![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমেরিকান প্রেসিডেন্ট আমেরিকান মিলিটারীকে ক্ষমতা দিয়েছে, যদি কোথায় যুদ্ধ শুরু হয়, তা প্রতিরোধ করতে; এর অর্থ ভয়ংকর; নর্থ কোরিয়া হয়তো বুঝবে যে, আক্রমণ শুরু হচ্ছে; সেটা থেকে ওরা নিজেরাই দক্ষিণ কোরিয়া আক্রমণ করতে পারে। এদিকে চীন মনে হয়, যুদ্ধকে এগিয়ে দিচ্ছে, তারা নর্থ কোরিয়ার সাথে প্যাসেন্জার বিমান যোগাযোগ বন্ধ করেছে আজ থেকে; এতে যুদ্ধ আসন্ন বলে মনে হচ্ছে।
১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৫৩
চাঁদগাজী বলেছেন:
এই যুদ্ধ নিয়ে আমেরিকা, চীন ও রাশিয়ার কি কথা হচ্ছে, জানার উপায় নেই; যদি চীন আমেরিকার বিপক্ষে অবস্হান না নেয়; আমেরিকা প্রথম আক্রমণ চালাবে।
কিন্তু আজ থেকে যুদ্ধের জন্য সবাই প্রস্তুত।
২| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যপার না। উত্তর কোরিয়ার তেমন কোন সমর্থন নাই...
১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৪৮
চাঁদগাজী বলেছেন:
সত্য; তবে, আমেরিকাকে বিপদে ফেলটে চাচ্ছে ২ দেশ, এবং আমেরিকায় এই মহুর্তে হুজুগীদের হাতে পারমানবিক বোমার সুইচ।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৫
ধ্রুবক আলো বলেছেন: যুদ্ধ কি বেঁধে যাবে!?
খুবই খারাপ সংবাদ!!
১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৫০
চাঁদগাজী বলেছেন:
ন্যাটো ভাবছে, উত্তর কোরিয়া প্রথমে দ: কোরিয়াকে আক্রমণ করতে পারে; তারা প্রস্তুতি সম্পন্ন করেছে।
সমস্যা হলো, কে কাকে আক্রমণ করবে, বিশ্বের মানুষ জানবে না।
৪| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪২
আল-শাহ্রিয়ার বলেছেন: আজ অথবা কালকের মধ্যে উত্তর কোরিয়া আবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে কিন্তু এই পরীক্ষার জের ধরে অ্যামেরিকা উত্তর কোরিয়াকে আক্রমণ করে বসতে পারে তবে উত্তর কোরিয়াকে আক্রমণ করে অ্যামেরিকা সহজে রেহাই পাবে বলে মনে হচ্ছে না কেননা রাশিয়া আর চিন এই সুযোগ নিবে নিশ্চিত।
১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪৭
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, রাশিয়া ও চীন আমেরিকাকে এই যুদ্ধে টেনে আনছে; তবে, আজকে ট্রাম্প বললো যে, ঐ ২ শক্তি আমেরিকার সাথে আছে।
৫| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: ওম শান্তি........
১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৯
চাঁদগাজী বলেছেন:
বিশ্বের ইতিহাসে এখনকার মানুষ সবচেয়ে শান্তিপ্রিয়; কিন্তু আমেরিকা, চীন, রাশিয়া, কোরিয়া, ইরান ও কিছু আরব বিশ্বকে ঘুমাতে দিচ্ছে না।
৬| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৭
সাদা মনের মানুষ বলেছেন: আমি ঘুমাতে চাই, শান্তিতে দেশ বিদেশ ঘুরে দেখতে চাই
১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৩
চাঁদগাজী বলেছেন:
বিশ্বে আপনার মতো মানুষই বেশী; দু:খের বিষয়, পুটিন, শী জিনপিং, ট্রাম্প, কিম জং, খামেনিরা বিশ্বের সাড়ে ৭ বিলিয়ন মানুষকে ঘুমাতে দিচ্ছে না।
৭| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪০
সাদা মনের মানুষ বলেছেন: পুটিন, শী জিনপিং, ট্রাম্প, কিম জং, খামেনিদেরকে ঘুমের ট্যবলেট খাইয়ে দিলে কেমন হয়?
১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৫
চাঁদগাজী বলেছেন:
এরা সাড়ে ৭ বিলিয়ন মানুষের থেকে শক্তিশালী হয়ে গেছে ক্যাপিটেলিজমের কারণে। পুটিন পুরো রাশিয়ার মালিক, শী চীনের মালিক, খামেনি ইরানের মালিক, জং কোরিয়ার মালিক হয়ে গেছে অন্যায়ভাবে।
এদের থেকে ট্রাম্পকে সরানোর আইন আছে, বাকীরা আইনের বাহিরে।
৮| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৭
বিজন রয় বলেছেন: যুদ্ধ বাঁধুক, আমরা সবাই মরে যাই।
১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
চাঁদগাজী বলেছেন:
বিশ্ব এখন ৫ মেনিয়াকের হাতের মুঠোয়: পুটিন, শী, ট্রাম্প, খামেনি ও কিম
৯| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৮
বিজন রয় বলেছেন: ছবিতে ওই ব্যাটার চুলের ছাঁট অমন কেন?
১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
চাঁদগাজী বলেছেন:
যে মানসিকভাবে অস্হির, পাগলা কাট দিয়েছে
১০| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দুশ্চিন্তার বিষয়। বাংলাদেশে আবার এর উত্তাপ আসবেনাতো?
১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৬
চাঁদগাজী বলেছেন:
গতকাল থেকে ভয় কমে আসছে, চীনারা উত্তর কোরিয়াকে থামাতে চাচ্ছে।
কোরিয়ার সাথে যুদ্ধ হলে, দীর্ঘদিন বিশ্ব স্হবিরতায় প্রবেশ করবে; এতে কোটি কোটী মানুষ চাকুরী হারাবে।
১১| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২১
ডঃ এম এ আলী বলেছেন: আসল কথা হলো আমিরিকা, রাশিয়া ও চীন তলে তলে একজোট হয়েছে, এখানে সেখানে যুদ্ধ বাধিয়ে যার যার সুবিধা অনুযায়ী অস্রের বানিজ্য করবে দেদারসে । এমনকি উত্তর কোরিয়াও তলে তলে হতে পারে আমিরিকা ও চীনের হাতের পুতুল ,আমিরিকা ও চীন যৌথভাবে উত্তর কোরিয়াকে আনবিক বোমা তৈরীতে সহযোগিতা করে দক্ষিন পুর্ব এশিয়া তথা প্রশান্ত মহাসাগরীয় আন্ঞ্চলে যুদ্ধ যুদ্ধ খেলা চালিয়ে যাওয়ার কৌশল চালিয়ে যাবে । এর ফলে সম্প্রসারিত হবে উভয়ের জন্য অস্রের বানিজ্য বিশ্বজুরে !!!
১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৩৯
চাঁদগাজী বলেছেন:
মানব জাতি কি ঐ লেভেলে পৌঁচেছে, বলে আপনার মনে হয়?
১২| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৪৫
ডঃ এম এ আলী বলেছেন: দেখা যাক সময় কথা বলবে !!!
১৬ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:২৯
চাঁদগাজী বলেছেন:
ভালো যে, এই উইকএন্ডটা ভালো গেলো, কিম পারমানবিক টেস্টা চালায়নি।
১৩| ১৬ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:০৫
নাইম রাজ বলেছেন: আমাদের ভাগ্যে কি লেখা আছে কে জানে ?
১৬ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:২৮
চাঁদগাজী বলেছেন:
পুটিন, ট্রাম্প ও শী জিনপিং এর ত্রিভুজটা ভয়ংকর: পুটিন বিশ্বের সেরা দুর্নীতিবাজ ও ডিক্টেটর, ট্রাম্প কাউকে পরোয়া করে না, শীজিনপিং বিশ্বের সেরা ষড়যন্ত্রকারী।
কমপক্ষে, এদের ১জনের জায়গায় ভালো মানুষ না অবধি আমাদের গ্রহের ভাগ্য এই ত্রিভুজের হাতে।
১৪| ১৬ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:৩৭
মামুন ইসলাম বলেছেন: এসব যুুদ্ধ ফুদ্ধ মানুষকে হত্যা ছাড়া ভালো কিছু দিতে পারে না।
১৬ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:৪৬
চাঁদগাজী বলেছেন:
মগজহীন জল্লাদরা ক্ষমতায় চলে গেছে বড় দেশগুলোতে।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভ নববর্ষ।
যুদ্ধ শুরু হলে আমাদের কী হবে ভাই?