নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আজকে ট্রাম্পের প্রেসিডেন্সীর ১০০ দিন পুর্ণ হচ্ছে

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১১



ক্ষমতায় ট্রাম্পের ১০০ দিনের সারমর্ম হলো, ট্রাম্প মোটামুটি পরাজিত হয়েছে, তার কোন এজেন্ডাই এখনো কাজ করেনি; গতকাল সে বলেছে, "প্রেসিডেন্সি চালানো যে, এত কঠিন, সেটা আগে বুঝতে পারিনি"। ট্রাম্পের হাতে আরো ১৩৬০ সময় আছে, তাকে নতুন পন্হা অবলম্বন করতে হবে।

আজকে পরিবেশবাদীরা হোয়াইট অবরোধ করবে, শতশত বাসে করে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন; গত ৯৯ দিনে ট্রাম্প পরিবেশ বিরোধী অনেকগুলো প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়েছে, এতে আছে পুনরায় কয়লা উত্তোলন, আলাস্কা-কানাডা-আমেরিকান পাইপ লাইন, এখানে আলাস্কা থেকে আনা তেল পরিশোধন করা হবে। কানাডিয়ান কাঠের উপর ১৫% ট্যাক্স; এতে আমেরিকান গাছ কাটা পড়বে। অবরোধ এড়াতে উনি যাচ্ছেন পেনসিলভানিয়া, মানুষের সাথে মিটিং করবেন।

সিনেট ও কংগ্রেসে রিপাবলিকানদের বড় মেজরিটি থাকা সত্বেও 'ওবামা কেয়ার' আইন বাদ দিতে গিয়ে ট্রাম্পের শোচনীয় পরাজয় হয়েছে ; ওবামা কেয়ার সারা বিশ্বের জন্য একটি অনুপ্রেরণা; চিকিৎসা হলো মানুষের মৌলিক অধিকার; যেসব দেশে মানুষের 'হেলথ ইন্সুরেন্স' নেই, সেসব দেশের সরকারগুলো হয় লিলিপুটিয়ান, না হয় ডাকাত; যেমন আমাদের প্রেসিডেন্ট চিকিৎসার জন্য যান সিংগাপুর, প্রাইম মিনিস্টার আমেরিকা, বেগম জিয়া সৌদী, শেফিক রেহমান যান লন্ডন, মুহিত যান নিউইয়র্ক; মানুষ যায় ভারত, গার্মেন্টস'এর মেয়েরা যায় হোমিও-প্যাথি ডাক্তারের কাছে, বা হাসপাতালের আউটডোরে। আমাদের এক প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে বিদেশে চিকিৎসা নিতে গিয়ে; এগুলো সরকারের বেকুবীর পরিচয়।

প্রেসিডেন্টের যুদ্ধবাজ এডভাইজার জেনারেল ফ্লিন পদত্যাগ করতে বাধ্য হয়েছে, নির্বাচনের আগে রাশিয়ানদের সাথে কথা বলার পর, সেটা অস্বীকার করায়। ৭ মুসলিম দেশের অধিবাসীদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করে দেয়া প্রেসিডেন্সিয়াল অর্ডার ২ বার থামিয়ে দিয়েছে ফেডারেল বিচারকেরা; এই ২টি ট্রাম্পের জন্য বড় পরাজয়।

ট্রাম্পের বড় বিজয় হয়েছে দেড়, দুই মিলিয়ন মেক্সিকান দেশে ফেরত চলে গেছে নীরবে; আমেরিকায় শ্রমিকের অভাব দেখা দিয়েছে কয়েকটি রাজ্যে; আর ফিরে যাওয়া মেক্সিকানদের পরিবারগুলো অকারণ দারিদ্রতায় ভুগবে।

ট্রাম্পের আরেক বিজয়, ওর বিজয়ের কারণে, আমেরিকান স্টক-মার্কেট ভয়ংকরভাবে উপরে উঠে গেছে; এটি পড়বে; পড়লে অর্থনীতিতে হতাশা ঢুকবে।

ট্রাম্প কোরিয়া ও ইরান নিয়ে কি করছে মানুষ জানে না; অনেকে ধারনা করেছেন, যে কোনদিন কোরিয়া আক্রান্ত হতে পারে; তবে, গতমাসে মানুষ মানসিকভাবে প্রস্তুত ছিলো যুদ্ধের জন্য, এ সপ্তাহে মানুষের বোধ উদয় হচ্ছে, সায়েন্স-দিবসে যুদ্ধ-বিরোধী কথা বলেছে; এখন ট্রাম্প কিছু বলছে না, মানুষ ধারণা করছে যে, চীনা প্রেসিডেন্ট উত্তর কোরিয়াকে বাঁচানোর দায়িত্ব নিয়েছে। ইরান নিয়ে আমেরিকানদের চিন্তা কিছু কমেছে, ইরান উপরে উপরে আমেরিকানদের পাত্তা দিচ্ছে না ভাব বজায় রাখলেও টেবিলের নীচে কিছু একটা ঘটছে মনে হয়; যদি সেটা কাজ করে, সবার জন্য ভালো হবে। সিরিয়ার বেলায় হয়তো আমেরিকার সুমতি হয়েছে, ওখানে নতুন করে সৈন্য পাঠানো হচ্ছে না।

মন্তব্য ৫৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সিনেট ও কংগ্রেসে রিপাবলিকানদের বড় মেজরিটি থাকা সত্বেও 'ওবামা কেয়ার' আইন বাদ দিতে গিয়ে ট্রাম্পের শোচনীয় পরাজয় হয়েছে ; ওবামা কেয়ার সারা বিশ্বের জন্য একটি অনুপ্রেরণা; চিকিৎসা হলো মানুষের মৌলিক অধিকার; যেসব দেশে মানুষের 'হেলথ ইন্সুরেন্স' নেই, সেসব দেশের সরকারগুলো হয় লিলিপুটিয়ান, না হয় ডাকাত; যেমন আমাদের প্রেসিডেন্ট চিকিৎসার জন্য যান সিংগাপুর, প্রাইম মিনিস্টার আমেরিকা, বেগম জিয়া সৌদী, শেফিক রেহমান যান লন্ডন, মুহিত যান নিউইয়র্ক; মানুষ যায় ভারত, গার্মেন্টস'এর মেয়েরা যায় হোমিও-প্যাথি ডাক্তারের কাছে, বা হাসপাতালের আউটডোরে। আমাদের এক প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে বিদেশে চিকিৎসা নিতে গিয়ে; এগুলো সরকারের বেকুবীর পরিচয়।


আপনার সাথে একমত হতেই হয়। সত্যেক মানতে আমার কোনো সমস্যা হয় না।

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:


অনেকে বলেন, আমাদের দেশকে আমেরিকার সাথে তুলনা করা ঠিক নয়; কিন্ত দেশের সরকার আমেরিকান ক্যাপিটেলিজমকেই অনুসরণ করছে

২| ২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমরিকা হলে মঙ্গল হতো, অন্তত দুনিয়ার সাথে মারামারি করতে পারতো।

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


যদিও বিশ্বে শান্তিবাদীদের সংখ্যা বিশালভাবে বেড়েছে, আনবিক-বিরোধীতা একেবারেই চুপ হয়ে গেছে।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শান্তিতে নোবলে দেওয়া হয়তো। অন্তত আরো কয়েক হাজার বছর দুনিয়া থাকবে।

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প, পুটিন ও শী জিনপিং থেকে মানুষ বেঁচে গেলে, পৃথিবী কয়েক লাখ বছর টিকবে।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১০

সাহেদ সারোয়ার ভুঁইয়া বলেছেন: টিক বলেছেন একমত

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:



ওকে, আরো এক চাঁদগাজী আছেন বাংলায়, শক্তি বাড়ছে।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

কামালপা বলেছেন: @চাঁদগাজী বলেছেন: "ট্রাম্প, পুটিন ও শী জিনপিং থেকে মানুষ বেঁচে গেলে, পৃথিবী কয়েক লাখ বছর টিকবে।"

এখন এসব কথা কেন? আপনি নিজেই তো নির্বাচনের আগে ট্রাম্পকে সমর্থন করে বিশাল বিশাল পোস্ট দিয়েছেন?

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


আমি ট্রাম্পের সাপোর্টার নই; আমি বলেছিলাম যে, ট্রাম্প ও হিলারীর মাঝে, ট্রাম্প ভালো ক্যান্ডিডেট, আমেরিকানদের উচিত এই ২ জনের মাঝে ট্রাম্পকে নির্বাচিত করা; এবং সে বর্তমান আমেরিকান পলিটিশিয়ানদের থেকে ভালো মানুষ।

ট্রাম্, ওবামা ও আমি: এটা ভালো 'কোয়ালিশন'; ট্রাম্, কিম জং, পুটিন: এটা খারাপ 'কোয়ালিশন'; ট্রাম্, পুটিন, শী জিনপনং: এটা বিশ্ব সৃস্টির পর সবচেয়ে ভয়ংকর 'কয়ালিশন'; আপনাকে কোয়ালিশন গেইম থিওরী হয়তো সাহায্য করতে পারবে।

৬| ২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পাগলের আবার হার জিত!

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:


সমস্যা হলো, সে হারলে চীন ও রাশিয়া জিতবে, যেটা বিশ্বকে চেংগিসের আমলে নিয়ে যাবে।

৭| ২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি তাকে পছন্দ করতাম তার সত্যবাদীতার জন্য। সে ভোট পাওয়ার জন্য চতুর কথা বার্তা বলেনি। শেষ দিন পর্যন্ত মেক্সিকো সীমান্তে দেয়াল আর অবৈধ অভিবাসীদের খেদানোর পক্ষে ছিল। আমি হতাশ প্রথম ১০০ দিনে দেয়ালের কাজ শুরু হয়নি...

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:


দেয়ালের টাকাটা মাটি হয়ে যাবে; প্রাথমিকভাবে ১ বিলিয়ন ২০০ মিলিয়নের কাজ শুরু হতে যাচ্ছে; পুরো টাকাটা দেয়াল হয়ে যাবে; মেক্সিকানরা দেয়ালের পাশ দিয়ে ও নীচ দিয়ে আসবে যাবে।

৮| ২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ওবামা কেয়ার' আইন বাদ দিতে গিয়ে ট্রাম্পের শোচনীয় পরাজয় হয়েছে ; এ খবরটার জন্য উদগ্রিব ছিলাম। সেটা আবার আপনার কাছথেকেই পেলাম। আপনি পুরো পৃথিবী নিয়ে ভাবেন। আপনি না থাকলে আপনার বিকল্প পাওয়া যাবে কিনা কে জানে? আপনি আছেন বলে ব্লগটা অনেক ভাল লাগে। আমিতো পোষ্ট দিয়ে আপনার মন্তব্যের আশায় বসে থাকি। আপনার মন্তব্যটা পাওয়ার পর শান্তি। আর এদিক থেকে আপনি হলেন সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনার মতো গুনিজনকে তাাঁকে বুঝার তাওফিক দান করেন। তাঁর সান্নিধ্য পেলে বুঝবেন সে এক অন্য রকম দুনিয়া। যার খবর এতদিন আপনার ছিলনা।

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:



আপনি আমাকে অনেকভাবেই উৎসাহিত করে চলেছেন; আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা

৯| ২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: বছরের প্রথম কোয়ার্টারের রিপোর্ট অনুযায়ী, আমেরিকা'র জি,ডি,পি কমে গেছে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর।

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


তাই? আমি খেয়াল রাখিনি

১০| ২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিও জানতাম যতটা গর্জে ততটা বর্ষে না। তবুও তার এটিটিউডে ভেবেছিলাম বেশী না হলেও কম হলেও বর্ষাবে। দেখি আরো কিছুদিন...

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:


তাকে যারা ভোট দিয়েছে, একমাত্র উইসকনসিন রাজ্যের লোকজন ব্যতিত বাকীরা চিন্তিত।

১১| ২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি হলেন আমার উৎসাহের কেন্দ্র। আপনার মাপের সজ্জন খুব কম হয়ে থাকে। ছোট বড় সবাই আপনাকে পায়। তবে অনেকে আপনাকে অহেতুক ভুল বুঝে। আপনার ভাষা বুঝলে তাদের এমন দশা হতোনা।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:


জেনারেশন গ্যাপ আছে সামান্য, আমি চেস্টা করছি বুঝার জন্য; আশাকরি, আমাদের কমন থ্রেড আছে, লজিক্যাল ভাবনা

১২| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৪

কানিজ রিনা বলেছেন: ঘরের কথা পরে জানল ক্যামনে এইযে এমনে
চাঁদগাজীর জন্য আমরা আমেরিকার সব খবর
পাই। তাবদ দেশের গোপন খবর গাজী ছারা
আর কে কয়। তাই শুভ কামনায়।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, সবাই অর্থনীতি ও রাজনীতি নিয়ে ভাবছেন, আমি চেস্টা করি সবার ভাবনার সাথে নিজের ভাবনাকে যোগ করতে, এটুকুই।

১৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪১

রাতুল_শাহ বলেছেন: আশা করি ট্রাম্পের ধীরে ধীরে জ্ঞান দ্বায়িত্ব বাড়বে।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:


আমেরিকান ক্যাপিটেলিজম আমেরিকার মানুষের মাঝে অস্হিরতা সৃস্টি করেছে ও বিশ্বে যুদ্ধ চালিয়ে যাবার পরিস্হিতি ধরে রাখছে।

১৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৩

মিঃ আতিক বলেছেন:
আপনি বলেছেনঃ সমস্যা হলো, সে হারলে চীন ও রাশিয়া জিতবে, যেটা বিশ্বকে চেংগিসের আমলে নিয়ে যাবে।

এটাই চরম সত্যি কথা, শুধু এ কারনে হলেও এখন পৃথিবীর অনেক দেশ ও মানুষ আমেরিকাকে সমর্থন করবে।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার সাধারণ মানুষ ভালো; যুদ্ধবাজ ক্যাপিটেলিস্ট আমেরিকা বিশ্বকে যু্দ্ধে নিয়ে গেছে। মানুষ আজও চীন ও রাশিয়ান বিশ্বাস করে না, সন্মান করে না।

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৪

সাহসী সন্তান বলেছেন: অনলাইনে পড়লাম ট্রাম্প নাকি তার ১০০ তম দিনের পূর্বে সাংবাদিকদেরকে বলছে, প্রেসিডেন্টের দ্বায়িত্ব যে এতটা কঠিন আগে জানতাম না! সে যাহোক, গত কয়েকদিন পূর্বে আমারে একজন জিগাইছিল- 'বলেন তো আমেরিকানরা এবার তাদের দেশের বড় বড় রাজনীতিবিদ থাকতে একজন ব্যবসায়ীকে কেন প্রেসিডেন্ট করলো?'

আমি অবশ্য একটা উত্তর করছিলাম! তবে ঠিক ঐ ধরনের একটা প্রশ্ন যদি আপনাকেও করা হতো তাইলে আপনি কি উত্তর করতেন?

পোস্টের টপিক এবং আলোচনা ভালো হইছে!

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার রাজনীতিবিদরা আইনবিদদের মত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছিলেন; নিজেদের ভুলকে চাপা দিচ্ছিলেন, মানুষের সামনে সুন্দর সুন্দর চিত্র এঁকে ভোট নিয়ে পরে বেমালুম দায়িত্ব এড়িয়ে যাচ্ছিলেন; মানুষ ভেবেছে যে, ট্রাম্প রাজনীতিবিদ নয়, যা বলছে, সেটাই তার মনে আছে!

আমেরিকার অর্থনীতি ভালো, মানুষ কিছুটা রিস্ক নিয়ে পরিচিত প্যটার্ণ থেকে বের হওয়ার চেস্টা করেছে।

১৬| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৪

সাহসী সন্তান বলেছেন: আপনার মন্তব্যের শেষের লাইনটা এবসুলেটলি ফাইন! এবং মজার বিষয়টা হইলো, বর্তমান প্রেসিডেন্টকে ক্ষমতায় বসার পিছনে ঐ যুক্তিটাই সব থেকে বেটার! প্রতিউত্তরটা ভাল্লাগছে!

৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:



এই পরিবর্তন আমেরিকার জন্য বিশাল ব্যাপার, অনেকে অনেকভাবে দেখছেন।

১৭| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: ট্রাম্প বোধ বুঝতে পারছে প্রেসিডেন্ট হওয়ার ঠেলা কত ।

৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:১৩

চাঁদগাজী বলেছেন:



আজকে ট্রাম্প বলেছে যে, তাকে খুবই চাপের মাঝে অধিক কাজ করতে হচ্ছে!

১৮| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালই তো লাগলো আপনার ট্রাম্প বন্দনা।
ট্রাম্প আমারও অপছন্দের না। তার জন্য শুভকামনা থাকবে সবসময়, যদি বিশ্বশান্তি ঠিক থাকে।

বিশ্বের বিভিন্ন খবর আপনার কাছেই পাওয়া যায়। আপনার চিন্তার দূরদর্শিতাও দারুণ। ভালো লাগে।
শুভকামনা আপনার জন্য সবসময়।

৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:০২

চাঁদগাজী বলেছেন:


আসলে ৩য় বিশ্ব এদের ছায়াতলে ঘুরছে।

১৯| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: যে অবস্থা শুরু হয়েছিল তাতে করে শতদিবসকাল দিন পর্যন্ত টিকে থেকে ইতিহাস গড়ল , অভিনন্দনতো জানাতেই হয় !!!!
অার কিছু না হোক হয়েছে গণতন্ত্রের বিজয়!!!

৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্পকে যারা ভোট দিয়েছিল, তাদের অনেকেই ওবামা কেয়ার হারাতে পারে; তখন লাগবে আসল গন্ডগোল।

২০| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২২

রক বেনন বলেছেন: দুই মিলিয়ন মেক্সিকান দেশে ফেরত চলে গেছে নীরবে; আমেরিকায় শ্রমিকের অভাব দেখা দিয়েছে কয়েকটি রাজ্যে

আমেরিকানরা কি এখন শ্রমিকের কাজ করবে? নাকি সস্তা কোনো দেশ থেকে শ্রমিক আমদানি করবে?

৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩১

চাঁদগাজী বলেছেন:


ওরা আবার মেক্সিকানদের আনবে, আইনগতভাবে আনবে নিশ্চয়।

২১| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫১

সিনবাদ জাহাজি বলেছেন: ট্রাম্প, পুটিন ও শী জিনপিং থেকে মানুষ বেঁচে গেলে, পৃথিবী কয়েক লাখ বছর টিকবে।

একমত

৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


চীনে সব সময় ভয়ংকর সব লোকজন ক্ষমতায় আসবে; তবে, রাশিয়ায় পুটিনের পর, ভালো লোকজন আসবে; এখন, পুটিন ও শী জিনপং ট্রাম্পকে ভুল পথে নিয়ে যু্ধ লাগাতে পারে কোরিয়া ও ইরানের সাথে।

২২| ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১১

নাগরিক কবি বলেছেন: ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি হলেন আমার উৎসাহের কেন্দ্র। আপনার মাপের সজ্জন খুব কম হয়ে থাকে। ছোট বড় সবাই আপনাকে পায়। তবে অনেকে আপনাকে অহেতুক ভুল বুঝে। আপনার ভাষা বুঝলে তাদের এমন দশা হতোনা।




আমার বয়স ১৬। আমি ও আপনার কথা অনেক সময় বুঝি না। রাজনীতি বানান ও আমি ঠিক মত জানি না। তবে আপনার লেখা পড়ে রাজনীতির অবস্থা কিছুটা হলেও বুঝতে পারি।

কিন্তু বিশ্ব রাজনীতি থ্যাকে কি নিজের দেশের রাজনীতির দিকে মনোনিবেশ করা বেশি করণীয় নয়!

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


নিজের দেশই প্রথম হওয়া উচিত, দেশের ব্যাপারে বেশী সময় দেয়া দরকার।

২৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৮

ধ্রুবক আলো বলেছেন: আসলে ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে 100 দিন পার করেছে এর জন্য আমেরিকায় পার্টি হওয়া উচিত । তবে আমেরিকার রাজনীতি বুঝা বড় কঠিন।
তৃতীয় প্যারায় +++ দারুন বলেছেন কথা গুলো।

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


আমাদের জাতির বেকুব অংশ সরকার চালায়; আমেরিকারগুলো ক্যাপিটেলিজম রক্ষা করতে গিয়ে মানুষকে ঠকায়

২৪| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৮

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: ভাল খুব ভাল

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:


কঠিন নিক, আরো কঠিন প্রোপিক! ব্লগে স্বাগতম।

২৫| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৫

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: অপমান গায়ে লাগেনা আমার গন্ডারের চামড়া

৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


কমেন্টা ক্লাসিকেল

২৬| ৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: আপনার লিখা পড়ে ভাল লাগে তাই ব্লগে আাসা, আমি মূর্ক্ষ

৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


আমরা সবাই ব্লগার, সবাই লিখছি, সবাই পড়ছি; তবে, এটা একটা শক্তিশালী জেনারেশন।

২৭| ৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: শক্তিশালী জেনারেশনের মানব কল্যানের কাজ কারাই শক্তির সঠিক প্রয়োগ করে কী?

৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


সঠিক ধারণা থাকলে, যেকোন কল্যাণই সম্ভব।

২৮| ০১ লা মে, ২০১৭ বিকাল ৩:৫৪

বর্ষন হোমস বলেছেন:
আমেরিকার মানুষ বুজতে পারতেছে যে,তাদের রিস্ক নিয়ে ট্রাম্পকে নির্বাচিত করা ঠিক হয়নি।

০১ লা মে, ২০১৭ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:


আসলে, এবার তাদের সামনে এর থেকে ভালো চয়েস ছিলো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.