নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শ্রমিক, চাষীদের চেয়ে পার্টির বেকার ক্যাডারেরা অনেক বেশী আয় করে

০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩



কৃষক, শ্রমিক পরিবারদের প্রতি মে-দিবসের শুভেচ্ছা!

দেশে যদি কৃষক ও শ্রমিক মিলে ৮ কোটী ধরি, এবং ৮ লাখ রাজনৈতিক ক্যাডার ধরি, বছরের শেষে ৮ লাখ রাজনৈতিক ক্যাডারের আয় ও জীবনযাত্রার মান অনেক উপরে, এবং সবচেয়ে বড় কথা হলো, রাজনৈতিক ক্যাডারেরা মোটামুটি বেকার, এবং এদের অনেকের কাজকর্ম পুরো জাতির জন্য ক্ষতিকর।

হাওরের মানুষের জন্য শেখ হাসিনা মাসে পরিবার প্রতি ৫০০ টাকা ও চাল দেয়ার ঘোষণা করেছেন; এসব পরিবার বছরের শেষে কে কত পাবেন, সেটা এখনো দেখার বিষয়; কিন্তু বছরের শেষে এলাকার ইউনিয়ন লেবেলের যে কোন আওয়ামী ক্যাডার যেকোন পরিবার থেকে ১০/২০ গুণ বেশী পেয়ে যাবে!

বিএনপি ইলিয়াস আলীর কথা মনে আছে? উনি জীবনে ১দিনও চাকুরী করেননি; নিখোঁজ হওয়ার সময় ঢাকায় ৬ তলা বাড়ী রেখে গেছেন? কত হাজার শ্রমিক পরিবার চালিয়ে, কত বছরে এত টাকা জমাতে পারতো?

ব্রাহ্মণবাড়ীয়ার এক মৃত এমপি'র ভাই কিছুদিন আগে গাড়ী কিনলেন; বেকার, কোন ব্যবসা নেই, পড়ালেখা এসএসসি পাশ; পরিবার চলছে, গাড়ী চলছে; এই পরিবারের সম্পদের জন্য কত মানুষের পরিশ্রম করতে হচ্ছে? এই রকম লাখ লাখ পরিবারের খাওয়া দাওয়া, গাড়ী ঘোড়া অন্য মানুষদের আয় থেকে আসছে, শ্রম থেকে আসছে!

উ্ত্তর চট্টগ্রামের এক রাজনৈতিক ক্যাডার উপজেলার ১০০ শতের বেশী থানা লেবেলের ক্যাডারকে চালিয়ে যাচ্ছে; উনার ব্যবসা আছে, উনি ব্যবসাগুলোর মালিক হয়েছেন পার্টির কারণে; একা ১ জন যদি ১০০ পরিবারকে চালিয়ে যাবার মত ক্ষমতা রাখে, সে কত আয় করে? ছাত্র জীবনে উনার কিছুই ছিলো না, যেমন তারেক কোকোদের কিছুই ছিলো না।

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: দোষারোপের চেয়ে আসুন গান গাই-

০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


কোন দোষারোপ নেই; শ্রমিক-কৃষকদের অবস্হা বুঝুন, সমাধান খুঁজুন।

২| ০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

ঢাকার লোক বলেছেন: উহারা চাকুরী করেন না বটে, ব্যবসা করেন, রাজনীতির ব্যবসা!

০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:


যেহেতু রাজনীতিু একটা ব্যবসা নয়, কিন্তু বাংলাদেশে উহাকে ব্যবসায় পরিণত করা হয়েছে, সেজন্য মানুষকে ক্ষতিপুরণ গুণতে হচ্ছে; রাজনৈতিক ব্যবসায়ীদের সঠিক যায়গায় যেতে সাহায্য করার দরকার; তাদেরকেও কাজ করে বেঁচে থাকতে হবে; অন্যের শ্রমের উপর ৪৬ বছর চালিয়ে দিয়েছে।

৩| ০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার একটা গান আছে, বাংলাদেশে মানুষ নেই আছু শুধু লাশ, লাশ আর লাশ।

০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


মানুষ চেস্টা করছেন, সাহিত্যের লোকেরা চেস্টা করছেন; সময় হয়েছে অর্থনীতি প্রয়োগ করার, শ্রমিকদেরকে মালিকানা দিটে হবে।

৪| ০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
সমাধানটা এভাবে হলে কেমন হয়? :)

০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:


ভিডিও হয়তো অনেক মেমোরি দখল করছে

৫| ০১ লা মে, ২০১৭ রাত ৮:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফখরুদ্দিন মঈনুদ্দিন যদি এরকম ১০ জনকে জেলের ভাত খাওয়াতে পারতো তাহলে আজকে দেশের চেহারা পাল্টে যেত। কিন্তু তারা বড় মাছ ধরতে গিয়ে নিজেরাই এখন পালিয়ে আছেন...

০১ লা মে, ২০১৭ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


ওদের ১ জন ছিল "পাখী মারা জেনারেল", অন্যজন "বিশ্ব ব্যাংকের অর্থনীতিবিদ"; ২ জনই থিওরিটিক্যাল মানুষ

৬| ০১ লা মে, ২০১৭ রাত ৮:২১

ডঃ এম এ আলী বলেছেন: মে দিবসে সময়োপযোগী পোষ্ট, মেহনতি মানুষের শ্রমে রক্ত বিন্দু দিয়ে গড়া কিছু রত্ন পাথর রেখে এসেছি আমার পোস্টে !!!
সেগুলি হাতে পায়ে জড়িয়ে মেহনতি মানুষের দামে তারা নীজেদের ভাগ্য গড়বে !!
অনেক ধন্যবাদ পোষ্টটির জন্য ।

০১ লা মে, ২০১৭ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


অমানুষদের জন্য মানুষকে শ্রম দিতে হচ্ছে আজীবন।

৭| ০১ লা মে, ২০১৭ রাত ৮:৩০

কলিমুদ্দি দফাদার বলেছেন: আমাদের মত অশিক্ষিত জাতির জন্য ড্রেমোক্রসি নয়। বলার অপেক্ষা রাখে না দেশে একজন দেশপ্রেমিক সৈরাচার পুরুষ শাসক দরকার।

০১ লা মে, ২০১৭ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:


১৭ কোটী বাংগালীকে চালানোর ক্ষমতা একা কারো নেই: জিয়া ও এরশাদ চেস্টা করেছিলেন; দেশ চালানোর মতো মগজ উনাদের ছিলো না।

৮| ০১ লা মে, ২০১৭ রাত ১০:২১

ধ্রুবক আলো বলেছেন: কৃষক, শ্রমিক পরিবারদের প্রতি মে-দিবসের শুভেচ্ছা!

০১ লা মে, ২০১৭ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:



কৃষক, শ্রমিকেরা রেসকোর্স, পল্টন, লালদীঘি থেকে শুরু করে, মুক্তিযুদ্ধ করলো, বেকুবদের পেছেন ঘুরলো।

৯| ০১ লা মে, ২০১৭ রাত ১১:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: রাজনীতি নীতির রাজা আলাদিনের প্রদীপ। সে জন্য অনেকে এ প্রদীপের জন্য মরিয়া। এ প্রদীপ যারা পায়না তারা জীবনে কিছুই পায়না। তারা শুধূ অন্ধকারে হাতড়াতে গাতড়াতে অবশেষে মরে।

০২ রা মে, ২০১৭ রাত ১২:২১

চাঁদগাজী বলেছেন:


রাজনীতি হলো শিক্ষিত মানুষের জন্য, আমাদের ছাত্র নামের মাফিয়ারা উহাকে দখল করে, ছাত্র রাজনীতির সরকার চালাচ্ছে দেশে।

১০| ০২ রা মে, ২০১৭ রাত ১:৩২

নাইম রাজ বলেছেন: চাঁদগাজী ভাই হিসাব মতে প্রধান মন্ত্রী সহ সরকারি লোকজন সব জনগণের কর্মচারি । অথচ উল্টা আমাদেরকেই তাদের
কর্মচারী গোলাম বানিয়ে রাখছে।

০২ রা মে, ২০১৭ রাত ২:১৫

চাঁদগাজী বলেছেন:


আমাদের সরকার পুরোপুরি বৃটিশ কলোনিয়েল সরকারের মতো; ভালো খারাপ যা করতে হয়, সরকার করবে; মানুষের বলার কিছু নেই।

১৯৭০ সালের ভোট ছিল বাংগালীদের জীবনের সবচেয়ে নিরপেক্ষ ভোট।

১১| ০২ রা মে, ২০১৭ সকাল ৮:১৬

অািমই বাঙ্গালী বলেছেন: ১লা মের অঙ্গীকার =p~
আমরা সবাই ক্যাডার হব
আহা! কি আনন্দ বুকে
টাকা কামাব
থাকিব সুখে।

০২ রা মে, ২০১৭ সকাল ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


ক্যাডারেরা জাতিকে পেছনে টেনে রেখেছে

১২| ০২ রা মে, ২০১৭ সকাল ৯:৩৩

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: talented, brilliant, incredible, amazing,super,superior,top,topical,upper,hot(এই বিশেষণ আপনার জন্য) আমার এই সত্য কথা বলার সাহস নাই)
মোর পরানের কতা কইচেন ভাইসাব(local dialect)

০২ রা মে, ২০১৭ সকাল ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:


এগুলোর কারণে জাতি পেছনে পড়ে গেছে,কোটী কোটী মানুষ তাঁদর অধিকার পাচ্ছেন না।

১৩| ০২ রা মে, ২০১৭ সকাল ১০:২৫

মহিউদ্দিন হায়দার বলেছেন: বিভিন্ন রাজনৈতিক দলের ক্যডাররাই সবচেয়ে প্রতিষ্টিত শ্রমিক, অধিকারের চেয়ে বেশী পাই তারাই বাংলাদেশের প্রেক্ষাপটে।

০২ রা মে, ২০১৭ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


বিনা পরিশ্রমে আয় ও দখলবাজি দেশকে অস্হির করেছে!

১৪| ০৩ রা মে, ২০১৭ রাত ১২:০৬

ওয়াহিদ সাইম বলেছেন: ঠিক বলেছেন। জানোয়ারগুলোর বিলাসী জীবনযাপনের পেছনে গরীব মানুষগুলোকেই কঠিন শ্রম দিতে হচ্ছে জীবনভর।
তবে হাওরের মানুষের জন্য শেখ হাসিনার পরিবার প্রতি ৫০০ টাকার পরিবর্তে ৫০০০ টাকা দিলেও দেশের কোন ক্ষতি হতো না। এই টাকাতো আর বিদেশে পাচার হতো না। বরং অর্থনীতিকে স্টিমুলেইট করতো।দেশ উপকৃত হতো। আর প্রকৃতিক-অপ্রকৃতিক কারনে ভুক্তভোগী মানুষ গুলোর কষ্ট লাগব হতো।

০৩ রা মে, ২০১৭ রাত ২:১৩

চাঁদগাজী বলেছেন:


৫০০ টাকায় ৫ জনের একটা পরিবার ৩ দিন চলতে পারবে; উনি মনে হয়, না খেয়ে থাকেন, বাতাস খান।

উনি চাচ্ছেন, মানুষ গরু ছাগল ও জমি বিক্রয় করুক।

১৫| ০৭ ই মে, ২০১৭ রাত ১১:০৮

ruhul imran বলেছেন: আমার বয়স সব মিলিয়ে ২৬ হবে না(!)
আমার এক সহপাঠী ও ল্যাংটো কালের বন্ধু। অথচ, চার বছর আগে থেকেই তার মাসিক আয় (আয়কর ট্যাক্স ব্যতীত) ৫-১৫(আনুমানিক ও লোকে-মুখে শুনা) লাখ টাকা।
তার যোগ্যতা সে ছাত্রলীগ!

দ্বিতীয় মন্তব্যে!!

০৭ ই মে, ২০১৭ রাত ১১:২৬

চাঁদগাজী বলেছেন:


ছাত্রলীগ মানে জনতা-ব্যবসায়ী।

আপনি পোস্ট লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.