নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জাতিকে ঠকাচ্ছে ভারত ও বাংলাদেশ সরকার

২৬ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৩৫



২০০ কোটী ডলারে নির্মিত হবে রামপাল বিদ্যুত কেন্দ্র; ১৬০ কোটী ডলার দেবে বাংলাদেশ সরকার, এটা হচ্ছে মুলধনের ৭০ ভাগ; মুলধনের শতকরা ১৫ ভাগ(২০ কোটী ডলার) দিবে পিডিপি, বাকী ১৫ ভাগ( ২০ কোটী ডলার) দেবে ভারতের 'ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানী'; তা'হলে, বাংলাদেশ সরকারের মালিকানা হওয়ার কথা ৭০%, পিডিপি'র মালিকানা হওয়ার কথা ১৫%, ভারতের কোম্পানীর মালিকানা হবে ১৫%।

কিন্তু মালিকানা ডলারের অনুপাতে হচ্ছে না: পিডিপি পাচ্ছে ৫০% মালিকানা, ভারতের কোম্পানী পাচ্ছে ৫০%; এটা কিভাবে সম্ভব? বাংলাদেশ সরকার যদি নিজের মালিকানা নিজেদের আধা-সরকারী সংস্হা পিডিপিকে দিয়ে দেয়, পিডিপি'র মালিকানা হবে ৮৫%; ভারতের কোম্পানীর মালিকানা হবে ১৫%; যেহেতু ঋণ নিচ্ছে বাংলাদেশ সরকার; ঋণ থেকে মুলধন দিচ্ছে, ভারতের কোম্পানী কিভাবে বাংলাদেশ সরকারের দেয়া মুলধনের মালিকানা পাচ্ছে? উহা কি বাংলাদেশ সরকারের 'পুত্র' নাকি 'কন্যা'? উহার মালিকানা ১৫% থেকে বেড়ে কি করে ৫০% হয়ে যাচ্ছে?

বাংলাদেশ সরকারের ২৬ লাখ কর্মচারীর সবাই কি ফাঁস-করা প্রশ্নপত্র দেখে অংকের পরীক্ষা দিয়েছিলেন? এসব হবুগিরি কিভাবে হচ্ছে দেশে?

এসব বন্ধ করা হোক, জাতির নামে ঋণ নিয়ে ভারতীয় কোম্পানীকে পুত্র বা কন্যা বানার দরকার নেই; বাংগালীর ১১ লাখ কিশোরী কন্যা মানুষের ঘরে ঘরে চাকরাণী হয়ে আছে; সবচেয়ে বেশী আছে ব্যুরোক্রেট ও ব্যবসায়ীদের ঘরে; আরও ৩৫ লাখ কন্যা সকাল বিকেল সেলাইর মেশিন চালাচ্ছে! এদের ঘাঁড়ে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে ভারতের বিলিওনিয়ারদের ডলার দেয়ার কোন কারণ নেই।

আরও খারাপ খবর হচ্ছে, ভারতের কোন এক হেভি ইলেকট্রিক রামপালে বিদ্যুত কেন্দ্র বানাবে। মনে হয়, সরকারের লোকেরা ভাবছে, এই কেন্দ্র নির্মাণের সময় পরিত্যক্ত হবে; ফলে, যাই খরচ হোক না কেন, বাকী ডলার অনেকের পকেটে যাবে! না হয়, অন্য কোনভাবে এসব লজিক হজম করা মুশকিল; কিংবা সরকারের লোকেরা ভাবছে, দেশে ১৭ মানুষ নেই, আছে ১৭ কোটী ইডিয়ট!

মন্তব্য ৬৩ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:০৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: কিন্তু মালিকানা ডলারের অনুপাতে হচ্ছে না: পিডিপি পাচ্ছে ৫০% মালিকানা, ভারতের কোম্পানী পাচ্ছে ৫০%; এটা কিভাবে সম্ভব?

nothing to say ...

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


ভারত মাতা ও বাংলাদেশ সরকার আপনাকে, আমাকে ও বাকী ১৭ কোটীকে (ওদের নিজেদের বাদ দিয়ে) ইডিয়ট হিসেবে গণ্য করছে!

২| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৩

রায়হানুল এফ রাজ বলেছেন: এই কথা তো সেই শুরুর দিন থেকেই বলা হচ্ছে। কে শোনে কার কথা। সরকার যে কীভাবে সেটা তারা নিজেরাই বোঝে না। তবে একটা কথা পরিষ্কার যে, সরকার ভারতের কথার এক চুল ও নড়ার সাহস রাখে না।

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:



জাতিকে সোমালিয়ানদের পর্যায়ে সন্মান দেয়া হচ্ছে, ও সব কেড়ে নিয়ে শ্রমদাসে পরিণত করা হচ্ছে।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন মতো একটা পোষ্ট দিয়েছেন।
শুনেছিলাম, শেয়ারে হচ্ছে। কিন্তু সেই শেয়ারের সমীকরণ যে এমন তা জানতাম না। যদি এমন হয় তো, তা কেমনে!!!
এর সমাধান দরকার।

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:


সমাধান হবে নিশ্চয়ই; সরকার ৃসব হবুগিরি কেন করছে কে জানে। সরকার মানুষকে বাজার হিসেবে ব্যবহার করেছে।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৭

ধ্রুবক আলো বলেছেন: দেশে ১৭ মানুষ নেই, আছে ১৭ কোটী ইডিয়ট! ঠিকই বলেছেন ভাই, এরা তাইই ভাবতেছে!
সরকার যে কি চায় সে তা নিজেও ঠিক মত জানে না।

বললে মানবে না বা খারাপ হয়ে যেতে পারি, সেটা হলো এই সরকার পারলে দেশটা বন্ধক রাখে আরকি।

যাই হোক, বেশ ভালো একটা তথ্য সমৃধ্ব একটা পোস্টের জন্য ধন্যবাদ +

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:


এ ধরণের শর্তে এই ধরণের কাজ করা তুঘলগী কান্ড।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৬

রক বেনন বলেছেন: আঙ্কেল, বিদ্যুৎ লাগবেই! ডিজিটাল হতে হলে বিদ্যুৎ লাগবেই। কে কি পাচ্ছে, বা কে কি দিচ্ছে, কে লাভবান হচ্ছে বা কে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। আমরা ডিজি টাল-মাতাল হবই। আমরা বিদ্যুৎ খাব, পিছনেও দিব। বিদ্যুৎ দিয়ে ল্যাপটপে ফেসবুক চালাবো, মোবাইলে প্রেম করবো। কেউ বিদ্যুৎ নিয়ে উল্টাপাল্টা কথা বললেই তাকে বৈদ্যুতিক শক দিব। হাজার হোক, বিদ্যুৎ মানে আলো আর আলো মানেই 'আলোকিত মানুষ'।

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০১

চাঁদগাজী বলেছেন:


মানুষকে কোন সুযোগ দিচ্ছে না; অকারণ ঋণ নিয়ে, ঋণের টাকার পেছনে ভারতীয় কোম্পানীকে কেন শেয়ার দেয়া হচ্ছে, সেটা কোনভাবে পরিস্কার নয়।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: হিসেবটা অনেক আগেই জানতাম!!!

সরকার আমাদের কলা দেখাতে চাইছেন! তবে মানুষতো এখন আর অত বোকা না!! রাম পাল পরিবেশের জন্যও বেশ ক্ষতি কর! তবু সরকার অনড়!! কেন অনড় বুঝে নেন।

রামপাল নিয়ে একটা রূপক কবিতা লিখেছিলাম। এই মন্তব্যের সাথে জুড়ে দিলাম

রূপশা নদীর চরের সেই ডাহুক পাখিটি
হাজার রেখাচিত্র অঙ্কিত যার দুই ডানায়।
তাহার রূপে মুগ্ধ হয়ে আমি বারেবারে
রূপশা চরে গিয়েছিলাম হাজার বাহানায়।

আমার প্রতিটি আগমনে, শাপলার গন্ধে ভরা জলে
খেলে চলা অযুত নিযুত ডাহুক পাখিরা
তাহার নেতৃত্বে জানায় অভিবাদন ডানা খুলে,
ঠোঁট নেড়ে ,ডুপ মেরে ,গা দিয়ে ঝাড়া।

সেদিনও তপ্ত রোদের তোড়ে কেওড়ার ছায়ায় বসে
আমি দেখেছিলাম পানকৌড়ি আর সাদা বক।
শুনেছিলাম বালি হাঁসের কিচির মিচির
বারবার দৃষ্টিতে আসছিল পাখি সেই ডাহুক।

অতঃপর আরো দুটো শরৎ শেষে আবার
রূপশার চরে পৌঁছেছিলাম সেই ডাহুকের টানে
রামপালের ছাই ভষ্মে রূপশা মৃত্যুপুরি তখন
ডাহুকের লাশটা ভাসছিল নদীর উজানে।

ডাহুকের এই মৃত্যুটা কেবলই কি একটা মৃত্যু
নয় কি কোন পরিকল্পিত, নিষ্ঠুর খুন?
উজানের জলে ভেসে চলা রামপালের ছাই
প্রশ্নের উত্তর বলছিলো নিদারুণ।

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:



প্রকৃতিকে রিস্কের মাঝে রেখে, জাতির নামে ঋণ নিয়ে, এসব হাউকাউ ব্যবসা ভালো হচ্ছে না।

৭| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৩

আততায়ী আলতাইয়ার বলেছেন: ফাও ফাও যেসব মেয়ে লিটনের ফ্ল্যাটে জিং জিং খেলতে যায় তারা বড়জোর প্রেগনেন্সি ছাড়া আর কিছু এচিভ করতে পারেনা, আর যেসব মেয়েরা ফাও যায় না তারা ঠিকই আইফোন ফাইভ, নতুন ড্রেস, মেকাপ বক্স, এমন কি গাড়িও বাগিয়ে নিতে পারে বয়ফ্রেন্ড থেকে। স্বাধীনতার পর ভারত সারাউন্ডিং বাংলাদেশের নিয়তী অলিখিত বাস্তবতায় নির্ধারিত হয়েই গিয়েছিলো ভারত প্রভাব বলয়ে কিন্তু নিজেদের নেগসিয়েশন পজিশন কাজে লাগিয়ে ভারতের স্বার্থ সুবিধা দেওয়ার বিপরীতে নিজেদের স্বার্থ সুবিধা আদায় করে ও বিকল্প আঞ্চলিক এলাই তৈরি করে নিজেদের অবস্থান উচু করা সম্ভব ছিলো, কিন্তু আমরা তা না করে ভারতের সাথে ফাও ফাও বিছানায় গিয়েছি। দেশে যখন ভারত বিরোধী সরকার ছিলো তারা ভারতের সাথে সম্পর্ক খারাপ করলে ও বাংলাদেশের উপর ভারতের একতরফা সুবিধা ভোগে কোন অন্তরায় তৈরি করতে পারে নাই আর ভারত মুখি আওয়ামি সরকার ক্ষমতায় এসেও ভারতের থেকে কিছুই আদায় করতে পারে নাই ম্যাক্সিমাম চুক্তিতে ভারতকে দৃশ্যমান পার্থিব সুবিধা প্রদানের বিনিময়ে কেবল অপার্থিব বন্ধুত্ব আর আশ্বাস ছাড়া আর কিছুই মেলে নাই ।

"পারলে এক মাত্র শেখ হাসিনাই পারবে ভারত থেকে আদায় করতে"
এই মুলো আর কয়দিন ঝুলে থাকে তার দেখার অপেক্ষায় আছি

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৯

চাঁদগাজী বলেছেন:

"দেশে যখন ভারত বিরোধী সরকার ছিলো তারা ভারতের সাথে সম্পর্ক খারাপ করলে ও বাংলাদেশের উপর ভারতের একতরফা সুবিধা ভোগে কোন অন্তরায় তৈরি করতে পারে নাই আর ভারত মুখি আওয়ামি সরকার ক্ষমতায় এসেও ভারতের থেকে কিছুই আদায় করতে পারে নাই ম্যাক্সিমাম চুক্তিতে ভারতকে দৃশ্যমান পার্থিব সুবিধা প্রদানের বিনিময়ে কেবল অপার্থিব বন্ধুত্ব আর আশ্বাস ছাড়া আর কিছুই মেলে নাই । "

-দেশে ভারত বিরোধী সরকার থাকার তো দরকার ছিলো না; বিএনপি-জামাত ভারত বিরোধী ছিলো না, ওরা বাংগালী বিরোধী ছিল; বর্তমান অবস্হা হওয়ার পেছনে ওরা একটা বড় কারণ; কারণ, ভারত এ পাশে একটা পাকিস্তান চাহে না।

ভারত বিরোধী হওয়ার দরকার কেন? ভারত প্রতিবেশী।

এখন যেসব অন্যায় হচ্ছে, এগুলোর সমাধান খুঁজতে হবে, ভারত বিরোধী হলে আরো নতুন নতুন সমস্যা হবে।

৮| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৭

সবুজ২০১২ বলেছেন: শালা শুয়রের বাচ্চার অর্থনীতি; যে দেশে একটা বদ্ধ উন্মাদ অর্থমন্ত্রি হতে পারে সে দেশের পক্ষে বন্ধুপ্রতিম রাষ্ট্রের গোলাম হয়ে থাকা আমার কাছে খুবই স্বাভাবিক; জয়তু মোদী সরকার!!!!!!

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:



এভাবে কেহ এত বড় সমস্যা গড়ে তোলে না; সরকার নিজের মানুষকে সুযোগ দিচ্ছে না

৯| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: সবুজ২০১২ বলেছেন: শালা শুয়রের বাচ্চার অর্থনীতি; যে দেশে একটা বদ্ধ উন্মাদ অর্থমন্ত্রি হতে পারে সে দেশের পক্ষে বন্ধুপ্রতিম রাষ্ট্রের গোলাম হয়ে থাকা আমার কাছে খুবই স্বাভাবিক; জয়তু মোদী সরকার!!!!!!

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:


বানরের কলা ভাগ পদ্ধতি চালু হয়েছে।

১০| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২১

কানিজ রিনা বলেছেন: আরে ভারত হোল বাংলাদেশের প্রাক্তন স্বামী
আর স্বামীর পায়ের তলে স্বর্গ। স্বামীর
সন্তানেরা ভারত পিতার কথা মত না চললে
সর্বহারা হওয়ার সম্ভাবনাই বেশী।
কারন এদেশের দলিল ভারতের হাতে। তাই
সন্তাদের স্বার্থে সুন্দরবন সংলগ্ন রামপাল
বিদ্যুৎ কেন্দ্র।

মূলা মিষ্টি আলু যাই পাই চাঁদগাজী মনে
হয় দেখার কপাল নাই। ততদিনে অক্কা না
পেলেই হয়।
তবে একথা সত্য পাকিস্তান শোসন আজও
আমাদের শিক্ষা হয়নাই। ভারত খাদক হলেও
আমাদের চেতনা নাই। মাননীয় প্রধান মন্ত্রী
যদি মাথায় বেল ভেঙে খেতে দেয়। তয়
আমরা বেলের শরবত খেতে রাজি। ধন্যবাদ,

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানী সরকারের সাথে আমাদের সরকারের লোকদের তফাৎ হচ্ছে, এরা ২১শে ফেব্রুয়ারী পালন করে।

১১| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪২

মিঃ আতিক বলেছেন: অতি সত্তর এই নির্লজ্জ চুক্তি বাতিলের দাবী জানাই।জনগনের টাকা,সম্পদ ভারতের হাতে তুলে দেয়ার অধিকার তাদের কেউ দেয় নাই। এই নির্লজ্জ আত্তহুতির পর আওয়ামীলীগ কীভাবে নিজেদের দেশ প্রেমিক দাবী করে?

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানের মুসলীম লীগ, বাংলাদেশের আওয়ামী লীগ, এরা মুলত দখলদার ও বয়বসায়ী

১২| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫১

নূর আলম হিরণ বলেছেন: সরকার নিজের অবস্থান শক্ত করার জন্য এসব করছে। যে কোম্পানি এই কাজ করবে তাদের এত বড় কাজ করার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। এমন ঝুঁকি পূর্ন জায়গায় তাদের কাজ দেওয়া কি পদের বোকামি ভাবতে গেলে নিজেই বোকা বনে যাই!

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:



এ কাজটা করার কথা পিডিপি'র; বাংলাদেশী ইন্জিনিয়ার ও বিদেশী এক্সপার্ট নিয়ে পিডিপি'র করা উচিত।

১৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২১

কলিমুদ্দি দফাদার বলেছেন: গতকাল একটা নিউজ দেখলাম। বৃটেন এ এইদিন প্রথম কয়লা ছাড়া বিদুৎ জাতিয় গ্রিডে যোগ হয়ে সারা বৃটেন এইদিন এই বিদুৎ দিয়ে চলছিল। ২০২২ সালের মধ্য তারা কয়লা কেন্দিক বিদুৎ উৎপাদন বন্ধ করে দিবে কেননা তা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আমারা তো মাশআল্লাহ এত ডিজিটাল যে একদম সুন্দরবনের ভিতর পরিবেশ কোন ক্ষতি ছাড়া বিদুৎ উৎপাদন করবো। যেখানে বৃটেনমত হিমসিম খায়, সেখানে ভারত এর মত একটি ভংগুর প্রযুক্তির দেশ এর সাহায্য আমরা পারবো। কারন আমরা চালাক আর ওরা সব বলদ।

২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


আমাদের সরকারের লোকেরা মানুষের উপর ব্যবসা করছে

১৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

সিফটিপিন বলেছেন: বাংলাদেশ সরকারের ২৬ লাখ কর্মচারীর সবাই কি ফাঁস-করা প্রশ্নপত্র দেখে অংকের পরীক্ষা দিয়েছিলেন? এসব হবুগিরি কিভাবে হচ্ছে দেশে? :)



সাধারণ মানুষের গায়ে জোঁক লাগছে।

২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:


এই সরকার রবার্ট ক্লাইভের দলের সরকার।

১৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীসভার সদস্যরা শেষ জীবনে চলে এসেছেন প্রায়। কেন এরকম একটা প্রজেক্ট হাতে নিয়েছে, কিছুই মাথায় আসে না। এই লস যে বাংলাদেশকে কোথায় নিয়ে যায় কে জানে...

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, উনি এমন কিছু করছেন, যেটা উনি বুঝেন না; ২ বিলিয়ন ডলারের প্রজেক্ট ভারতীয়রা করছে; বাংলাদেশী ইন্জিনিয়াররা কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকায় পালিয়ে যাচ্ছে; যাদের পক্ষে উনি ঋণ নিচ্ছেন, তারা ভিটেমাটি বিক্রয় করে সৌদী যাচ্ছে; ভয়ংকর হতাশ হওয়ার মতো ব্যাপার।

১৬| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এসব বন্ধ করা হোক, জাতির নামে ঋণ নিয়ে ভারতীয় কোম্পানীকে পুত্র বা কন্যা বানার দরকার নেই; বাংগালীর ১১ লাখ কিশোরী কন্যা মানুষের ঘরে ঘরে চাকরাণী হয়ে আছে; সবচেয়ে বেশী আছে ব্যুরোক্রেট ও ব্যবসায়ীদের ঘরে; আরও ৩৫ লাখ কন্যা সকাল বিকেল সেলাইর মেশিন চালাচ্ছে! এদের ঘাঁড়ে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে ভারতের বিলিওনিয়ারদের ডলার দেয়ার কোন কারণ নেই.

এই সহজ কথা আমরা বুঝতে চাই না।
এই জন্য এখন আমি মাথায় পাথর মারি। বাংলা লেখালেখি করে আমি কল্লায় বাড়ি মেরেছি।
আমাদের আক্কেল নেই।

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:


লন্ডনে কি পরিমাণ বাংগালী আছেন?

১৭| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এভাবে আর কতকাল চলবে?

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


বলা মুশকিল; কারণ, বর্তমানে তরুণ ও যুবকেরা আরো দুর্বল জেনারেশন, বলে মনে হচ্ছে।

১৮| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৬

ইমরান আশফাক বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারটা তুলে ধরেছে চাদগাজী। সামুতেই সরকারের কিছু দালাল আছে তাদের প্রতিক্রিয়া জানতে চাই।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:


সামুতে সরকারের দালাল ব্লগার আছে? ব্লগার নেই, ২/১টা ভেঁড়ার ভ্যাঁ ভ্যাঁ কানে আসে মাঝে মাঝে

১৯| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৫

আততায়ী আলতাইয়ার বলেছেন: চাঁদগাজী বলেছেন: এখন যেসব অন্যায় হচ্ছে, এগুলোর সমাধান খুঁজতে হব,
ভাই এলাকার বড় ভাইদের অন্যায় ছোটভাইরা খুজতে গেলে কানের নিচে বনচটকনা খাবার সমূহ ঝুকি থাকে তাই অনুগত ছোট ভাই আওয়ামিলীগ বেয়াড়া ছোট ভাই বিএনপি জামাত কেউই অন্যায়ের সমাধান খুজে না

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৪

চাঁদগাজী বলেছেন:


বিএনপি জামাত বলতে যেসব মানুষ বাংলাদেশ চালায়েছিল, তারা জিয়ার মিলিটারী চ্যানেল ব্যবহার করেছিল, উহা আজ হয়তো আর নেই।

২০| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নিশ্চয়তার সাথে বলতে পাব না তবে হয়ে যাবে দশ লাখের মত। (আরও বেশি হতে পারে।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৯

চাঁদগাজী বলেছেন:



লোকজনের চাকুরী বাকুরী আছে তো?

২১| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:
শেষ পর্যন্ত বাশের কেল্লার তথ্য হাজির করলেন!
ফরিদভাই কেন যে আপনাকে নাফরমান বলে, এখন বোঝা গেল।

২০০ কোটী ডলারে নির্মিত হবে রামপাল বিদ্যুত কেন্দ্র।
ভুমি অধিগ্রহন, জমির মুল্য পরিশোধ করে উচ্ছেদ, বালু ভরাট, কানেক্টিং রোড ... এইসবকি মাগনা? না ভারত দিবে?

অপশক্তিরা জেনেশুনে বিভ্রান্তিকর তথ্য দিয়ে যাচ্ছে।
এটি সম্পূর্ণ সুষম আন্তজার্তিক একটি চুক্তি।
জি টু জি ভিত্তিক। দুর্নীতির সুযোগ খুবই কম। চীন বা ফ্রান্সের কম্পানির সাথে হলে সাগর পরিমান দুর্নীতি হত।
এই প্রকল্প ব্যয়ের ৭০ শতাংশ ঋণ এবং ৩০ শতাংশ ইক্যুইটি।
এক্সিম ব্যাঙ্ক থেকে যে ৭০ শতাংশ ঋণ (১৬০ কোটি ডলার) হিসাবে নেওয়া হবে সেট বাংলাদেশ রাষ্ট্র পরিশোধ করার প্রশ্নই আসে না।
ঋন নেয়া ও পরিশোধ করার দায়িত্ব ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লি.’ যা একটি লাভজনক মাল্টি ন্যাশানাল কম্পানি। যার মালিকানা ৫০:৫০।
বাকি অংশ ইক্যুইটি ৩০ শতাংশের মধ্যে ১৫ শতাংশ (পিডিবি) বাংলাদেশ এবং ১৫ শতাংশ ভারতীয় ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানির (এনটিপিসি) প্রদান করবে।
এই ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লি. বিদ্যুৎ উৎপাদন করবে ও বিক্রি করবে।
কোন কারনে এই কম্পানী কিস্তি পরিশোধে ব্যার্থ হলে বিকল্প ব্যাবস্থা নিবে, বা ঋন রিশিডিউল করবে। এই কম্পানী দেউলিয়া হয়ে গেলে, অন্য আরেকটি কম্পানী এটি কিনে নিবে, বিশ্বে এরুপ শত শত উদাহরন আছে।
কেউ না কিনলে একটি ইনশুরেন্স কম্পানী এই দায় বহন করবে, যা লয়েড ইনশুরেন্স কম্পানির কাছে রিএশুরেন্স করা আছে। এরা নিয়মমাফিক দায় বহন করবে।

লয়েড ইনশুরেন্স কম্পানী সহ সবাই দেউলিয়া হয়ে গেলে ফাইনাল লায়বেলেটি বাংলাদেশ রাষ্ট্রের।
এটাই নিয়ম, যেহেতু কারখানা ও সকল যন্ত্রপাতি বাংলাদেশের মাটিতে।
এই চুক্তি নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।


২০০১ থেকে ২০০৯ পর্যন্ত ৯ বছরে একটিও নতুন বিদ্যুৎ কেন্দ্র হয়নি,
সাইফুররহমানের বাজেট বক্তৃতাগুলো খুটিয়ে দেখুন, কোন নতুন বিদ্যুৎকেন্দ্রের পরিকল্পনা বা বরাদ্দ নেই, বরাদ্দ সুধু তার আর খাম্বায়।
২০০৭-৮ এ তত্তাবধায়কদেরও কোন নতুন বিদ্যুৎ পরিকল্পনা নেই, করে নি।
দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশটিতে কেন বিদ্যুতে ১০ বছর পিছিয়ে দেয়া হল? জবাব আছে?
১৯৯১ তে এরা ফালতু অযুহাতে ইন্টারনেট সংযোগ প্রত্যাখ্যান করে দেশটিকে ১৫ বছর পিছিয়ে দিয়েছিল।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫১

চাঁদগাজী বলেছেন:


১৬০ কোটী টাকার ঋণটা কে নিচ্ছে, ভারতীয় পাওয়ার কোম্পনী, পিডিপি, অথাবা পিডিপি ও ভারতীয় কোম্পানী মিলে, বা বাংলাদেশ সরকার; কিংবা আপনি?

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫৩

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবের ছাত্রলীগ থেকে জাসদ হয়েছিল, সেখানে আপনার মতো লোকজন ছিলো

২২| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৯

বিদ্যুৎ বলেছেন: সত্য স্বীকার করে এবং তা প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:১৪

চাঁদগাজী বলেছেন:


"সত্য স্বীকার"এর মানে কি?

২৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:১১

হাসান কালবৈশাখী বলেছেন:
১৬০ কোটি টাকার ঋণটা কে নিচ্ছে?

আপনি কি বাংলাও বুঝেন না
আমি কমেন্টেই বলেছি ঋণটা সরকার নিচ্ছে না, সরকারি সংস্থা PDB ও নিচ্ছে না।
ঋণটা নিচ্ছে নবগঠিত স্বাধীন একটি লিমিটেড কম্পানী, যার প্রকৃত মালিকানা যৌথ ভাবে 50:50 বাংলাদেশ-ভারত।

২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


আপনার মগজ ছোট আকারের; ঋণ, এক্সিক ব্যাংক, ১৬০ কোটী ডলার ইত্যাদি প্রসেসিং করার মত মগজ আপনার নেই

২৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৮

কলাবাগান১ বলেছেন: দেশে ২৪ ঘন্টার মাঝে ২০ ঘন্টা বিদ্যুত না থাকলে তখন চাদগাজীর মত লোকেরা বাশের কেল্লার মত সস্তা এই সমস্ত তথ্য সন্ত্রাস করত না... সারাদিন চিন্তা করছিলাম আর ভাবছিলাম...সরকার কি এতই রাতকানা...হাসান কালবৈশাকীর মন্তব্য না দেখলে....

২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:



আপনি চিন্তাও করতে পারেন? তাও আবার সারাদিন? ফানী ব্যাপার!

২৫| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৯

সিনবাদ জাহাজি বলেছেন: আমাদের জন্মই হয়েছে শোষিত হবার জন্য।

প্রথমে ব্রিটিশ তারপর পাকিস্তান কখনোবা নিজ শাসক আর.................।

২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:



এখনকার অবস্হার সাথে তুলনা করলে, বৃটিশ শোষণ করেনি, রাজত্ব করেছে।

২৬| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৩

টারজান০০০০৭ বলেছেন: এই পোস্টে বাআল বৈশাখী ও বাআল পাতার সেপাইরে দেখিয়া আশ্বস্ত হইলাম। এতো দেরিতে আসিলেন দেখিয়া অবাকই হইলাম। কর্তব্য পালনে শিথিলতা করিলে কি চলে !

হাছ টিয়ার বাদাম লইয়া গ্যালারিতে বসিয়াছিলাম। কিন্তু খেলা জমিতেছে না কেনু ! টিকিটের টিয়া কি উছুল হইবে ?

ব্যাক্তিগত অভিমত হইলো, বাআল এতবড়ো ফাক (ইংরেজি নহে) রাখিয়া চুক্তি করিবে এত্ত আবাল এহনো হয় নাই বলিয়াই বিশ্বাস করি।কমিশন বাণিজ্য কমবেশি সব চুক্তিতেই থাকে ! বাআল সরকার বুদ্ধুজীবীদের কিছু কমিশন দিয়া দেখিতে পারে , ইহাদের চেঁচামেচি বন্ধ হয় কিনা !
(লাভজনক না ক্ষতিকর উহা ভিন্ন বিষয়।)

২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ হচ্ছে বড় বাজার।

২৭| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০১

আততায়ী আলতাইয়ার বলেছেন: চাঁদগাজি ভাই ঘুরে ফিরে বারবার বিএনপি জামাত তথা ভারত বিরোধীদের প্রসঙ্গে নিয়ে আসছেন, বিএনপি জামাত gone case,
বিএনপি জামাতের আগামী ৫০ বছরে ক্ষমতায় আসার চান্স নাই, বিএনপি জামাতের পলিসি ভারতের কাছ থেকে আমাদের কোন সুবিধা আদায় করতে পারে নাই তাও প্রমানিত। প্রসঙ্গ এখন এই যে এখন তো ভারত বান্ধব সরকার আছে এখন তো দেশে ভারত বিরোধী কোন পলিসিও নাই, ভারতের যাতে মনক্ষুন্ন না হয় ব্যাপারটা যাতে বন্ধুত্বপূর্ন নেগসিয়েশনে উভয়ের সমঝোতায় সমাধান হয় সেই আলোকে আন্তর্জাতিক আদালতে বর্তমান সরকার কোন পিটিশনও দায়ের করে নাই তার পরেও কি ভারত কোন ন্যায্য আচরন করেছে। ৯৬ তে ক্ষমতায় এসে গঙ্গা চুক্তি করেছিলো ৯৬-০১ ক্ষমতায় থাকালিন সময়ে শুকনা মৌসুমে নিজেদের করা চুক্তিতে নির্ধারিত পানি পর্যন্ত আদায় করতে পারে নাই এই আওয়ামিলীগ

২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ যদি পানি আনতে না পারে, অন্য কেহ পারার সম্ভাবনা নেই।

২৮| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০২

চিন্তিত নিরন্তর বলেছেন: জাতিকে ফেসবুক আর সিরিয়াল ধরিয়ে দেয়া হয়েছে। সুতরাং চোখ থাকিতে অন্ধ। ব্লগ ধরিয়ে দিলে ঠিকই এগুতাম। যাই একটু এগিয়েছিলাম আমরা, জামাত শিবির নাস্তিক উপাধি দিয়ে মাটিতে নামিয়ে এনেছে।

এখন আবার প্রশ্ন ফাঁস হয়। পড়ে কি হবে। সবই ফেবু আর হোয়াটস এপ এ।

২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


বর্তমানের বালছালেরা ফাঁসকরা প্রশ্নে পরীক্ষা দিয়ে আর কি করতে পারবে?

২৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৩

আততায়ী আলতাইয়ার বলেছেন: "আওয়ামী লীগ যদি পানি আনতে না পারে, অন্য কেহ পারার সম্ভাবনা নেই"
দেখি এই এক মুলায় কয়দিন যায় :p

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:



ভারত পানি দেবে না, যদি দিতো শেখ হাসিনাকেই দিতো!

৩০| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

ব্লগ মাস্টার বলেছেন: জাতিকে ঠকাচ্ছে ভারত ও বাংলাদেশ সরকার
আচ্ছা কেন ঠকাচ্ছে সে বেপারে কিছুু জানা গেছে ?

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

চাঁদগাজী বলেছেন:


জানা গেছে: ভারত ব্যবসা করছে, আওয়ামী লীগ উপনিবেশ চালিয়ে ব্যবসা করছে।

৩১| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০১

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: ভাল খুব ভাল

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


চেস্টা করে যাচ্ছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.