নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সবচেয়ে স্বাস্হ্য-সচেতন মানুষ বাংলাদেশেই বাস করেন!

৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৩



হতবাক, আক্কেল গুড়ুম, আকাশ থেকে পড়লেন? আপনি হতবাক হলেও, ঘটনা কিন্তু সত্য, ইনি হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট আবদুল হামিদ সাহবে; আজকে উনি আছেন জার্মানীর ফ্রাংকফুর্টে, স্বাস্হ্য চেক করাচ্ছেন; গতকাল ছিলেন লন্ডনে, চোখ দেখায়েছেন; আগামীকাল উনি কোথায় যেতে পারেন, কোথায় যেতে পারেন? হয়তো সিংগাপুর, কিংবা থাইল্যান্ড, বলা মুশকিল, ভালো ডাক্তারের অভাব নেই বিশ্বে!

আরেক স্বাস্হ্য-সচেতন মানুষ হলেন ওবামা, দেখেছেন হালকা পাতলা, কথায় কথায় হাসেন, কাঁদেন, বাস্কেটবল খেলেন; একটা সমস্যা, বউয়ের থেকে চুরি করে বিড়ি টানেন! উনি দরিদ্র আমেরিকানদের জন্য "ফ্রি হেলথ ইন্সুরেন্স" চালু করেছিলেন; আজও আছে; ট্রাম্প উহাকে বাদ দিতে গিয়ে এক লাথি খেয়েছেন, আবারও প্রস্তুতি নিচ্ছেন। ওবামা যখন ক্ষমতায় এসেছিল, ২০০৮ সালে, তখন আমেরিকার ৩১ কোটীর মাঝে সাড়ে ৪ কোটীর হেলথ ইন্সুরেন্স ছিলো না; ভাবতে পারেন, যেই দেশের বাতাসে ডলার উড়ে সেই দেশের সাড়ে ৪ কোটী লোকের অসুখ হলে ডাক্তারের কাছে যেতে পারতো না? ওখানে আবার তাবিজ ও পানিপড়াও নেই যে, কমপক্ষে সেটা দিয়ে নিরাময় লাভ করবেন। ওবামার হেলথ ইন্সুরেন্স আড়াই কোটীকে কাভারেজ দিয়েছিল; বাকীরা চাকুরী পেয়ে হেলথ ইন্সুরেন্স পেয়ে গিয়েছিলেন; উনি কোম্পানীদের বাধ্য করেছিলেন হেলথ ইন্সুরেন্স দিতে; এতে লাভের একাংশ চলে যায়; ট্রাম্প কোম্পানীরা যাতে বেশী লাভ পকেটে রাখতে পারেন, সেজন্য ওবামা কেয়ার বাদ দিতে চান; এটা হলো ধনী লোকদের রাজনীতি, ক্যাপিটেলিজম; ইহা বলে, ধনীরাই চাকুরী সৃস্টি করতে সক্ষম, দরিদ্রা চাকুরী সৃস্টি করতে পারে না!

বাংলাদেশ, ৬৫ বছরের বেশী বয়সের লোক সংখ্যা হচ্ছে মাত্র ৯৪ লাখ, ১ কোটীও নয়; এরা সবাই প্রেসিডেন্ট নন; তবে, আবদুল হামিদ সাহেবের সাথে এদের সবার মিল আছে, বার্ধক্য-জনিত অসুস্হতা, এদের অনেকেই চোখে ঠিক মতো দেখেন না; এদের চিকিৎসার দরকার; আমাদের আবদুল হামিদ সাহেব চাইলে কিন্তু ওবামার মতো "আবদুল হামিদ কেয়ার" চালু করতে পারেন; সবার জন্য না হলেও, উনার কাছাকাছি বয়সের ৯৪ লাখ মানুষের জন্য এই দরকারী কাজটা করা কিন্তু খুবই সহজ। উনি একা না পারলে, আমরা উনাকে সাহায্য করবো।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন যাবত দায়িত্ব পালন করে আসছেন তিনি। তাতে তাঁকে ভালো তো একটু থাকতেই হবে। এতে আপনার হঠাৎ নজর গেল কে বুঝলাম না

৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


আপনার বুঝতে কস্ট হওয়ারই কথা; মাত্র ১০০ টাকা হাতে ধরায়ে দিয়ে আপনাকে হাওরের অন্য পারে কাজে পাঠায়ে দিয়েছে আপনার উপরস্হ কর্মকর্তা; প্রেসিডেন্টের চোখ ও স্বাস্হ্য চেক করাতে হয়তো খরচ হবে একেবারে কম হলেও ২৫/৩০ লাখ।

১০০ টাকা ও ৩০,০০, ০০০ টাকার মাঝে সামান্য পার্থক্য আছে; উহা আপনার চোখে পড়ে কিনা দেখেন, বুঝতে পারেন কিনা দেখেন!

২| ৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

অর্ক বলেছেন: আপনার সাথে সবিনয়ে দ্বিমত পোষণ করছি। এদেশের কতো রাম শাম যদু মদু ওনার থেকে ঢের টাকা ওড়ায় চিকিৎসার পিছনে। ভারতে চিকিৎসার জন্য কোটি কোটি টাকা খরচ করে থাকে বাংলাদেশিরা। খোঁজ নিলে জানবেন সেসব রোগীর বেশিরভাগেরই চিকিৎসা এদেশের সব জেলা শহরেই সম্ভব। উনি এদেশের রাষ্ট্রপতিই কেবল নন, ওনার পুরো জীবনটাই সত্য ও সততার উপর দাঁড়ানো। নিশ্চয়ই আজ ওনার এই বয়সে সুস্থ থাকার জন্য পর্যাপ্ত চেক আপ প্রয়োজন।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


যদু, মধুরা কারো দায়িত্ব নেয়নি, উনি নিয়েছেন।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিবেকবান সরকার হলে এগুলো মাথায় রাখতো। কিন্তু এরা তো ক্ষমতার জন্য রাজনীতি করেছে আজীবন। এসব নীতিকথা ভাবার সময় কই?
আর কারে কী বলেন?
আমার এক খালা তার স্বামী মানে আমার খালুকে খুব ভয় করেন। আমার অন্য এক খালাতো ভাই দুষ্টুমি করে বলে, খালা মারা যাওয়ার আগেও খালুকে জিজ্ঞেস করবে, "আমি কি মারা যাবো?"

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


উনি হয়তো অনুধাবন করতে পারেননি যে, উনি রাস্ট্রের প্রধান; রাস্ট্র উানকে অনুসরণ করছে।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪২

অর্ক বলেছেন: আপনি একজন সিনিয়র ব্লগার। আপনার কাছ থেকে শালীনতা আশা করি। যাই হোক আমার মন্তব্য আপনার বিরক্তিরর উদ্রেক করে থাকলে আমি ক্ষমাপপ্রার্থী। শুভ কামনা।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:


একটা একটা তুলনা মাত্র, অশালীনতার কিছু নেই। যাল, আমি তা বদলায়ে দেবো।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৬

মিঃ আতিক বলেছেন: উনি ডাক্তারদের উদ্দেশ্যে আজকে একটি বাণী দিয়েছেনঃ

বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে আন্তরিক হতে হবে চিকিৎসকদের : রাষ্ট্রপতি

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


উনার নিজের কোন স্বপ্ন নেই, সবাইকে বংগবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার বাণী দিচ্ছেন, নিজে জার্মান ডাক্তারদের উপর আস্হা রেখেছেন।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৩

ধ্রুবক আলো বলেছেন: উনি একা না পারলে, আমরা উনাকে সাহায্য করবো।
আফসোস প্রেসিডেন্ট সাহেব ব্লগিং করেন না, নাহলে মেসেজ টা পেয়ে যেতেন।

যাহোক, শিরোনামে যা বললেন, মেডিকেল কর্তৃপক্ষ কিন্তু আপনারে পাইলে অসুস্থ বানায়া ফালাইবো
বিশেষ করে, ওষুধ কোম্পানি গুলা, প্রেসিডেন্ট বোধহয় কথাটা বলার সময় উনার সাস্থের কথাও ভুলে গিয়েছিলেন।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


উনার উচিত ওবামার মতো কিছু করে যাওয়া, সেই সুযোগ উনার আছে।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: ওস্তাদ খুব সুন্দর পোষ্ট। আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। আপনার চিন্তা ভাবনা আমার খুব পছন্দ হয়েছে।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


আমাদের সবার চিন্তা ভালো, যাদের দায়িত্ব চিন্তা করা, উনারা চিন্তা করেন না; এটাই সমস্যা

৮| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৭

নীলপরি বলেছেন: অভিনব বিষয় । তবে কেউ সুস্থ থাকলেই তো ভালো ।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫২

চাঁদগাজী বলেছেন:


৯৪ লাখ মানুষের বয়স ৬৫ বছরের উপরে, এরা ভালো থাকতে হলে এদের চিকিৎসার দরকার; এই চিকিৎসার ব্যবস্হা কে করবে, আপনি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.