিছু শিখুক আর সময়ও বেশী নাই। ভালো একটা গণতন্ত্র চর্চা রেখে যাক...

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৫

চাঁদগাজী বলেছেন:


তিনি আওয়ামী লীগে কোন গণতান্ত্রিক মনোভাবের দক্ষ নেতা তৈরি করতে পারেনি

২২| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১৪

এডওয়ার্ড মায়া বলেছেন: প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের পজিটিভ দিক কি ?????

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৬

চাঁদগাজী বলেছেন:


উনি না বলা পর্যন্ত বলা যাবে না।

২৩| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১৯

নাজমুল ০৭ বলেছেন: এবার হয়ত সমুদ্র বিজয়ের মত কোন ঘটনা ঘটেনি !!!!!!

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৬

চাঁদগাজী বলেছেন:


আর কত বিজয়?

২৪| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ২:২৮

নাজমুল ০৭ বলেছেন: পরবর্তী বিজয় নিশ্চিত করার জন্যই তো এই সফর।

১১ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:০১

চাঁদগাজী বলেছেন:



মাঠে তো আর কেহ নেই, বাকীগুলো তো রাজনীতিতেই নেই; কেহ তো জাতির রাজনীতি নিয়ে কথা বলে না।

২৫| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:২১

ডঃ এম এ আলী বলেছেন:



আজকের অন লাইন জনকন্ঠে দেখলাম সংবাদ ভাষ্য

কুস তো মিলা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিস্তা চুক্তির বিরোধিতায় অনড় থাকলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসে ভরসা রাখতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মমতা তিস্তার পানি দিতে না চাইলেও বাংলাদেশে বিদ্যুত বিক্রির প্রস্তাব দিয়েছেন। তার প্রতিক্রিয়ায় শেখ হাসিনা রসিকতার সুরে বলেছেন, ‘কুছ তো মিলা’।

চার দিনের ভারত সফরের শেষদিন ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা দিতে দাঁড়িয়ে শেখ হাসিনা একপর্যায়ে লিখিত বক্তব্যের বাইরে গিয়ে তিস্তা প্রসঙ্গে বলতে শুরু করেন হিন্দিতে।

এ সময় করতালি আর হাসিতে মুখরিত হয়ে ওঠে ইম্পেরিয়াল হোটেলের মিলনায়তন। গত শনিবার দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের একপর্যায়ে মমতাকে ডাকা হলে তিনি তিস্তার পানির বদলে বাংলাদেশকে এক হাজার মেগাওয়াট বিদ্যুত সরবরাহের প্রস্তাব দেন।

আর ওই দিন রাতে দিল্লীর রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর মমতা সাংবাদিকদের বলেন, তিস্তার বদলে তোর্সাসহ কয়েকটি ছোট নদীর পানি দেয়ার প্রস্তাব করেছেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘মুঝে পাতা নেহি দিদিমণি (মমতা) কেয়া কারে গা। দিদিমণি কি সাথ মেরি বাত হুয়ি। ... তো উনুনে জো নয়া কুছ দেখা দিয়া। লেকিন, মোদিজী নে এ্যাসিওর কিয়া। হাম আভি বেয়ঠা হ্যায়, দেখনে কে লিয়ে উনুনে কেয়া কারে। লেকিন দিনিমণি এক কাম কিয়া। হাম ইলেক্ট্রিসিটি দেউঙ্গি। পানি মাঙ্গা, লেকিন ইলেক্ট্রিসিটি মিলা। আচ্ছা হ্যায়, কুছ তো মিলা।’
সুত্র : Click This Link

১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


বাংগালীর জীবন এভাবেই পিছিয়ে পড়বে। ৪৬ বছরে, মাথাপিছু আয়ে ও শিক্ষায়, আমরা গড়ে পুরো ভারতকে অতিক্রম করতে পারতাম। আমাদের নেত্রীরা "সস্তা শ্রমের" নামে ক্রীতদাস উৎপাদন করেছেন; এখন মমতার মতো অলক্ষীও মাথার উপরে বসে পায়খানা করছে।

২৬| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩০

অগ্নি সারথি বলেছেন: তাদের শেখা উচিত! বয়স তো আর কম হলনা।

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:


একটু শ্লো লার্ণার, ধীরে সুস্হে শিখছেন।

২৭| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৯

খায়রুল আহসান বলেছেন: এখন মমতার মতো অলক্ষীও মাথার উপরে বসে পায়খানা করছে। -- :)

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:


বাংগালী জাতিকে পদ্মাস্নান করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.