নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগের সব ঠিকঠাক আছে তো?

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:০৩



আওয়ামী লীগ হলো মিছিল, হরতাল, প্রতিবাদের দল; তারা পার্লেমেন্ট থেকে রাস্তাকে বেশী পছন্দ করে; সুযোগ পেলেই মিছিল, মিটিং করে; গত ৮ বছর এসবের তেমন সুযোগ পাচ্ছে না; ছেলেপেলের হাঁটুতে জং ধরে যাচ্ছে; তাই, শেখ হাসিনা ঢাকার বাইরে গেলে তারা রাস্তায় নেমে যায়, নাম দিয়েছে সংবর্ধনা; এবার সেটাও ঘটছে না; এবার শেখ হাসিনার জীবনে প্রথমবার, ভারত থেকে ফেরার সময় উনাকে সংবর্ধনা না দিতে বললেন; আবার নববর্ষেও রাস্তায় নামছে না; সব ঠিক আছে তো?

ভারত থেকে ফিরে আসার পর, শেখ হাসিনা অনেক কিছু নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, এখানে সেখানে ভাঁজ দিচ্ছেন; আমরা ভাবছিলাম, মমতাদি পানি না দেয়াতে শেখ হাসিনা রেগে মেগে পল্টন, লালদীঘি মাথায় তুলবেন; ঐ রকম কিছু দেখা যাচ্ছে না; ফলে, ভাবতে হচ্ছে, সবকিছু ঠিক আছে তো?

আওয়ামী লীগে মোটামুটি সাধারণ মানুষই সব সময় বেশী ছিল; এখন মহিউদ্দিন আলমগীর মীর সবাই ঢুকে যাওয়ার পর, উহা অসাধারণ দলে পরিণত হয়েছে; এখন মিলিটারী অফিসার, ব্যবসায়ী, প্রাক্তন সেক্রেটারী মেক্রেটারী ঢুকে দলকে ভারী করে ফেলছে; ভারী হয়ে গেলে সমস্যা, বসার জন্য খালি চেয়ার খোঁজে, রাস্তায় যেতে চাহে না।

সবকিছু ভালো থাকলে ভালো; তবে, বৈশাখের গরমে মাথা বেঠিক হয়েও যেতে পারে; অবস্হা দেখে সন্দেহ হচ্ছে; সবকিছু ঠিকঠাক আছে তো?

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:০৯

সচেতনহ্যাপী বলেছেন: আমি বলবো কিছুই ঠিক নেই।। থাকলে এত চাটুকারদের প্রয়োজন হতো না।।

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:১৩

চাঁদগাজী বলেছেন:



আপনারা চাটুকার দেখেন, আমি ১ জনও দেখি না। জিয়া কাউকে বলতেও দিতো না, কারো কথা শুনতোও না; আর শেখ হাসিনা বলতে দেয়, কােরো কথা শোনে না।

২| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব ঠিকই আছে। উনি একটু ভেরিয়েশান আনতে চাইছেন। খেলছেন সবার সাথে। নিজের সাথে...

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:২৩

চাঁদগাজী বলেছেন:


কার্ড বেশী খরচ করে ফেলতেছেন, মনে হয়।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:২৬

ঠ্যঠা মফিজ বলেছেন: ছেলেপেলের হাঁটুতে জং ধরে যাচ্ছে;
সমস্যা নাই এবার বিদুৎ এর মেশিন দিয়ে ওই জং ফংও আলা হাটু কেঁটে উনি লেবেল করে দিবেন ।

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৩৭

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হচ্ছে, আওয়ামী লীগ বদলে যাচ্ছে।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:২৭

ডঃ এম এ আলী বলেছেন: কোন এক গল্পে পড়েছিলাম পেটের ভিতর ডাবের পানি গাল্লুর গুল্লুর করে, সেরকম ছবিতে মাঝে মাঝে যা দেখি তাতে শুধু দেখা যায় ৫/৫ , বেশী লড়তে চড়তে পারার কথা না ।

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৩৮

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগকে ভারী ভারী মনে হচ্ছে।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নাকি উনিও মমতার মত হয়ে গিয়েছেন! নিজে যা বুঝেন তাই সঠিক মনে করছেন এমনকি ভুল করলেও...

১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:০৮

চাঁদগাজী বলেছেন:



এই গুণ উনার প্রথম থেকেই ছিলো; তবে, তিনি কথা বলতে দেন।

৬| ১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:১৯

শেখ মিজান বলেছেন: দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


আপনি তরী থেকে লাফ দিয়ে পানিতে পড়েন, না হয় ভেতরে আটকা পড়ে ডুবে যাবেন।

৭| ১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০১

শূন্যনীড় বলেছেন: অনেক সুন্দর বলেছেন, ভারি হলে সমস্যা, খালি বসতে চায়। কিন্তু আওয়ামী লীগ তো সংগ্রামী ব্যস্ত। মনে হয় না সব ঠিক আছে!!!

শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ ছিল মুসলীম লীগের সময়ের প্রগ্রেসিভ দল, এখানকার তুলনায় জমিদারী; ভেতরে কইছু একটা ঘটছে নাকি কে জানে? এ সপ্তাহটা কেমন গোলমালে ভরা।

৮| ১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো বলেছেন, সন্দেহটা আমারও !!!

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


কিছু একটা ঘটছে, কি হচ্ছে বলা মুশকিল।

৯| ১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪২

ওসেল মাহমুদ বলেছেন: কানা ছেলের নাম পদ্মলোচন !

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


আপনার নাম আমার পছন্দ হয়েছে।

১০| ১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১২

পুলক ঢালী বলেছেন: আওয়ামী লীগ এখন ভোটের রাজনীতিতে ব্যস্ত । তাই যার তার সাথে আপোষ করতে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিশ্রুতি ভুলে গেছে। বাঙ্গালীত্ব ভুলে গিয়ে চেতনায় আঘাত করছে । (আবার ভাস্কর্যের ব্যাপারে) যা বোঝার জ্ঞান নাই তা নিয়ে পন্ডিতি করছে।

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব কোনদিন প্রতিশ্রুতি দেননি, উনি "৬ দফা" নামের মুলা ঝুলায়েছিলন, আমরা বাংগালীরা মুলার পেছনে দৌড়ায়েছি।

উনি ১৯৭২ নাকি ১৯৭৩ সালে, ৩ বছর অপেক্ষা করতে বলেছিলেন, ১৯৭৪ সালে দুভিক্ষ হয়েছে।

১১| ১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪১

আহা রুবন বলেছেন: আমি তাবিজ-কবজ, যাদু, বান এসবে বিশ্বাস করতাম না। যারা এসব বিশ্বাস করে তাদের বলতাম, এসব করা গেলে সবার আগে নেতা, নেত্রীদের যাদু করা হত। আমি হয়ত ভুল ছিলাম! হেফাজতিদের তাবিজের ফল তো চোখেই দেখতে পাচ্ছি।

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা এমন কিছু জানেন, যা হয়তো অন্যেরা জানেন না; আবার শেখ হাসিনা মানুষকে কিছু জানতে দেন না।

১২| ১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৩

রাজীব নুর বলেছেন: ওস্তাদ আমি আওয়ামীলীগ বিএনপি বুঝি না। বুঝতে চাইও না। আমি চাই শান্তিতে থাকতে।

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


ওম শান্তি, সিরিয়ায় শান্তি

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪১

অতঃপর হৃদয় বলেছেন: তারাই ভালো জানে।

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


সমস্যা হচ্ছে, আমি বুঝতেছি না; না বুঝলে, মনে অশান্তি লেগে থাকে

১৪| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৩

সিনবাদ জাহাজি বলেছেন: মনে হয়না কিছু ঠিক আছে।
যত ভোগান্তি আম জনতার

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:



অদক্ষরা মাথায় উঠলে যা হয়, আওয়ামীরা ছাত্র রাজনীতিবিদ

১৫| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৫

ধ্রুবক আলো বলেছেন: ভালো প্রশ্ন। একখানা লাইক।

আন্দোলনে আওয়ামিলিগ নম্বর ওয়ান।

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগের সুবিধা হলো, তাদের কোন রাজনৈতিক তত্ব নেই; ফলে, যেদিকে ইচ্ছা সেদিকে চলতে পারে, কোন দায় নেই, দায়বদ্ধতা নেই; আপাতত শেখের নাম দিয়ে মালদার হয়ে গেছে।

এখন ঝোপ বুঝে কোপ মারাই উহাদের রাজনীতি

১৬| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৭

প্রামানিক বলেছেন: চিন্তার বিষয়

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ সম্পদের ভারে ভারী হয়ে গেছে, বিপদে আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.